Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ২৮ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৫১৮

 

কেরানীগঞ্জে তিতাসের অভিযান: সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়

 

ঢাকা, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):   

 

বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে তিতাস গ্যাস টিএন্ডডি পিএলসির আওতাধীন মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এর সার্বিক সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে আজ কেরানীগঞ্জে একটা অভিযান পরিচালনা করা হয়েছে।

 

অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর বেগুনপট্টি এলাকার ফোর ব্রাদার্স ওয়াশিং কারখানা, গ্রীন ল্যান্ড ওয়াশিং কারখানা ও আল্লাহর দান ওয়াশিং কারখানার মোট ১৮টি ড্রায়ার ও ৩টি বয়লারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং ও ক্যাপিং করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৪ হাজার ৫৮৪ সিএফটি গ্যাস সাশ্রয় হবে। এ সময় ২৫০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ২৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, ৩টি কম্প্রেসার, ৫০০ ফুট হোস পাইপ, ৩ সেট ড্রায়ার বার্নার ও ৮টি বল ভাল্‌ব জব্দ করা হয়।

 

উল্লেখ্য, অবৈধভাবে তিনটি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় একজন আবাসিক ব্যবহারকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উক্ত বাড়ির রাইজার গোড়া হতে ক্যাপিং করা হয়। এছাড়াও অবৈধ সংযোগসমূহের সোর্স লাইন এর ২ ইঞ্চির ৩ ফিট এবং ১ ইঞ্চির ২০ ফিট পাইপ অপসারণ করে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।

 

অপরদিকে গদারবাগ, কেরানীগঞ্জ এলাকায় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ব্যাতিরেকে ও বিনা লাইসেন্সে ফিলিং স্টেশন পরিচালনার অপরাধে আরটি ফিলিং স্টেশন নামীয় কথিত প্রতিষ্ঠানের একজনকে এক্সপ্লোসিভ অ্যাক্ট, ১৮৮৪ এর ধারা ৫(৩)(ক) এর অধীনে প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিধিমালা, ২০০৫ এর বিধি ১০৪ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে।

 

#

 

শফিউল্লাহ/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৫/২১২০ ঘন্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৫১৭

 

 

 

তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি

                                           -- ধর্ম উপদেষ্টা

 

ঢাকা, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):   

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তারুণ্যের শক্তিই একটি জাতির অগ্রগতির চালিকাশক্তি। তরুণেরা তাদের স্বপ্ন, উদ্যম এবং সৃজনশীলতার মাধ্যমে সমাজকে বদলে দিতে পারে।

 

আজ রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইউটিইউ ইসলামিক সেমিনার ২০২৫ এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

 

উপদেষ্টা বলেন, তরুণদের মধ্যে রয়েছে নতুন কিছু শেখার আকাঙ্ক্ষা, প্রচণ্ড কর্মস্পৃহা এবং নতুন ধারণা বাস্তবায়নের সাহস। শিক্ষা, প্রযুক্তি ও মানসিক বিকাশের মাধ্যমে তরুণেরা যেকোনো  জাতির জন্য বিশাল সম্পদ হয়ে উঠতে পারে। তাদের ঐক্য, ইতিবাচক চিন্তা-চেতনা ও কাজের প্রতি নিষ্ঠা একটি সমাজকে উন্নতির শিখরে পৌঁছে দিতে পারে। এজন্য  তাদেরকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ দেওয়া প্রয়োজন।

 

ধর্ম উপদেষ্টা আরো বলেন, তারুণ্যের শক্তি দেশের উন্নয়নের চাবিকাঠি। তরুণদের দায়িত্ব শুধু নিজেদের উন্নতিই নয় বরং সমাজ, দেশ ও বিশ্বব্যাপী পরিবর্তনের অগ্রদূত হওয়া। তাদের উদ্যম ও কর্মস্পৃহা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। এ কারণে তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

 

