Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী ১ জানুয়ারি ২০২৫

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২২৩৭

 

ফেনীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ
সাতক্ষীরায় ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা আদায়

 

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি): 

 

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করায় সাতক্ষীরার মেসার্স এম এম ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়। পাশাপাশি ইটভাটাটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

 

আজ পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পুলিশ লাইন্স ও ৩০ আনসার ব্যাটালিয়নের সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।

 

একই দিনে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তুলাতুলি বাজার এলাকায় মেসার্স আর এল বি ব্রিক-২ নামক অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিভিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ভেকু দ্বারা ইটভাটাটি ধ্বংস করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অভিযানে অংশ নেন।

 

পরিবেশ সুরক্ষা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।

#

দীপংকর/সায়েম/রানা/রফিকুল/সেলিম/২০২৫/২০০০ ঘণ্টা

Handout                                                                                                         Number: 2236

 

Brick Kiln Fined Tk 4 Lakh in Satkhira, Illegal Brick Kiln Demolished in Feni

 

Dhaka, January 1:

 

M/s MM Bricks in Satkhira has been fined Taka 4 lakh for operating without an environmental clearance certificate. The penalty was imposed under the Brick Manufacturing and Brick Kiln Establishment (Control) Act, 2013, and the brick kiln was instructed to cease operations immediately.

 

A mobile court, led by Assistant Commissioner and Executive Magistrate Pronoy Biswas, conducted the operation in Satkhira Sadar Upazila today. Members of the Police Lines and 30 Ansar Battalion participated in the operation.

 

On the same day, an illegal brick kiln named M/s RLB Brick-2, located in Tulatuli Bazar of Daganbhuiyan Upazila in Feni, was demolished. During the operation, fire at the kiln was extinguished with the help of the Fire Service, the electricity connection was severed, and the kiln was destroyed using heavy machinery.

 

The operation was conducted by the Feni District Office of the Department of Environment, with support from the Bangladesh Army, police administration, Fire Service, and Palli Bidyut authorities.

 

The Department of Environment has assured that such operations will continue in the future to protect the environment and control air pollution.

 

#


Dipankar/Sayem/Rana/Sanjib/Salim/2025/19.50 Hrs.

 

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর: ২২৩৫

সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষাকেন্দ্রে বই বিতরণ

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি):

          সারাদেশে ইসলামিক ফাউন্ডেশনের ৭৪ হাজার শিক্ষা কেন্দ্রে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

          আজ ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (জেলা জজ) আঃ ছালাম শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করেন। এসময় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) এ এস এম শফিউল আলম তালুকদার ও দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের পরিচালক মোঃ আব্দুস সবুর-সহ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

          ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দু’টি প্রকল্পের মোট ৭৪ হাজার ১০টি শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে পুস্তক বিতরণ করা হয়। এর মধ্যে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অধীনে ৭৩ হাজার শিক্ষাকেন্দ্র এবং দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পভুক্ত বাকি ১ হাজার ১০টি কেন্দ্রে পুস্তক বিতরণ করা হয়।

#

মামুন/সায়েম/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/২০১৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২২৩৪

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের চূড়ান্ত তালিকায়

 বাদপড়া ব্যক্তিদের তালিকাভুক্তির আবেদনের আহ্বান

 

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি):

জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে যাঁরা শহিদ বা আহত হয়েছেন তাঁদের নামের প্রথম ধাপের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে https://medical-unfo.dghs.gov.bd/public ওয়েব পেজে প্রকাশ করা হয়েছে।

গণঅভ্যুত্থানকালীন ১৫ জুলাই হতে ৫ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে সম্পৃক্ত হয়ে প্রতিপক্ষের আক্রমণে যাঁরা শহিদ বা আহত হয়েছেন কিন্তু উল্লিখিত প্রথম ধাপের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হননি এমন ব্যক্তি/ব্যক্তিদের নাম তালিকাভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

সংশ্লিষ্ট শহিদ ও আহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, হাসপাতালে চিকিৎসা গ্রহণের প্রমাণপত্র এবং উপযুক্ত অন্যান্য কাগজপত্র-সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অথবা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা বরাবর আগামী ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

