Handout Number: 396
Environment Advisor announces action against corrupt officials
Dhaka, 14 August:
Zero tolerance policy against corruption has been announced by the Advisor of the Ministry of Environment, Forest and Climate Change Syeda Rizwana Hasan. She said that if any official of the Department of Environment and Forest shows any kind of corruption, irregularity and negligence for environmental and forest conservation and development, exemplary legal action will be taken against them. She said that the forest of the country should be kept like a forest and the concerned officials should be dedicated to the improvement of the quality of the country's environment.
The Environment Advisor said these things while speaking as the chief guest at the first visit to the Forest Department and view exchange meeting with the officials in Dhaka today.
Rizwana Hasan said that the Wildlife Crime Control Unit of the Forest Department should monitor Bird Market at the Katabon of the Capital regularly. Here legal action should be taken against all types of illegal bird trade and against traders who are cruel to birds. She urged to take cooperation from students. She also urged the concerned to set the boundaries of the forest on a priority basis to stop the invasion of the forest.
Secretary of the Ministry of Environment, Forest and Climate Change; Additional Secretaries, Chief Conservator Forests of the Forest Department and all the officials of the Forest Department were present in the view exchange meeting.
Earlier in the morning, the Environment Advisor visited the Department of Environment and interacted with the officials. During this time, She gave instructions to take effective steps to stop the cutting of hills, and river pollution. She issued instructions to ensure transparency and accountability in the activities of the Directorate including issuing environmental clearance. She said that in order to settle the complaints of the people at the earliest, the remediation system should be strengthened. Urging the officials to increase their skills, the advisor said that people's confidence should be restored through visible fruitful work.
In the exchange meeting, the Environment Advisor listened to the problems, possibilities and challenges of the Department of Environment and Forests and assured to take necessary measures.
#
Dipankar/Rana/Sanjib/Joynul/2024/2120 hour
তথ্যবিবরণী নম্বর: ৩৯৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন
কুয়ালালামপুর, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল তিনি ড. ইউনূসকে তাঁর নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করেন।
আলাপকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সাথে ড. ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক গভীর সন্তুষ্টির সাথে স্মরণ করেন। মালয়েশিয়া অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত মর্মে তিনি ড. ইউনূসকে আশ্বস্ত করেন । তিনি বলেন, বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার প্রচেষ্টায় মালয়েশিয়া বাংলাদেশের অংশীদার হতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কথোপকথনের সময়, ড. ইউনূস সংখ্যালঘু-সহ সকল বাংলাদেশির অধিকার রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ড. ইউনূস তাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।
অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তাঁর ফোনের জন্য ধন্যবাদ জানান এবং তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কাজের আরো সুযোগ পাবেন।
এর আগে, গত ১০ আগস্ট প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের জন্য একটি উষ্ণ অভিনন্দন বার্তা পোস্ট করেন যেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কবিতা ‘চিত্ত যেথা ভয়শূন্য’এর উদ্ধৃতি দিয়ে দেশের তরুণদের ভিশন এবং অদম্য শক্তির প্রশংসা করেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার আলবুখারি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র নোবেল শান্তি পদক বিজয়ী (২০০৬) ড. ইউনূসের দীর্ঘদিনের বন্ধু এবং বাংলাদেশের একজন শুভাকাঙ্ক্ষী।
#
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৯৪
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা পরিবেশ ও বন উপদেষ্টার
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশ ও বন, সংরক্ষণ এবং উন্নয়নে পরিবেশ ও বন অধিদপ্তরের কোনো কর্মকর্তা কোনো প্রকার দুর্নীতি, অনিয়ম ও অবহেলা প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, দেশের বনকে বনের মতো রাখতে হবে এবং দেশের পরিবেশের মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিকভাবে নিবেদিত হয়ে কাজ করতে হবে।