ড. খালিদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর ২৩ বছরের নবুওয়তের জীবন  মানবজাতির হেদায়েতের উৎস। তাঁর জীবনাদর্শকে আমাদের মেনে চলতে হবে। উপদেষ্টা ইসলামের সৌন্দর্য নিজে ধারণ করা এবং অন্যদের মাঝে সেটা ছড়িয়ে  দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তিনি   রাষ্ট্র পরিচালনার জন্য উন্নত চরিত্রের মানুষকে বাছাই করার আহ্বান জানান।

 

সেমিনারে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তৃতা করেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক সেন্টারের পরিচালক প্রফেসর মোকতার আহমদ প্রমুখ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে।

 

#

 

আবুবকর/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৫/২১৪০ ঘন্টা

 

 

Handout                                                                                                           Number: 2516

 

Environment Advisor Visits Injured Director at Home,

Vows Strict Legal Action After Anti-Polythene
                                   — Environment Advisor
 

 

Dhaka, 28 January:

 

Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, has strongly condemned the attack on the director of the Department of Environment during an anti-polythene campaign. She stated that strict punitive measures will be taken against those responsible for the incident. Six individuals have already been arrested based on video evidence, and efforts are underway to bring the remaining culprits to justice.

 

On Tuesday, Advisor Rizwana Hasan visited the residence of the injured director, Md. Shawkat Ali, to inquire about his health. During the visit, Secretary of the Ministry Dr. Farhina Ahmed, Director General of the Department of Environment Dr. Md. Kamruzamman, and other officials were present.

 

The advisor discussed the director's treatment with him and his family and assured them of all necessary support. She stated, "Obstacles will arise while working for the country's betterment, but we must continue our efforts with renewed determination. Legal actions against those involved in the illegal production and distribution of polythene will continue."

 

Earlier, the advisor addressed a discussion meeting at the ministry’s conference room in the Secretariat on “Ecotourism, Biodiversity, and Protection of Natural Resources.”

 

In her speech, she emphasized the need for eco-friendly tourism development and announced plans to formulate separate ecotourism guidelines for forests, rivers, wetlands, and coastal areas. A working group will be formed promptly to determine the next course of action for promoting sustainable tourism.

 

The meeting was attended by Environment Ministry Secretary Dr. Farhina Ahmed, Civil Aviation and Tourism Ministry Secretary Nasreen Jahan, Director General of the Department of Environment Dr. Md. Kamruzamman, CEO of Bangladesh Tourism Board Abu Taher Mohammad Jaber, and other senior officials.


#

 

Dipankar/Paban/Rana/Mosharaf/Salim/2025/2045 hours

  

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৫১৫

 

 

 

দেশ বদলাই, বিশ্ব বদলাই-গ্রিসে উদযাপিত হলো তারুণ্য উৎসব ২০২৫

 

এথেন্স (গ্রিস), ২৮ জানুয়ারি:    

 

গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে গ্রিসে প্রবাসী বাংলাদেশি তরুণ-তরুণীদের অংশগ্রহণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো তারুণ্য উৎসব ২০২৫। ‘Let's Change the Country, Let's Change the World’  ‘দেশ বদলাই, বিশ্ব বদলাই’ শিরোনামের এই অনুষ্ঠানটি প্রজন্মের ভাবনা, মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের এক মঞ্চ হিসেবে কাজ করেছে।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত পাঠ করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহিদ এবং জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানে রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তারুণ্যের শক্তি ও উদ্ভাবনী ক্ষমতার ওপর। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান ২০২৪-এর মাধ্যমে তরুণ প্রজন্ম দেশের স্বৈরাচার থেকে মুক্তি এনে সাম্য ও টেকসই অগ্রগতির ভিত্তি স্থাপন করেছে। তরুণদের এই সংগ্রামী চেতনা ও উদ্যোগকে আরও জাগ্রত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে ৭ জন তরুণ-তরুণী বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে তাদের চিন্তা ও পরিকল্পনা তুলে ধরেন। অংশগ্রহণকারী নুসরাত জাহান স্নেহা ও মালিহা রহমান  জুলাই-আগস্ট ২০২৪ অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং এর সাথে ১৯৫২-এর ভাষা আন্দোলন ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধের গৌরময় অধ্যায়ের তুলনা করেন। তারা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও নৈরাজ্যমুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানান। ফাইজা মকলেছুর তিনি জেনারেশন-Z-এর ভূমিকা তুলে ধরে বলেন, তরুণরা শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সচেতনতা এবং সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সম্প্রসারণ, পরিবেশ রক্ষার সচেতনতা বৃদ্ধি এবং বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতে তরুণ প্রজন্মই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 

