তথ্যবিবরণী নম্বর : ৩৫৯৪
উন্নয়নের অধিকাংশ সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে
-- মহিলা ও শিশু প্রতিমন্ত্রী
ফুলবাড়ি (কুড়িগ্রাম), ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, গত ১লা আগস্ট বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলের যে সমস্ত বাসিন্দা বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন তারা ভাগ্যবান। কারণ উন্নয়নের অধিকাংশ সূচকে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ সরকার ছিটমহলগুলোকে উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মাত্র তিন মাসের মধ্যে ছিটমহলগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ছিটমহলবাসীদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। ৬৮ বছর পর এই প্রথম ছিটমহলবাসীরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।
তিনি আজ কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় বাংলাদেশের ভূখন্ডের সাথে যুক্ত হওয়া দাসিয়ার ছড়া ছিটমহলে এক বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কুড়িগ্রামের জেলা প্রশাসক মো. নুরুল আমিনের সভাপতিত্বে মহিলা সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মো. তবারক উল্লাহ্, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মাজেদুল ইসলাম সেলিম, ভিজিডি কার্যক্রমের উপপরিচালক মো. আবুল কাশেম প্রমুখ।
প্রতিমন্ত্রী আরো বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশু উন্নয়নে যে সকল কার্যক্রম পরিচালনা করে এর সব কার্যক্রমই দাসিয়ার ছড়াতে চালু করা হবে। তিনি সমাবেশে অংশগ্রহণকারী নারীদেরকে ১৮ বছরের নিচের মেয়েদেরকে বিয়ে না দেয়ার বিষয়ে শপথ করান। তিনি বলেন, বাল্যবিয়ের কারণে প্রতিবন্ধী শিশুর জন্ম হয়।
সমাবেশে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, দাসিয়ার ছড়ায় গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবার গ্রহণ করার জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হবে এবং ভবিষ্যতে এখানে আইজিএ (ইনকাম জেনারেটিং এক্টিভিটি) প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে, যাতে করে নারীরা ঘরে বসে লাখ টাকা উপার্জন করতে পারে।
প্রতিমন্ত্রী পরে দাসিয়ার ছড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ভিজিডি কার্যক্রমের উদ্বোধন করেন এবং ২৯৫০ জন নারীর হাতে ভিজিডি কার্ড তুলে দেন। ভিজিডি উপকারভোগী নারীরা প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে এবং এদেরকে জীবন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রাকপ্রাথমিক শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন।
#
খায়ের/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৯৩
শিক্ষার্থীদের মাঝে অসাম্প্রদায়িক চেতনাবোধের বিস্তার ঘটাতে হবে
-- ভূমিমন্ত্রী
সিলেট, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর):
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, শিক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদ, ইতিহাস, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনাবোধের বিস্তার ঘটাতে হবে। প্রকৃত শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ উপহার দিবে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে উন্নত বিশে^র কাতারে নিয়ে যাওয়ার যে সংকল্প নিয়েছেন তা শিক্ষার্থীদের মাধ্যমেই বাস্তবায়িত হবে।
আজ সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন ও আন্তঃহাউস সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বিদ্যালয় পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে বাংলা ভাষা ও বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ধারণা যাচাই করে সন্তোষ প্রকাশ করেন। পরে মন্ত্রী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং কৃতি শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন।
কর্নেল আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, লে. কর্নেল শাহ আলম চৌধুরী, লে. কর্নেল মো. নাসির উদ্দিন আহমদ, মেজর মোজাম্মেল হক, মেজর শাহেদ মেহের ও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেটের অধ্যক্ষ ফয়জুল হক বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৯২
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর):
