তথ্যবিবরণী নম্বর : ৩৪৪
মালয়েশিয়া সফর শেষে স¦াস্থ্যমন্ত্রী দেশে ফিরেছেন
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ মালয়েশিয়া সফর শেষে ঢাকা ফিরেছেন। আজ বিকেলে বাংলাদেশ বিমান যোগে তিনি ঢাকায় পৌঁছেন।
স্বাস্থ্যমন্ত্রী গত মঙ্গলবার কুয়ালালামপুর যান। সেখানে তিনি মালয়েশিয়ার পত্রজায়ায় স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. এস. সুব্রামানিয়াম (উধঃঁশ ঝবৎর উৎ. ঝ. ঝঁনৎধসধহরধস) এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এছাড়া, তিনি সেদেশের জাতীয় হার্ট ইনস্টিটিউট, জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট, কেপিজে বিশেষায়িত হাসপাতাল, প্রিন্স কোর্ট হাসপাতালসহ বেশ কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতাল পরিদর্শন করেন। তিনি বাংলাদেশের হাসপাতাল ব্যবস্থাপনার উন্নয়নে সেদেশের সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের সহযোগিতা কামনা করেন।
রবিবার কুয়ালালামপুরের মাতিয়ারা কমপ্লেøক্সে তাঁর সম্মানে মালয়েশিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত এক গণসংবর্ধনায় তিনি যোগ দেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৩
কোস্টগার্ড ২০০ কেজি জাটকা জব্দ করেছে
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের একটি অপারেশন দল গতকাল রাতে চাঁদপুরের মাছঘাটে মেঘনা নদীর মোহনায় অভিযান পরিচালনা করে ২০০ কেজি জাটকা জব্দ করেছে। আটককৃত জাটকার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
আটককৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
#
মারুফ/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪২
ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব গ্রহণ করলেন মো. আবদুল জলিল
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
আজ বাংলাদেশ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে মো. আবদুল জলিলকে স্বাগত জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার প্রধানগণসহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। একই সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিব ড. চৌধুরী মো. বাবুল হাসানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, মো. আবদুল জলিল বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১৯৮১ সালে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। চাকুরি জীবনে তিনি দিনাজপুর জেলার ডেপুটি কমিশনার, খুলনার বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যোগদানের পূর্বে তিনি ভূর্মি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব জলিল যুক্তরাজ্য, মালয়েশিয়া ও থাইল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি ১৯৫৯ সালের ২১ অক্টোবর সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার গাগবাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক।
#
আনোয়ার/আফরাজ/মিজান/মোশারফ/জয়নুল/২০১৬/১৯০৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪১
উপজেলা প্রকল্প কর্মকর্তাদের উন্নত প্রশিক্ষণ দেয়া হবে
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ধরণ ও প্রকৃতি দিন দিন পরিবর্তন হচ্ছে। তার সাথে খাপ খাইয়ে নিতে প্রকল্প বাস্তবায়নে উপজেলা প্রকল্প কর্মকর্তাদের দেশেবিদেশে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।
মন্ত্রী আজ ঢাকায় মহাখালীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধনকালে একথা বলেন। একইসাথে তিনি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) ও উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও)-দের বুনিয়াদি প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ওসমান গনি বক্তব্য রাখেন। বিভিন্ন জেলা থেকে আগত ২৫ জন কমকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে পিআইওগণ সবচেয়ে বেশি বরাদ্দ পেয়ে থাকেন। এ বরাদ্দ যেন দেশের প্রকৃত উন্নয়নে কাজে লাগে সেব্যাপারে কর্মকর্তাদের সচেষ্ট থাকতে হবে। আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে কাজের মাধ্যমে নিজেদের ইতিবাচক ইমেজ গড়ে তুলতে তিনি পিআইওদের পরামর্শ দেন। প্রকল্প গ্রহণে পিআইওদের আরো সতর্কতা অবলম্বনের জন্য তিনি আহ্বান জানান। একইসাথে প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়ন ও তদারকি জোরদারের জন্য তিনি জেলা কর্মকর্তাদের নির্দেশ দেন।
#
ওমর ফারুক/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪০
পিএ কমিটির সভাপতির সাথে ভুটানের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সাথে বাংলাদেশে সফররত ভুটানের ন্যাশনাল এসেম্বলির স্পিকার লিয়নপো জিগমে জেংপো (খুড়হঢ়ড় ঔরমসব তধহমঢ়ড়) এর নেতৃত্বে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রিনজিন দর্জি এমপি (জরহুরহ উড়ৎলর), জ্যাংলে ডুকপা এমপি (তধহমষবু উঁশঢ়ধ), ভুটানের ন্যাশনাল এসেম্বলির সেক্রেটারি জেনারেল সঞ্জয় দুবা (ঝধহলধু উঁনধ) এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা সোডেন (চবসধ ঈযড়ফবহ) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে ড. মহীউদ্দীন খান আলমগীর বলেন, ভুটান বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন আর্থসামজিক ও রাজনৈতিক ইস্যুতে ভুটান সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। তিনি হিসাব সম্পর্কিত সংসদীয় কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
