Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ এপ্রিল ২০২৪

শাখাসমূহ-Test

প্রেস শাখা

প্রেস শাখার মূল দায়িত্ব সরকারের প্রচার-প্রচারনার ব্যবস্থা করা। এটি তথ্য অধিদফতরের প্রধান কাজ। দু’টি শক্তিশালী অনুশাখা-সংবাদকক্ষ এবং ফটো শাখা নিয়ে প্রেস শাখা গঠিত।বছরের ৩৬৫ দিনই সংবাদকক্ষ মধ্যরাত পর্যন্ত কাজ করে থাকে।প্রেস শাখা তথ্যবিবরণী, সংশোধনী, প্রতিবাদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানের স্থিরচিত্র গণমাধ্যমের জন্য প্রকাশ ও বিতরণ করে। গুরুত্বপূর্ণ কোন বিষয়াবলীতে প্রেসনোট ও সংবাদকক্ষ থেকে প্রদান করা হয়। প্রেস শাখা সরকারের অন্যতম প্রধান সংবাদ উৎস। এ শাখা বিদেশে অবস্থানরত বাংলাদেশের সকল দূতাবাসসমূহের জন্য সংবাদ সংক্ষেপ (News Brief) তৈরি ও প্রেরণ করে থাকে। প্রেস শাখা সংবাদ সম্মেলন এবং সাংবাদিকদের জন্য ব্রিফিং-এর আয়োজন করে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং রাষ্ট্রিয় অতিথিদের সফরের সময় প্রয়োজনে দেশি-বিদেশি সাংবাদিকদের সহায়তার জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বলিত মিডিয়া সেন্টার স্থাপন প্রেস শাখার তত্ত্বাবধানে করা হয়ে থাকে। একজন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার এ শাখার প্রধান। 

প্রশাসন শাখা

অন্যান্য দপ্তর/সংস্থার মত প্রশাসন শাখা অধিদফতরের মূল চালিকা শক্তি। এ শাখায় সমন্বয় এবং সংস্থাপন নামে দু’টি অনুশাখা আছে। সমন্বয় শাখা অন্যান্য শাখার সাথে সমন্বয় সাধনের পাশাপাশি প্রয়োজনীয় ক্রয়, মেরামত, সংস্কারসহ গাড়ি চলাচল এবং এ সংক্রান্ত সব ধরনের কাজ এবং হিসাবাদি পরিচালনা ও সংরক্ষণ করে। ভাণ্ডারের তত্ত্বাবধানেও এ শাখা থেকে করা হয়।একজন সিনিয়র তথ্য অফিসার এ শাখার দায়িত্বে আছেন।

সংস্থাপন অনুশাখা নিয়োগ-বদলি, পদায়ন, টেন্ডার, কম©কতা©-কম©চারিদের ছুটি, পেনশন ইত্যাদি বিষয়াদি দেখা শোনা করে।একজন সিনিয়র তথ্য অফিসার এ শাখার তত্ত্বাবধানে থাকেন।

প্রোটকল শাখা

 

মৌলিক তথ্য ও ব্যক্তিত্ব এবং গবেষণা ও তথ্য সংরক্ষণ (Reserch and Reference) 

তথ্য অধিদফতরে মৌলিক তথ্য ও ব্যক্তিত্ব এবং গবেষণা ও তথ্য সংরক্ষণ (Reserch and Reference) নামে আরো  দু’টি উপশাখা আছে।একজন উপপ্রধান তথ্য অফিসার প্রতিটি শাখার দায়িত্বে থাকেন। 

মৌলিক তথ্য ও ব্যক্তিত্ব অনুশাখার অধীনে তথ্য কেন্দ্র এবং পাঠাগার রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের জীবন বৃত্তান্ত সংরক্ষণ ও সরবরাহ এ শাখা থেকে করা হয়। পাঠাগারে গণমাধ্যম কর্মীদের জন্য পুস্তকাদি/পত্র পত্রিকা অধ্যয়নের সুযোগ রয়েছে। একজন করে সিনিয়র তথ্য অফিসার এ দু’টি শাখার দায়িত্বে রয়েছেন।

মৌলিক তথ্য, মিডিয়া সেল এবং লাইব্রেরি এ তিনটি ইউনিট নিয়ে রির্সাচ এন্ড রেফারেন্স উপশাখা গঠিত। একজন উপ-প্রধান তথ্য অফিসারের তত্ত্বাবধানে এ উপশাখা মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টা, মন্ত্রী/উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত তৈরি, সংরক্ষণ এবং সরবরাহ করা হয়। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের ঐতিহাসিক, আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করা হয়েছে। মিডিয়া সেন্টারে প্রতিদিন এ তথ্য হালনাগাদ করা হয়। সরকারের গুরুত্বপূর্ণ তথ্যাবলীও সংরক্ষণ করা হয়।

গবেষণা ও তথ্য সংরক্ষণ উপশাখার অধীনে প্রেসট্রেন্ড (সংবাদ গতিধারা) ও প্রেস ক্লিপিংস নামে দু’টি অনুশাখা আছে। প্রেসট্রেন্ড অনুশাখা দৈনন্দিন প্রেসট্রেন্ড তৈরি ও বিতরণ এবং ক্লিপিংস অনুশাখা পেপার কাটিং, তৈরি ও বিতরণের কাজ করে থাকে। একজন করে সিনিয়র তথ্য অফিসার এ অনুশাখা দু’টির দায়িত্বে রয়েছেন।

ফিচার শাখা

তথ্য অধিদফতরে ফিচার শাখা নামে আরো একটি অনুশাখা রয়েছে।বিভিন্ন উন্নয়নমূলক কম©কাণ্ডের উপর ফিচার তৈরি ও সংবাদপত্রে বিতরণের দায়িত্ব এ অনুশাখার। বিভিন্ন জাতীয় দিবসে ক্রোড়পত্রের লেখা সংগ্রহ ও নিবা©চনের কাজও এ শাখা থেকে হয়ে থাকে।অতিরিক্ত প্রধান তথ্য অফিসারের তত্ত্বাবধানে একজন সিনিয়র তথ্য অফিসার এ অনুশাখায় দায়িত্বপালন করেন।