Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ এপ্রিল ২০২৫

তথ্যবিবরণী ৬ এপ্রিল ২০২৫

তথ্যবিবরণী                                                                                                            নম্বর: ৩১৩৫

 

উদ্যোক্তাদের সেবা দানের মনোভাব গড়ে তুলতে হবে

                                           - পার্বত্য উপদেষ্টা

বান্দরবান, ২৩ চৈত্র (৬ এপ্রিল): 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এবারের রোজার ঈদে পার্বত্য চট্টগ্রামে অসংখ্য পর্যটক এসেছে। পর্যটকদের অন্যতম আকর্ষণ এখন পার্বত্য চট্টগ্রাম। এ অঞ্চলের উদ্যোক্তাদের পর্যটকদের সেবাদানের মনোভাব গড়ে তুলতে হবে।  

আজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে বান্দরবান জেলার উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, উদ্যোক্তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা সৃষ্টি করার মাধ্যমে দেশের অর্থনীতি আরো গতিশীল হবে। তিনি বলেন, নিজের ভাগ্য উন্নয়নে পরনির্ভরশীলতা ছেড়ে উদ্যোক্তা হিসেবে কাজ করে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ ও উন্নত পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে।

উপদেষ্টা পার্বত্যবাসীদের মৌলিক চাহিদাগুলো পূরণে সহায়ক ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীলভাবে কাজ করার আহবান জানান। দেশের নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে গিয়ে তিনি বলেন, আমরা দেশের সকল নাগরিকের নিরাপত্তা বিধানে দৃঢ়প্রতিজ্ঞ।

সভায় উদ্যোক্তারা পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, দ্রব্যমুলোর দাম নিয়ন্ত্রণে রাখা ও সহজ শর্তে ব্যাংক লোন পেতে সরকারের কাছে আহ্বান জানান।

মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মর্কতাগণ এবং উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

#

রেজুয়ান/মেহেদী/মাহমুদুল/রানা/ফেরদৌস/মোশারফ/শামীম/২০২৫/২০৫০ঘণ্টা 

 

 

 

তথ্যবিবরণী                                                                                       নম্বর: ৩১৩৪

 

আরব আমিরাতের সহযোগিতায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

                                            --- যুব ও ক্রীড়া উপদেষ্টা

 

ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল):

        যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি আধুনিক স্পোর্টস ভিলেজ বা হাব তৈরির পরিকল্পনা ছিল। তবে নানা সীমাবদ্ধতায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় দেশের ৮ বিভাগে আধুনিক স্পোর্টস হাব গড়ার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। 

        আজ জাতীয় স্টেডিয়ামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে উপস্থিত গণমাধ্যমকে এ তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

        উপদেষ্টা বলেন, প্রথম থেকেই আমরা একটি কেন্দ্রীয় স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছিলাম। তবে ক্রীড়া বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এবার দেশের ৮ বিভাগেই স্পোর্টস হাব গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এ কাজে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত।

        এ বিষয়ে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আরব আমিরাত সফরে গিয়ে বিষয়টি উত্থাপন করেছিলেন। এরপর থেকেই দেশটি আমাদের এই প্রকল্পে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে। স্পোর্টস হাব তৈরিতে কী পরিমাণ অর্থ ব্যয় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, কী পরিমাণ অর্থ ব্যয় হবে তা চূড়ান্ত করে জানানো হবে। আশা করছি আগামী অর্থবছরেই কাজ শুরু করা যাবে।

        একই দিন সকালে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৫ উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে র‌্যালি হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। র‌্যালিতে অংশ নেন দেশি ও আন্তর্জাতিক সংস্থা, ক্রীড়া ফেডারেশন, এসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংগঠকসহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ। র‌্যালিটি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

        পরে সেখানে সুবিধাবঞ্চিত অনুর্ধ্ব-১৭ শিশুদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিভাগ ফাইনাল খেলায় অংশ নেয়। ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ স্লোগানটি সামনে রেখে এবারের দিবস পালিত হচ্ছে।