দশম জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে কমিটির সদস্য পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, এ কে এম ফজলুল হক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং মোছা. সেলিনা জাহান লিটা বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালন ও রক্ষণাবেক্ষণ তহবিলে অতিরিক্ত অর্থ প্রদান এবং ওহংঃরঃঁঃব ড়ভ ডধঃবৎ গড়ফবষরহম (ওডগ) ভবন নির্মাণে ফান্ড বরাদ্দের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখার সুপারিশ করে।
বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও বিভাগের উন্নয়নমূলক কাজের জন্য একটি ডিপিপি প্রণয়ন ও অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে ড্রেজিং কার্যক্রম সাবলীল করার জন্য সুপারিশ করা হয়।
বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
হালিম/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৯১
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর):
দশম জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৭তম বৈঠক আজ কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মো. আলী আজগর, মুহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নোমান, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা রানী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জরুরিভিত্তিতে ঢাকা-চট্টগ্রামসহ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে লাগেজ স্ক্যানিং মেশিন স্থাপনের সুপারিশ, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান শূন্য পদের বিপরীতে নিয়োগের সর্বশেষ অবস্থা, বাংলাদেশ রেলওয়ের জমিতে অবৈধ সাবলেট ও বিদ্যুৎ সংযোগকারীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার সর্বশেষ অগ্রগতি এবং রেলওয়ের সকল উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উল্লেখ করা হয়, রেলের টিকেটিং সিস্টেমে অনিয়ম প্রতিরোধে টিকেট বিক্রির সময় ভ্রমণকারীর বয়স, জেন্ডার উল্লেখ করে টিকেট ইস্যু করা হচ্ছে। টিকেটে ভ্রমণকারীর নাম উল্লেখ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়।
বৈঠকে আরো উল্লেখ করা হয়, চট্টগ্রামে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে একটি
বে-টার্মিনাল এর নির্মাণ কাজ চলমান আছে। উক্ত বে-টার্মিনালের সাথে প্রস্তাবিত রেল সংযোগের এলাইনমেন্ট এবং সম্ভাব্য ব্যয় নির্ধারণ প্রক্রিয়াধীন আছে। এছাড়া রেলওয়ের পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলে ২০১৫-১৬ অর্থবছরে মোট ১৮৬ দশমিক ৭৯ একর রেলভূমি উচ্ছেদের মাধ্যমে অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
সাব্বির/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৯০
বাংলাদেশে স্বাস্থ্য সাক্ষরতা বৃদ্ধিতে সহায়তার জন্য
বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতি স্বাস্থ্যমন্ত্রীর আহ্বান
সাংহাই (চীন), ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
চীন সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বাংলাদেশের জনগণের স্বাস্থ্য মান উন্নয়নে তামাকসহ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক খাদ্যসামগ্রী গ্রহণের প্রবণতা প্রতিরোধে স্বাস্থ্য সাক্ষরতা বৃদ্ধিতে সহায়তা করার জন্য বিশ^ স্বাস্থ্য সংস্থা ও বিশ^ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ চীনের সাংহাইয়ে ‘হেলথ প্রমোশন ইন দ্য এসডিজিস’ বিষয়ক নবম বৈশি^ক সম্মেলনের দ্বিতীয় দিনে ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের জীবনমানের অগ্রগতিতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যের ওপর করারোপের ভূমিকা’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় বাংলাদেশের পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে ধূমপান ও তামাকজাত পণ্য গ্রহণ বন্ধ করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করছে সরকার। এ বছর থেকে ধূমপানের ক্ষতিকর প্রভাব সংবলিত সিগারেটের সচিত্র মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তামাক চাষকে নিরুৎসাহিত করতে বিকল্প শস্য চাষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ‘জাংক ফুড’ ও অস্বাস্থ্যকর কোমল পানীয় উৎপাদন ও বাজারজাতকরণের নীতিমালা প্রণয়ন করা যায় কিনা তাও বিবেচনা করা হচ্ছে। তিনি অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণে জনগণকে নিরুৎসাহিত করতে জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে এক্ষেত্রে সহায়তা করার জন্য বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতি আহ্বান জানান।
