Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ মে ২০১৬

তথ্যবিবরণী ০৫/০৫/২০১৬

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৫১৮

৮ মে’র এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    আগামী ৮ মে (রবিবার) অনুষ্ঠিতব্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর এর এইচএসসি এবং ডিআইবিএস পরীক্ষা অনিবার্য কারণে
৯ মে (সোমবার) একই সময়ে অনুষ্ঠিত হবে।
    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ৮ মে বিকালে অনুষ্ঠিতব্য পরীক্ষা ৯ মে সকালে অনুষ্ঠিত হবে।
    এছাড়া, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর ৮ মে’র পরীক্ষা ২২ মে একই সময়ে অনুষ্ঠিত হবে।
#
মাহমুদ/মোশারফ/মাহফুজ/জয়নুল/২০১৬/২২০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫১৭

কক্সবাজার জেলা জাসদ সভাপতির মায়ের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):

    তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু কক্সবাজার জেলা জাসদ সভাপতি নাইমুল হক টুটুলের মাতা নাজিনা খাতুন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
    মন্ত্রী আজ এক  শোকবার্তায় মরহুমা নাজিনা খাতুন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসনত্মপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

    উলেস্নখ্য, মরহুমা নাজিনা খাতুন চৌধুরী আজ নিজ বাসভবন নবান্নতে বার্ধক্যজনিত কারণে ইনেত্মকাল করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

#

আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/২১৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                            নম্বর : ১৫১৬
অংশীজনদের বৈঠকে সম্প্রচার আইন বিষয়ে ঐকমত্য
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):
    অংশীজনদের বৈঠকে সম্প্রচার আইনের খসড়ার বিষয়ে ঐকমত্য হয়েছে।
    আজ রাজধানীর প্রেস ইনস্টিটিউট সভাকড়্গে সভাশেষে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ আইন সম্প্রচার জগৎকে নিরাপত্তা ও স্বাধীনতা দেবে, অনভিপ্রেত হসত্মড়্গেপ থেকেও রড়্গা করবে। বিকাশমান ও প্রসারমান সম্প্রচার মাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য এ আইন। এর প্রয়োজনীয়তার বিষয়ে একমত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।
    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারম্নজ্জামান তার মতামতে আইনের খসড়াটিকে সুবিন্যসত্ম ও ইতিবাচক বলে মনত্মব্য করেন এবং আরো মত গ্রহণের মাধ্যমে এটি চূড়ানত্ম করার পরামর্শ দেন।
    নারী সাংবাদিক কেন্দ্র সভাপতি নাসিমুন আরা হক লাইসেন্স ও শেয়ার ছাড়াও সম্প্রচার এবং ভাষার মানের বিষয়ে আইনের পরিধি ব্যাপ্ত করার পরামর্শ দেন।
    প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান তার নেতৃত্বে গঠিত পরিষদ প্রণীত সম্প্রচার আইনের খসড়া উত্থাপন করেন ও সকল অংশীজন মুক্ত আলোচনায় অংশ নেন।
    তথ্যসচিব মরতুজা আহমদ আগ্রহী সকলকে এ খসড়ার ওপর মতামত লিখিতভাবে প্রেরণের আহ্বান জানান।
    তথ্যসচিবের সভাপতিত্বে বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
    দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারম্নজ্জামান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোসত্মফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শফিউল আলম ভুইয়া, ব্যারিস্টার তানজীব উল আলম, জাবির সহযোগী অধ্যাপক সাহাব এনাম খান, নারী সাংবাদিক কেন্দ্র সভাপতি নাসিমুন আরা হক, টিভি অনুষ্ঠান নির্মাতা সংগঠনের নেতা তারিক আনাম খান, চ্যানেল ২১ টিভির ব্যবস'াপনা পরিচালক আব্দুলস্নাহ আল মামুন কৌশিক, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন সভাপতি জয়নত্ম আচার্যসহ সম্প্রচার মাধ্যমের প্রতিনিধিরা বৈঠকে আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন।
    প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস'ার ব্যবস'াপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. লিয়াকত আলী খান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, সম্প্রচার গবেষক মো. আবুল হোসেন, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মো. ইসতাক হোসেন, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন ও সংশিস্নষ্ট সংস'াগুলোর প্রতিনিধিবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/২০৪০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৫১৫