#

নূর আলম/মেহেদী/মাহমুদুল/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/২০৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩১৩৩

 

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তথ্য উপদেষ্টার ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের তাগিদ

 

ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল):

        মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।

        মাঠপর্যায়ের প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, জেলা তথ্য অফিসসমূহকে প্রত্যন্ত অঞ্চলে জনগুরুত্বপূর্ণ বার্তা ব্যাপকভাবে প্রচার করতে হবে। বিদেশস্থ বাংলাদেশি দূতাবাসসমূহের প্রেস উইংয়ের কাজের গতি বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন, বিদেশি গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয়, সে বিষয়ে প্রেস উইংকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাসমূহকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

        শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

 

মামুন/মাহমুদুল/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/১৮২০ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩১৩২

 

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

 

 

ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল) : 

 

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক ৩ এপ্রিল চট্টগ্রাম মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত বরিশাল বাজার, মৌলভী পুকুর পাড়, চান্দগাঁও এর শহিদ মোঃ শহিদুল ইসলাম, লালখান বাজার খুলশীর শহিদ মোঃ ফারুক, পাহাড়তলীর শহিদ মোহাম্মদ আলম, সিদ্দিক ম্যানসন, লালখান বাজারের শহিদ মোঃ ফয়সাল আহমেদ শান্ত এবং হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেন্ডল বাড়ির বাসিন্দা  শহিদ  ইউসুফ ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক শহিদ জামাল মোল্লার বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সকল শহিদ পরিবারকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। উপদেষ্টা সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

 

এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), ওসি (তদন্ত), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের স্থানীয় প্রতিনিধিগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

 

#

 

এনায়েত/মাহমুদুল/রানা/ফেরদৌস/মোশারফ/আব্বাস/২০২৫/১৭৪০ ঘন্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ৩১৩১

 

 

এসএসসি ও সমমান পরীক্ষা

প্রশ্ন ফাঁসের গুজবকে অগ্রাহ্য করার অনুরোধ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  

 

 

 

ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল) : 

 

এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত সকল গুজবকে অগ্রাহ্য করার জন্য পরীক্ষার্থী এবং অভিভাবকগণকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। পরীক্ষাসমূহ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা সংক্রান্ত আইন ও অন্যান্য তথ্য সম্পর্কে সর্বসাধারণকে সচেতন হওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

 

আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার থেকে সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ (ত্রিশ) মিনিট পূর্বে আবশ্যিকভাবে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে বলা হয়েছে।

পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ অনুযায়ী প্রশ্ন সংক্রান্ত কোনো কাগজ অথবা পরীক্ষার জন্য প্রণীত হয়েছে মর্মে মিথ্যা ধারণাদায়ক কোন প্রশ্ন সম্বলিত কোনো কাগজ যে কোনো উপায়ে ফাঁস, প্রকাশ বা বিতরণ শাস্তিমূলক অপরাধ; এ ধরণের অপরাধের জন্য সর্বোচ্চ ১০ (দশ) বছর এবং সর্বনিম্ন ৩ (তিন) বছর কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। 

সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অনুযায়ী কোনো ব্যক্তি যদি ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করে প্রতারণা করেন তাহলে তিনি অনধিক ৫ (পাঁচ) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেনকোনো ব্যক্তি যদি রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার, বা বিভ্রান্তি ছড়াবার উদ্দেশ্যে, অপপ্রচার বা মিথ্যা বলে জ্ঞাত থাকা সত্ত্বেও, কোনো তথ্য সম্পূর্ণ বা আংশিক বিকৃত আকারে প্রকাশ, প্রচার বা সম্প্রচার করেন বা করতে সহায়তা করেন তাহলে তার অনধিক ২ (দুই) বৎসর কারাদণ্ডে, বা অনধিক ৩ (তিন) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে  

#

 

ইয়ানুর/তৌহিদ/ফাতেমা/রমজান/আসমা/২০২৫/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                নম্বর : ৩১৩০

 

জনসেবায় সৃজনশীলতার ওপর জোর দিলেন পরিবেশ উপদেষ্টা

                                        

ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল) : 

 

পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জনসেবার জন্য সৃজনশীলভাবে কাজ করতে হবে এবং মনোভাব বদলাতে হবে। একটি অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুসরণ করে কাজ করতে হবে। তিনি আরো জানান, অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে; নিয়মিত মনিটরিং তদারকি করতে হবে।

বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার মানুষের কল্যাণে এবং পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করছে। দেশের পরিবেশ রক্ষায় কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, সততা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. খায়রুল হাসান, অতিরিক্ত সচিব (পরিবেশ) . ফাহমিদা খানমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি এসময় কয়রা, আশাশুনি, সুবর্ণচর পটিয়াসহ দেশের পানি দুষ্প্রাপ্য এলাকায় সুপেয় পানি নিশ্চিতকরণে জলাশয় পুকুর খনন করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানসহ মন্ত্রণালয় অধীনস্থ দপ্তরসমূহের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#

দীপংকর/তৌহিদ/ফাতেমা/রমজান/আসমা/২০২৫/১৪০০ ঘণ্টা

 

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ৩১২৯

 

সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে যোগদান করলেন . শেখ মইনউদ্দিন

 

ঢাকা,  ২৩ চৈত্র (৬ এপ্রিল) :   

          অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে ড. শেখ মইনউদ্দিন আজ মন্ত্রণালয়ে যোগদান করেছেন। গত ৫ মার্চের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

          ড. শেখ মইনউদ্দিন ২০২৩ সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগের সেফটি এন্ড অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবেও কাজ করেন।

          সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আমেরিকার লুজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

          তিনি বনানীর সেতু ভবন থেকে তাঁর দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

#

নোবেল/তৌহিদ/মাহমুদুল/ফাতেমা/রমজান/সুবর্ণা/আব্বাস/মানসুরা/২০২৫/১৭২৫ ঘণ্টা

 

 

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৩১২৮

মানব পাচার রোধে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ

                             

ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল) :   

            স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার জন্য বিভিন্ন জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে। 

            উপদেষ্টা আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানব পাচার সংক্রান্ত বিমসটেকের (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) সাব-গ্রুপের তৃতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

            উপদেষ্টা বলেন, বাংলাদেশ মানব পাচার মোকাবেলায় জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, মানব পাচারের শিকার ভুক্তভোগীদের দক্ষতার সাথে শনাক্তকরণ, তাদের চাহিদা মূল্যায়ন এবং উপযুক্ত পরিষেবা প্রদানকারীদের সাথে সংযুক্ত করার জন্য একটি জাতীয় রেফারেল ব্যবস্থা (ওয়েব প্ল্যাটফর্মে হোস্ট করা)-সহ সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, মানব পাচারকারীদের বিচার দ্রুত করার জন্য নিবেদিত বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে  এবং আমাদের জাতীয় কৌশলে সচেতনতামূলক প্রচারণাগুলোকে পদ্ধতিগতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উপরন্তু, আমরা বিমসটেক এবং অন্যান্য দেশের সাথে এ বিষয়ে সহযোগিতা জোরদার করার জন্য আমাদের পারস্পরিক আইনি সহায়তা ব্যবস্থাকে প্রসারিত করেছি।

            উপদেষ্টা বলেন, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে অন্যান্য বিমসটেক সদস্য রাষ্ট্রগুলো উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এ বৈঠকে সেই পদক্ষেপ এবং অভিজ্ঞতাসমূহ বিনিময় করা হবে মর্মে তিনি আশা করেন। তিনি বলেন, পাচারকারীরা সরকারি উদ্যোগগুলো এড়িয়ে যাওয়ার জন্য ক্রমাগত নিত্য নতুন কৌশল গ্রহণ করে। তারা সংশ্লিষ্ট জনগোষ্ঠীর অর্থনৈতিক সংকট ও দারিদ্র্যকে কাজে লাগিয়ে ও প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তাদের গোপন কার্যকলাপ এগিয়ে নেয়ার জন্য অভিবাসন রুটগুলোকে কাজে লাগাতে থাকে। এই অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি সম্মিলিত এবং কৌশলগত কর্মপদ্ধতি প্রয়োজন এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য ও সেরা অনুশীলন বিনিময়ের মাধ্যমে একটি প্ল্যাটফর্ম প্রদানে বিমসটেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত প্রয়াস আমাদের পাচার বিরোধী কৌশলকে আরো শক্তিশালী করতে সক্ষম করবে।

