তথ্যবিবরণী নম্বর : ৩৪৭
বর্তমান সরকার কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আইন প্রণয়ন করে না
-- আইনমন্ত্রী
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রম্নয়ারি):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকার কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো আইন প্রণয়ন করে না, দেশের কল্যাণের জন্য আইন প্রণয়ন করে। তিনি বলেন, বর্তমান সরকার সবসময়ই গঠনমূলক সমালোচনা গ্রহণ করে এবং নেতিবাচক সমালোচনা পরিহার করে। সে ড়্গেত্রে বিএনপি কেন, যেকোন দল নাগরিকত্ব আইনের বিষয়ে গঠনমূলক সমালোচনা করলে তা গ্রহণ করতে সরকার দ্বিধাবোধ করবে না।
মন্ত্রী আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকাস' দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ৯ ফেব্রম্নয়ারি নাগরিকত্ব আইন নিয়ে প্রবাসীদের সাথে একটি গোলটেবিল বৈঠক হবে। ওই বৈঠকে তাঁদের বক্তব্য শুনে নাগরিকত্ব আইনের যেসব ধারা পরিবর্তন করা যুক্তিসঙ্গত মনে হবে সেসব ধারা নিশ্চয়ই পরিবর্তন করা হবে।
ঢাকাস' দেবিদ্বার উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোসত্মফার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক অর্র্থ উপমন্ত্রী এএফএম ফখরম্নল ইসলাম মুন্সী, কুমিলস্না জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু তাহের, সমিতির সিনিয়র সহসভাপতি আবু বাশার ভূঁইয়া এবং অধ্যড়্গ মন্জুরম্নল আলম বক্তৃতা করেন।
#
রেজাউল/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৬
ইরানের বিপস্নব সাম্রাজ্যবাদের সত্মম্ভ চুর্ণ করেছে
-- বিমান মন্ত্রী
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রম্নয়ারি):
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ইরানের বিপস্নবের মাধ্যমে সাম্রাজ্যবাদের রাজনীতির সত্মম্ভ চুর্ণ হয়েছে। বিশ্বের জাতিসমূহের মাঝে শোষক ও স্বৈরাচারী শক্তির বিরম্নদ্ধে রম্নখে দাঁড়াবার অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে। এ চেতনার আলোকে বর্তমানে ল্যাটিন আমেরিকার কিউবা, ভেনিজুয়েলা, বলিভিয়া, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা ও নিকারাগুয়াসহ অনেক দেশেই উপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিরোধী সরকার রাষ্ট্র পরিচালনা করছে। এখানেই ইরানের বিপস্নবের সার্থকতা। ইরানের বিপস্নব তাই এখনও প্রাসঙ্গিক।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় জাদুঘর মিলনায়তনে ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও জাতীয় জাদুঘর ইরানের ৩৮তম বিপস্নব ও ৫ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শানিত্মর ধর্ম ইসলামের সাম্য-মৈত্রী-ভ্রাতৃত্বের বাণী ভুলে গিয়ে বিপথগামী একটি গোষ্ঠী সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টি করছে যা প্রকানত্মরে মানবতার ধর্ম ইসলামকে কলুষিত করছে। এর বিরম্নদ্ধে বাংলাদেশ-ইরানসহ মুসলিম উম্মাহকে সজাগ ও সচেতন থেকে এ অপশক্তিকে মোকাবিলা করতে হবে এবং মুসলমানদের মাঝে শিয়া সুন্নীসহ সকল ভ্রাতৃঘাতী বিভেদের রেখা মুছে ফেলতে হবে। এ জন্য ইরানি চলচ্চিত্র বেশি বেশি করে দেখতে ও উপলব্ধি করতে হবে।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফায়জুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজী দেহনভী, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং প্রফেসর ইকবাল হোসাইন বক্তব্য রাখেন।
#
মাহবুবুর/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৫
শাহজাদপুরে সাংবাদিক নিহতের ঘটনায় তথ্যমন্ত্রীর নিন্দা
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রম্নয়ারি):
