তথ্যবিবরণী নম্বর: ১৫৪০
১৪ টি মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে জাতীয় এবং জেলা পর্যায়ের নিম্নবর্ণিত ১৪ টি মেডিকেল, ডেন্টাল কলেজ ও হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল নাম পরিবর্তন করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা নাম পরিবর্তন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকায় পরিবর্তন করা হয়েছে।
এছাড়া ঢাকার শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টটিউট ও হাসপাতালের নাম পরিবর্তন করে ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা ও শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টার, গোপালগঞ্জ নাম পরিবর্তন করে গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল নাম পরিবর্তন করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর নাম পরিবর্তন করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা নাম পরিবর্তন করে খুলনা বিশেষায়িত হাসপাতাল, বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী নাম পরিবর্তন করে কিশোরগঞ্জ দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, কিশোরগঞ্জ নামকরণ করা হয়েছে।
এছাড়া কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ হাসপাতালের নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল এবং এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর নাম পরিবর্তন করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নামকরণ করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
#
শাহাদাত/মেহেদী/মোশারফ/শামীম/২০২৪/২২৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৩৯
তাবলিগ জামাতের দুই গ্রুপকে নিয়ে আগামীকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
তাবলিগ জামাতের দুই গ্রুপকে (জোবায়ের ও সাদ) নিয়ে আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইন-শৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আগামীকাল ০৪ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০.৩০টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।
আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
#
ফয়সল/মেহেদী/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/২১১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৩৮
মশক নিধনে ৫৩ বছরে বিশেষজ্ঞের মতামত নেয়া হয়নি
-স্থানীয় সরকার উপদেষ্টা
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, মশক নিধনে গত ৫৩ বছরে বিশেষজ্ঞের মতামত নেয়া হয়নি। বিশেষজ্ঞের সমন্বয়ে কখনও কোন কমিটিও গঠিত হয়নি।
উপদেষ্টা আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বংশাল নাজিরাবাজার এলাকায় মশক নিধন কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, মশক নিধন কার্যক্রম পরিচালনায় বিশেষজ্ঞজনের মতামতের পাশাপাশি তাদের অন্তর্ভুক্ত করে স্থানীয় বিভাগ কর্তৃক দুটি কমিটি গঠন করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। একটা নির্দিষ্ট স্থানে কি পরিমাণ কীটনাশক বা লার্ভিসাইড ছিটালে মশক নিধন হবে তা বিশেষজ্ঞ ছাড়া নিরূপণ করা কঠিন। কিংবা কীটনাশক বা লার্ভিসাইড ছিটানোর ফলে ঐ স্থানে কী পরিমাণ মশক নিধন হয়েছে তার সুস্পষ্ট তথ্য পাওয়া যায়না। এসব তথ্য নির্ভুলভাবে পেতে বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত কমিটিগুলো সহায়তা করবে।
তিনি বলেন, সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। উভয় পরিকল্পনায় বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য দিতে হবে। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম মনিটরিং করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। মশক নিধন পূর্বের চেয়ে জোরদার করা হয়েছে।
মশক নিধন কার্যক্রম মনিটরিং শেষে স্থানীয় সরকার উপদেষ্টা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শনে যান। সিটি কর্পোরেশনের অধিভুক্ত বিভিন্ন এলাকায় ফগিং এবং লার্ভিসাইড ছিটানো অনলাইনে সরাসরি পর্যবেক্ষণ করেন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
পবন/মেহেদী/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৪/২১১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৩৭
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির নিকট সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিবর্গের নাম আহ্বান করেছে।
রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনসমূহ আগামী ৭ নভেম্বর ২০২৪ বিকাল ৫:০০ টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক পাঁচ জনের নাম প্রস্তাব করতে পারবে। ব্যক্তিগত পর্যায়েও আগ্রহী ব্যক্তিবর্গ তাদের নিজ নিজ নাম প্রস্তাব করতে পারবেন।
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত-সহ প্রস্তাবিত নাম সরাসরি মন্ত্রিপরিষদ বিভাগে বা ই-মেইলযোগে (gfp_sec@cabinet.gov.bd) প্রেরণ করতে বলা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ হতে আজ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
#
মন্ত্রিপরিষদ বিভাগ/মেহেদী/শিবলী/সঞ্জীব/শামীম/২০২৪/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৩৬
মোবাইল কলরেট কমানো এবং ইন্টারনেটের মেয়াদবিহীন
প্যাকেজ চালুর আহ্বান টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
যুব সমাজের আগ্রহ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে মোবাইল কলরেট কমানো এবং ইন্টারনেটের মেয়াদবিহীন প্যাকেজ চালুর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে মোবাইল অপারেটর রবি এবং গ্রামীণফোন লিমিটেড এর প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠকে উপদেষ্টা এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। সরকার এই সময়টা সফলভাবে পার করতে পারলে দেশ ঘুরে দাঁড়াবে এবং সম্ভাবনার নতুন নতুন দরজা খুলে যাবে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে দেশ পিছিয়ে যাবে। যেহেতু আন্দোলন শুরু হয়েছিল কর্মসংস্থানকে কেন্দ্র করে তাই কর্মসংস্থানের ব্যবস্থা করা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য।