            উপদেষ্টা আগামী দুই বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব বাংলাদেশকে অর্পণ করার জন্য এর সদস্য রাষ্ট্র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্ভুক্তিমূলক, কর্মমুখী এবং দূরদর্শী দৃষ্টিভঙ্গী নিয়ে বিমসটেককে পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর সক্ষম এবং অনুপ্রেরণামূলক নেতৃত্বে আমরা আত্মবিশ্বাসী যে বিমসটেক আমাদের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সম্পর্ক গভীরতর করার মাধ্যমে নতুন এক উচ্চতায় পৌঁছাবে। 

            উপদেষ্টা আরো বলেন, এ বৈঠক মানব পাচার কৌশল নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং বিমসটেক অঞ্চল জুড়ে মানব পাচার রোধে আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি উল্লেখযোগ্য সুযোগ প্রদান করেছে। তিনি বলেন, এ বৈঠকের ফলাফল শক্তিশালী নীতি তৈরি, এর কার্যকর প্রয়োগ এবং গভীর আঞ্চলিক সহযোগিতার জন্য অনুঘটক হিসেবে কাজ করবে।

            বিমসটেকভুক্ত সাত সদস্য দেশের (বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলংকা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান) মানব পাচার সংক্রান্ত সাব-গ্রপের সংশ্লিষ্ট সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং মানব পাচার সংক্রান্ত বিমসটেক সাব-গ্রুপের তৃতীয় সভার চেয়ারম্যান খন্দকার মোঃ মাহাবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ বিমসটেক সেক্রেটারিয়েটে পরিচালক প্রশান্থ চান্দ্রান (Prasanth Chandran)।

#

ফয়সল/তৌহিদ/ফাতেমা/রমজান/সুবর্ণা/মানসুরা/২০২৫/১২৪৫ ঘণ্টা

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                                          নম্বর : ৩১২৭

বিশ্বস্বাস্থ্য দিবসে প্রধান উপদেষ্টার বাণী

 

ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল) : 

  

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন

এ বছর বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ৭ এপ্রিল বিশ্বস্বাস্থ্য দিবস পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য “Healthy beginning, hopeful futures” যার ভাষান্তর জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত যথাযথ ও সময়োচিত হয়েছে বলে আমি মনে করি।

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’-এর মাধ্যমে অর্জিত সাফল্যকে টেকসই করতে বিশ্বনেতৃবৃন্দ ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নযোগ্য যে সব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, তার অন্যতম হলো সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশ্বস্বাস্থ্য সংস্থা এ বছর মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য রক্ষার বিশেষ উদ্যোগ নিয়েছে। ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইতোমধ্যে স্বাস্থ্য খাতে নানাবিধ সাফল্য অর্জন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মাতৃস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাতৃস্বাস্থ্য ও শিশু-স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমানোর লক্ষ্যে অধিকতর কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষেত্রে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক সকল পর্যায় থেকে সম্মিলিত প্রয়াস জরুরি।

২৪ এর গণ-অভ্যুত্থান পরবর্তী গঠিত অন্তর্বর্তীকালীন সরকার নারী ও শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে একটি সুরক্ষিত ও আলোচিত জাতি হিসেবে বাংলাদেশকে বিশ্বে দাঁড় করাতে অঙ্গীকারবদ্ধ।

এ দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করছি

#

আশরোফা/তৌহিদ/ফাতেমা/রমজান/সুবর্ণা/আসমা/২০২৫/১০৪০ঘণ্টা

 

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

 

2025-04-06-15-25-2f624f1d44321a46e0d8ca94b2763dfe.docx