তথ্যবিবরণী নম্বর : ১২৯৪
বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা একই সূত্র গাঁধা
-- পানি সম্পদ উপমন্ত্রী
শরীয়তপুর, ১২ চৈত্র (২৬ মার্চ) :
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্মকে জাতির পিতার আদর্শ ধারণ করতে হবে। তিনি দেশের মানুষকে ভালোবাসতেন। দেশের মানুষের কল্যাণই ছিলো তাঁর ব্রত। চক্রান্তকারীরা ভেবেছিল তাঁকে হত্যা করলে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে। তাদের সে চক্রান্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি স্থান করে নিয়েছেন এদেশের মানুষের মনের মনিকোঠায়। আজকে বাংলাদেশের যা কিছু অর্জন তা শুরু হয়েছিলো বঙ্গবন্ধুর হাত ধরেই। তার ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে চলছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পদ্মাপাড়ে ৮ কিলোমিটার ওয়াকওয়ে জয় বাংলা এভিনিউয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন ।
উপমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সততায়, মেধায় ও যোগ্যতায় সেরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সেই নির্বাচনে জয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
আঁতশবাজির সাথে ছিল ৫১ জন জেলের বর্ণিল সাজের নৌকা। ঝাঁকঝমকপূর্ণভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিপুল সংখ্যক জনসাধারণ অংশগ্রহণ করে।
#
গিয়াস/সাহেলা/মোশারফ/সেলিম/২০২২/২২০৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৯৩
তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম উজবেকিস্তানে বিনিয়োগের সুযোগ তৈরি করেছে
-- বস্ত্র ও পাট মন্ত্রী
তাসখন্দ (উজেবেকিস্তান), ২৬ মার্চ :
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, বলেছেন, তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম যে সুযোগ তৈরি করেছে, আমি আশা করি উভয় দেশ এ বিনিয়োগ সুবিধা গ্রহণ করে নিজ নিজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে।
আজ উজেবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাস, উজবেকিস্তান কতৃর্ক বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
এসময় তাসখন্দে উজবেকিস্তানের আসিটি মন্ত্রী sherzod Icho to Movich shetmatov, উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম, উজবেকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, স্বাধীনতা বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ বীরত্বের ইতিহাস। স্বাধীনতার জন্য শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উজবেকিস্তানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণসহ এদেশে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মু্ক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস শোনাতে গিয়ে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারা জীবন সংগ্রাম করেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর, তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন তাঁর অসমাপ্ত কাজটি তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, স্বাধীনতার সুর্বণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আন্তরিকভাবে বিশ্বাস করে উজবেকিস্তান বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। বাংলাদেশ ও উজবেকিস্তানে বস্ত্র ও পাটখাতে ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করার সুযোগ রয়েছে।
#
সৈকত/সাহেলা/মোশারফ/সেলিম/২০২২/২২৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৯২
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ-বাংলাদেশ মানে বঙ্গবন্ধু
-- শিল্প প্রতিমন্ত্রী
ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ) :
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বাংলাদেশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। ’৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে '৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচনে জয়লাভ, ’৬২-এর আইয়ুববিরোধী আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণঅভ্যুত্থানসহ সকল আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন অবিচল। তিনি বলেন, ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা অপারেশন সার্চলাইট এর নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের হত্যা করতে শুরু করে। ২৬ মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পূর্বেই তিনি স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি বলেন, প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু ৭ মার্চে ১৯ মিনিটের ভাষণে মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন এবং তাঁর ডাকে সাড়া দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম।
