Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী ২৩ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮০৩
 
একইসাথে প্রকৃতিরক্ষা ও শিল্পায়ন বজায় রাখতে কেমি-প্রকৌশলীদের কাজ করতে হবে
                                                                               ----তথ্যমন্ত্রী
 
ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর ) : 
একইসাথে প্রকৃতিরক্ষা ও শিল্পায়নের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কেমি-প্রকৌশলীদের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
আজ রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে আইইবি’র কেমি-প্রকৌশল বিভাগের বার্ষিকপত্র সম্মেলনে (এনুয়াল পেপার মিট ২০১৭) প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আশা প্রকাশ করেন, কেমি-প্রকৌশলীরা প্রকৃতি অর্থাৎ মানুষ, পশু-পাখি, গাছপালার ওপর কুপ্রভাব না ফেলে উন্নয়ন ও শিল্পায়ন বজায় রাখতে অগ্রণী থাকবেন।
 
ভিনদেশের অনুকরণ নয় বরং দরকার নিজ দেশের উপযোগী প্রযুক্তির উদ্ভাবন, যা হবে জ্বালানিসাশ্রয়ী, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব, বলেন বুয়েট থেকে কেমি-প্রকৌশলে ¯œাতক তথ্যমন্ত্রী। সেইসাথে তিনি স্মরণ করিয়ে দেন, একাজে সফল হতে গবেষণা খাতে আরো বিনিয়োগ করতে হবে।
 
তথ্যমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন প্রযুক্তি, পরিবেশবান্ধব শিল্প, জ্বালানি নিরাপত্তা অর্জনের মাধ্যমে টেকসই উন্নয়ন সাধনই এখন দেশের কেমি-প্রকৌশলীদের মূললক্ষ্য। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় খাপ খাওয়ানো ও অভিযোজনের প্রয়োগ এবং বর্জ্য-ব্যবস্থাপনার কাজেও দেশের কেমি-প্রকৌশলীরা আত্মনিয়োগ করেছেন, বলেন তিনি।
 
আইইবি’র কেমি-প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী এম কবির আহমেদ ভুঁইয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
#
আকরাম/মাহমুদ/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/২১২০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ২৮০২ 
 
তথ্য মন্ত্রণালয়-সিলেট জেলা প্রশাসন কার্যালয় ভিডিও কনফারেন্স
কিশোর শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশে ভূমিকা রাখার আহ্বান জানালেন তথ্যসচিব
 
ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর) :
 
কিশোর শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশে ‘কিশোর বাতায়ন’ তৈরিতে দেশের বরেণ্য লেখক, শিক্ষাবিদ, বিশিষ্ট কিশোর সংগঠক এবং বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কনটেন্ট প্রদানে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্যসচিব মরতুজা আহমদ। 
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তরের সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে কিশোর শিক্ষার্থীদের জন্য জাতীয় অনলাইন পোর্টাল ‘কিশোর বাতায়ন’ প্রবর্তন, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাব গঠন এবং জেলা ব্র্যান্ডিং বিষয়ে প্রেস ব্রিফিংয়ের ওপর ভিডিও কনফারেন্সে তথ্যসচিব মরতুজা আহমদ প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। ভিডিও কনফারেন্সটি পরিচালনা করেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মোঃ জাকির হোসেন। সিলেট জেলা এবং তথ্য মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে আজ তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অন্যান্যের মধ্যে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং সিলেট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিলেট জেলা প্রশাসকসহ সিলেটের বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং গণযোগাযোগ অধিদপ্তরের জেলা পর্যায়ে ৬৪টি জেলা তথ্য অফিস ও পার্বত্য অঞ্চলে ৪টি তথ্য অফিস একযোগে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং গণযোগাযোগ অধিদপ্তরের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এসকল কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এ লক্ষ্যে আজ গণযোগাযোগ অধিদপ্তরের জেলা পর্যায়ে ৬৪টি জেলা তথ্য অফিসের মাধ্যমে ‘কিশোর বাতায়নৎ প্রবর্তন, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাব গঠন এবং জেলা ব্র্যান্ডিং বিষয়ে একযোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের মাধ্যমে কিশোর শিক্ষার্থীদের জন্য জাতীয় অনলাইন পোর্টাল ‘কিশোর বাতায়ন’ প্রবর্তন করা হয়েছে। জাতীয়ভাবে নির্মিত এই অনলাইন পোর্টালে কিশোর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও সহায়ক বই, বিভিন্ন জাতীয় দিবসভিত্তিক উন্মুক্ত ও সুস্থ প্রতিযোগিতা, কিশোরদের স্বাস্থ্য সচেতনতা, কাউন্সেলিং, বিশেষজ্ঞদের দ্বারা টিউটোরিয়াল শিক্ষা বিষয়ক ম্যাগাজিন, স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর জীবনধারণ, সামাজিকভাবে যোগাযোগ স্থাপন, জেন্ডার, পরিবেশ, জীববৈচিত্র্য, নেতৃত্ব ইত্যাদি বিষয়ে ধারণা দেয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এক্ষেত্রে কিশোর বাতায়ন হবে কিশোরদের মেধা, দক্ষতা, সৃজনশীলতা বিকাশের একটি বড় প্লাটফরম। পাশাপাশি কিশোর বাতায়ন কিশোরদের মধ্যে আগামীদিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ, দেশাত্ববোধ ও দেশপ্রেমকে জাগ্রত করবে।  
 
হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাব মূলত সরকারের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার একটি প্লাটফরম। গণযোগাযোগ অধিদপ্তরের ৬৪টি জেলা তথ্য অফিস জেলা পর্যায়ে, পৌর এলাকায় এবং ইউনিয়ন পর্যায়ে হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাব গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে। এসকল হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাবগুলো ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনগণের মধ্যে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
 
জেলা ব্র্যান্ডিং দেশের প্রতিটি জেলার স্বতন্ত্র বৈশিষ্ট্যকে তুলে ধরবে। একটি জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে বিবেচনায় রেখে জেলার সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে ঐ জেলার স্বতন্ত্র বৈশিষ্ট্যকে বিকশিত করার লক্ষ্যে গৃহীত সার্বিক কর্মপরিকল্পনা ও কর্মকা- মূলত জেলা ব্র্যান্ডিং। জেলা ব্র্যান্ডিংয়ের মাধ্যমে একটি জেলার চলমান উন্নয়নের উদ্যোগ এবং সম্ভাবনাসমূহ বিকশিত করার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব। 
 
ডিজিটাল বাংলাদেশ গড়তে কিশোর শিক্ষার্থীদের জন্য জাতীয় অনলাইন পোর্টাল ‘কিশোর বাতায়ন’, তৃণমূল পর্যায়ে হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়া ক্লাব গঠন এবং জেলা ব্র্যান্ডিং তাৎপর্যপূর্ণ অবদান রাখবে বলে ভিডিও কনফারেন্সে আশা প্রকাশ করা হয়।
 
#
 
চামান/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯১৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৮০১

 
 
জনপ্রশাসনমন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক  
 
ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর ) : 
 
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবর্গ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
 
 
আজ পৃথক পৃথক শোকবার্তায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
#
মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ২৮০০
 
 
জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক
 
 
ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর ) : 
 
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী,  ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ 
আ স ম ফিরোজ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
 
আজ পৃথক শোকবার্তায় তাঁরা মরহুম শিলা ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
   
 
#
কামাল/মাহমুদ/শেফায়েত/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৮৪৫ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৭৯৯

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত-বাণিজ্যমন্ত্রী বৈঠক
স্যামসাং ও এলজি পণ্য এখন বাংলাদেশে উৎপাদন হবে

ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক কোম্পানি তাদের  সকল পণ্য এখন বাংলাদেশেই উৎপাদন করবে। যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার)-এর মাধ্যমে কোম্পানি গঠন করে দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে। 
বাণিজ্যমন্ত্রী আজ সচিবালয়ে তাঁর কার্যালয়ে ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন সিয়ং-ডু (অযহ ঝবড়হম-ফড়ড়)-এর সাথে মতবিনিময় করে সাংবাদিকদের এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, দক্ষিণ কোরিয়ার প্রায় ২০০ প্রতিষ্ঠান বাংলাদেশের ইপিজেডে বিনিয়োগ করেছে। আরো অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ অর্থনৈতিক জোন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ দেওয়া হবে। এজন্য উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা হবে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীগণ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। স্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক কোম্পানি জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এতে করে বাংলাদেশের সাথে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য বাড়বে এবং বাণিজ্য ব্যবধান কমে আসবে। দক্ষিণ কোরিয়া এ বিষয়ে বাংলাদেশকে সবধরনের সহায়তা প্রদান করবে। 
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু এসময় উপস্থিত ছিলেন।
#

লতিফ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ২৭৯৮

কবি থেকে মাঠকর্মী, সবাই সরাবে সামরিক-সাম্প্রদায়িকতার জঞ্জাল
                                                         --- তথ্যমন্ত্রী

ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সামরিক শাসন ও সাম্প্রদায়িকতার জঞ্জাল পরিষ্কার করতে কবি-সাহিত্যিক থেকে রাজনীতির মাঠকর্মী, সবাইকেই একযোগে কাজ করতে হবে। আর এজন্য কবি শামসুর রাহমান আমাদের জাতীয় জীবনে এখনো প্রাসঙ্গিক।
আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে কবি শামসুর রাহমান: জীবন ও সাহিত্য বিষয়ক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান। কবির ৮৯তম জন্মদিন উপলক্ষে জাতীয় জাদুঘর এ সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, সামরিক-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবি শামসুর রাহমানের সোচ্চার কাব্য আমাদের আত্মা ও বোধের মুক্তির পথে চিরন্তন প্রেরণা। শেখ হাসিনার সরকার অতীতের স্বৈর-সাম্প্রদায়িকতার জঞ্জাল থেকে জাতিকে মুক্ত করে কৃষ্ণপক্ষ থেকে শুক্লপক্ষে নিয়ে চলেছেন। এই পথে কাঁটা আছে, রক্ত ঝরবে, কিন্তু কবিতা সাথে নিয়ে আমরা এগিয়ে যাবো, জয়ী হবো।
এসময় কবি শামসুর রাহমানকে দেশের নাগরিক জীবনের শ্রেষ্ঠ কবি হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, অমর এই কবির কবিতার পঙ্ক্তিমালায় আমাদের ভাষা, স্বাধীনতা, জীবন ও যৌবনের গান ধ্বনিত-প্রতিধ্বনিত।
সাবেক সিনিয়র সচিব ও সংস্কৃতিজন হেদায়েতুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী ও সমকালীন কবিদের মধ্যে মুহম্মদ নূরুল হুদা, হাবীবুল্লাহ সিরাজী, নাসির আহমেদ, মাহবুব আজিজ বক্তব্য রাখেন।
সভাশেষে ‘বিশিষ্ট আলোকচিত্রী এম এ তাহেরের ক্যামেরায় কবি শামসুর রাহমান’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।
#

আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২৭৯৭ 
জনপ্রশাসন মন্ত্রীর সহধর্মিণীর মৃত্যু
 
ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর) :
 
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সহধর্মিণী শিলা ইসলাম, লন্ডনের ইউনিভার্র্সিটি কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করেন (ইন্না..................রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বৎসর। তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। কর্মজীবনে তিনি লন্ডনের একটি স্কুলে প্রধান শিক্ষিকার দায়িত্বপালন করেন।  
 
মৃত্যুকালে তিনি একমাত্র কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জনপ্রশাসন মন্ত্রী তার সহধর্মিণীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।  
#
মমিনুল/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা   
 
তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২৭৯৬
ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে সীমিত থাকবে
 
ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর) : 
 
ঝঊঅ-গঊ-ডঊ-৪ সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ ব্রাঞ্চ অংশে রিপিটার প্রতিস্থাপনের কাজ 
 