শাহজাদপুরে সাংবাদিক নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ রাজধানীর শাহবাগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক সংঘর্ষে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি সাংবাদিক হত্যার তীব্র নিন্দা করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাংবাদিক হত্যায় জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তার বিরম্নদ্ধে আইনানুগ ব্যবস'া নেয়া হবে।
এসময় উপসি'ত সাংবাদিকদের অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, শাহবাগের ঘটনারও তদনত্ম করছে সরকার। সাংবাদিকদের বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর যত্নবান ও ধৈর্যশীল হওয়া বাঞ্ছনীয়।
#
আকরাম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৪
সংযোগ পদ্ধতি সহজতর করে দ্রম্নত বিদ্যুৎ দিন
-- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রম্নয়ারি):
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদ বলেছেন, সংযোগ পদ্ধতি সহজ করে দ্রম্নত বিদ্যুৎ দিন। আবাসিক সংযোগ একদিনের মধ্যে এবং অন্যান্য সংযোগ দ্রম্নততর সময়ে দিতে হবে। শিল্প সংযোগ ২৮ দিনে দেয়ার নির্দেশনা থাকলেও তা আরো কম সময়ে দিতে সচেষ্ট থাকবেন। অপ্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গ্রাহকদের হয়রানি করবেন না।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ পলস্নী বিদ্যুতায়ন বোর্ডের জেনারেল ম্যানেজার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি বলেন, আত্মবিশ্বাস নিয়ে শতভাগ বিদ্যুতায়নের সিংহভাগ কাজ বাংলাদেশ পলস্নী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে আপনারাই করছেন। এ কাজে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ আপনাদেরকেই নিতে হবে। এমনভাবে পরিকল্পনা করম্নন মানুষ যাতে আপনাদের ‘আলো দাতা’ হিসেবে সম্মান করে।
প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশ পলস্নী বিদ্যুতায়ন বোর্ডের সেরা জেনারেল ম্যানেজার নির্বাচিত হওয়ায় মানিকগঞ্জ-১ এর জেনারেল ম্যানেজার ওবায়দুর রহমান এবং সেরা প্রকল্প পরিচালক হিসেবে আব্দুর রহিম মলিস্নককে পুরস্কৃত করেন।
জেনারেল ম্যানেজার সম্মেলনে সংযোগ সহজীকরণ, কর্মক্ষমতা মূল্যায়ন, অভিযোগ পদ্ধতি, সেবা বৃদ্ধি, সিস্টেমলস হ্রাস, লোড ব্যবস'াপনা ইত্যাদিসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ পলস্নী বিদ্যুতায়ন বোর্ড ৭৯টি সমিতির মাধ্যমে ১ কোটি ৭৮ লাখ গ্রাহককে সেবা দিয়ে আসছে। শতভাগ বিদ্যুৎ দিতে হলে ২ কোটি ৫০ লাখ গ্রাহককে সংযোগ দিতে হবে। ডিসেম্বর ২০১৮ সালের মধ্যে এ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এ পর্যনত্ম ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।
বাংলাদেশ পলস্নী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস এবং পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
#
আসলাম/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪৩
সংবিধানে সকলের সমান অধিকার
-- এলজিআরডি মন্ত্রী
ফরিদপুর, ২২ মাঘ (৪ ফেব্রম্নয়ারি):
স'ানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের সংবিধানে জাতিভেদ প্রথা নেই। সংবিধান সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। সংবিধানে হরিজন বলে কিছু নেই। আমাদের সংবিধানে এদেশের সকল নাগরিকের সমান অধিকার সংরড়্গিত রয়েছে।