বাংলাদেশে এখন কাজ করার উপযুক্ত সময় বিরাজ করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, যেহেতু অন্তর্বর্তী সরকার জনসমর্থিত তাই দেশ ও দেশের মানুষের উপকার হয় এমন যেকোনো কাজ করতে সরকার আগ্রহী। টেলিকমিনিকেশন খাতে উন্নতির জন্য সরকার কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, আগে টেলিযোগাযোগ খাতের কোনো অফিসে গিয়ে কথা বলার মতো পরিবেশ ছিল না, কিন্তু বর্তমানে পরিবেশ পরিবর্তন হয়েছে। টেলিযোগাযোগ খাতের উন্নয়নে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে বৈঠকগুলো শেষ হয়।
পৃথক বৈঠকে রবি আজিয়াটা পিএসসির ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ কর্পোরেট এন্ড রেগুলেটরি অফিসার মোঃ শাহেদুল আলম, গ্রামীণফোনের নতুন চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
জসীম/মেহেদী/শিবলী/মোশারফ/শামীম/২০২৪/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৩৫
একুশে পদক ২০২৫ এর মনোনয়ন প্রস্তাব প্রেরণের সময়সীমা বৃদ্ধি
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
একুশে পদক ২০২৫ এর জন্য মনোনয়ন প্রস্তাব জমা প্রদানের নির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবর ২০২৪ এর পরিবর্তে আগামী ১৪ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
#
শরিফুল/শিবলী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৯১৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৩৪
সারা দেশে পলিথিন কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান:
১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা; ১ ট্রাক ও ৭৪৬ কেজি পলিথিন জব্দ
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণার অনুযায়ী আজ সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করার দায়ে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠান থেকে মোট এক লাখ আশি হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ১টি ট্রাক বোঝাই পলিথিনসহ আরো প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।
অপরদিকে, বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হবে। তিনি আরো বলেন, প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করবে।
#
দীপংকর/শিবলী/সঞ্জীব/শামীম/২০২৪/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫৩৩
জরায়ু ক্যান্সার রোধে কার্যকর এইচপিভি টিকা নিয়ে অপপ্রচার চলছে
---স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জরায়ু ক্যান্সার রোধে কার্যকর এইচপিভি টিকা নিয়ে নানান রকম অপপ্রচার চলছে। অপপ্রচার সবসময় থাকে। অপপ্রচার রোধের উপায় হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।
উপদেষ্টা আজ চট্টগ্রামে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ উপলক্ষ্যে জাতীয় পর্যালোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এইচপিভি টিকা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এইচপিভি টিকা কার্যক্রমে অনেক অগ্রগতি হয়েছে। ইতোমধ্যে পঁচিশ লাখ টিকা দেয়া হয়েছে। আশা করি সকলের সহযোগিতায় বাকি সময়ের মধ্যে আমরা ৯০ শতাংশ টিকা দেওয়া সম্পন্ন করতে পারবো।
উপদেষ্টা আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সিটি কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশন, কওমি মাদ্রাসার প্রতিনিধি, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিভাগের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক সমাজ-সহ বিভিন্ন স্তরের অংশীদারদের সাথে আমরা সভা করেছি যাতে সকলের অংশগ্রহণে এইচপিভি টিকা কার্যক্রম আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি।
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, দেশের প্রত্যেকটা হাসপাতাল এবং ক্লিনিকে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু বিষয়ে ফোকাল কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং আলাদা ইউনিট গঠন করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম। ডেঙ্গু সংক্রমণ রোধে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। এটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়। ছাত্র-জনতা প্রত্যেকেই যদি ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসে, যেখানে যেখানে ময়লা আবর্জনা না ফেলে, পানি জমে না থাকে এবং মশার উপদ্রব হওয়ার স্থানগুলো পরিষ্কার রাখে, তাহলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারব।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসার ডা. চিরঞ্জিত দাস, ইউনিসেফের চিফ এসবিসি সেকশন প্রতিনিধি ব্রিজেত জব জনসন, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অং সুই প্রু মারমাসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল বিভাগ ও অধিদপ্তর সমূহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন ও কওমি মাদ্রাসার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, WHO, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ।
#
শাহাদাত/শিবলী/ফেরদৌস/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮৫১ ঘণ্টা
Handout Number: 1532
Environment Department’s Nationwide Raids on Polythene
Factories: BDT 180,000 Fines, 1 truck and 746 kg Polythene Seized
Dhaka, 3 November:
Following the announcement by Syeda Rizwana Hasan, Advisor for Environment, Forest, and Climate Change, the Department of Environment today conducted a nationwide crackdown on factories producing banned polythene shopping bags. During an enforcement raid in Dhaka's Kamrangirchar area, utility connections, including gas, electricity, and water, were disconnected at one factory.