২৩ অক্টোবরের পরিবর্তে ২৪ অক্টোবর শুরু হবে। এ কাজের জন্য আনুমানিক ৩/৪ দিন ঝঊঅ-গঊ-ডঊ-৪ সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশে বিএসসিসিএল এর সকল সার্কিট বন্ধ থাকবে। ইতোমধ্যে ঝঊঅ-গঊ-ডঊ-৫ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সার্ভিস চালু হওয়ায় এবং ওঞঈ অপারেটর সমূহের মাধ্যমে সার্ভিস চালু থাকার কারণে দেশের ব্যান্ডউইডথ চাহিদা পূরণ করা সম্ভব হবে। উল্লেখ্য যে, বিএসসিসিএল এর নিজস্ব ওওএ হতে ওচ ঞৎধহংরঃ ঝবৎারপব প্রদানের জন্য বিকল্প পথে ঝঊঅ-গঊ-ডঊ-৫ ক্যাবলের মাধ্যমে অতিরিক্ত ব্যান্ডউইডথ সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  
 
আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   
#
এনায়েত/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১৫৪৫ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭৯৫
 
জনপ্রশাসন মন্ত্রীর সহধর্মিণীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
 
ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর) :  
 
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সহধর্মিণী শীলা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন লন্ডন থেকে এ তথ্য জানান।  
রাষ্ট্রপতি শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 
#
আজাদ/অনসূয়া/জসীম/আসমা/২০১৭/১৪৫০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                               নম্বর : ২৭৯৪
 
জনপ্রশাসন মন্ত্রীর স্ত্রীর মৃত্যুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর শোক
 
ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর ) :    
 
জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের সহধর্মিণী শিলা ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
 
মন্ত্রী শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
 
#
নাছের/অনসূয়া/জসীম/শামীম/২০১৭/১৪৩৭ ঘণ্টা  
 
তথ্যবিবরণী                                                                                                নম্বর : ২৭৯৩
 
   টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে স্টুডেন্ট ওপেন হাউজ অনুষ্ঠিত
 
ঢাকা, ৮ কার্তিক (২৩ অক্টোবর ) :    
 
জাপানে লেখাপড়া করতে আসা বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করা ও তাদের নানবিধ সমস্যা সমাধান করার প্রয়াস নিয়ে ২২ অক্টোবর টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো এক উম্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঐ আলোচনায় টোকিও ও আশেপাশের শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। 
 
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা তাদের শুভেচ্ছা ও স্বাগত জানান। জাপানে চলমান টাইফুন উপেক্ষা করেও অনুষ্ঠানে অংশগ্রহণ করায় রাষ্ট্রদূত তাঁদের ধন্যবাদ জানান। তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক বিষয়ের খোঁজখবর নেন। পরে রাষ্ট্রদূত জাপান -বাংলাদেশ সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 
 
পরবর্তী পর্যায়ে মুক্ত আলোচনায় অংশ নিয়ে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা জাপানে পড়তে আসার পূর্বে ও পরে মুখোমুখি হওয়া বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মুক্ত ও বিশদ আলোচনার মাধ্যমে সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান বেরকরার চেষ্টা করা হয়। 
 
রাষ্ট্রদূত তার বক্তব্যে প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে বর্তমান ছাত্র-ছাত্রীদের সহায়তা করার আহ্বান জানান। তিনি প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে মেন্টরশিপ পদ্ধতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলার ওপর গুরুত্ব প্রদান করেন। জাপানে কিভাবে বাংলাদেশি ছাত্র-ছাত্রীর সংখ্যা ও নানাবিধ বৃত্তির সংখ্যা বাড়ানো যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 
 
রাষ্ট্রদূত অত্যান্ত আন্তরিকতার সাথে ছাত্র-ছাত্রীদের কথা শুনেন এবং তাদের সমস্যাগুলোর সমাধানকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠান আয়োজন করায় দুতাবাসকে ধন্যবাদ জানিয়ে নিয়মিতভাবে এরকম আয়োজন করার জন্য অনুরোধ জানান। পরে আগত অতিথিদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। 
 
অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। 
 
#
শিপলু/অনসূয়া/জসীম/শামীম/২০১৭/১৩১১ ঘণ্টা 
Todays handout (8).docx