তথ্যবিবরণী নম্বর : ১৬১৮
ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে) :
করোনা ভাইরাসের মত দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার।
৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল পর্যন্ত ত্রাণ হিসেবে চাল বরাদ্দ করা হয়েছে এক লাখ ৩৩ হাজার ৪১৫ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৩ হাজার মেট্রিক টন ।
নগদ টাকা বরাদ্দ করা হয়েছে প্রায় ৭২ কোটি টাকা । এরমধ্যে নগদ বরাদ্দ করা হয়েছে ৫৮ কোটি টাকা এবং বিতরণ করা হয়েছে প্রায় ৪৭ কোটি টাকা। প্রায় ৯০ লাখ পরিবারের ৪ কোটির অধিক মানুষ এতে উপকৃত হয়েছে।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৩ কোটি ৬৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে দশ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা । এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৬৪৮ টি এবং লোক সংখ্যা ৬ লাখ ৩৬ হাজার ৫৭ জন।
#
সেলিম/গিয়াস/কামাল/২০২০/১১৩০ ঘণ্টা