পরে স্বাস্থ্যমন্ত্রী সভায় প্যানেল সদস্য হিসেবে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ফিনল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী প্রিক্কো ম্যাট্টিলা (চৎরশশড় গধঃঃরষধ), ইরানের স্বাস্থ্যমন্ত্রী হাসান গাজীজাদেহ্ হাশেমী (ঐধংংধহ এধুরুধফবয ঐধংযবসর), মরিশাসের স্বাস্থ্যমন্ত্রী অনিল কুমার সিং গায়েন, ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ড. এনরিক গার্সিয়া এসময় বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী সম্মেলন উপলক্ষে আয়োজিত চীনের সনাতন চিকিৎসা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
অধূমপায়ী স্বাস্থ্যমন্ত্রী নির্বাচনের জন্য মোহাম্মদ নাসিমের পরামর্শ
কোনো ধূমপায়ীকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব না দেওয়ার অনুরোধ জানিয়ে সকল দেশের রাষ্ট্রপ্রধানকে চিঠি দেওয়ার জন্য বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতি পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি নিজে বা পরিবারের কোনো সদস্য ধূমপান করেন না, এই তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্য মান উন্নয়নের দায়িত্ব নিয়ে কোনো মন্ত্রীর ধূমপানের অভ্যাস থাকা অনৈতিক। এক্ষেত্রে সব দেশের স্বাস্থ্যমন্ত্রীকে ধূমপান থেকে বিরত থাকার অনুরোধ জানাতে পারে বিশ^ স্বাস্থ্য সংস্থা।
চীনের সাংহাইয়ে চলমান বিশ^ স্বাস্থ্য সংস্থার সম্মেলনের সাইড ইভেন্ট ‘জনস্বাস্থ্য উন্নয়নে তামাক ব্যবহার বন্ধ’ বিষয়ক আলোচনায় মোহাম্মদ নাসিম এই পরামর্শ দেন। তাঁর প্রস্তাব উত্থাপনের পর সভার মডারেটর উপস্থিত মন্ত্রীদের সম্মতি চাইলে সকলে করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান।
#
পরীক্ষিৎ/মাহমুদ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৯
দেশজ সংস্কৃতি রক্ষায় সরকার অগ্রণী
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
দেশজ সংস্কৃতি এবং টেলিভিশন পেশাজীবীদের স্বার্থ রক্ষায় সরকার অগ্রণী ভূমিকা রাখবে, বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট সেমিনার কক্ষে নবগঠিত ফেডারেশন অভ্ টেলিভিশন প্রফেসনালস অর্গানাইজেশন (এফটিপিও) এর প্রতিনিধিদের সাথে চা-চক্র বৈঠকে তিনি এ কথা বলেন।
তথ্য সচিব মরতুজা আহমদের সঞ্চালনায় বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে টেলিভিশনসহ গণমাধ্যমের অভূতপূর্ব বিকাশকে অব্যাহত রাখতে তথ্য মন্ত্রণালয় বদ্ধপরিকর। দেশজ সংস্কৃতি বুকে ধরে দেশের টেলিভিশন পেশাজীবীরা যাতে সংস্কৃতির শক্তিশালী বাহন হিসেবে কাজ করতে পারেন, সরকার সে বিষয়ে যতœবান।
টেলিভিশন পেশাজীবীদের উত্থাপিত ৫ দফা দাবির প্রেক্ষিতে বৈঠকে তথ্য সচিব মরতুজা আহমদ একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। মরতুজা আহমদ বলেন, শুধু আলোচনায় সীমাবদ্ধ না থেকে টেলিভিশন পেশাজীবীদের দাবি ও প্রস্তাব কার্যকর বিবেচনায় আনতে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালককে প্রধান করে অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা উচিত। তথ্যমন্ত্রী কমিটি গঠনের এ প্রস্তাবকে সাথে সাথেই অনুমোদন দেন।
বৈঠকে এফটিপিওর প্রতিনিধিবৃন্দ দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবিংকৃত বিদেশি সিরিয়াল/অনুষ্ঠান বন্ধ করা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারে এজেন্সির হস্তক্ষেপ বন্ধ করা, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ, দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ বন্ধ করা ও ডাউন লিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেল দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা-এই ৫ দফা দাবি উত্থাপন করেন।
বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ্ আলমগীর, যুগ্মসচিব মো. নাসির উদ্দিন আহমেদ, এফটিপিওর ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোয়ার হোসেন পাঠান, সদস্য সচিব গাজী রাকায়েত এবং সদস্যদের মধ্যে আজিজুল হাকিম, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, মাসুম রেজা ও এস এ হক অলিক বৈঠকে উপস্থিত ছিলেন।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৮৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৮
শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিকের পিতামাতার আয় বাড়ানোর কর্মসূচি নেওয়া হবে
-- শ্রম প্রতিমন্ত্রী
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শিশু শ্রম নিরসনে শীঘ্রই শিশু শ্রমিকদের পিতামাতার আয় বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
তিনি আজ রাজধানীতে দ্য ডেইলি স্টার ভবনে আজিমুর রহমান কনফারেন্স হলে শিশু অধিকার ফোরাম আয়োজিত গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়নের কৌশল শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ফলে শ্রমজীবী মানুষের জীবনমানের উন্নতি হয়েছে, সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তারপরও ২০২১ সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশু শ্রম নিরসন বিষয়টিকে সরকার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে। তিনি বলেন, আইন বা নীতিমালা প্রণয়নে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা প্রণয়নের ফলে সমাজের সচেতন মহল বিষয়টি গুরুত্ব দিচ্ছে। এখন দরকার শিশু শ্রমিকদের পিতামাতার সচেতনতা।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণে সরকার অনেক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে অর্থ সহায়তা প্রদান করছে। সারাদেশে কী পরিমাণ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত তা নির্ধারণে জরিপ করার উদ্যোগ নেয়া হয়েছে। ২০২১ সালে মধ্যমআয়ের দেশে ঝুঁকিপূর্ণ কাজে আর কোন শিশু থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন। শিশু অধিকার ফোরামের ভাইস-চেয়ারপারসন ইকবাল আহমেদের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোন্দকার মোস্তান হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আবুল হোসেন, শ্রমজীবী শিশুদের শুভেচ্ছাদূত নাট্যব্যক্তিত্ব ড. এনামুল হক, বেসরকারি সংস্থা শাপলা নীড় এর কান্ট্রি ডিরেক্টর নবুতাদা সুগাহারাসহ উন্নয়ন সংস্থা অষ্ট্রেলিয়ান এইড, ওয়ার্ল্ড ভিশন এবং সিএসআইডির প্রতিনিধিগণ আলোচনায় অংশ নেন।
#
আকতারুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৭
প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাথে ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর):
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সাথে আজ তাঁর ইস্কাটনস্থ অফিস কক্ষে বাংলাদেশে ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স গফ. ঝধষসধহ অষ-ঔধহধনর এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে দক্ষ ও আধাদক্ষ কর্মী নেওয়াসহ কর্মীর নিরাপত্তার ব্যাপারে সার্বিক আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধাদক্ষ কর্মী নেওয়ার ব্যাপারে ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের মাধ্যমে সে দেশের সরকারকে অনুরোধ জানান। মন্ত্রী বাংলাদেশি কর্মীদের ইরাকে চাকরিসহ অন্যান্য সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সে দেশের সরকারকে আহ্বান জানান।
ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, ইরাকের যে সমস্ত এলাকায় শান্তি বিরাজ করছে এবং কোন গোলযোগ নেই সে সমস্ত এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ তার সরকার হাতে নিয়েছে। এ উন্নয়ন কাজে বাংলাদেশের কর্মীদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে এখন আরো বেশি কর্মী নেওয়া হবে এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের কর্মীদের ইরাকে কাজের সুনাম রয়েছে।
উল্লেখ্য, এ যাবৎ ইরাকে প্রায় ৪৩ হাজার কর্মী বাংলাদেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে গমন করেছে। ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার কর্মীর ইরাকে কর্মসংস্থান হয়েছে।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার, অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজাসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৬
