প্রকল্প-১
ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম প্রকল্পটি তথ্য অধিদফতর কর্তৃক বাস্তবায়িত হয়ে আসছে। প্রকল্পে শিশু ও নারীদের উন্নয়নে সচেতনতা সৃষ্টির জন্য ফিচার, প্রবন্ধ ও কার্টুন তৈরি করে জাতীয় দৈনিকে প্রকাশের পর তা কমপাইলেশন করে ‘মা ও শিশু’ নামে বই প্রকাশ করা হয়। ফিচার, প্রবন্ধ ও কার্টুনগুলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকল্পের আওতায় অপুষ্টি, যৌতুক, নারী নির্যাতন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, প্রসূতি মায়ের পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, নিরাপদ পানি, শিশুর পরিচর্যা, শিশু শ্রম, প্রতিবন্ধী শিশুদের উন্নয়ন, এইডস ও অন্যান্য রোগব্যাধি প্রতিরোধ ও প্রতিকার ইত্যাদি বিষয়ে ফিচার-প্রবন্ধ লেখা ও প্রকাশ করা হয়.