Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০২৪

প্রকল্পের বিবরণ-২

প্রকল্প-২

সরকারি সংস্থা হিসেবে তথ্য অধিদফতরের সামগ্রিক কাজকে ত্বরান্বিত করতে এবং দক্ষভাবে পরিচালনার জন্য একটি সহজলভ্য তথ্য ভান্ডারের খুবই গুরুত্বপূর্ণ। আর এ তথ্য ভান্ডার ডিজিটাল হওয়াই সময়োপযুগি। এর ফলে আকাঙ্ক্ষিত কাজ দ্রুত, সময়মতো বা যথাযথভাবে সম্পন্ন করতে সক্ষম হবে। বর্তমান সময়ে গণমাধ্যমে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা মিথ্যা তথ্য প্রচারের কার্যক্রম ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। গুজব বা মিথ্যা তথ্য প্রচারের কার্যক্রম সমাজ এবং রাষ্ট্রের জন্য ভয়ংকর বিপদ সৃষ্টি করছে। সনাতন পদ্ধতি বা ম্যানুয়ালি এ সমস্ত গুজব প্রচার শনাক্তকরণ এবং তা ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব নয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ কাজটি ফলপ্রসূভাবে করা সম্ভব। এ সকল কারণেই তথ্য অধিদফতরের জন্য তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক সংরক্ষণ ব্যবস্থা বা ডিজিটাল আর্কাইভিং ব্যবস্থা খুব দ্রুত স্থাপন করা প্রয়োজন।

  এ প্রকল্পে বর্ণিত এই প্রযুক্তিটি একটি ওয়েব ক্লায়েন্টের মাধ্যমে যে কোনও অবস্থান থেকে তথ্যটিকে সহজেই খুঁজে পাবে এবং সেই তথ্য একাধিক ডিভাইসের মাধ্যমে ব্যবহার করা সম্ভব হবে। এই আধুনিক প্রযুক্তিটি মূল প্রকাশনার প্রতিটি পৃষ্ঠার প্রতিটি তথ্য বিষয়কে হুবহু ডিজিটাল অনুলিপি হিসাবে রূপান্তর করবে। ডিজিটাল আর্কাইভিং সফ্টওয়্যারটি মূল সংবাদপত্রের চেহারা এবং অনুভূতি ধরে রাখার সাথে তা প্রকাশকের মূল কপিরাইটটিও সংরক্ষণ করবে। এর মাধ্যমে যে কোন দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদ ডিজিটাল পদ্ধতিতে সুচারুরূপে সংরক্ষণ বা আর্কাইভ করা যাবে এবং প্রয়োজন মতো তা ব্যবহার করা যাবে। সকল গণমাধ্যমের সংবাদ গতি ধারা সহজেই বিশ্লেষণ করা যাবে। এটি বাংলাদেশের তথ্য সুরক্ষা নিশ্চিত করবে।

গণমাধ্যমের সাথে সমন্বয় ও উন্নত সেবা প্রদান প্রকল্পের সংক্ষিপ্ত ধারণাপত্র