এইচএসসি (বিএম)’এর ৮ মে’র পরীক্ষা ৯ মে হবে

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান এইচএসসি (বিএম) একাদশ শ্রেণির আগামী ৮ মে রোববারের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
     ঐদিন বেলা ২টা থেকে অনুষ্ঠিতব্য ‘ব্যবসায় গণিত ও পরিসংখ্যান’ পরীক্ষাটি আগামী ৯ মে সোমবার সকাল ১০টা থেকে অনুষ্ঠিত হবে।
    অন্যান্য পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত থাকবে।
#
সুবোধ/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/২০৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৫১৪

ব্যবসায়ী পর্যায়ে মূসক আদায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    ঢাকা (উত্তর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে ভ্যাট আইনের অধীনে ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক) আদায় বিষয়ক সেমিনার আজ ঢাকা ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক।
    ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ প্রয়োগের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এবং ব্যবসায়ীদের পরামর্শ গ্রহণ করে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
    তিনি বলেন, নতুন ভ্যাট আইন বাস্তবায়নে অনলাইন সিস্টেম প্রয়োগের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। ভ্যাট আইন বাস্তবায়ন সহজতর করতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
    তিনি আরো বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেই নেপালে গত বছরের ভূমিকম্পে ১০ হাজার টন চাল সরবরাহ করতে পেরেছে। বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে নি¤œমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
    কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (উত্তর) এর কমিশনার মোঃ মাসুদ সাদিক এর সভাপতিত্বে উক্ত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. রেজাউল হাসান, এফবিসিসিআই এর পরিচালক মো. হেলাল উদ্দিন।
#
সাব্বির/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৬/১৯৫০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৫১৩

মিল্ক ভিটার স্বতন্ত্র পে-স্কেল চালু রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা মিল্ক ভিটার কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র পে-স্কেল চালু রাখার আশ্বাস দিয়ে বলেছেন, মিল্ক ভিটার পণ্যের গুণগত মানোন্নয়ন ও সিসটেম লস শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। তিনি আজ মিল্ক ভিটার তেজগাঁওস্থ প্রধান কার্যালয়ে মহান মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
মিল্ক ভিটা সিবিএ’র সভাপতি আ ফ ম শামছুল আলম ফয়েজ এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. শামছুল আরেফীন, গোলাম মোস্তফা নান্টু এবং ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন ।
প্রতিমন্ত্রী যুগের চাহিদা, রাজধানীর জনসংখ্যা ও এলাকার আয়তন বিবেচনা করে মিল্ক ভিটা পণ্য যাতে রাজধানীবাসী সহজে ও ন্যায্যমূল্যে পেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের উৎপাদনশীলতার বিষয় মাথায় রেখে নিয়ম-শৃঙ্খলার মধ্যে কাজ করতে হবে। কোন অনিয়ম বা সহিংসতা করা উচিত নয়। তিনি শ্রমিক কর্মচারীদেরকে মহান মে দিবসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে প্রতিষ্ঠানটিকে একটি আন্তর্জাতিক মানের সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান।
#
আহসান/মাহমুদ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৯৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৫১২

নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৮তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদভবনে অনুষ্ঠিত হয়।
    কমিটির সদস্য নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান, মো. আব্দুল হাই, মো. হাবিবর রহমান, এম আব্দুল লতিফ, মো. আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম এডভোকেট বৈঠকে উপস্থিত ছিলেন।
    বৈঠকে বিআইডব্লিউটিএ এর ২০টি ড্রেজার ক্রয় সম্পর্কিত আলোচনা, বিআইডব্লিউটিএ এর চলমান ড্রেজিং প্রকল্পসমূহের অবস্থান এবং বিআইডব্লিউটিএ এর ড্রেজার ছাড়া অন্য যেসব সরকারি ও বেসরকারি সংস্থা বা কোম্পানি ড্রেজিং করবে তাদের বিস্তারিত তথ্য ও ড্রেজিং সম্পর্কে আলোচনা এবং কমিটি কর্তৃক  মরিশাস এবং মিশর সফরের পেশকৃত প্রতিবেদনের ওপর আলোচনা হয় ।
    বিআইডব্লিউটিএ এর ২০টি ড্রেজার নির্মাণে টেন্ডার প্রক্রিয়ায় ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ (ডি ই ডব্লিউ) এর কাছে বিশ্বের নামকরা কোম্পানির অফার থাকা সত্ত্বেও কেন তাদের সাথে আলোচনা না করে প্রক্রিয়াটিকে কালক্ষেপন করা হলো তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি। পিপিআর এর শর্ত অনুযায়ী টেন্ডার প্রক্রিয়াটিকে গুড্স নাকি ওয়ার্কস হিসেবে চিহ্নিত করা হবে তা নির্ধারনের জন্য আইএমইডি এর পরামর্শ নিয়ে টেন্ডার প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। আইএমইডি এর মতামতের প্রেক্ষিতে সমস্ত টেন্ডার প্রক্রিয়াটি সম্পন্ন করা সমীচীন হবে বলে সংসদীয় কমিটি মনে করে।  
    বৈঠকে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
#
মিজানুর/মাহমুদ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫১১

বেসরকারি শিড়্গা প্রতিষ্ঠানে শিড়্গক নিয়োগ
ঘঞজঈঅ-রেজিস্ট্রেশন সময় বৃদ্ধি

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):

    দেশের সকল বেসরকারি শিড়্গা প্রতিষ্ঠানে শিড়্গক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি প্রসঙ্গে গত ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে শিড়্গা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিপত্রে বেসরকারি শিড়্গক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপড়্গ (ঘঞজঈঅ) কে শিড়্গক নিয়োগের লড়্গ্যে প্রার্র্থী বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়। এ প্রেড়্গিতে অনলাইনে আবেদন গ্রহণ করে ঝড়ভঃধিৎব এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মেধার ভিত্তিতে প্রার্থী বাছাই কার্যক্রম শুরম্নর পূর্বশর্ত হিসেবে প্রতিটি বেসরকারি শিড়্গা প্রতিষ্ঠানের এনটিআরসিএ’র ওয়েবসাইট িি.িহঃৎপধ.মড়া.নফ <যঃঃঢ়://িি.িহঃৎপধ.মড়া.নফ> এ রেজিস্ট্রেশন আবশ্যক।

    ইতোমধ্যে দেশের সংশিস্নষ্ট সকল শিড়্গা প্রতিষ্ঠান প্রধানকে ৭  মে ২০১৬ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করার জন্য এনটিআরসিএ’র পড়্গ হতে ঝগঝ প্রেরণ করা হয়েছে। যে সকল শিড়্গা প্রতিষ্ঠান এখনও রেজিস্ট্রেশন করতে পারেনি তাদেরকে ১৪ মে ২০১৬ তারিখের মধ্যে অবশ্যই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া দেশের সকল জেলা শিড়্গা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিড়্গা অফিসারগণকে তাঁর নিজ এলাকার প্রতিষ্ঠানসমূহের রেজিস্ট্রেশন কার্যক্রম তদারক করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে। 

#

সাইফুলস্নাহ/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫১০

বাল্যবিবাহ এবং মাতৃমৃত্যু প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে বাল্যবিবাহ এবং মাতৃমৃত্যু প্রতিরোধ শীর্ষক একটি সেমিনার আজ জাতীয় সংসদভবনের শপথকড়্গে অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ এবং মাতৃস্বাস'্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণ সাব-কমিটির আহ্বায়ক আ স ম ফিরোজ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন। 

