তথ্যবিবরণী নম্বর: ৮২৫
সাবমেরিন ক্যাবলস কোম্পানির সক্ষমতা বৃদ্ধির তাগিদ উপদেষ্টা নাহিদ ইসলামের
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
আজ গুলশানে এই পাবলিক লিমিটেড কোম্পানির প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা এ বিষয়ে জোর দেন।
নাহিদ ইসলাম কর্মকর্তাদের বলেন, বিএসসিপিএলসি’র যে সক্ষমতা রয়েছে তারা সম্পূর্ণ কাজে লাগাতে হবে, প্রয়োজনে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। একইসাথে প্রতিষ্ঠানের নিয়োগে অনিয়স দুর্নীতি হয়ে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
বিএসসিপিএলসি’র কর্মকর্তারা উপদেষ্টাকে ২০২৫ সালে চালু হতে যাওয়া দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপকে সংযুক্তকারী সাবমেরিন ক্যাবল সিস্টেম ৬ (SEA-ME-WE 6) এর সাথে দেশের সংযোগ এবং এর ফলে বাংলাদেশ কী কী সুবিধা পাবে সেই বিষয়গুলো অবহিত করেন।
২০৪৫ সাল পর্যন্ত মেয়াদী এই নতুন অপটিক্যাল ফাইবার সাবমেরিন কমিউনিকেশন ক্যাবল সিস্টেমে বাংলাদেশ-সহ ১৪টি দেশের
১৬ প্রতিষ্ঠানের সংযুক্ত থাকার কথাও জানান তারা।
#
জসীম/আকরাম/রানা/খায়ের/রফিকুল/আব্বাস/২০২৪/ ২২৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮২৪
পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে
---স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
পুলিশ সংস্কারে শীঘ্রই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ বাংলাদেশ সচিবালয়ে উপদেষ্টা তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপি (United Nations Development Program)-এর আবাসিক প্রতিনিধি Stefan Liller এর নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশ সংস্কার, বন্যা পুনর্বাসন-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি। তবে শীঘ্রই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। প্রাথমিক কমিটি কোন প্রক্রিয়ায়, কিভাবে ও কাদেরকে অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে- তা নির্ধারণ করবে।
উপদেষ্টা আরো বলেন, প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণপূর্বক প্রক্রিয়াটিকে এগিয়ে নেওয়া হবে ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে। সেসময় UNDP ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে। তবে যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, কেবল সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে।
এ বিষয়ে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যাতে জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়। তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত গ্রহণ করে ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন। এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনে ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে আবাসিক প্রতিনিধি জানান। এছাড়া এ কাজে ইউএনডিপি'র পক্ষ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে সভাকে অবহিত করা হয়।
ইউএনডিপি’র অ্যাডভাইজর, সহকারী আবাসিক প্রতিনিধি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, ইউএনওইমেন, ইউএনওডিসি এবং ইউএনএফপিএ প্রতিনিধিবৃন্দ বৈঠকে অংশ নেন।
#
ফয়সল/আকরাম/রানা/খায়ের/রফিকুল/আব্বাস/২০২৪/২২১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮২৩
বিদেশি নাগরিকদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে
-- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশে বসবাসরত সকল বিদেশি নাগরিকের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
উপদেষ্টার সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস (Lilly Nicholls)- এর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, কানাডা-সহ বিদেশি নাগরিকদের নিরাপত্তা, রোহিঙ্গা পরিস্থিতি, পুলিশ সংস্কার, কৃষি খাতে সহযোগিতা, পাচার হওয়া অর্থ ফেরত-সহ পারস্পরিক স্বার্র্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
হাইকমিশনার কানাডা-সহ বিদেশিদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, নিরাপত্তা নিয়ে বিদেশিদের আশঙ্কার কোনো কারণ নেই। আমরা তাদের জন্য পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করেছি। তিনি বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতি ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে খুব শীঘ্রই আরো সন্তোষজনক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হবেন মর্মে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।