একনেকে ২২ হাজার ৮৭৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ২২ হাজার ৮৭৬ কোটি ৩১ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় সংবলিত ১০টি নতুন ও সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আজ ঢাকায় শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। একনেক সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী একনেক সভা শেষে সভার বিস্তারিত সাংবাদিকদের জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সরকার দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে যুগান্তকারী কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। ইতোমধ্যে দেশের শতকরা ৭৮ ভাগ জনগোষ্ঠী বিদ্যুতের আওতায় এসেছে। তিনি বলেন ২০২১ সালের মধ্যে দেশের সকলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। এই ধারা অব্যাহত থাকলে ২০১৯ সালের মধ্যেই সরকার দেশের শতভাগ জনগোষ্ঠীকে বিদ্যুতের আওতায় আনতে সক্ষম হবে। প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদের নাব্যতা রক্ষায় ড্রেজিংয়ের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
একনেক সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হচ্ছে ঃ পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেংদেনিং প্রজেক্ট আন্ডার পিজিসিবি’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার ৭০৩ দশমিক ৩১ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩ হাজার ৭২৯ দশমিক ২৫ কোটি টাকা, সংস্থার নিজস্ব তহবিল ২৬৬ দশমিক ৪৪ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৯ হাজার ৭০৭ দশমিক ৬২ কোটি টাকা। বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৪০৩ দশমিক ৮৩ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১ হাজার ৩৫৫ দশমিক ৫৭ কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল ৪ দশমিক ২৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ২ হাজার ৪৩ দশমিক ৯৯ কোটি টাকা। প্রকল্প সাহায্য প্রদানকারী সংস্থা এডিবি। ‘বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন, পুনর্বাসন ও নিবিড়করণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৭৭ দশমিক ৫৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১ হাজার ২০১ দশমিক ৭৭ কোটি টাকা সংস্থার নিজস্ব তহবিল ৪ দশমিক ২৭ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ১ হাজার ৮৭১ দশমিক ৫০ কোটি টাকা। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৬২৮ দশমিক ১০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। গ্যাস ট্রান্সমিশন ক্যাপাসিটি এক্সপানশন-আশুগঞ্জ টু বাখরাবাদ (২য় সংশোধিত) প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫১৩ দশমিক ৪৬ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। মুরাদপুর ২নং গেইট ও জিইসি ফ্লাইওভার নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৬৯৬ দশমিক ৩৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৬৭১ দশমিক ৩৪ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ২৫ কোটি টাকা। ঢাকার গুলশান, ধানমন্ডি ও মোহাম্মদপুরে ২০টি পরিত্যক্ত বাড়িতে ৩৯৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৩৬৬ দশমিক ৫৪ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ‘টঙ্গী-কালিগঞ্জ-ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক মহাসড়কের (আর-৩০১) শহীদ ময়েজউদ্দিন সেতু হতে পাঁচদোনা পর্যন্ত অংশ জাতীয় মহাসড়ক মানে উন্নীতকরণ’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৮২ দশমিক ৯৭ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। কক্সবাজার জেলার বাঁকখালী নদী বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং প্রকল্প (১ম পর্যায়)’ প্রকল্প। এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২০৩ দশমিক ৯৩ কোটি টাকা। এর পুরোটাই জিওবি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপারেশন সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরণ’ প্রকল্প এ প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২০০ দশমিক ৩০ কোটি টাকা। এর পুরোটাই জিওবি।
#
শেফায়েত/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৫
নারী উদ্যোক্তা দিবস উদ্যাপন
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর):