সেমিনারে বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি সামাজিক নিরাপত্তা বাড়ানো, প্রশাসনকে আরো সক্রিয় করা, বাল্যবিবাহের বিরূপ প্রভাব সম্পর্কে  সচেতনতা বাড়ানো, জাতীয় পরিচয়পত্র ছাড়া বিবাহ নিবন্ধন করলে কাজীদের বিরম্নদ্ধে ব্যবস'া গ্রহণ প্রভৃতি বিষয়ে আলোচনা হয়। এছাড়াও মাতৃস্বাস'্য উন্নয়ন ও নিরাপদ প্রসব নিশ্চিতকরণে উপজেলা পর্যায়ে গাইনি ডাক্তার নিয়োগ, কমিউনিটি ক্লিনিক মনিটরিং, দুর্গম এলাকায় বিশেষ প্রণোদনার ব্যবস'া গ্রহণের বিষয়ে আলোচনা হয়। 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রানত্ম ন্যাশনাল হেল্পলাইন ১০৯২১ (টোল ফ্রি) নম্বরটি সংসদ বাংলাদেশ টেলিভিশনের স্ক্রলে প্রচারের জন্য সিদ্ধানত্ম নেয়া হয়। 

 সেমিনারে সংসদ সদস্য ডা. হাবিবে মিলস্নাত, সামছুল আলম দুদু, খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম ফজলুল হক, আলী আজম মুকুল, মো. ফরিদুল হক খান, গোলাম মোসত্মফা, নজরম্নল ইসলাম চৌধুরী, এডভোকেট নাভানা আক্তার, কামরম্নল লায়লা জলি এবং মো. শওকত চৌধুরী অংশগ্রহণ করেন। 

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংসদ সচিবালয় এবং ইউএনএফপিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সেমিনারে উপসি'ত ছিলেন।

#

মৌমিতা/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ১৫০৯

গণপূর্ত মন্ত্রণালয়ের সকল ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ অধিদপ্তর ও সংস্থাসমূহের নির্মিত অফিস ও আবাসিক ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করা হবে। প্রাথমিকভাবে ঢাকার ভবনগুলোতে এ সুবিধা চালু করা হবে। পরবর্তীতে বিভাগ ও জেলা পর্যায়ের ভবনেও সোলার প্যানেল স্থাপন করা হবে।
    আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন। সাসটেইনেবল এন্ড রিন্যুএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি- ¯্রডো’র সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। আবাসিক ও অফিসভবনে সোলার প্যানেল স্থাপনের বিষয়ে নির্দেশনা ও নীতিমালা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের জন্য মন্ত্রী নির্দেশ দেন।
    গণপূর্ত মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে ব্যাপক কার্যক্রম চলছে। বাংলাদেশে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে। বর্ধিত এ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার এ বিষয়েও গভীরভাবে কাজ করে যাচ্ছে।
    তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ অনেক ভবন নির্মাণ করে। রাজউকের উত্তরা ১৮ নম্বর সেক্টরে নির্মাণাধীন ৭৯টি ফ্ল্যাটভবনে পরীক্ষামূলকভাবে সোলার প্যানেল স্থাপন করা যেতে পারে। এ বিষয়ে রাজউক ও স্্েরডার কর্মকর্তাদের উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।
    সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, ¯্রডোর চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সিকদার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম বজলুল কবীর চৌধুরী, এস এম আরিফুর রহমান, মো. আখতার হোসেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর রহমান, প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. বজলুর রহমান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসানুল হক মিয়া, রাজউকের প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌসসহ ঊর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
    ¯্রডোর উপস্থাপনায় জানানো হয় যে বর্তমানে সোলার প্যানেলের মাধ্যমে দেশে ১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ২০২০ সালের মধ্যে ৪১০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে আবসিক ভবনের জন্য ৪৫ লাখ প্যানেল স্থাপন করা হয়েছে। এখান থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। সেচ কাজের জন্য ৩৬৬টি প্যানেল স্থাপন করা হয়েছে, যেখান থেকে ২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। ¯্রডো জানায় সোলার সিস্টেমে এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ছাদে ৮৬ বর্গফুট জায়গার প্রয়োজন হয়। প্যানেল স্থাপনে ব্যয় হয় এক লাখ ২০ হাজার টাকা। এ প্যানেলের ওজন ২৬ কেজি এবং ভবনের কোন ক্ষতি হয় না। ফলে যে কোন ভবনেই এ প্যানেল স্থাপন করা যায়।
#
কিবরিয়া/মাহমুদ/সেলিম/মোশারফ/মাহফুজ/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫০৮