সাম্প্রতিক রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে হাইকমিশনার উদ্বেগ প্রকাশ করলে উপদেষ্টা জানান, আমরা রোহিঙ্গা পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, আমরা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মিয়ানমারের নাগরিক-সহ সেখানে করক্মরত দেশি-বিদেশি এনজিও কর্মী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে থেকেও বাংলাদেশ অনেক বছর ধরে ১.২ মিলিয়ন রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে। এখন সময় এসেছে এ বিশাল জনগোষ্ঠীর নিজ দেশে প্রত্যাবাসন ও অন্য দেশে পুনর্বাসন করা। উপদেষ্টা এ সময় কানাডাতে কিছু রোহিঙ্গার পুনর্বাসনের অনুরোধ করেন।
পুলিশ সংস্কারে উপদেষ্টা কানাডার সহায়তা চাইলে হাইকমিশনার বলেন, পুলিশ প্রশিক্ষণে কানাডার সহযোগিতা বিষয়ক একটি প্রকল্প বাংলাদেশে চালু রয়েছে। এটিকে সম্প্রসারণের মাধ্যমে এ বিষয়ে কানাডা আরো বেশি ভূমিকা রাখতে পারে। হাইকমিশনার বাংলাদেশে আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তরে কানাডার অর্থায়নে ‘কৃষি প্রযুক্তি কেন্দ্র নির্মাণ’ প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা এ ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয় উপদেষ্টা হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী বিপুল পরিমাণ অর্থ কানাডায় পাচার করে সেখানে আশ্রয় নিয়েছে। হাইকমিশনার এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে জানান, অর্থ ফেরত আনার বিষয়টি চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ কিন্তু অসম্ভব নয়। এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ-সহ আনুষ্ঠানিক প্রস্তাব ও চিঠি প্রেরণের অনুরোধ করেন তিনি।
বৈঠকে কানাডিয়ান হাইকমিশনের কাউন্সেলর Marcus Davies, সিনিয়র ট্রেড কমিশনার এন্ড কাউন্সেলর Debra Boyce-সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
ফয়সল/আকরাম/খায়ের/রফিকুল/রেজাউল/২০২৪/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮২২
টেলিটকের সেবার মান উন্নত করার নির্দেশ উপদেষ্টা নাহিদ ইসলামের
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
টেলিটকের সেবার মান উন্নত করে জনগণের প্রত্যাশা পূরণের নির্দেশ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
আজ গুলশানে টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শনকালে উপদেষ্টা একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, টেলিটকের সংস্কার এবং পুনর্গঠনের চিন্তা করা হচ্ছে। গ্রাহক সেবা মনিটর করার পাশাপাশি সক্ষমতার মধ্য থেকে সেবার মান উন্নত করা প্রয়োজন।
উপদেষ্টা ৫জি পাইলটিংয়ের বর্তমান অবস্থা জানতে চাইলে টেলিটক কর্মকর্তা বলেন, বুয়েট এ মাসেই ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট জমা দিবে। টেলিটক তরুণদের জন্য জেন জি (GEN Z) প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে উপদেষ্টা প্যাকেজের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
পরিদর্শনকালে টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
জসীম/আকরাম/খায়ের/রানা/মোশারফ/রফিকুল/রেজাউল/২০২৪/২০১২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮২১
আমরা বিতর্কমুক্ত ভোটের পরিবেশ তৈরি করতে চাই
--- সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ভোট না দিয়ে সরকার এনে তাদের বলা হতো নির্বাচিত সরকার। আমরা কোনো তথাকথিত সরকার নই। প্রধান উপদেষ্টা ড. ইউনূস-এর নেতৃত্বে আমরা একটি বিতর্কমুক্ত সত্যিকারের ভোটের পরিবেশ তৈরি করতে চাই।
আজ অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ব্যবস্থাদি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, একাত্তরে অন্যায় হয়েছিল এর বিরুদ্ধে বীর বাঙালি রুখে দাঁড়িয়েছিল। ২০২৪ সালেও অন্যায় হয়েছে এবার আমাদের সন্তানেরা রুখে দাঁড়িয়েছে। তাদের বুকের তাজা রক্তের বিনিময় এক নতুন বাংলাদেশ দিয়ে গেছে। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দেলন ও তারুণ্যের চেতনায় দেশে একটি নব শক্তির উত্থান ঘটেছে। সমগ্র জাতি আজ স্বপ্ন দেখছে বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার। বর্তমান তরুণ সমাজ জাতিকে একটি সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব দিচ্ছে।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, আমি গর্বিত ড. ইউনূসের দলে অন্তর্ভুক্ত হতে পেরে। আমরা স্বচ্ছতা ও সততার সাথে অর্পিত দায়িত্ব পালন করব। মেরামত, সংস্কার ও পুনর্গঠন করতেই হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা শুরু করতে হবে। দুর্নীতি দমন এবং কৃচ্ছ্রতা সাধনের কথা উল্লেখ করে তিনি বলেন, এমন কাজ কেন করব যে, দেশ থেকে পালাতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রম অব্যাহত থাকবে, কোনো কাজই বন্ধ থাকবে না। তরুণদের সুস্থ করে মূল ধারায় নিয়ে আসতে হবে। তাদের একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে যে সময় লাগবে তার চেয়ে একদিনও বেশি আমরা ক্ষমতায় থাকব না বা আপনারা যখন মনে করবেন আমাদের প্রয়োজন নেই সে পর্যন্ত আমরা থাকব। আমাদের লক্ষ্য জাতিকে একটি নির্ভুল নির্বাচন উপহার দেয়া।
গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা একসাথে কাজ করতে চাই। আপনারা সমালোচনা করুন কিন্ত এক সাথে থেকে কাজও করুন। সমালোচনার জায়গায় সমালোচনা আর কাজের জায়গায় কাজ, এভাবেই আমরা প্রতিষ্ঠা কতে চাই সুন্দর এক সমাজ।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ খায়রুল আলম সেখ; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক এ সময় উপস্থিত ছিলেন।
#
গিয়াস/আকরাম/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮২০
বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না
--- পার্বত্য উপদেষ্টা
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে না। আমরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশে গুড গভর্ন্যান্স নিশ্চিত করব। তাই সবাইকে আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে গণঅধিকার পরিষদের সদস্যদের সাথে বৈঠকে উপদেষ্টা এসব কথ বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাহিদা পূরণ নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাব। পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদাবাজি, সন্ত্রাসী ও বৈষম্যের বিরুদ্ধে নাগরিক ঐক্য গড়ে তুলতে চাই।
উপদেষ্টা বলেন, অসাম্প্রদায়িক চিন্তা-চেতনা লালন করে ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলকে ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। প্রতিটি জাতিগোষ্ঠীর মধ্যে সমতার বিধান রাখা হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য সরকারের রাজস্ব আয় বাড়ানো দরকার উল্লেখ করে তিনি সরকার নির্ধারিত রাজস্ব প্রদানের জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।
সুপ্রদীপ চাকমা আরো বলেন, পার্বত্য অঞ্চলে পানির অভাব দূর করতে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে নদী, নালা, ঝিরিগুলোর পানির প্রবাহ ঠিক করা হবে, প্রচুর বাঁশের চারা রোপণ করা হবে। তিনি বলেন, খাগড়াছড়িতে প্রচুর আম হয়, দিঘীনালায় গুণমানসম্পন্ন লিচুর বাম্পার ফলন হচ্ছে। আম, লিচু-সহ নানা প্রকার গাছের চারা রোপণ করার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করতে চাই এবং সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি।
বৈঠককালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান, ঊর্ধ্বতন পরিষদ সদস্য ব্যারিস্টার জিসান মহসিন, যুগ্ম আহ্বায়ক সাকিব হোসাইন, যুগ্ম সদস্য সচিব মাওলানা আরিফ বিল্লাহ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোল্যা রহমাতুল্লাহ্ এবং সদস্য সচিব মুনতাসির মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
#
রেজুয়ান/আকরাম/রানা/মোশারফ/রফিকুল/জয়নুল/২০২৪/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮১৯
প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার
৩ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার আনুদানের চেক গ্ৰহণ
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ৩ কোটি ৭০ লাখ ৫০ হাজার ৫০ টাকার অনুদানের চেক গ্ৰহণ করেন।
এ সকল প্রতিষ্ঠানের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১ লাখ ৫১ হাজার ৫০০ টাকা; শিশু মেলা প্রিপেটরি স্কুল, ধনিয়া ৭১ হাজার ৬১৫ টাকা; ওয়েসিস এপাটমেন্ট ওনার্স এসোসিয়েশন ১০ লাখ টাকা; মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ২১ লাখ টাকা; মুক্তিযোদ্ধাদের তরফ হতে ক্যাপ্টেন নূরুল হুদা ১ লাখ টাকা; সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ১৩ লাখ ২৫ হাজার ৭১৯ টাকা; জাতীয় জাদুঘর ২ লাখ ২৪ হাজার ১১১ টাকা; বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ৫০ লাখ টাকা; কাজী ফার্মস লিমিটেড ১ কোটি ৪ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা; কাজী মিডিয়া লিমিটেড ৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা; কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১ লাখ ৩২ হাজার ১৭২ টাকা; ইও বাংলাদেশ ফাউন্ডেশন ৩০ লাখ টাকা; স্ট্যান্ডর্ড ব্যাংক পিএলসি ১ কোটি টাকা; বাংলাদেশ মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডো এসোসিয়েশন ১ লাখ টাকা; মেডিকয়ার জাপান লিমিটেড ১০ লাখ টাকা; টাইকন সিস্টেম লিমিটেড ১ লাখ ৩৬ হাজার ২৬৭ টাকা; এসোসিয়েশন অভ্ এএমএল কর্মাস অফিসার্স অভ্ ব্যাংক ৫ লাখ টাকা এবং লেজিসলেটিব বিভাগ ১ লাখ ৫২ হাজার টাকা প্রদান করেছে।
উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।
