Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০২৪

গণশুনানী GRS ফোকাল পয়েন্ট

 

তথ্য অধিদফতরের গণশুনানি

 

তথ্য অধিদফতরের নাগরিক সনদ (সিটিজেন চার্টার) অনুসারে সেবাপ্রত্যাশী জনগণের অভাব-অভিযোগ সরাসরি শ্রবণের মাধ্যমে সেগুলির নিষ্পত্তি, নাগরিক সেবা প্রদানের মান ও গতি বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টিসহ দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এ অধিদফতরে প্রতি রবিবার সকাল ১১টা-১২টা পর্যন্ত গণশুনানি অনুষ্ঠিত হবে। আগ্রহী সেবা প্রত্যাশীদের যে কোন মন্তব্য/চাহিদা লিপিবদ্ধ করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে। সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন) নিন্মলিখিত ঠিকানায় গণশুনানি গ্রহণ করবেন।

যে কোন সেবাপ্রত্যাশী উক্ত সময়ে সশরীরে উপস্থিত হয়ে বা নি¤œলিখিত ফোন নম্বর/ই-মেইল/ফ্যাক্সে যোগাযোগ করে উপরোক্ত যে কোন বিষয়ে সহযোগিতা চাইতে পারেন।

 

জনাব আব্দুল জলিল (ফোকাল পয়েন্ট)

সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার

ফোন: ৯৫৪৯০৯৫

ই-মেইল: jalilpro74@gmail.com

 

জনাব এ এইচ এম মাসুম বিল্লাহ ( বিকল্প ফোকাল পয়েন্ট)

সিনিয়র তথ্য অফিসার (প্রশাসন)

ফোন: ৯৫৪৫৬৩৬

ই-মেইল: 27masumbillah@gmail.com


কক্ষ নং-২০৫
ভবন নং-৯ (ক্লিনিক ভবন, ৩য় তলা)
বাংলাদেশ সচিবালয়, ঢাকা
ফোন      : ৯৫৪০০৩০

ইমেল  : piddhaka@gmail.com

ফ্যাক্স      : 9540553