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাড়্গাৎ

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরম্নল হামিদের সাথে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাতভ (অষবীধহফবৎ ওয়হধঃড়া) আজ সচিবালয়ে তাঁর অফিসকড়্গে সাড়্গাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশিস্নষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। 

    রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতার ড়্গেত্র বাড়াতে রাশিয়া খুবই আগ্রহী। পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্বালানি খাতের বিভিন্ন ড়্গেত্রে সহযোগিতা বিসত্মৃত করার লড়্গ্যে সমঝোতা স্বাড়্গরের ওপর গুরম্নত্বারোপ করে তিনি বলেন, এটা দ্রম্নত করা হলে উভয় দেশই লাভবান হবে। 

    প্রতিমন্ত্রী মানবসম্পদ উন্নয়নে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি পেট্রোলিয়াম ইনিস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা আরো ত্বরান্বিত করতে রাশিয়ার সহায়তা চান। যৌথ বিনিয়োগে একটি প্রশিড়্গণ ইনস্টিটিউট স'াপনে রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়ার সম্পৃক্ততা কামনা করেন। তিনি বাপেক্স ও গ্যাজপ্রম এর সমন্বয়ে একটি কোম্পানি গঠন, প্রযুক্তি ও অভিজ্ঞতা রাশিয়া থেকে বাংলাদেশে প্রবাহ, মাইনিং ও পেট্রোলিয়াম খাতে প্রশিড়্গণ ইত্যাদি বিষয়ে রাশিয়ার সহযোগিতা কামনা করেন।  

#

তথ্যবিবরণী                                                                             নম্বর : ১৫০৭
শ্রমিকদের দায়িত্ববোধ ও অধিকার সম্পর্কে সচেতন হতে হবে
                                      ---শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :

    শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শ্রমিকদের দায়িত্ববোধ ও অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। এ বিষয়ে শ্রমিকদের যেমন সচেতনতার ঘাটতি রয়েছে, তেমনি ট্রেড ইউনিয়নের বিষয়ে মালিকদেরও কিছুটা ভীতি রয়েছে। শ্রমিকদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেলে এবং মালিকরা সচেতন হলে তৈরি হবে একটি সুন্দর কর্মপরিবেশ।
    তিনি আজ রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ লেবার স্টাডিজ- বিল্স এর বার্ষিক সাধারণসভা ও সম্মেলন’১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, কলকারখানায় উৎপাদন বৃদ্ধি এবং শিল্পোন্নয়নে শ্রমিক-মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রমিক-মালিক সর্ম্পক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ফলে দেশের শিল্প উন্নয়নের গতি আরো ত্বরান্বিত হবে। এছাড়া সরকার শ্রমিক-মালিকের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে।
    সরকার গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি’১৫ এর আলোকে গৃহকর্মী সুরক্ষা আইন প্রণয়নে আন্তরিক উল্লেখ করে প্রতিমন্ত্রী গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালনের জন্য বিল্স এর প্রশংসা করেন। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে বিল্স এর সহযোগিতা নেয়া হবে বলে তিনি জানান।     
    প্রতিমন্ত্রী শ্রম আদালতে শ্রমিকরা যাতে স্বল্প সময়ের মধ্যে তাদের মামলাগুলোর রায় পান সেজন্য শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হবার আহবান জানান।
    বিল্স এর চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর শ্রী নিবাস বি রেড্ডি, ডেনমার্ক দুতাবাসের উপ-প্রধান মিঃ হোগার, সলিডারিটি সেন্টার এর কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর অ্যলেঞ্জ সুসন, জার্মান সংস্থা এফইএস এর আবাসিক প্রতিনিধি মিস ফ্রানসিসকা কর্ন বক্তৃতা করেন।
    দিনব্যাপী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিল্স এর মহাসচিব নজরুল ইসলাম খান, শোক প্রস্তাব উপস্থাপন করেন বিল্স এর সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন বিল্স এর ভাইস চেয়ারম্যান শিরিন আখতার এম,পি।
    