#
এনায়েত/আকরাম/খায়ের/রানা/রফিকুল/রেজাউল/২০২৪/১৯৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮১৮
অবৈধ দখল থেকে আড়িয়াল বিলের ভূমি মুক্ত করতে পানিসম্পদ উপদেষ্টার নির্দেশ
মুন্সীগঞ্জ, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর):
অবৈধভাবে দখলকৃত আড়িয়াল বিলের ভূমি মুক্ত করতে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আবাসনের নামে যে জমি দখল হয়েছে তা উদ্ধারকালে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ করতে তিনি জেলা প্রশাসককে নির্দেশ দেন।
আজ আড়িয়াল বিল পরিদর্শনে যান পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, আড়িয়াল বিলে কোনো ভূমিদস্যু ঢুকতে পারবে না এবং পুকুর ভরাট বন্ধ করতে হবে। বিলের খালগুলো সংস্কার ও পুনঃখনন এবং অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলারও নির্দেশ দেন তিনি।
পরিবেশ উপদেষ্টা বলেন, যারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বিল দখল করেছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শ্রীনগর, সিরাজদিখান, দোহার ও নবাবগঞ্জের চারটি উপজেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়া এই বিলটি দখলমুক্ত করে সংরক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খানও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিলের জমিতে কোনো আবাসন গড়ে উঠতে দেওয়া হবে না এবং অবৈধ ভূমিদস্যুদের হাত থেকে বিলকে রক্ষা করতে হবে।
এর আগে সকালে শ্রীনগর উপজেলা পরিষদে আড়িয়াল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিংয়ে অংশ নিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শোনেন সরকারের এই দুই উপদেষ্টা।
মতবিনিময় সভার পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জলাভূমি ও হাওর উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার-সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
#
দীপংকর/আকরাম/খায়ের/রফিকুল/জয়নুল/২০২৪/২১১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮১৭
রোহিঙ্গা ক্যাম্পের মানোন্নয়নে সহযোগিতা বাড়াবে যুক্তরাষ্ট্র
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর):
কক্সবাজার এবং ভাসানচরে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ ও ব্যবস্থাপনার মানোন্নয়নে আরো সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এর সঙ্গে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ (Helen LaFave)-সহ চার সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎকালে এ প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়নে অন্যতম অংশীদার। তারা বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা করে যাচ্ছে। এ সময় বাংলাদেশের সাম্প্রতিক বন্যা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন-সহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল চলমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, দেশের মধ্যে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের ১১ জেলায় বন্যার বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়ে এবং বন্যায় ইতিমধ্যে ৭১ জন মারা গেছেন। বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে।
ফারুক ই আজম বলেন, ‘আমরা বন্যার ত্রাণ কার্যক্রমের পর্যায়টা অতিক্রম করে পুনর্বাসন পর্যায়ের দিকে যাচ্ছি। এক্ষেত্রে মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়টি খুব দ্রুত এগিয়ে চলছে।’ বন্যার্তদের পুনর্বাসনে সহায়তার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এগিয়ে এসেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারা বাংলাদেশের মানুষের স্বেচ্ছাসেবা, অভূতপূর্ব সহযোগিতা এবং ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী ও জনগণের যে উদ্দীপনা ও ত্যাগ তারা দেখেছেন- তার প্রশংসা করেছেন।’
বৈঠকে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিরক্ষা এটাশে Michael DeMichiei, ইউএসএইড-এর হিউম্যানিটারিয়ান এডভাইজার Linsey Harnish, রিফিউজি কো-অডিনেটর Thomas Brouns এবং মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
এনায়েত/আকরাম/রানা/খায়ের/মোশারফ/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা
Handout Number: 816
Bangladesh seeks US assistance for Buriganga
clean up and mapping polluting sources
--- Environment Advisor
Dhaka, 9 September:
Syeda Rizwana Hasan, Advisor on Environment, Forest and Climate Change said Bangladesh needs US assistance in cleaning the Buriganga River and mapping its major polluting sources. She also emphasized the importance of joint efforts in wildlife conservation to protect Bangladesh’s rich biodiversity.