আজ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বন অধিদপ্তর পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
রাজধানীর কাটাবনের পাখি মার্কেটে বিদ্যমান অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে রিজওয়ানা হাসান বলেন, বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে এখানে নিয়মিত মনিটরিং করতে হবে। এখানে সকল প্রকার অবৈধ পাখির ব্যবসা বন্ধে এবং পাখির প্রতি নিষ্ঠুর আচরণকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একাজে শিক্ষার্থীদের সহযোগিতা গ্রহণের আহ্বান জানান। তিনি এসময় বনের ওপর আগ্রাসন বন্ধে অগ্রাধিকারভিত্তিতে বনের সীমানা নির্ধারণ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিববৃন্দ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা-সহ বন অধিদপ্তরের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর পূর্বে পরিবেশ উপদেষ্টা পরিবেশ অধিদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি পাহাড় ও টিলা কর্তন, নদীর দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন। পরিবেশগত ছাড়পত্র প্রদান-সহ অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের অভিযোগ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে অভিযোগ প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দৃশ্যমান ফলপ্রসূ কাজের মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।
মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা পরিবেশ ও বন অধিদপ্তরের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
#
দীপংকর/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৯৩
গণআন্দোলন দমনে ছাত্র-জনতার বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে
- আইন উপদেষ্টা
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):
গত ১ জুলাই থেকে ৫ আগস্টের আন্দোলন ও গণঅভ্যুত্থানে সারা দেশে ছাত্র-জনতার বিরুদ্ধে যেসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের হয়েছে, তার সবগুলোই প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, পুলিশ কাজে যোগ দিয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ঢাকার সব মামলা এবং ৩১ আগস্টের মধ্যে সারা দেশের উক্ত মামলা প্রত্যাহার করা হবে।
আজ সচিবালয়ে আইন মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর ছাত্র-জনতার গণআন্দোলনের সময় মিথ্যা ও হয়রানিমূলক যেসব মামলা হয়েছে সেগুলো তিন কার্যদিবসের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছিলাম কিন্তু তা করা সম্ভব হয়নি। কারণ এসব মামলা প্রত্যাহারের জন্য পুলিশের সহযোগিতার প্রয়োজন হয়। গত কয়েকদিন পুলিশের অনেকের কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না, আস্থা ছিল না। এজন্য একটু সময় লাগছে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এবিষয়ে দিনেরাতে কাজ করছেন। মামলা প্রত্যাহারের বিষয়টি শুধু আইন মন্ত্রণালয়ের বিষয় না। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও কাজ করতে হচ্ছে।
ড. আসিফ নজরুল বলেন, ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব ‘গণহত্যা ও গুলিবর্ষণ’ হয়েছে, তার বিচারের জন্য তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রক্রিয়া চলছে। গণআন্দোলনে হতাহতের ঘটনায় ইতোমধ্যে বেশি কিছু মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন ও জনগোষ্ঠী বিভিন্ন দাবি করেছেন, এটাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা। আমরা সেটা খতিয়ে দেখেছি। আমাদের ১৯৭৩ সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে (যেটা ২০০৯ ও ২০২৩ সালে সংশোধন হয়েছে)। ২০২৪ সালের জুলাই মাসে ও আগস্ট মাসের প্রথম ৫দিনে যেসব গণহত্যা হয়েছে তার জন্য দায়ী ব্যক্তিবর্গকে উক্ত আইনের আওতায় গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের বিষয়ে ইতোমধ্যে ছোট-খাট গবেষণার মতো কাজ করা হয়েছে। গবেষণায় আমরা দেখতে পেয়েছি ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের উক্ত আইনের আওতায় বিচার করা সম্ভব।
উপদেষ্টা আরো জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি ইনভেস্টিগেশন টিম ও একটি প্রোসিকিউশন টিম আছে। এগুলোকে পুনর্গঠন করার চেষ্টা করা হচ্ছে। এই গণহত্যার ইনভেস্টিগেশন জাতিসংঘের তত্ত্বাবধানে করার চেষ্টা চলছে। জাতিসংঘ থেকে আমাদের বারবার এবিষয়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বিচারে সত্যিকারের স্বচ্ছতা-নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমাদের ইনভেস্টিগেশন টিম জাতিসংঘের সর্বাত্মক তত্ত্বাবধানে কাজ করবে।
ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করেন আইন উপদেষ্টা বলেন, ‘আমরা তার কাছে সহযোগিতা চাইবো। এছাড়া জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের কনসার্ন এজেন্সির সঙ্গেও যোগাযোগ করা হবে। আমরা আশা করছি, শিগগিরই এটা শুরু করতে পারবো।’
এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডের অভিযুক্তরা আন্তর্জাতিকভাবে যে কোনো দেশ থেকে আইনজীবী আনতে পারবেন। এক্ষেত্রে সরকার বাধা দেবে না। বিগত সময়ে যারা বিদেশে অর্থ পাচার করেছে, তাদের বিচার প্রসঙ্গে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা জনগণের টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে, তাদের বিচার করা হবে। বিদ্যুৎ খাতের ইনডেমনিটি আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার আওতাধীন নয়। তবুও আপনারা বলেছেন, আমি এ বিষয়ে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবো।’
চলমান পাতা-২
পাতা-২
আইন উপদেষ্টা জানান, সাইবার সিকিউরিটি আইনসহ যেসব নিবর্তনমূলক আইন আছে, সেগুলোর তালিকা করা হচ্ছে। এসব আইন বাতিল অথবা সংশোধন করা হবে।
সাংবাদিক রজিনা ইসলাম ও রাজনৈতিক নেতা মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, রোজিনা ইসলামের পাসপোর্ট ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। এরকম আরো অনেক মামলা প্রত্যাহার করার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। অল্প সময়ের মধ্যে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয়, সেটা সম্পন্ন করেছি। অতিদ্রুত সময়ে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছে। তিনি বলেন, আমরা এমন একজন প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশুনা করেছেন। পিএইচডি করেছেন। এই নিয়োগ থেকেই বুঝা যায় কোয়ালিটি ও ইন্টিগ্রিটির ওপর আমরা গুরুত্ব দিচ্ছি।
আসিফ নজরুল বলেন, যারা আপিল বিভাগে বিচারপতি আছেন তাদেরকে আপনারা সবাই চেনেন। আগের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণের জীবন-বৃত্তান্তের সঙ্গে তুলনা করলেই আপনারা বুঝতে পারবেন আমরা কিসের ওপর গুরুত্ব দিচ্ছি। অ্যাটর্নি জেনারেল অফিসে সম্পুর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল। তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতোমধ্যে পদত্যাগ করেছেন। সেখানে আমরা বেশকিছু নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছি। অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি। তারপরও যতটা বাছাই করা যায়, সেটা করছি। এর মধ্যে দু-একটি ভুল হতে পারে। সেগুলো সংশোধনের সুযোগও থাকবে। বিচার বিভাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ‘বিচার বিভাগ সংস্কার করা হচ্ছে। প্রধান বিচারপতিসহ অন্যদের জীবন-বৃত্তান্ত দেখে বোঝা যাবে, কত যোগ্যদের নিয়োগ দেওয়া হচ্ছে।
আইন উপদেষ্টা আরো বলেন, কোর্টের সঙ্গে পরামর্শ করে সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে-বিদেশে অবস্থিত স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী ১০ কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা অধস্তন আদালতের পরিবেশ উন্নয়নের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি। অধস্তন আদালতে আমরা প্লাস্টিক পণ্যের ব্যবহার নিষিদ্ধ করেছি। রিপ্লেস করতে একটু সময় লাগবে, কিন্তু ইতোমধ্যে নির্দেশনা পৌঁছে গেছে।
নির্বাচন কমিশনও সংস্কার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি জানান, নির্বাচন আইন সংশোধন করা হবে। ভোটাধিকার নিয়ে উপহাস করা হয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
#
রেজাউল/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৯২
কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ২৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৩ জন।
#
দাউদ/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৯১
৪৪তম বিসিএস এর পুনর্বিন্যাসকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):
৪৪তম বিসিএস লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারের পদসমূহের জন্য সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি সংক্রান্ত কমিশন সচিবালয়ের ২৫ জুন তারিখের বিজ্ঞপ্তিটি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আংশিক পুনর্বিন্যাস করা হয়েছে।
পুনর্বিন্যাসকৃত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে http://bpsc.teletalk.com.bd পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
#
আনন্দ/ফাতেমা/সিরাজ/সুবর্ণা/কলি/আসমা/২০২৪/১৬০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৯০
জাতীয় স্মৃতিসৌধে ও শহীদ মিনারে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):
অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক আজ সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উপদেষ্টা বীর শহিদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
#
এনায়েত/ফাতেমা/সিরাজ/সুবর্ণা/কলি/মাসুম/২০২৪/১৫১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩৮৯
১৫ আগস্ট এর সাধারণ ছুটি বাতিল
ঢাকা, ৩০ শ্রাবণ (১৪ আগস্ট):
উপদেষ্টা পরিষদের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিল করার বিষয়ে ঐকমত্য হওয়ায়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তক্রমে সরকার জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্ট এর সাধারণ ছুটি এতদ্বারা বাতিল করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
#
কামরুজ্জামান/ফাতেমা/সিরাজ/সুবর্ণা/আসমা/২০২৪/১৫৪০ ঘণ্টা