#

জহিরুল/সায়েম/রুবেল/রফিকুল/শামীম/২০২৫/১৮০০ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২২৩৩

গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক

আকতার হোসেনের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি):

          গণযোগাযোগ অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিচালক ও বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা আকতার হোসেনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

          এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

          নাহিদ ইসলাম বলেন, আকতার হোসেন ছিলেন একজন দক্ষ কর্মকর্তা। ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হিসেবে সিভিল সার্ভিসে তাঁর সুখ্যাতি রয়েছে। তাঁর মৃত্যু তথ্য সার্ভিসের জন্য অপূরণীয় ক্ষতি।

          উল্লেখ্য, আকতার হোসেন আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল ৩১ ডিসেম্বর গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন।

#

মামুন/সায়েম/রানা/রফিকুল/জয়নুল/২০২৫/১৮৪০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ০২

টেলিভিশনে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

ঢাকা, ১৭ পৌষ (জানুয়ারি):  

সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ সকল ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:      

                        

মূলবার্তা :

‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের তালিকা https://medical-info.dghs.gov.bd/public-এ প্রকাশ করা হয়েছে। তালিকায় বাদ পড়া ব্যক্তি/ব্যক্তিদের নাম অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য ও উপযুক্ত কাগজপত্র-সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা জুলাই স্মৃতি ফাউন্ডেশন বা গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল-এর দলনেতা বরাবর ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে -গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল।’

#

জহিরুল/সায়েম/রানা/রফিকুল/রেজাউল/২০২৫/১৮২২ ঘণ্টা

 

 

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর : ২২৩২

 

সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়নের জন্য জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন

 

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি) :  

 

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)’র নেতৃত্বে বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ‘সেমিকন্ডাক্টর’ শীর্ষক একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

 

সরকারের এ উদ্যোগ বাংলাদেশের সেমিকন্ডাক্টর চিপ ডিজাইন, টেস্টিং এবং অ্যাসেম্বলিং সক্ষমতাকে আরো এগিয়ে নেওয়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে শুধু উচ্চ বেতন ভিত্তিক কর্মসংস্থানই নয় বরং বাংলাদেশে হাইভ্যালু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি দ্রুত গড়ে উঠবে এবং প্রসার লাভ করবে, আগামীতে যা হয়ে উঠবে বাংলাদেশের রপ্তানিযোগ্য অন্যতম শিল্প খাত।

 

এ প্রসঙ্গে  সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের আহ্বায়ক, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এশিয়া-প্যাসিফিক সাপ্লাই চেইনের কাছাকাছি অবস্থানের কারণে প্রতিযোগিতামূলক শ্রমব্যয় কম থাকায়  এবং দক্ষ যুবশক্তি বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি আদর্শ গন্তব্যে পরিণত করেছে। সেমিকন্ডাক্টর খাতের উন্নয়নে আমরা শিল্প নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় একাডেমিয়া, নন-রেসিডেন্ট বাংলাদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দসহ শীর্ষ পর্যায়ের নীতিনির্ধাকদের অভিজ্ঞতাকে একত্রিত করে একটি শক্তিশালী ব্যবস্থা গড়ে তোলা হবে, যা  ভবিষ্যতে আমাদের উদ্ভাবননির্ভর অর্থনীতির অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা রাখবে। 

 

টাস্কফোর্সের কাজ হবে সেমিকন্ডাক্টর খাতে তাৎক্ষণিক প্রবৃদ্ধির সুযোগ চিহ্নিত করা, নীতি ও দক্ষতার  ঘাটতি দূর করা এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো ও প্রণোদনা কাঠামো প্রস্তাব করা। জানুয়ারির শেষ নাগাদ কার্যকর ফলাফল উপস্থাপন করার লক্ষ্যে কাজ করবে এ টাস্কফোর্স।

#

প্রশান্ত/ফাতেমা/রবি/সুবর্ণা/আসমা/২০২৫/১৬২২ ঘন্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ২২৩১

