Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd সেপ্টেম্বর ২০১৫

তথ্যবিবরণী 02/09/2015

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৪৮০


উৎস সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাবার্ষকীতে গুণিজনদের সম¥াননা প্রদান

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) :

    উৎস সাংস্কৃতিক পরিষদ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও গুণিজন সম্মাননা প্রদান উপলক্ষে ‘‘মুক্তিযুদ্ধে সংস্কৃতিকর্মীদের অবদান” শীর্ষক এক আলোচনা অনুষ্ঠান আজ শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণিজনদের মধ্যে সম্মাননা প্রদান করেন। 

    মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক কর্মকা-ে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আবৃত্তি শিল্পী আশরাফুল আলম ও কণ্ঠশিল্পী মলয় কুমার গাঙ্গুলী, বিশিষ্ট কণ্ঠশিল্পী ফরিদা পারভিন ও সুবীর নন্দী, নাট্যনির্দেশক ও অভিনেত্রী লাকী ইনাম এবং নাট্যকার মান্নান হীরাকে সম্মাননা প্রদান করা হয়। 

    বাংলাদেশ বেতার এর মহাপরিচালক কাজী আখতারউদ্দিন আহমেদ ও সাংবাদিক রাহাত খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজ্জল কুমার মুখার্জী।

    আলোচনা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়া, উৎস নাট্যদলের পরিবেশনায় ‘‘বর্ণমালার মিছিল” নাটকটি মঞ্চায়ন করা হয়।

#
শফিকুল/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/২০৫৫ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                 নম্বর : ২৪৭৯

চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে 
কন্টেইনার পরিবহণে নৌপথকে গুরুত্ব দেয়া হচ্ছে
                                -- নৌপরিবহণ মন্ত্রী

চট্টগ্রাম, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) :
    নৌ পরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের পানগাঁও বন্দরে কন্টেইনার আনা নেয়ার জন্য সড়কপথের বিকল্প হিসেবে নৌপথের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি করে নৌপথসমূহকে সচল করা হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট হ্রাস, সড়কপথে যানজট হ্রাসসহ চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রমে আরো গতিশীলতা আসবে। এর ফলে আমদানি রপ্তানি বাণিজ্য সহজীকরণ হওয়ার পাশাপাশি চট্টগ্রাম বন্দরের আয় বৃদ্ধি পাবে এবং নৌপথ নিরাপদ ও সাশ্রয়ী রুট হওয়ায় ব্যবসায়ীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।
    মন্ত্রী আজ চট্টগ্রাম বন্দরে এনসিটি-১ এ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কন্টেইনারবাহী জাহাজ সামিট এলায়েন্স পোর্ট লিঃ এর নিকট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এমভি পানগাঁও ভিশন, এমভি পানগাঁও এক্সপ্রেস, এমভি পানগাঁও সাকসেস নামের ৩টি কন্টেইনারবাহী জাহাজ সামিট এলায়েন্স পোর্ট লিঃ এর চেয়ারম্যান মোঃ আজিজ খান এর নিকট হস্তান্তর করেন। ভাড়ায় প্রদত্ত এসব জাহাজ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতিমাসে ৪২ লাখ টাকা আয় করবে।
    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ বক্তৃতা করেন।
    এর আগে মন্ত্রী চট্টগ্রাম বন্দর ভবনে প্রবেশের ডিজিটাল গেইট উদ্বোধন করেন।
#
সাইফুল/আফরাজ/মোশাররফ//রফিকুল/জয়নুল/২০১৫/২০২০ঘণ্টা  
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ২৪৭৮