প্রতিমন্ত্রী আজ মিরপুরের রূপনগরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কলেজের গভর্নিং বডির সদস্য মিসেস নুরুন নাহার, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ আলাউদ্দিন এবং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বক্তৃতা করেন।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, আজকে যেখানে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশকে একের পর এক উন্নয়নের রোল মডেলে পরিণত করছেন, সেই মুহূর্তে এক শ্রেণির রাজনৈতিক দল গণতন্ত্র নিয়ে কথা বলছেন। তারা বলছেন এই দেশে নাকি গণতন্ত্র নেই। তিনি বলেন, কৃষক, শ্রমিক, জনগণকে সাথে নিয়ে আমরা প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০২১ বাস্তবায়ন করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছি। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ সৃষ্টি করেছি, শতভাগ মানুষকে বিদ্যুৎ সেবার আওতায় নিয়ে এসেছি। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে মেগা প্রজেক্টের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। করোনা মহামারি মোকাবিলায় অর্থনীতিকে সচল রাখতে প্রধানমন্ত্রী ১ কোটি ৮৭ লাখ ৬৭৯ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে যুবকদের প্রশিক্ষণ প্রদান করে চাকরির ব্যবস্থা করা হচ্ছে, শিল্প উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। তিনি শিল্প মন্ত্রণালয়ের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন । তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
#
রফিকুল/সাহেলা/মোশারফ/সেলিম/২০২২/২১৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৯১
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় গণহত্যা দিবস-২০২২ পালন
জেদ্দা (সৌদি আরব), ২৬ মার্চ :
জেদ্দাস্থ বাংলদেশ কনস্যুলেট জেনারেল গতকাল “গণহত্যা দিবস” যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ১৯৭১ সালের এই দিনে সংগঠিত ইতিহাসের নৃশংস ও বর্বরতম হত্যাযজ্ঞের ওপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। ২৫ মার্চ কালোরাতে নিহত শহীদ ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ০১(এক) মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক-আউট ও নীরবতা পালন করা হয়। এ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। আলোচনা সভায় বক্তাগণ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালির ওপর নির্বিচারে গণহত্যার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।
কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক বক্তব্যের শুরুতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সকল সংগ্রামে তার দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করেন। তিনি ২৫ মার্চ কালো রাতে নৃশংস হত্যাকান্ডসহ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার শিকার সকল শহীদকে সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। এছাড়াও, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সমর্থক এবং দেশের সকল জনগণ যাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গণহত্যায় শহীদ ও মহান মুক্তিযুদ্ধে তাদের পরিবার ও আত্মীয়স্বজন এর অবদানের বিষয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বিশ্বমানবতার ইতিহাসে ২৫ মার্চ একটি কালো অধ্যায়; এমন গণহত্যা আর কোথাও ঘটেনি। মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা সাঁজোয়া ট্যাঙ্ক নিয়ে ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যা করে যা ইতিহাসে বিরল। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ বিভিন্ন ক্ষেত্রে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে যা বিশ্বে রোল মডেল। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।
পরিশেষে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ একাত্তরে শহিদ বীর মুক্তিযোদ্ধা এবং গণহত্যায় শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং হজ অফিস, বাংলাদেশ বিমান অফিস ও সোনালী ব্যাংক প্রতিনিধি অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
#
কামরুজ্জামান/সাহেলা/মোশারফ/সেলিম/২০২২/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৯০
বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশনের নির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত
ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ) :
বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশনের নির্বাহী পর্ষদের নির্বাচন ২০২২-২৩ এ সভাপতি পদে ১৩তম বিসিএস এর সদস্য কর কমিশনার মোঃ ইকবাল হোসেন এবং মহাসচিব পদে ১৮ তম বিসিএস এর সদস্য অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মাহমুদুজ্জামান নির্বাচিত হয়েছেন।
গতকাল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাহী কমিটি ২০২২-২৩ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কর কমিশনার এম এম ফজলুল হক, কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং অতিরিক্ত কর কমিশনার মোঃ সিরাজুল করিম। যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন যুগ্ম কর কমিশনার শেখ শামীম বুলবুল এবং রেজিনা সুলতানা রিজু। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অতিরিক্ত কর কমিশনার মোঃ মুহতাসিবুর রহমান খান।
প্রচার সম্পাদক পদে উপকর কমিশনার গোলাম কিবরিয়া এবং সহ-প্রচারে উপকর কমিশনার মোঃ সিহাবুল ইসলাম কুশল নির্বাচিত হয়েছেনে। দপ্তর সম্পাদক পদে উপকর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমদ, সহ-দপ্তরে উপকর কমিশনার মোঃ ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।
এছাড়া গবেষণা সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সহ-গবেষণায় মনসুর আলী, সমাজ কল্যাণ সম্পাদক নার্গিস আক্তার, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম মীর মিঠু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মেহেদি মাসুদ ফয়সাল, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মওদুদ আহম্মদ ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক মোনালিসা শাহরীন সুস্মিতা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোঃ আল-আমিন, ক্রীড়া সম্পাদক মোঃ সাজিদুল ইসলাম এবং সহ-ক্রীড়া সম্পাদক কে এম তানিম উজ জামান নির্বাচিত হয়েছেন।
#
শিপলু/সাহেলা/সঞ্জীব/সেলিম/২০২২/২১৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৮৯
দেশের উন্নয়ন করে বলেই আওয়ামীলীগের বিচার করতে চায় বিএনপি
--- স্থানীয় সরকার মন্ত্রী
ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ) :
স্থানীয় সরকার, মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেই বিএনপি ও তাদের নেতারা আওয়ামীলীগের বিচার করতে চায়।
আজ রাজধানীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, 'স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দারিদ্র্য দূর করেছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, গৃহহীনদের ঘর দিয়েছে, কমিউনিটি ক্লিনিক করেছে, দেশে ডিজিটাইজেশন হয়েছে, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেল, রুপপুর বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দরসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শহরের সকল সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে। সর্বোপরি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছে। এগুলো আওয়ামী লীগের অপরাধ। এগুলোর নাম দেশ ধ্বংস করা। এজন্য বিএনপি বাংলাদেশ আওয়ামীলীগের বিচার করবে। এছাড়া তো বিচারের হুমকি দেয়ার আর কোনো কারণ নেই।'
মন্ত্রী আরও বলেন, একশো বিলিয়ন ডলারের দেশ এখন চার শো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। তলাবিহীন ঝুড়ির দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে, হত্যা, সন্ত্রাসী-গুন্ডামি কমেছে, নারীরা সম্মান নিয়ে একাকি ঘুরতে পারছে। এসব কাজ বিএনপি নেতাকর্মীদের ভালো লাগে না। দেশ এগিয়ে যাক তারা তা কখনোই চায় না।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বিএনপি বাঙালিকে ফকির-মিসকিনের জাতি হিসেবে রাখতে চায়। কিন্তু ভিক্ষুকের জাতি হিসেবে বেঁচে থাকার জন্য ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে ২০৪১ সালের আগেই উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি এবং হুমায়ুন কবির।
#
হায়দার/সাহেলা/মোশারফ/শামীম/২০২২/২১২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৮৮
লিসবনে গণহত্যা দিবস পালিত
লিসবন (পর্তুগাল), ২৬ মার্চ :
বাংলাদেশ দূতাবাস, লিসবন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ২৫ মার্চ ২০২২ তারিখে নিরস্ত্র বাঙালিদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা ও কাপুরুষোচিত হামলার স্মরণে “গণহত্যা দিবস” দিবস পালন করেছে। এ উপলক্ষ্যে দূতাবাসে সেমিনার, আলোকচিত্র প্রদর্শনী ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।