নতুন পাঠ্যবইয়ের মোড়ক উম্মোচন ও এনসিটিবির ওয়েবসাইটে অনলাইন ভার্সন উদ্বোধন

 বেসরকারি শিক্ষকদের অনলাইনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বদলির ব্যবস্থা করা হচ্ছে

                                                                                         -শিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি):

আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ২০২৫ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের মোড়ক উম্মোচন ও এনসিটিবির ওয়েবসাইটে অনলাইন ভার্সন উদ্বোধন করেছেন। এছাড়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও’র অর্থ, অবসর ও কল্যাণ সুবিধা অনলাইনে EFT পদ্ধতিতে প্রেরণ উদ্বোধন করেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশের শিক্ষকরা অবহেলিত। তার মধ্যে বেসরকারি শিক্ষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাদের এমপিও’র টাকা পেতে অনেক ভোগান্তি হয়। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা না থাকায় অনেক দূরদুরান্তে গিয়ে চাকরি করতে হয়। তাদের ভোগান্তি দূর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বদলির বিষয়ে ইতোমধ্যে পরিপত্র জারি করা হয়েছে। এবছর থেকেই অগ্রাধিকারভিত্তিতে অনলাইনের মাধ্যমে বদলির ব্যবস্থা করা হচ্ছে । তারা EFT’র মাধ্যমে এ মাস থেকেই বেতন পাবে। তিনি আরো বলেন, পরিদর্শনের নামে অনেক সময়  শিক্ষকদের হয়রানি করে। শিক্ষা মন্ত্রণালয়ের এসব অনিয়ম ও দুর্নীতি দূর করতে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরগুলিতে একটি শুদ্ধি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এনসিটিবির মাধ্যমে বই ছাপাতে গিয়ে এবছর শেষ পর্যন্ত যুদ্ধের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। কারণ, পূর্বে বিদেশে বই ছাপানো হতো, যা এবছর বন্ধ করা হয়েছে। শিক্ষাক্রম অনিবার্যকারণে পরিবর্তন করা হয়েছে। কারিগরি বইয়ের সংখ্যা বেড়েছে। যেসময় থেকে বই ছাপানো শুরু হয়েছে তখন সময় খুব কম ছিল। তার মধ্যে অনেক বই পরিমার্জন করতে হয়েছে। অংক, বিজ্ঞান বইয়েও কিছু ভুল সংশোধন করা হয়েছে। উন্নতমানের বই, মলাট ও ছাপার ব্যবস্থা করা হয়েছে। যাতে একটি উন্নতমানের বই পেয়ে বাচ্চারা পড়ায় মনোযোগী হতে পারে। 

তিনি আরো বলেন, আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টিমকে, যারা আমার জন্য নিবেদিত হয়ে বিনা পারিশ্রমিকে রাতদিন পরিশ্রম করেছে। ঢাকার বাইরে কোথায় কোথায় আর্ট পেপার মজুত আছে সেটা তারা গোয়েন্দা লাগিয়ে খুঁজে খুঁজে বের করেছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে আইনানুগভাবে প্রেস মালিকদেরকে ন্যায্যদামে দিয়েছে। মলাটের কাগজ মজুত না থাকায় সরকারের উচ্চপর্যায় থেকে এগুলো আমদানি করতে সহযোগিতা করেছে। 

উপদেষ্টা বলেন, বই ছাপানোর কাজে পদে পদে ষড়যন্ত্র ছিল, যা অতিক্রম করা হয়েছে। আজও কোনো কোনো জেলায় ষড়যন্ত্র করে বই আটকিয়ে রাখা হয়েছিল। বই ছাপানোর কাজে অনেক প্রেসের মালিক, কাগজ উৎপাদনকারী সংস্থা বর্তমানের কম মূল্যে কাগজ দিয়ে সহযোগিতা করেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখনই সব বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছাতে না পেরে আমি কোমলমতি শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের প্রতি দুঃখ প্রকাশ করছি। সান্ত্বনা এতটুকুই বইগুলো আগের চেয়ে সুন্দর হবে এবং বছরের মাঝখানে মলাট ছিঁড়ে যাবে না। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম রেজাউল করীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অতি: সচিব বিলকিস জাহান রিমি, এনসিটিবির চেয়ারম্যন ড. এ কে এম রিয়াজুল হাসান।