আন্তর্জাতিক টেক্সটাইল শিল্প প্রযুক্তির প্রদর্শনী উদ্বোধনকালে শিল্পমন্ত্রী
বহির্বিশ্বে নেতিবাচক প্রচারণা সত্ত্বেও তৈরিপোশাক শিল্পখাতের প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) :
বহির্বিশ্বে স্বার্থান্বেষী মহলের নেতিবাচক প্রচারণা সত্ত্বেও বাংলাদেশের তৈরিপোশাক শিল্পখাতের প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠানগুলো রপ্তানি প্রবৃদ্ধির ক্ষেত্রে ধারাবাহিক ও দৃঢ় রেকর্ডের অধিকারী। এ ধারা অব্যাহত রাখতে তৈরিপোশাক শিল্পখাতে মূল্য সংযোজন, প্রয়োজনীয় কাঁচামাল ও এক্সেসরিজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রচেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। 
শিল্পমন্ত্রী আজ সেমস্-গ্লোবাল-ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক (ঈঊগঝ-এষড়নধষ-টঝঅ ্ অংরধ চধপরভরপ) আয়োজিত “১৬তম আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাক শিল্প প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী ২০১৫” এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিকসম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এতে বিশেষ অতিথি ছিলেন। 
সেমস্-গ্লোবাল-ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার অসীম কে মহাজন (অংববস ক গধযধলধহ) ও এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোঃ সফিউল ইসলাম (মহিউদ্দিন) বক্তব্য রাখেন। 
শিল্পমন্ত্রী বলেন, তৈরিপোশাক বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শিল্পখাত। রপ্তানি আয়, কর্মসংস্থান, মূল্য সংযোজন ও জনগণের জীবন মানোন্নয়নে এ শিল্পখাতের ব্যাপক অবদান রয়েছে। বর্তমানে দেশের গার্মেন্ট শিল্প কারখানাগুলোতে ৪০ লাখের বেশি শ্রমিক কাজ করছে। এর শতকরা ৮০ ভাগ নারী। এ শিল্প  নারীর  অর্থনৈতিক ক্ষমতায়ন ও সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের সরকারকে বিশেষভাবে সহায়তা করছে বলে তিনি জানান। 
উল্লেখ্য, চার দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর পাশাপাশি এক ছাদের নিচে “৯ম ঢাকা আন্তর্জাতিক ইয়ার্ন ও ফেব্রিক প্রদর্শনী ২০১৫” এবং “২২তম আন্তর্জাতিক ডাই-কেম বাংলাদেশ প্রদর্শনী ২০১৫”  আয়োজন করা হয়েছে। এতে ১৫টি দেশের প্রায় ৬০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ত্রিমাত্রিক এ প্রদর্শণীতে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির টেক্সটাইল ও পোশাক, সুতা ও ফেব্রিক্স, ডাইং ও কেমিক্যাল পণ্য, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। 
#
জলিল/আফরাজ/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৯৫৫ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                নম্বর : ২৪৭৭

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির র‌্যাব সদরদপ্তর পরিদর্শন

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আজ ঢাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদরদপ্তর পরিদর্শন করেন। কমিটির সভাপতি টিপু মুন্শি, কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মোঃ মোজ্জাম্মেল হোসেন, মোঃ ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। 
পরিদর্শনকালে কমিটি র‌্যাব সদরদপ্তরের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। কমিটি অপরাধ দমনে র‌্যাবের নতুন প্রযুক্তির ব্যবহার এবং সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। 
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান, পুলিশের ভারপ্রাপ্ত আইজিপি জাভেদ পাটোয়ারী, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
#
শিবলী/আফরাজ/মিজান/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                              নম্বর : ২৪৭৬

কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন চূড়ান্ত হচ্ছে

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) :
কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন চূড়ান্ত করার লক্ষ্যে ভূমি ব্যবহার বাস্তবায়ন কমিটির ৩য় সভা আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের সভাপতিত্বে সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রেলপথমন্ত্রী মুজিবুল হক, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শফিউল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুর রব হাওলাদার, কৃষি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবহার বাস্তবায়নের জন্য হাইকোর্ট একটি দক্ষ ও বিজ্ঞ কমিটি গঠন করেছে। এ কমিটিই জনস্বার্থের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ দিকগুলো বিবেচনা করে কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন চূড়ান্ত করছে। খুব শিগগির আইনটি অনুমোদন পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ভূমির সাথে কৃষির সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি। কৃষিজমি সুরক্ষায় কৃষিজমির অযাচিত ও অযৌক্তিক ব্যবহার রোধ করতে হবে। 
রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, ভূমির সাথে রেলের সম্পর্ক নিবিড়। রেলের জমি বেহাত হওয়া থেকে রক্ষা করতে তিনি সকলের সহযোগিতা চান। 
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, ভূমি জোনিং প্রতিবেদনের কাজ ২০১৭ সালের মাঝামাঝি সময়ে সম্পন্ন হবে। পাইলট প্রকল্প হিসেবে দু’টি জায়গাকে খুব শিগগিরই নির্বাচন করে ভূমি জোনিং কাজ শুরু করা হবে।
ভূমিমন্ত্রী শরীফ বলেন, ভূমির আধুনিকায়নে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। সময়োপযোগী ও গ্রহণযোগ্য নীতিমালা, বিধি ও আইন প্রণয়ন এবং ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাইজেশনের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন ও ভূমি থেকে দুর্নীতিরোধ করা সম্ভব। 
#
রেজুয়ান/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৭২০ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                নম্বর : ২৪৭৫

আবহাওয়ার সতর্কবার্তা
সমুদ্রবন্দরসমূহে তিন নম্বর  স্থানীয় সতর্কতা সংকেত

ঢাকা, ১৮ ভাদ্র (২ সেপ্টেম্বর) :

    মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

    চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর  স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ।

 #

আফরাজ/মিজান/রফিকুল/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা

 

Todays handout (3).doc