গতকাল দূতাবাসে আয়োজিত ‘৫১ বছরে বাংলাদেশ : স্বাধীনতা সংগ্রাম এবং গণহত্যা’ শীর্ষক সেমিনারে সংসদ সদস্য, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা ও কর্মীবৃন্দ, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন। সেমিনারের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান, তাঁর বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভের পর বাঙালিদের সরকার গঠনের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেবার উদ্দেশ্যেই ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তান সেনাবাহিনী কুখ্যাত ‘অপারেশন সার্চলাইট’-এর নামে গণহত্যা শুরু করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকবাহিনীর আত্মসমর্পণ এর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসজুড়েই হানাদার বাহিনীর এই হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুণ্ঠন অব্যাহত ছিল। রাষ্ট্রদূত বলেন, সমগ্র বাংলাদেশ জুড়েই বধ্যভূমি এবং গণকববর ছড়িয়ে আছে এবং এখনো নতুন নতুন বধ্যভূমির সন্ধান পাওয়া যাচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাংলাদেশে সংঘঠিত গণহত্যাটি সবচেয়ে ভয়াবহ হলেও আন্তর্জাতিক সম্প্রদায় এখনো এটিকে যথাযথভাবে স্বীকৃতি দেয়নি। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে এই গণহত্যার যথাযথ স্বীকৃতির অভাবই মূলত পরবর্তীতে সংঘঠিত গণহত্যাগুলোতে নিয়ামক হিসাবে কাজ করেছে বলেও রাষ্ট্রদূত মত প্রকাশ করেন। এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানান।
সেমিনারে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পর্তুগিজ সংসদ সদস্য ড. পাওলো নেভেস এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিসবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিব কুমার সিং । ড. সিং বাংলাদেশের গণহত্যার বিভিন্ন দিক বিশেষ করে অমানবিকীকরণ (dehumanization), উচ্ছেদ (extermination) এবং অস্বীকারের (denial) দিকগুলো বিশদভাবে বর্ণনা করেন এবং ১৯৭১ সালে পাকিস্তানের কৃতকর্মের জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি জাতিসংঘসহ অন্য আন্তর্জাতিক সংস্থাসমূহকে অবিলম্বে বাংলাদেশের গণহত্যাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ারও আহ্বান জানান।
সংসদ সদস্য পাওলো নেভেস তার বক্তব্যে ২৫ মার্চের ভয়াল কালরাতে এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই বিশ্ব মঞ্চে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশসহ অন্যান্য যে সকল দেশ গণহত্যার শিকার হয়েছে, তাদের সবার প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
সেমিনারে স্বাধীন বাংলাদেশের অর্জনসমূহ, আন্তর্জাতিক গণমাধ্যমের যুদ্ধকালীন গণহত্যার ফুটেজ এবং বাংলাদেশের গণহত্যার স্বীকৃতির বিষয়ে কয়েকটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরবর্তীতে অতিথিদের মধ্যে ‘Bangladesh Genocide Revisited’ এবং ‘Recognizing the 1971 Bangladesh Genocide’ শীর্ষক পুস্তিকাও বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে গণহত্যায় নিহতদের স্মরণে দূতাবাসে একটি আলোর মিছিল বের করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রজ্বলিত মোমবাতি হাতে এ মিছিলে অংশ নেন। মিছিল শেষে অতিথিগণ দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত “গণহত্যা -১৯৭১” শীর্ষক আলোক চিত্রপ্রদর্শনীটি ঘুরে দেখেন এবং পাকিস্তানি সামরিক জান্তা ও তাদের স্থানীয় দোসরদের চালানো নির্মম গণহত্যার ভয়াবহতা প্রত্যক্ষ করেন।
#
নাইচ/সাহেলা/মোশারফ/সেলিম/২০২২/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৮৭
তরুণ প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে
--গণপূর্ত প্রতিমন্ত্রী
ফুলপুর (ময়মনসিংহ), ১২ চৈত্র (২৬ মার্চ) :
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, দেশের তরুণ প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। আজ ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৫২তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে জীবন বাজি রেখে দেশের মানুষের মুক্তির লক্ষ্যে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাদের কাছে তরুণ প্রজন্মের শেখার এবং জানার অনেক কিছু আছে। তারা দেশের তরুণ প্রজন্মের নিকট দেশপ্রেম ও অনুপ্রেরণার উৎস। তাদের অভিজ্ঞতা ও দক্ষতাপ্রসূত পরামর্শ, উপদেশ, আদেশ-নিষেধ দেশের তরুণ প্রজন্মের জন্য চলার পথের পাথেয় এবং অনুপ্রেরণার উৎস।
প্রতিমন্ত্রী আরো বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পেরিয়ে দেশ অর্থনৈতিকভাবে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এই উন্নয়ন ও অগ্রগতি আরো বহুগুণে বৃদ্ধি পেত। মুক্তিযোদ্ধাদের সঠিক দিকনির্দেশনা পরামর্শ অনুযায়ী দেশের নীতি আদর্শ নির্ধারিত হলে দেশের উন্নয়ন ও অগ্রগতি বর্তমান সময়ের চেয়ে আরো দ্রুত সম্ভব হতো। আগামী প্রজন্মকে এ সুযোগ গ্রহণ করতে হবে। উন্নত চরিত্র গঠন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য মুক্তিযোদ্ধাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সীতেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে দীর্ঘক্ষণ পারষ্পরিক মতবিনিময় করেন ।
#
রেজাউল/নাইচ/সঞ্জীব/আব্বাস/২০২২/২০১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৮৬
বর্তমান বিশ্বে ‘সবার জন্য ক্রীড়া’ একটি জনপ্রিয় স্লোগান
-- আবুল হাসানাত আবদুল্লাহ্
আগৈলঝাড়া (বরিশাল), ১২ চৈত্র (২৬ মার্চ) :
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, বর্তমান বিশ্বে ‘সবার জন্য ক্রীড়া’ একটি জনপ্রিয় স্লোগান। এ স্লোগানের ওপর ভিত্তি করে সরকার তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাচ্ছে।
আবুল হাসানাত আবদুল্লাহ্ আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে বিভিন্ন ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় স্থানীয় ক্রীড়া সংগঠকগণও বক্তব্য রাখেন।
জনাব হাসানাত বলেন, সুষ্ঠু ক্রীড়া চর্চা মানুষের সুস্থ, সুন্দর ও পরিশীলিত জীবন নিশ্চিত করে। ক্রীড়া শৈলী মানুষের ব্যক্তিত্বে থাকে পরিচ্ছন্নতার ছাপ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নতুন প্রজন্মকে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করতে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টসহ নিয়মিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে। এতে শিক্ষার্থীদের মধ্য থেকে সম্ভবনাময় খেলোয়াড় সৃষ্টি হচ্ছে। তিনি ক্রীড়া চর্চাকে আরো বিকশিত করতে সরকারের পাশাপাশি বিত্তবান মানুষ ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।
জনাব হাসানাত স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর কর্মকাণ্ড সম্প্রসারণে সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি ক্রীড়াবিদদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
#
আহসান/সাহেলা/সঞ্জীব/শামীম/২০২২/২০০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৮৫
বার্লিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদ্যাপিত
বার্লিন, (জার্মানি), ১২ চৈত্র (২৬ মার্চ) :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, বার্লিন যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে এক আলোচনা সভার আয়োজন করে। জার্মানিতে বিদ্যমান করোনা পরিস্থিতি বিবেচনায় ও স্বাগতিক দেশের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে জার্মানিতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ দূতাবাস প্রাঙ্গণে উপর্যুক্ত আলোচনা সভায় যোগদান করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী।
সকালে অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বে দূতাবাসের সকল কর্মচারীর এবং প্রবাসী বাংলাদশিদের উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীত বাজানোর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর রাষ্ট্রদূত সকলকে নিয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে জাতির পিতা ও জাতীয় স্মৃতি সৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অতঃপর জাতীয় দিবসের আলোচনা কর্মসূচি আরম্ভ করা হয়, যেখানে দূতাবাসের সকল সদস্য, জার্মানিতে বসবাসরত বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ এবং জার্মানিতে অবস্থানরত বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনার শুরুতেই দূতাবাসের কর্মকর্তাগণ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষ্যে প্রেরিত জাতীয় নেতৃবৃন্দের বাণীসমূহ পাঠ করেন। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও স্বাধীনতার জন্য জাতির পিতার আদর্শিক, রাজনৈতিক ভূমিকা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত মুক্তির সংগ্রাম, অর্জিত স্বাধীনতা ও জাতীয় ত্যাগ এবং বাংলাদেশের অসামান্য অর্জনের বিষয় আলোচিত হয়। অংশগ্রহণকারী আলোচকরা বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অভূতপুর্ব অর্জনের ভূয়সী প্রশংসা করেন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। জার্মানিতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সদস্যবৃন্দ চমৎকার এই অনুষ্ঠান আয়োজনের জন্য দূতাবাসকে ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বদেশ, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী তাঁর বক্তব্যে শোষিতের গণতন্ত্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর আদর্শিক ও রাজনৈতিক অবদান তুলে ধরেন। রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, তাঁর বক্তব্যের মাধ্যমে গত ৫১ বছরে বাংলাদেশের অর্জন এবং বর্তমান সরকার গৃহীত বিবিধ উন্নয়ন কর্মসূচির ফলে বাংলাদেশ কীভাবে আজ ‘উন্নয়ন বিস্ময়’ হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভ করেছে, সে বিষয়ে বিশেষ গুরুত্ব সহকারে আলোকপাত করেন। তিনি তাঁর আলোচনায় আরো বলেন, বঙ্গ