Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী ২৫ অক্টোবর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ১৪৪০ 

 

১৬ বছরে সংঘটিত সকল ক্রাইমকে নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন

                                                       -- স্থানীয় সরকার উপদেষ্টা

 

ঢাকা, ৯ কার্তিক (২৫ অক্টোবর):

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, গত ১৬ বছর আমরা সবাই একটা পরিস্থিতির মধ্যে ছিলাম৷ জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটেছে। এই ১৬ বছরে সংঘটিত সকল অপরাধকে আপনারা নির্ভয়ে সমাজের সামনে তুলে ধরুন। যাতে জনগণ এসব অপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে।

 

উপদেষ্টা আজ ঢাকায় বিএমএ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত সাংবাদিকদের প্রতি এসব কথা বলেন।

 

বহুল আলোচিত সাংবাদিক দম্পতি হত্যার বিচার প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার বিচার বিগত সরকারের আমলে পদে পদে বাধার সম্মুখীন হয়েছে। আশা করছি, এই বাধা এখন আর সামনে এসে দাঁড়াবে না৷ আমার দৃঢ় বিশ্বাস, আপনারা সোচ্চার হলে সাগর-রুনী হত্যার বিচারও এবার হবে৷

 

উপদেষ্টা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা দেশে এসে প্রথমেই জানতে চান আমাদের ক্রাইম রেট কেমন! একসময় হংকং বা দক্ষিণ কোরিয়ার ক্রাইম রেট অনেক বেশি ছিল৷ কিন্তু এখন সেখানে ক্রাইম রেট একেবারে শূন্যের কাছাকাছি। এসব অঞ্চলে বৈদেশিক বিনিয়োগের হারও এখন বেশি৷ বাংলাদেশের ক্রাইম রেটও জিরোতে নিয়ে আসতে হবে৷ একটি বিনিয়োগবান্ধব রাষ্ট্র বিনির্মাণে সরকারকে সহায়তা করবে ক্র্যাব সদস্যগণের কাছে এটাই প্রত্যাশা করি।

 

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান, এনডিসি, র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মুনিম ফেরদৌস, আম্বার গ্রুপের স্বত্বাধিকারী শওকত আজিজ রাসেলসহ আরো অনেকে।

 

#

 

পবন/মেহেদী/মোশারফ/সেলিম/২০২৪/২১৩০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                                  নম্বর : ১৪৩৯

 

মহিষের উৎপাদন বাড়ানোর আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

 

ঢাকা, ৯ কার্তিক (২৫ অক্টোবর):

     মহিষের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, একসময় কৃষিকাজে প্রাণী হিসাবে মহিষকে বিবেচনা করা হতো আর এখন মহিষ মাংস ও দুধ দিয়ে আমাদের আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ করে যাচ্ছে।

 

     আজ সাভারের বিসিডিএম-এ ১১তম এশিয়ান বাফেলো কংগ্রেস-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

 

     মহিষের গুরুত্ব উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এর জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। মহিষ পালন গ্রামীণ অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং দুধ ও মাংস উৎপাদনে মহিলারা সহায়ক ভূমিকা পালন করতে পারে। ভোলার চরে হাজার হাজার মহিষ পালন করে মহিষের দুধে দই তৈরি হচ্ছে।

 

     বক্তারা দক্ষিণ-পূর্ব এশিয়া বিশেষ করে বাংলাদেশে মহিষের উৎপাদন বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানালে উপদেষ্টা বলেন, ইতঃপূর্বে পলিসি লেভেলে মহিষ উৎপাদনের ক্ষেত্রে কম গুরুত্ব দেয়া হয়েছে। এবিষয়ে কিভাবে মহিষের উৎপাদন বাড়ানো যায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।

 

     মহিষ-সহ গবাদি পশুর ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, মহিষ পালন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন-ডাই-অক্সাইড (CO₂) হ্রাসে অবদান রাখতে পারে। ইতালিতে মহিষ ফার্মিং অত্যন্ত সফল এবং লাভজনক একটি খাত উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশেও মহিষ ফার্মিং করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতালির মহিষ ফার্মিং মডেল অনুসরণ করে বাংলাদেশেও মহিষ পালনের মাধ্যমে লাভবান হওয়া সম্ভব।

 

     প্রফেসর ওমর ফারুকি'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, ইন্টারন্যাশনাল বাফেলো ফেডারেশনের মহাসচিব অ্যান্তনিও বর্গোসি, এশিয়ান বাফেলো এসোসিয়েশনের সেক্রেটারি ড. অশোক কুমার বালহারা প্রমুখ ।

 

                                                   #

 

মামুন/মেহেদী/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৯০৩ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১৪৩৮

মানিকনগরের বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনা

দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা

    -বিদ্যুৎ উপদেষ্টা

ঢাকা, ৯ কার্তিক (২৫ অক্টোবর) :

রাজধানীর মানিকনগরে সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত বিদ্যুৎ কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দেখতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা। এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর দায় ডিপিডিসি, কোম্পানি ও ঠিকাদারি প্রতিষ্ঠান এড়াতে পারেনা। এ অবহেলার কারণে একজন মারা গিয়েছে এবং দুজন মানুষ গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তি হলেন বিদ্যুৎ লাইনকর্মী মো: নবীর হোসেন এবং আহতরা হলেন, মাসুম মিয়া ও রবিউল ইসলাম।

উপদেষ্টা বলেন, আমরা ক্ষমতা নেইনি, আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এটাকে আগের সরকারের মতো ভাবলে হবে না। তিনি আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশনা প্রদান করেন। এছাড়া, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পরিচর্যার জন্য ডিপিডিসির পক্ষ থেকে সার্বক্ষণিক লোক নিয়োগের নির্দেশও দেন।

বিদ্যুৎ উপদেষ্টা নিহত ও আহতদের স্বজনদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। এছাড়া, তিনি তাৎক্ষণিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ, গুরুতর আহতকে ২ লাখ ও আহতকে এক লাখ টাকা প্রদানের নির্দেশ দেন। আহতদের চিকিৎসার সকল খরচ সরকার বহন করবে বলেও তিনি তাদের আশ্বাস প্রদান করেন।

এর পূর্বে উপদেষ্টা মানিকনগরে বিদ্যুৎস্পৃষ্ট ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ দুর্ঘটনার কারণ দ্রুত উদঘাটনের জন্য নির্দেশ দেন।

এসময় উপদেষ্টার সাথে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, ডিপিডিসি ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

#

শফি/রবি/আলী/মাসুম/২০২৪/১৪১৮ ঘণ্টা

 

2024-10-25-15-41-6cd976f983ae42b00df0f8cfa459d446.docx