ভুটানের স্পিকার বলেন, বাংলাদেশ ও ভূটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ সম্পর্ক আরো সম্প্রসারিত হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভুটান বাংলাদেশের পাশে থাকবে।
প্রতিনিধিদলকে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম সম্পর্কে একটি মাল্ডিমিডিয়া প্রেজেন্টেশন দেখানো হয়।
#
হুদা/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৯
এসএসসি কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় অপেক্ষমান অভিভাবকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে। পরীক্ষার্থীদের নিয়ে কোনো প্রকার দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই। প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা চালাতে পারে কোচিং সেন্টারসহ এমন সব চক্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে রেখেছে।
জনাব নাহিদ বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করতে চায়, অভিভাবক ও পরীক্ষার্থীদের দুশ্চিন্তাগ্রস্ত ্র করে তোলে। অভিভাবকদের এ ধরণের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা এ ধরণের গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, গুজব ছড়ানো রোধে ফেসবুক নজরদারিতে রাখছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন।
এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ছাপানো, প্যাকেট করা ও বিতরণ ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তিনি বলেন, নির্দিষ্ট তারিখে সকল পাবলিক পরীক্ষা শুরু ও শেষ করা এবং পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ দেশের শিক্ষাঙ্গণে এক ইতিবাচক পরিবর্তন এনেছে। গত বছরের শুরুতে একটি কুচক্রীমহল শত চেষ্টা করেও শিক্ষাক্ষেত্রে সরকারের এ সাফল্য ম্লান করতে পারেনি।
জনাব নাহিদ প্রশ্নপত্র ফাঁসের গুজব রোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
শিক্ষা মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম
চলমান এসএসসি ও সমমান পরীক্ষা ২০১৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে বরাবরের মতো এবারও কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কন্ট্রোল রুমের ফোন নং-৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬, ইমেইল ঃ বীধসপড়হঃৎড়ষৎড়ড়স@সড়বফঁ.মড়া.নফ
#
সাইফুল্লাহ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৩৮
স্পিকারের সাথে ভুটানের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১৯ মাঘ (১ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে সফররত ভুটানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার লিয়নপো জিগমে জেংপো (খুড়হঢ়ড় ঔরমসব তধহমঢ়ড়) এর নেতৃত্বে ৪ (চার) সদস্যের সংসদীয় প্রতিনিধিদল আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে রিনজির দর্জি এমপি (জরহুরহ উড়ৎলর গঢ়), জ্যাংলে ডুকপা এমপি (তধহমষবু উঁশঢ়ধ গচ), ভুটানের ন্যাশনাল অ্যাসেম্বলির সেক্রেটারি জেনারেল সঞ্জয় দুবে (ঝধহলধু উঁনধ) এবং বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা সোডেন (চবসধ ঈযড়ফবহ) উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, দক্ষিণ এশীয় স্পিকারর্স ফোরাম আমাদের একটি শিশু সংগঠন। এ সংগঠনকে শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে আমাদের সকলকে স্ব-স্ব অগ্রাধিকার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, এসডিজি বাস্তবায়নে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আমাদের সহযোগিতা করবে কিন্তু মূল কাজটি আমাদের নিজেদেরই করতে হবে। সাক্ষাতে তারা বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় দু’দেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
স্পিকার বলেন, ভুটান বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম রাষ্ট্র। বাংলাদেশের বিভিন্ন আর্থসামজিক ও রাজনৈতিক ইস্যুতে ভুটান সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। এছাড়া স্পিকার বাংলাদেশের সংসদীয় কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
সংসদ ও সংসদীয় পদ্ধতি নিয়ে মতবিনিময়কালে স্পিকার বলেন, বাংলাদেশ সবসময় আন্তঃ সংসদীয় সম্পর্ককে গুরুত্ব দেয় এবং বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সঙ্গে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রয়াস চালিয়ে যাচ্ছে।
ভুটানের সংসদীয় কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করে ভুটানের স্পিকার বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার। তিনি আশাপ্রকাশ করেন যে, ভবিষ্যতে এ সম্পর্ক আরও সম্প্রসারিত হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভুটান বাংলাদেশের পাশে থাকবে। এছাড়া দুদেশের সংসদীয় প্রতিনিধি সফরের মাধ্যমে পার্লামেন্ট ও সংসদ-সদস্যদের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে। এতে দুদেশের গণতন্ত্র ও জনগণ উপকৃত হবে।
#
মোতাহের/অনসূয়া/খাদীজা/রেজ্জাকুল/আসমা/২০১৬/১৫৪৫ ঘণ্টা