Thirteen mobile courts operated nationwide, targeting illegal storage and marketing of banned polythene. A total of BDT 180,500 in fines was imposed on 26 businesses. Additionally, one truck and 746 kg of polythene were seized.
On the other hand, a meeting with environmental organizations at the Bangladesh Secretariat, the Environment Advisor announced that actions would also be taken soon against illegal battery-breaking and lead-smelting factories. She emphasized that the government is taking progressive steps to curb all forms of pollution to protect nature.
#
Dipankar/Shibli/Ferdows/Sanjib/Shamim/2024/1820hour
Handout Number: 1531
Environment Advisor Highlights World Bank Partnership
in Advancing Bangladesh's Environmental Goals
Dhaka, 3 November:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, and Climate Change and Water Resources, emphasized that Bangladesh’s partnership with the World Bank is essential for advancing national environmental priorities. Together, we aim to strengthen the nation’s defenses against climate threats, protect biodiversity, and foster a sustainable environment for our people, she stated.
Her remarks came during a meeting at the Bangladesh Secretariat with a World Bank delegation led by Christian Albert Peter, Practice Manager at the World Bank. The discussions focused on bolstering Bangladesh’s climate resilience, enhancing environmental safeguards, and exploring opportunities for sustainable development.
Christian Albert Peter expressed the World Bank’s commitment to supporting initiatives that promote green growth, environmental protection, and community resilience amid climate change challenges. Our shared vision with Bangladesh is to integrate environmental considerations into all development projects, ensuring long-term ecological health and socioeconomic well-being, he said.
The meeting concluded with an agreement to explore project areas and strategic interventions to address climate adaptation, sustainable development, and biodiversity conservation. Both sides expressed optimism about the positive impacts of these initiatives, reaffirming their dedication to environmental stewardship and sustainable growth in Bangladesh.
The Secretary, Additional Secretary, and Joint Secretary of the Ministry of Environment, along with World Bank officials Ana Lusia Gomes Lima, Senior Environmental Specialist; Eun Joo Allison Yi, Senior Environmental Specialist; and Jihae Kwon, Environmental Economist, were also present.
#
Dipankar/Shibli/Sanjib/Abbas/2024/1744 Hours
তথ্যবিবরণী নম্বর: ১৫৩০
কেমন পুলিশ চাই
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পুলিশ বাহিনীর সংস্কারের লক্ষ্যে ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করেছেন যার কার্যক্রম চলমান। পুলিশ সংস্কার কমিশন এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানতে চায়। অনুগ্রহপূর্বক গুগল ফরমে https://forms.gle/kcXcL247eTbp3fHk6 এই লিংকে অথবা পুলিশ সংস্কার কমিশনের ওয়েব সাইটে (www.prc.mhapsd.gov.bd) প্রবেশ করে ‘কেমন পুলিশ চাই’ লিংকে ক্লিক করুন এবং প্রদত্ত প্রশ্নমালাটি পূরণ করে আপনার মূল্যবান মতামত আগামী ১৫ নভেম্বরের মধ্যে
প্রদান করুন।
আপনার মতামত গোপন রাখা হবে। শুধুমাত্র সংস্কার কাজে তথ্য সহায়তায় এটি ব্যবহৃত হবে। প্রশ্নমালাটি ভালভাবে পড়ুন এবং পড়ে উত্তর দিন। আপনার মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।
#
মমতাজ/রহমান/ফাতেমা/সুবর্ণা/আলী/মাসুম/২০২৪/১৫১৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫২৯
ডিএফপির পরিচালক খোরশেদ আলম চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের শোক
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (চলচ্চিত্র) খোরশেদ আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
আজ এক শোকবার্তায় সচিব মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
ফাতেমা/সুবর্ণা/কলি/আলী/মাসুম/২০২৪/১০৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫২৮
ডিএফপির পরিচালক খোরশেদ আলম চৌধুরীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক
ঢাকা, ১৮ কার্তিক (৩ নভেম্বর):
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (চলচ্চিত্র) খোরশেদ আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।
আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, খোরশেদ আলম চৌধুরী ছিলেন একজন দায়িত্বজ্ঞানসম্পন্ন কর্মকর্তা। তাঁর মৃত্যু তথ্য পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
#
মামুন/ফাতেমা/সুবর্ণা/কলি/আলী/মাসুম/২০২৪/৯১০ ঘণ্টা