Environment Advisor said, this while US High Commission Charge d'Affaires Helen LaFave met with her at her office in Bangladesh Secretariat on Monday.
The Environment Advisor said our government is taking action-oriented steps, rather than merely developing action plans. We aim to make environmental governance more people-centric and involve students to raise awareness about pollution control. We are working to bridge the gap between public expectations and authorities’ actions.
Charge d'Affaires LaFave expressed her support for Bangladesh's environmental initiatives, stating that the United States is committed to working together with Bangladesh on environment and climate-related actions. This collaboration will focus on addressing pollution, protecting wildlife and taking collective steps toward a sustainable future.
Secretary, Additional Secretary of the ministry and officials of the US Embassy and USAID were also present at the occasion.
#
Dipankar/Akram/Rana/Mosharaf/Joynul/2024/2000 hour
তথ্যবিবরণী নম্বর: ৮১৫
গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর এলজিইডি
---স্থানীয় সরকার উপদেষ্টা
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের গ্রাম বাংলার রূপ পরিবর্তনের প্রধান কারিগর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
উপদেষ্টা আজ ঢাকায় আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
হাসান আরিফ বলেন, বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করা এখন একান্ত জরুরি। সাম্প্রতিক বন্যায় রাস্তাঘাটের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ ইতোমধ্যে অর্থ বরাদ্দ প্রদান করা হয়েছে৷ দ্রুততম সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করতে হবে। দুর্যোগকালে একটি গোষ্ঠী খুশি হয়৷ প্রাকৃতিক দুর্যোগে এসব গোষ্ঠীর দুর্নীতির নতুন ক্ষেত্র তৈরি হয়৷ এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে৷
উপদেষ্টা বলেন, কাজের গুণগত মানের সাথে কোনো আপস করা যাবে না৷ দেশের রাস্তাঘাট নির্মাণ ব্যয় অত্যাধিক কিন্তু এর স্থায়িত্ব কম৷ এমন অভিযোগ প্রায় আসে৷ এলজিইডির দুর্নীতির ক্ষেত্রগুলো চিহ্নিত করতে হবে৷ তিনি আরো বলেন, ছাত্র-কৃষক-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হলো তার একমাত্র লক্ষ্য রাষ্ট্র সংস্কার৷ এ সংস্কার করতে দুর্নীতিকে নির্মূল করতে হবে।
নারীর ক্ষমতায়নে এলজিইডিকে সহায়ক ভূমিকা পালন করার পরামর্শ দিয়ে উপদেষ্টা বলেন, এলজিইডি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকে৷ গ্রামে গ্রামে চলমান কর্মযজ্ঞে মহিলাদের অন্তর্ভুক্ত করতে হবে৷ তাদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি গড়ে তুলতে হবে নিরাপদ কর্মসংস্থান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ আলি আখতার হোসেনের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান ও অতিরিক্ত সচিব ড. শের আলী খান উপস্থিত ছিলেন।
#
পবন/আকরাম/রানা/মোশারফ/রেজাউল/২০২৪/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮১৪
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শতকরা ২ দশমিক ২৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৮৬ জন।
#
দাউদ/আকরাম/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৭১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৮১৩
জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের সম্মান জানাতে প্রস্তুত সরকার
ঢাকা, ২৫ ভাদ্র (৯ সেপ্টেম্বর) :
আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের সম্মান জানাবে সরকার।
আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সকল শহিদের স্মরণে স্মরণসভা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম একথা বলেন।
উপদেষ্টা বলেন, স্মরণ সভায় শহিদ পরিবারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে কাজে লাগাতে হবে। স্মরণসভায় বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন এবং লং মার্চ টু ঢাকা এই তিনটি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে কারণ শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে। স্মরণ সভাকে এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন তা জুলাই গণআন্দোলনের আবহ ত