মন্ত্রী আজ ফরিদপুর শহরের পৌর মিলনায়তনে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলড়্গে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি রিপন হরিজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মহাসচিব নির্মল চন্দ্র দাস এবং জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জন হরিজন বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি সংবেদনশীল। আওয়ামী লীগ সরকার জাতিভেদে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার সকলের সম-অধিকার নিশ্চিত করেছে। আপানাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আপনারা সকলের মতো সর্বড়্গেত্রে সমান সুযোগ পাবেন। আজকে আপনারা যে দাবি উত্থাপন করেছেন তা ন্যায়সঙ্গত। আপনাদের দাবিদাওয়া পূরণ করা হবে। আপনাদের জন্য আলাদা বাসস'ান নির্মাণের কাজ চলছে। অচিরেই আপনাদের বেতন ভাতাও দ্বিগুণ করা হবে। মন্ত্রী এসময় শতভাগ চাকরির সুযোগ নিশ্চিত করার ঘোষণা দেন। তিনি বলেন, আপনারা আমার কাছের লোক। আপনাদের যে কোনো সমস্যা সমাধানে আনত্মরিকতার সাথে কাজ করা হবে।
মন্ত্রী আরো বলেন, আপনারা আছেন বলেই আজ আমরা পরিচ্ছন্ন শহর নগরে বাস করতে পারি। আপনাদের পেশা নিঃসন্দেহে সম্মানজনক পেশা। এ পেশার প্রতি আমরা সকেলেই শ্রদ্ধা জানাই। তিনি বলেন, বর্তমান সরকার আপনাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আপনাদেরকে শ্রমজারের মূল স্রোতে একীভূত করার কাজ করে যাচ্ছে। আপনাদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তির সময় কোনো সম্প্রদায়ের তা লাগে না। শুধু পিতামাতার নাম লাগে। তিনি বলেন, আপনাদের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে।
#
জাকির/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৪২
প্রজাতন্ত্রের কর্মচারীরা কারো তাঁবেদার নয়
--তথ্যমন্ত্রী
ঢাকা, ২২ মাঘ (৪ ফেব্রুয়ারি) :
প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী বা চক্রের তাঁবেদার নয়, তারা সংবিধান-আইন দিয়ে পরিচালিত এবং উন্নত সেবাদানে রাষ্ট্র ও জনগণের কাছে দায়বদ্ধ।
আজ রাজধানীর শাহবাগে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নবম জাতীয় সম্মেলন উদ্বোধনকালে একথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি এ সম্মেলন উপলক্ষে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি গ্রিসের শ্রমিকনেতা ও সাবেক মন্ত্রী জর্জ মাভরিকোসের আগমনকে স্বাগত জানিয়ে বাংলাদেশি শ্রমিক-কর্মচারীদেরকে গণতন্ত্র ও সংবিধানের প্রতি শ্রদ্ধার নিদর্শন বলে বর্ণনা করেন। মন্ত্রী এসময় আশির দশকের সামরিক শাসনের স্বৈরচক্ষু উপেক্ষা করে ট্রেড ইউনিয়ন গড়ে তোলার সাহসী ভূমিকার জন্য বর্তমান ও প্রয়াত নেতৃবৃন্দকে শ্রদ্ধা জানান।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বক্তৃতায় বলেন, সরকারের পরিচ্ছন্নতাকর্মী থেকে সিনিয়র সচিব পর্যন্ত সকলেই আইন অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারী। কোনো লেজুড়বৃত্তি বা দলবাজি নয়, উন্নতসেবা দেয়াই তাদের দায়িত্ব এবং এজন্য রাষ্ট্র ও জনগণের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের ভাগ্য লাগামহীন বাজার অর্থনীতির কাছে ইজারা দেয়নি, জনকল্যাণে রাষ্ট্রের ভূমিকা নতুনভাবে নির্ধারণ করেছে, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সংবিধানে পুনঃস্থাপিত সমাজতন্ত্র দেশে বৈষম্যহীন, শ্রমবান্ধব, কল্যাণকর সমাজ গড়বে।
সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের বাংলাদেশ কমিটির আহবায়ক শিরীন আখতার এমপি, বিশেষ অতিথি হিসেবে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান ও জাতীয় শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী সভাপতি কমরেড কামরুল আহসান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
#
আকরাম/সেলিম/মোশারফ/রেজাউল/২০১৭/১৮০০ ঘণ্টা