#

সিরাজ/ফাতেমা/রবি/সাঈদা/মানসুরা/২০২৫/১৪৩০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ০১

টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য

সকল ইলেকট্রনিক মিডিয়া

 

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি):  

 

          সরকারি-বেসরকারি টিভি চ্যানেলসহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো :        

মূলবার্তা:

‘দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার জন্য ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে- স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।’

#

 

শাহাদাত/ফাতেমা/রবি/সাঈদা/মানসুরা/২০২৫/১৪২০ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ২২৩০

এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা

২২ জানুয়ারি পর্যন্ত সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ থাকবে

 

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি):

দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার জন্য আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিচালিত সকল মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের অফলাইন ও অনলাইন কার্যক্রম বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

          স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।

#

 

শাহাদাত/ফাতেমা/রবি/সাঈদা/মানসুরা/২০২৫/১৩৪০০ ঘণ্টা

 

 

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ২২২৯  

জাতীয় সমাজসেবা দিবসে প্রধান উপদেষ্টার বাণী

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি) :  

 

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২ জানুয়ারি ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ উদ্‌যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’-যা অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর দেশের দারিদ্র্য, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীত নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ সফলতার সাথে বাস্তবায়ন করছে।

তথ্যপ্রযুক্তির কল্যাণে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ও ব্যাংকের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে যাচ্ছে। বর্তমানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১ কোটি ২৬ লক্ষ ৩৯ হাজার ৮৬৬ জন মানুষকে সেবা দেয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে এ কর্মসূচি খাতে মোট বরাদ্দের পরিমাণ ১০ হাজার ৫৫৯ কোটি ৯৪ লক্ষ টাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর সীমিত জনবল ও সম্পদ নিয়ে মোট ৫৪টি জনহিতকর কর্মসূচি দক্ষতার সাথে বাস্তবায়ন করছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে। হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে জুলাই বিপ্লবে আহত ছাত্র-জনতাসহ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ চিকিৎসাসেবা ও সহায়তা পাচ্ছে।

আমি ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।       

                                                      #

 

সুচিস্মিতা/শাহিদা/ফাতেমা/রবি/সুবর্ণা/সাঈদা/আসমা/২০২৫/১১০০ ঘণ্টা  

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ২২২৮

জাতীয় সমাজসেবা দিবসে রাষ্ট্রপতির বাণী

ঢাকা, ১৭ পৌষ (১ জানুয়ারি) : 

 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল ‘জাতীয় সমাজসেবা দিবস, ২০২৫’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

          “সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ‘জাতীয় সমাজসেবা দিবস, ২০২৫’ উদ্‌যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সকলের কাম্য। দেশের কল্যাণমূলক কার্যক্রম ও উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দিতে সমাজের দুস্থ ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই। জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত ও মানবাধিকার সুরক্ষায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ প্রেক্ষাপটে জাতীয় সমাজসেবা দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের অধীনে গভর্নমেন্ট টু পার্সন (জিটুপি) পদ্ধতিতে ভাতা প্রদান ও বিভিন্ন কৌশলগত সংস্কার কর্মসূচি সামাজিক নিরাপত্তা বলয় দৃঢ়করণ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সুবিধাবঞ্চিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, বৈষম্যহীনভাবে স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সক্ষম হবো- ইনশাল্লাহ।

আমি ‘জাতীয় সমাজসেবা দিবস, ২০২৫’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি।

বাংলাদেশ চিরজীবী হোক।”

#

রাহাত/শাহিদা/ফাতেমা/রবি/সুবর্ণা/সাঈদা/আসমা/২০২৫/১০৪৫ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

 

 

2025-01-01-14-33-26cb11814f6efc381d990b43115e6c22.docx