#

 

 বাংলাদেশ দূতাবাস, এথেন্স/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৫/১৯৪০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ২৫১৪

 

 

 

পলিথিন বিরোধী অভিযানে আহত পরিচালকের স্বাস্থ্যের খোঁজ নিতে বাসায় পরিবেশ উপদেষ্টা,

হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

                                                  -- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):   

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন বিরোধী অভিযানে পরিচালকের ওপর হামলা নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ভিডিও দেখে ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্ট দোষীদেরও আইনের আওতায় আনা হবে।

 

পরিবেশ অধিদপ্তরের আহত পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুহাঃ শওকাত আলীর স্বাস্থ্যের খোঁজ নিতে আজ তার বাসায় যান উপদেষ্টা। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা আহত পরিচালক ও পরিবারের সদস্যদের চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে কাজ করতে গিয়ে বাধা আসবেই। আমাদের নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে হবে। অবৈধ পলিথিন উৎপাদন ও বিপননের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

 

এর আগে, সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে “ইকোট্যুরিজম, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা” বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা।

 

সভায় তিনি জানান, পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে বন, নদী, হাওর ও সমুদ্র সৈকতের জন্য পৃথক ইকোট্যুরিজম গাইডলাইন তৈরি করা হবে। এ বিষয়ে দ্রুত ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যা পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

 

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ কামরুজ্জামান, ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

#

 

দীপংকর/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৫/২০৪০ ঘন্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৫১৩

ভূমির ওপর মানুষের অধিকার সর্বজনীন

                                    --- ভূমি উপদেষ্টা

ঢাকা, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):

          ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মানুষের জীবন ভূমি ব্যবস্থাপনার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। ভূমির ওপর মানুষের অধিকার সর্বজনীন। এই অধিকার নিশ্চিত করতে ভূমিসেবায় ডিজিটাইজেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমিসেবা সহজীকরণে এটি সময়োপযোগী উদ্যোগ। তিনি আরো বলেন, ভূমি ব্যবস্থাপনার স্বচ্ছতা, নিরাপত্তা ও আধুনিকায়নের ওপর অনেক মানুষের সামাজিক-অর্থনৈতিক জীবনযাত্রা সরাসরি প্রভাবিত হয়ে থাকে। ভূমিসেবার জন্য জনগণকে প্রতিনিয়ত ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস তথা এসি (ল্যান্ড) অফিসে যেতে হয়। তাই দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো অত্যন্ত গভীরভাবে ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত।

          আজ রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি সেবার লক্ষ্যে নতুন সৃজিত’ মানোন্নীত সফটওয়্যার সমূহের ২য় ভার্সন সম্পর্কে কর্মকর্তা-কর্মচারীগণের ওরিয়েন্টেশন প্রশিক্ষন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

          টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে ভূমি উপদেষ্টা বলেন, নিজেদের সত্তা টিকিয়ে রাখতে প্রশিক্ষণলব্ধ জ্ঞান জনসেবায় কাজে লাগাতে হবে। ডিজিটাইজড সেবা প্রদানে ডিভাইজের  পেছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে  প্রকৃত সেবা প্রদানের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।

          সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইব্রাহিম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

          এর আগে পুরাতন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ড্রোনের মাধ্যমে লাইভ জরিপ কার্যক্রম প্রদর্শনী অবলোকন করেন এবং ভূমি ভবনের নিচতলায় ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র’ পরিদর্শন করেন।