আজ নারী উদ্যোক্তা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে আজ ঢাকায় আইএফআইসি ব্যাংকের সম্মেলন কক্ষে ‘নারী উদ্যোক্তা : সমস্যা ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের সভাপতি ও এসোসিয়েসন অভ্ গ্রাসরুটস ওম্যান এন্ট্রাপ্রেনার্স এর চেয়ারম্যান মৌসুমী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতারউদ্দিন আহমেদ, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারোয়ার এবং এফবিসিসিআই এর ভারপ্রাপ্ত সভাপতি মো. শফিউল ইসলাম। এছাড়া কয়েকজন নারী উদ্যোক্তাও আলোচনায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে নারী উদ্যোক্তার সংখ্যা ১০ ভাগ যেখানে উন্নত বিশ্বে এর পরিমাণ ২৫ ভাগ। তিনি বলেন, বাংলাদেশের প্রচুর সংখ্যক নারী অর্থনৈতিক কর্মকা-ে সম্পৃক্ত থাকলেও সামাজিক অনগ্রসরতা ও বিপণন ব্যবস্থা কম থাকার কারণে উদ্যোক্তা হিসেবে তারা পিছিয়ে আছে। তিনি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব। তাই এ নীতিকে কাজে লাগিয়ে তিনি নারী উদ্যোক্তাদেরকে সকল প্রতিবন্ধকতা পরিহার করে এগিয়ে আসার আহ্বান জানান।
#
শফিকুল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৪
পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২১তম বৈঠক আজ কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, কামরুল আশরাফ খান এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ‘বেসামরিক বিমান কর্তৃপক্ষ বিল, ২০১৬’ এর ওপর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক গৃহীত আগামী তিন বছরের রুট প্লানিং এর ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
‘বেসামরিক বিমান কর্তৃপক্ষ বিল, ২০১৬’ বিলটির ওপর বিস্তারিত পর্যালোচনা শেষে অধিকতর সংশোধনী থাকায় বেসামরিক বিমান কর্তৃপক্ষ, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ শাখার কর্মকর্তাদের সমন্বয়ে বৈঠক করে সুনির্দিষ্ট সংশোধনী কমিটিকে দেয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে জানানো হয়, হোটেল সোনারগাঁয়ের ৬ষ্ঠ, সপ্তম ও অষ্টম তলার সংস্কারকাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যেই সমাপ্ত হবে। হোটেল সোনারগাঁও এবং হোটেল রূপসী বাংলার সংস্কারকাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করতে না পারায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে চুক্তির নির্দিষ্ট ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন ।
#
মিজানুর/নুসরাত/দীপংকর/গিয়াস/রেজ্জাকুল/রফিকুল/শামীম/২০১৬/১৫৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫৮৩
ডেপুটি স্পিকারের সাথে শ্রীলংকা হাইকমিশনারের বৈঠক
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২২ নভেম্বর) :
শ্রীলংকার হাইকমিশনার ণধংড়লধ এঁহধংবশবৎধ আজ ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি ডেপুটি স্পিকারের সাথে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার শ্রীলংকা-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপ প্রতিষ্ঠা করতে বাংলাদেশ পার্লামেন্টকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। উল্লেখ্য, জুনে শ্রীলংকা পার্লামেন্টের স্পিকার বাংলাদেশ সফরকালে এ ধরনের একটি পার্লামেন্টারি গ্রুপ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। স্পিকারের অভিপ্রায় অনুযায়ী সে দেশের হাইকমিশনার ডেপুটি স্পিকারের সাথে সাক্ষাৎ করেন এবং শ্রীলংকা-বাংলাদেশ পার্লামেন্টারি গ্রুপ গঠনের অনুরোধ জানান।
ডেপুটি স্পিকার হাইকমিশনারের এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের একটি সংসদীয় গ্রুপ প্রতিষ্ঠা হলে দু’দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেপুটি স্পিকার এ বিষয়ে জাতীয় সংসদের ¯িপকারকে অবহিত করবেন বলে হাই কমিশনারকে জানান এবং সংসদীয় গ্রুপ গঠনে তার তরফ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে এখন বিশাল সমুদ্রসীমা রয়েছে। সমুদ্রে মৎস্য আহরণ ছাড়াও অন্যান্য সম্পদে ভরপুর বাংলাদেশ। এ সম্পদ সঠিকভাবে আহরণ করতে পারলে বাংলাদেশে শক্তিশালী ব্লু ইকোনোমি জোন গড়ে উঠবে এবং জাতীয় অর্থনীতি আরো বেগবান হবে। মৎস্য ও অন্যান্য সামুদ্রিক সম্পদ আহরণে শ্রীলংকার অভিজ্ঞতা ও এক্সপার্টদের কাজে লাগাতে পারলে এ সম্পদ আহরণ আরো সহজতর হবে বলে মন্তব্য করেন তিনি। হাইকমিশনার ডেপুটি স্পিকারের বক্তব্যকে স্বাগত জানান।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে বর্তমানে কোয়ালিটি সম্পন্ন বিশ্বমানের ফার্মাসিউটিক্যাল রয়েছে যারা তাদের প্রোডাক্ট শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশ&