Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ জানুয়ারি ২০১৯

তথ্যবিবরণী 18/1/2019

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২১৭
 
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে সংঘটিত শ্রমিক সংক্রান্ত সমস্যা সমাধানে পদক্ষেপ গৃহীত
 
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি):
 
কুয়েতের লেসকো কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আক্রমণে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলরসহ তিনজন আহত হয়। স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজন শ্রমিককে গ্রেফতার করে। তবে পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে।
 
ইতিমধ্যে কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে দ্রুত মুক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
 
লেসকো কোম্পানির মালিককে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ডেকে পাঠানো হয়েছিল এবং ঐ কোম্পানি ৫ ফেব্রুয়ারির মধ্যে বেতন পরিশোধ ও আকামা নবায়নসহ সকল সমস্যা সমাধানে রাজি হয়েছে। 
 
এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে বাংলাদেশের সকল দূতাবাস ও  প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন। 
 
#
 
তৌহিদুল/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২১৬
 
মৎস্য অভয়াশ্রমকে লিজ না দেওয়ার নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর
 
নেত্রকোণা, ৫ মাঘ (১৮ জানুয়ারি):
 
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে কোনো মৎস্য অভয়াশ্রমকে লিজ না দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি হাঁসচাষ ও এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লিজকৃত জলাশয়ে হাঁসের অবাধ বিচরণসহ অভয়াশ্রমে তাদের চলাচলে লিজ মালিকরা যাতে বাধা দিতে না পারে, তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন।   
 
প্রতিমন্ত্রী আজ নেত্রকোণা সার্কিট হাউসে জেলা পর্যায়ের মৎস্য ও প্রানিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এক সভায় এ আহ্বান জানান। তিনি কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে এবং প্রকল্প বাস্তবায়নের ধীরগতি পরিহার করতেও আহ্বান জানান।
 
সভায় পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ময়মনসিংহ মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপপরিচালকগণ বক্তৃতা করেন।   
 
এর আগে প্রতিমন্ত্রী প্রস্তাবিত নেত্রকোণা মেডিকেল কলেজের জমি পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদ হোসেন তাঁর সঙ্গে ছিলেন।  
 
#
 
শাহআলম/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২১৫
 
আলোকচিত্র কথার চেয়ে শক্তিশালী
           -- নৌপরিবহন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি):
 
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী বলেছেন, আলোকচিত্র যোগাযোগের একটি শক্তিশালী মাধ্যম এবং শিল্পের অন্যতম ভাষা। একটি আলোকচিত্র অনেক কথার চেয়েও শক্তিশালী। এর মাধ্যমে আবেগ, অনুভূতি ও প্রতিক্রিয়া সহজেই প্রকাশ করা যায়।
 
প্রতিমন্ত্রী আজ ঢাকায় চারুকলা ইনস্টিটিউটের জয়নুল আর্ট গ্যালারিতে ‘দেশ-বিদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আলোচনা সভায় এসব কথা বলেন। 
 
প্রেস ইনস্টিটিউট অভ্ বাংলাদেশ (পিআইবি) এর সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য পঙ্কজ নাথ, চারুকলা ইনস্টিটিউটের ডিন অধ্যাপক নেছার হোসেন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, আলোকচিত্র শিল্পী সাংবাদিক আহমেদ পিপুল এবং আলোকচিত্র শিল্পী পর্যটক তানভীর টিপু। 
 
প্রতিমন্ত্রী বলেন, আলোকচিত্রের মাধ্যমে তারুণ্যের সৃজনশীলতা ও প্রাণশক্তিকে কাজে লাগানো যায়। আলোকচিত্রের মাধ্যমে যেমন প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্য ফুটে উঠে তেমন আলোকচিত্র কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।
 
মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদের আগ্রাসন রোধ এবং ভ্রমণ ও সুস্থ সংস্কৃতি চর্চা করতে দু’জন আলোকচিত্র শিল্পীর দেশ-বিদেশের ২০টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। শিল্পীরা হলেন সাংবাদিক আহমেদ পিপুল এবং পর্যটক তানভীর অপু। 
 
তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ১৭ জানুয়ারি শুরু হয়েছে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। 
 
পরে প্রতিমন্ত্রী আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। 
 
#
 
জাহাঙ্গীর/মাহমুদ/পারভেজ/সেলিম/২০১৯/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২১৩ 
দলীয় কর্মীদের প্রতি তথ্যমন্ত্রী
বিজয়ে বিনয়ী হোন যাতে মানুষ ভালোবাসে
 
ঢাকা, ৫ মাঘ (১৮ জানুয়ারি) : 
 
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কাঁধে দায়িত্ব এলে বিনয়ী ও নম্র হতে হয়, বিজয়ীর আচরণ যেন কারো বিরক্তির কারণ না হয়। বিজয়ের পর যেভাবে আমরা নেত্রীর নির্দেশ মেনে চলেছি, তা বজায় রাখতে হবে। মানুষ যেন আমাদের ভালোবাসে, আবারো দায়িত্ব দেয়, সেজন্য আমাদের দায়িত্ববান হতে হবে।’
 
আজ রাজধানীর ১৯ বঙ্গবন্ধু এভিনিউয়ে শনিবার (১৯ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
মন্ত্রী বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পর দেশকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছিলো। নৌকায় ভোট দেওয়ার অপরাধে ৮ বছরের শিশুকেও ধর্ষণ করা হয়েছিলো, গ্রামছাড়া হয়েছিলো বহু পরিবার। আর টানা তৃতীয়বার বিজয়ী হয়েও আওয়ামী লীগ বিজয়োৎসব করেনি।’
 
‘আমাদের শনিবারের সমাবেশ বিজয় সমাবেশ, উৎসব নয়; সমাবেশ বর্ণিল কিন্তু সুশৃঙ্খল হবে; নেত্রীর বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত সবাই উপস্থিত থাকবো,’ নেতাকর্মীদের উদ্দেশে বলেন ড হাছান মাহমুদ।
 
মন্ত্রী এ সময় দেশের উন্নয়নের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বিমান থেকে এ দেশের ফ্লাইওভার আর গগনচুম্বী অট্টালিকা দেখে ইউরোপের মতো মনে হয়, হাতিরঝিলের সৌন্দর্য মনে করিয়ে দেয় প্যারিসের কথা, গ্রামে আর কুঁড়েঘর পাওয়া যায় না, হারিকেন আজ স্মৃতির অংশ। শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে এ দেশ আজ বদলে যাওয়া বাংলাদেশ।’
 
‘আওয়ামী লীগের বিজয় যেমন বিশাল, প্রতিপক্ষের পরাজয়ও তেমন ধস নামানো; আর এমন ধসে যাওয়া পরাজয়ের পর মুখরক্ষার জন্যই সংলাপের দাবি তাদের,’ বলেন তথ্যমন্ত্রী।
 
‘আর এই মুখ থুবড়ে পড়া, বিএনপি-জামাতের পরাজিত নেতারা যখন আইসিইউতে, তখন টিআইবি তাদের অক্সিজেনের ভূমিকা নিয়েছে’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘টিআইবি নির্বাচন পর্যবেক্ষকও ছিলো না। যারা পর্যবেক্ষক ছিলো, তারা বলেছে নির্বাচন সুষ্ঠু, আর পর্যবেক্ষক না হয়ে মনগড়া প্রতিবেদন দিয়ে বিএনপি-জামাতের কথার প্রতিধ্বনি করছে টিআইবি।’
 
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
 
#
আকরাম/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৭৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                 নম্বর : ২১৪
মুক্তাগাছা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী
মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাইয়ে কঠোর হওয়া প্রয়োজন
 
ময়মনসিংহ, ৫ মাঘ (১৮ জানুয়ারি) : 
 
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাদের তালিকায় যাতে কোনো অমুক্তিযোদ্ধা ও রাজাকার ঢুকতে না পারে, সেজন্য চূডান্ত তালিকা যাচাই-বাছাইয়ে কঠোর হওয়া প্রয়োজন। এ ব্যাপারে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। সারাদেশের ন্যায় মুক্তাগাছা উপজেলায়ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়েছে। সরকার চায় সকল অপরাধী সাজাপ্রাপ্ত হোক। 
 
প্রতিমন্ত্রী আজ সকালে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছা উপজেলার সকল বধ্যভূমি সংরক্ষণের আওতায় আনা হবে। তিনি এ সময় মুক্তাগাছা উপজেলার ২৪ জন শহীদ মুক্তিযোদ্ধার নামে ২৪টি সড়ক নামকরণের প্রস্তাব করেন।
 
মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রশাসক সুবর্ণা সরকার এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সহসভাপতি ও সাবেক মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন আহমেদ, সাবেক পৌর মেয়র আবদুল হাই আকন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, সমবায় ইনস্টিটিউট এর সাবেক পরিচালক এফ এম ইয়াহিয়া খান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর প্রাক্তন আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন।
 
পরে প্রতিমন্ত্রী মুক্তাগাছা উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
#
ফয়সল/মাহমুদ/মোশারফ/আব্বাস/২০১৯/১৭৩৭ ঘণ্টা
Todays handout (3).docx