#

গিয়াস/পবন/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২১১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৫১২

মোংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে

                                                                      --- নৌপরিবহন উপদেষ্টা

ঢাকা, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):

           দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগ ও আঞ্চলিক ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

          আজ বাংলাদেশ সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টস গ্রুপ এর প্রতিনিধি দলের সাথে বৈঠকে উপদেষ্টা এ কথা জানান।

           সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টস গ্রুপকে মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানিয়ে নৌপরিবহন উপদেষ্টা বলেন, মোংলা বন্দর দেশের একটি সম্ভাবনাময় বন্দর। এটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আরো বলেন, ভৌগোলিক অবস্থান বিবেচনায় বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী ঢাকা থেকে বন্দরটির সড়ক পথে দূরত্ব মাত্র ২১০ কিলোমিটার। নৌ, সড়ক ও রেলপথের অবকাঠামো তৈরি থাকায় দেশের বিভিন্ন প্রান্তে সহজে এখন পণ্য পরিবহন করা সম্ভব হচ্ছে। একই সাথে প্রতিবেশী দেশ নেপাল, ভারত ও ভুটানের জন্যও এই বন্দরের ব্যবহার দারুণ সম্ভাবনাময় হয়ে উঠেছে। এ প্রেক্ষিতে আবুধাবি পোর্টস গ্রুপ-সহ দেশি বিদেশি বিনিয়োগকারীদের মোংলা বন্দরে বিনিয়োগের চমৎকার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ্য করেন।

          সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি পোর্টসের প্রতিনিধিদল নৌপরিবহন উপদেষ্টার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম, মোংলা বন্দর-সহ বাংলাদেশের বিভিন্ন বন্দরের অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী। চট্টগ্রাম বন্দরে বিশ্বমানের সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকার

বে-টার্মিনাল নির্মাণের যে প্রকল্প হাতে নিয়েছে, সে প্রকল্পেও সংযুক্ত আরব আমিরাত সম্পৃক্ত থাকতে চায়।

এছাড়াও এডি পোর্টস বাংলাদেশের অভ্যন্তরীণ নৌবন্দর এবং নিউ মুরিং কনটেইনার টার্মিনাল এর আধুনিকায়ন ও উন্নয়নের বিনিয়োগে আগ্রহী।

          প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

আরিফ/পবন/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২৫১১

ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পদক পেয়েছেন সৌদি রাষ্ট্রদূত

ঢাকা, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):

          ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স-২০২৩’ পেয়েছেন। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় উন্নীত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাঁকে এই পদকে ভূষিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

          আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন সৌদি রাষ্ট্রদূতকে এ পদক প্রদান করেন। এসময় পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

          পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সৌদি আরব আমাদের বিশ্বস্ত বন্ধু। সৌদি আরবে প্রায় ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি কাজ করছেন, যারা সেদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে অবদান রাখছেন। এই পারস্পরিক নির্ভরতা দুই দেশের মধ্যে শক্তিশালী এবং ক্রমবর্ধমান সংযোগকে প্রতিফলিত করে। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি-সহ বিভিন্ন খাতে বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ ও অর্থায়ন এই বন্ধনকে আরো সুদৃঢ় করেছে।

          উপদেষ্টা আরো বলেন, আমরা জ্বালানি নিরাপত্তা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি। উভয় দেশই বিশ্বব্যাপী স্থিতিশীলতা ও সম্প্রীতির পক্ষে সমর্থন জানানোর ক্ষেত্রে ধারাবাহিকভাবে ঐক্যবদ্ধ থেকেছে। আগামী দিনে দুই দেশের সম্পর্ক আরো বাড়বে বলেও তিনি প্রত্যাশা করেন।

          ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পাওয়ার জন্য পররাষ্ট্র উপদেষ্টা সৌদি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

          পদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন। সম্মাননা পেয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল খন্দকার মাসুদুল আলম। সৌদি রাষ্ট্রদূতের অবদানের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোঃ শফিকুর রহমান।

#

কামরুল/পবন/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৮২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২৫১০

ফ্রেব্রুয়ারি ২০২৫ থেকে বিশেষ ওএমএস এর মাধ্যমে চাল  বিক্রি করা হবে

ঢাকা, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):

          আসন্ন রমজান উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে নিম্ন আয়ের মানুষের কাছে সুলভ মূল্যে চাল প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে  ফ্রেব্রুয়ারি ২০২৫ থেকে ৬১টি জেলার ৪০১টি উপজেলায় প্রতিদিন ৩ মেট্রিক টন করে এবং ৩ টি পার্বত্য জেলার ২৩টি উপজেলায় ১ মেট্রিক টন করে মোট ৪২৪ টি উপজেলায় মোট ৮৪৮টি কেন্দ্রে ওএমএস এর মাধ্যমে চাল  বিক্রি করা হবে।

          এছাড়াও ওএমএস (সাধারণ) কর্মসূচির আওতায় ঢাকা মহানগর, জেলা সদর পৌরসভা, ৮টি সিটি কর্পোরেশন ও শ্রমঘন ৪টি (ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর)  জেলার ৯০৬টি কেন্দ্রে দৈনিক ১ মেট্রিক টন করে ৯০৭ মেট্রিক টন (সচিবালয় কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন) করে চাল বিক্রয় করা হবে।

          জনপ্রতি ৫ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

#

ইমদাদ/পবন/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২৫০৯

জুলাই ছাত্র-জনতার আন্দোলনে আহত ২ জনকে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে

ঢাকা, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):

          অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই ছাত্র-জনতার আন্দোলনে চোখে ও মেরুদণ্ডে গুলিবিদ্ধ আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।

          আজ সকাল ৮টায় বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের ন্যাশনাল আই সেন্টার এবং ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের উদ্দেশ্যে তারা রওনা দেন।

          ইতিপূর্বে চোখে গুলিবিদ্ধ আহত ইমরান হোসাইন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এবং মেরুদণ্ডে গুলিবিদ্ধ মহিউদ্দিন রাব্বি ঢাকাস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

#

শাহাদাত/পবন/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৫/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                               নম্বরঃ ২৫০৮

                                          আগামী মার্চ মাস থেকে টাঙ্গাইলের শালবন উদ্ধার কার্যক্রম শুরু

                                                            -পরিবেশ উপদেষ্টা

ঢাকা ১৪ মাঘ ( ২৮ জানুয়ারি): 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হারিয়ে যাওয়া বনভূমি উদ্ধার প্রকৃতি রক্ষায় অত্যন্ত জরুরি। আগামী মার্চ থেকে টাঙ্গাইলের শালবন পুনরুদ্ধারে সরকার মাঠে নামবে। তিনি আরো বলেন, দেশের সব বনভূমি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শালবন উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।  

আজ রাজধানীর বন ভবনে “সহব্যবস্থাপনার মাধ্যমে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার” বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা জানান, বন নির্ভর জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে।প্রয়োজন হলে কর্মপরিকল্পনা হালনাগাদ করা হবে। মার্চের মধ্যেই গেজেট নোটিফাই কমিটি গঠন করা হবে। বন নির্ভর জনগোষ্ঠীর অধিকার এবং বন বিভাগের দায়িত্ব ও কর্তব্য অন্তর্ভুক্ত করে ভিলেজ ফরেস্ট রুল তৈরি করা হবে। বন কর সংক্রান্ত হয়রানিমূলক মামলাগুলো দ্রুত মীমাংসা করা প্রয়োজন।

তিনি বলেন, বন বিভাগের কাজ হবে বিশেষজ্ঞ ও বন নির্ভর জনগোষ্ঠীকে সহযোগিতা করা। এখানে বন বিভাগ যে ১৫০ একরে বনায়ন করবে সে জমি পুনরুদ্ধারে স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। স্থানীয়দের অভিজ্ঞতা, জ্ঞান ও সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না।   