#
আকতারুল/মাহমুদ/মাহফুজ/আব্বাস/২০১৬/১৭১০ ঘণ্টা

 

আসলাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ১৫০৬

সংস্কৃতিমন্ত্রীর সাথে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে) :
    সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অযহ ঝবড়হম-ফড়ড় সৌজন্য সাক্ষাৎ করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, অতিরিক্ত সচিব মাহমুদা আখতার মীনা ও সংস্কৃতি উপদেষ্টা (উপসচিব) মো. মফিদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
    সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুরাষ্ট্র। ব্যবসা, বাণিজ্য, অবকাঠামো, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে দু’দেশ পরস্পরের সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ সম্পর্কের ধারাবাহিকতায় দু’দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো বিস্তৃত হবে বলে তিনি আশা করেন।
    তিনি বলেন, ১৯৭৯ সাল থেকে দেশ দু’টির মধ্যে সাংস্কৃতিক চুক্তি বিদ্যমান। এরই ধারাবাহিকতায় বিগত সময়ে দুটি মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম (ঈঁষঃঁৎধষ ঊীপযধহমব চৎড়মৎধসসব-ঈঊচ)  চালু হয়। কিন্তু চুক্তি দু’টির মেয়াদ শেষ হওয়ায় তা পুনরায় চালু করার ব্যাপারে তিনি রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এটি হলে দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ আরও দৃঢ় হবে বলে তিনি মন্তব্য করেন।
    নতুন মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
    রাষ্ট্রদূত ২২-২৪ জুন ২০১৬ দক্ষিণ কোরিয়ায় এধিহমলঁ গবঃৎড়ঢ়ড়ষরঃধহ ঈরঃু তে অনুষ্ঠেয় ৭ঃয অংরধ ঊঁৎড়ঢ়ব ঈঁষঃঁৎব গরহরংঃবৎং গববঃরহম (অঝঊগ ঈগগ৭) এ অংশগ্রহণের জন্য সংস্কৃতি মন্ত্রীকে আমন্ত্রণ জানান। পাশাপাশি সেখানে অবস্থিত কড়ৎবধহ ঋড়ষশ অৎঃ গঁংবঁস ও ঋড়ষশ ঠরষষধমব পরিদর্শনের ব্যাপারেও তিনি মন্ত্রীকে আমন্ত্রণ জানান । মন্ত্রী এসব বিষয়ে তাঁর সম্মতি প্রদান করেন।
    দক্ষিণ কোরিয়ায় অবস্থিত অংরধ ঈঁষঃঁৎব ঈবহঃবৎ (অঈঈ) কে পৃথিবীর অন্যতম বৃহৎ সাংস্কৃতিক কেন্দ্র উল্লেখ করে এ সময় মন্ত্রী বলেন, দক্ষিণ কোরিয়া শিল্প-সংস্কৃতির দিক থেকে অনেক উন্নত। বাংলাদেশেরও রয়েছে গর্ব করার মতো সাংস্কৃতিক ঐতিহ্য। এদেশের আবহমান সংস্কৃতিকে কোরিয়ার জনগণের কাছে তুলে ধরার জন্য অঈঈ তে একটি স্থায়ী কর্ণার পাওয়ার ব্যাপারে তিনি রাষ্ট্রদূতের কাছে আশা পোষণ করেন। যথাযথ প্রস্তাব পেলে বিষয়টি তাঁর দেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে তিনি মন্ত্রীকে জানান।
    রাষ্ট্রদূত বলেন, কোরিয়ায় হিপ-হপ গান খুব জনপ্রিয়। এ সঙ্গীত নিয়ে কোরিয়াতে একটি বড় আয়োজন করা হবে। বাংলাদেশ থেকেও কিছু তরুণ শিল্পীকে সেখানে আমন্ত্রন জানানো হবে উল্লেখ করে তিনি বলেন, সে লক্ষ্যে জুনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেখানে নির্বাচিত শিল্পীগণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পাবে বলে তিনি মন্ত্রীকে জানান।
    জুলাইয়ে বাংলাদেশে কোরিয়ান ও ওয়েস্টার্ন সঙ্গীত নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে তিনি আগ্রহ দেখান এবং এ বিষয়ে সহযোগিতা প্রত্যাশা করেন।
    মন্ত্রী রাষ্ট্রদূতকে উল্লিখিত সব বিষয়ে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
#
কুতুবুদ-দ্বীন/মাহমুদ/সেলিম/মাহফুজ/জয়নুল/২০১৬/১৭১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫০৫