কর্মশালায় প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী সভাপতিত্ব করেন। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ জেড এম মঞ্জুর রশীদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: খালেদ মিসবাহুজ্জামান এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে ফজলুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশবিদ, গবেষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বন নির্ভর জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

#

দীপংকর/শাহিদা/ফাতেমা/রমজান/সুর্বনা/লিখন/২০২৫/৪.৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                    নম্বর : ২৫০৭

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সেদেশের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

তাসখন্দ (উজবেকিস্তান), ২৮ জানুয়ারি :   

উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম সেদেশের প্রথম উপ-পররাষ্ট্র মন্ত্রী বাখরমজন জুরাবয়েভিচ অ্যালয়েভ-এর সাথে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ-উজবেকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

রাষ্ট্রদূত ড. ইসলাম দু’দেশের সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতির ওপর আলোকপাত করে নতুন বছরে এ সম্পর্কে প্রয়োজনীয় গতি সঞ্চার করতে সম্ভাব্য কার্যক্রমের একটি রূপরেখা তুলে ধরেন। এ বছরের এপ্রিল মাসে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত যৌথ কমিশনের বৈঠকের পাশাপাশি ঔষধ ও পর্যটনসহ বিভিন্ন খাতে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। এয়ার সার্ভিস চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দু’দেশের মধ্যে সরাসরি বিমান চালুর ব্যাপারে ইতিবাচক অবস্থা তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া এ বছরে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি রাষ্ট্রদূত গুরুত্ব সহকারে তুলে ধরেন যা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও প্রসারণের সাথে সাথে বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ সৃষ্টি করবে। ঢাকায় উজবেকিস্তানের দূতাবাস চালু করার বিষয়ে রাষ্ট্রদূত মন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করেন।

উজবেকিস্তানের প্রথম উপ-পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করে দু’দেশের মধ্যকার অর্থনৈতিক সহযোগিতাকে আরো মজবুত করার ওপর তাগিদ দেন এবং আলোচ্য চুক্তি ও সমঝোতা স্মারকসমূহ চূড়ান্ত করে স্বাক্ষর সম্পাদন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ফরেন অফিস কনসালটেশনের জন্য দু’পক্ষের সুবিধাজনক সময়ে এ বছরে ঢাকা সফরের জন্য সম্মতি প্রকাশ করেন। দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন সহযোগিতাকে আরো বিকশিত ও ত্বরান্বিত করার লক্ষ্যে উভয় পক্ষই ভিসা প্রক্রিয়াকে আরো সহজ ও সাবলীল করার বিষয়ে একমত পোষণ করেন।

#

মিশন উজবেকিস্তান/শাহিদা/ফাতেমা/রমজান/সুবর্ণা/আসমা/২০২৫/১৫০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                         নম্বর : ২৫০৬

নারায়ণগঞ্জে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনাসভা

নারায়ণগঞ্জ, ১৪ মাঘ (২৮ জানুয়ারি):    

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলার তরুণ প্রজন্মের আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে বেশ কিছু ইতিবাচক দিক তুলে ধরেন। তিনি প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপন, শীতলক্ষ্যা নদীর দূষণ প্রতিরোধ, যানজট নিরসন, মাদক নির্মূল, কিশোর গ্যাংয়ের উপদ্রব হ্রাসসহ বিভিন্ন বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণে আশাবাদ ব্যক্ত করেন।

জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষ্যে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাকিব-আল-রাব্বি এর সঞ্চলনায় সভায় সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: শহীদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: সোহান সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী হোসনে আরা বেগম, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক সহ জেলার বিভিন্ন সরকারি বিভাগের প্রধানগণ, সাংবাদিক প্রতিনিধি ও তরুণ প্রজন্মের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনের ওপর নির

2025-01-28-16-11-8c40b7f1d89491d25b7f5dfff17c20f1.docx