নতুন বেতন স্কেলে ৮ মাসের বকেয়া পাচ্ছেন এমপিওভুক্ত শিড়্গক কর্মচারী

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):

    নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৮ মাসের বকেয়া পেতে যাচ্ছেন বেসরকারি শিড়্গাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিড়্গক কর্মচারীরা। শিড়্গা মন্ত্রণালয় আজ এ সংক্রানত্ম সরকারি আদেশ জারি করেছে।

    এ আদেশের প্রেড়্গিতে শিড়্গা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিড়্গাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিড়্গক কর্মচারীরা এপ্রিল মাসের বেতনের সাথে নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী জুলাই ২০১৫ থেকে ফেব্রম্নয়ারি ২০১৬ পর্যনত্ম ৮ মাসের বকেয়া পাবেন। 

    প্রায় ৫ লাখ এমপিওভুক্ত শিড়্গক কর্মচারীর এপ্রিল মাসের বেতনের সরকারি অংশ হিসেবে ৯৪০ কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা এবং ৮ মাসের বকেয়া হিসেবে ২৬৬১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার টাকা সংশিস্নষ্ট ব্যাংকসমূহের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। এমপিওভুক্ত শিড়্গক কর্মচারীরা নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে এ টাকা উত্তোলন করতে পারবেন। 

#

সাইফুলস্নাহ/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৬৩০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫০৪
                                 আগামী শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):
    ১৪৩৭ হিজরি সনের পবিত্র লাইলাতুল বারাআতের তারিখ নির্ধারণ এবং শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আগামী ৭ মে শনিবার সন্ধ্যা ৭ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। 
সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে  বা ফ্যাক্স করে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭; ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১
    
                                                                    #
শায়লা/খাদীজা/আলী/শামীম/২০১৬/১৫০৪ ঘণ্টা 
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ১৫০৩

               বঞ্চিত শিশুদের উন্নয়নে বিশেষ বাজেট বরাদ্দের গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের

ঢাকা, ২২ বৈশাখ (৫ মে):
    জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এর সাথে আজ তার কার্যালয়ে সেইভ দ্য চিলড্রেন এর ডিরেক্টর হাগার রাশ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের দুর্গম গ্রামাঞ্চলে এবং শহরের বস্তি এলাকায় বসবাসকারী শিশুদের মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
&nb

Todays handout (16).doc