তথ্যবিবরণী নম্বর : ১২৬৬
কৃষি উপকরণ বিতরণকালে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জৈব সারের ব্যবহার বাড়ানোর আহ্বান
ডুমুরিয়া (খুলনা), ১৯ বৈশাখ (২ মে) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, কৃষি উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে।
প্রতিমন্ত্রী আজ খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকের ভাগ্যোন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ, কৃষি গবেষণায় অধিক অর্থ বরাদ্দ ও কৃষি সহায়তা কার্ডের মাধ্যমে নানা রকম ভরতুকি প্রদান করছে। তিনি আরো বলেন, কৃষি খাতের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা সহ ডিজিটাল প্রযুক্তি সেবার ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি দেশের উন্নয়নের এ ধারাকে বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের মোট এক হাজার পাঁচশ’ ৫০জন কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়।
#
মিজান/সাইফুল্লাহ/জসীম/সেলিম/২০১৫/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৬৫
টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স কনভেনশনে বস্ত্রমন্ত্রী
অধিকসংখ্যক বস্ত্র প্রকৌশলী তৈরির উদ্যোগ নিয়েছে সরকার
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যমআয়ের দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে পৌঁছানোর জন্য দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বস্ত্র ও তৈরিপোশাক খাতকে আরো সমৃদ্ধ ও প্রতিযোগী করে তুলতে হবে।
গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সম্মেলনকক্ষে এসোসিয়েশন অভ্ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এন্ড টেকনোলজিস্টস আয়োজিত টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স কনভেনশনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশন এর প্রেসিডেন্ট রথীন চাকী।
মন্ত্রী বলেন, বস্ত্রশিল্প প্রতিষ্ঠানসমূহে দক্ষ বস্ত্র প্রকৌশলীর এখনও বিপুল পরিমাণ চাহিদা রয়েছে। এ চাহিদা পূরণের জন্য আরো অধিক সংখ্যক দক্ষ বস্ত্র প্রকৌশলী তৈরি করা প্রয়োজন। সে লক্ষ্যে সরকার ৪টি পুরাতন টেক্সটাইল ইন্সটিটিউটকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করার পাশাপাশি নতুন নতুন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করছে। এছাড়া বস্ত্রখাতে মধ্যমমানের বস্ত্র প্রকৌশলীর চাহিদা পূরণের লক্ষ্যে খুলনা, চট্টগ্রাম, রংপুর, নাটোর ও বরিশালের গৌরনদীতে ৫টি টেক্সটাইল ইন্সটিটিউট প্রতিষ্ঠার কাজ পুরোদমে এগিয়ে চলছে।
মন্ত্রী জানান, শিগগিরই আরো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ও টেক্সটাইল ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে, সে লক্ষ্যে কার্যক্রম চলছে। এছাড়া, বস্ত্রশিল্পের ফ্লোর লেভেলে দক্ষ জনসম্পদ সৃষ্টি এবং দেশে বেকার যুবসমাজের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশে আরো ২৪টি টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হবে।
মন্ত্রী বলেন, বস্ত্রশিল্পে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সরকার বিটিএমসি’র কিছু বন্ধমিল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গত একবছরে সাতক্ষীরায় অবস্থিত সুন্দরবন টেক্সটাইল মিলস, নীলফামারীতে অবস্থিত দারওয়ানী টেক্সটাইল মিলস এবং রাঙ্গামাটি টেক্সটাইল মিলস পুনরায় চালু করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর ভাইস চেয়ারম্যান এম এ রউফ এবং কালার স্টাইল বিডি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জিয়াউর রহমান মুকুল বক্তব্য রাখেন।
#
রেজাউল/সাইফুল্লাহ/নবী/জসীম/আব্বাস/২০১৫/২০৪৯
তথ্যবিবরণী নম্বর : ১২৬৪
পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে প্রথম ড্র
বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
খুলনা, ১৯ বৈশাখ (২ মে) :
সফররত পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে খুলনা টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস করে প্রথমবারের মতো ড্র করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে খুলনা টেস্টে তামিম ইকবাল এর ডাবল সেঞ্চুরি ও ইমরুল কায়েসের সেঞ্চুরিসহ টেস্টে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে তাঁদের সর্বোচ্চ ৩১২ রানের বিশ্বরেকর্ড করার জন্যও ক্রীড়া প্রতিমন্ত্রী তাঁদের অভিনন্দন জানান।
ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং পরবর্তীতে ঢাকা টেস্টেও আরো প্রতিযোগিতাপূর্ণ খেলা উপহার দেয়ার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
#
শফিকুল/সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৬৩
মে দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
নারী শ্রমিকদের জন্য ডরমেটরি নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় থাকলে বাংলাদেশের শিল্পোন্নয়ন ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মহান মে দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন আয়োজিত শ্রমিকের মর্যাদা ও মানবাধিকার: প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনাসভায় একথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ শিল্প ক্ষেত্রে অনেক এগিয়েছে কিন্তু শ্রমিক-মালিক বৈরী সম্পর্কের কারণে উৎপাদন বাধাগ্রস্ত হয়। এজন্য তিনি মালিকদের প্রতি শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে এবং কারখানার উৎপাদন নিশ্চিত করতে শ্রমিকদেরও সচেষ্ট থাকতে আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণ এবং অধিকার নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। নারী শ্রমিকদের জন্য সরকারিভাবে ডরমেটরি নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আলোচনাসভায় ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মোজাহারুল ইসলাম সভাপতিত্ব করেন।
#
মারুফ/সাইফুল্লাহ/নবী/জসীম/মোশারফ/সেলিম/২০১৫/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৬১
ডেপুটি স্পিকারের সাথে উন্নয়ন সম্মেলন প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
আইডিইবি ও সিপিএসসি’র যৌথ আয়োজনে International Conference on TVET for Sustainable Development অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৭টি দেশের (অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান, ফিলিপাইন, ফিজি, মিয়ানমার এবং শ্রীলংকা) প্রতিনিধি, সার্কভুক্ত দেশসমূহ ও ঢাকাস্থ কয়েকটি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ আজ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়ার সাথে সংসদভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার প্রতিনিধিদের সংসদীয় গণতন্ত্রে বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রম ও ভূমিকা এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের কথাও প্রতিনিধিদের কাছে বর্ণনা করেন। ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর মধ্যে উন্নয়নের রোল মডেল। এ ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন সহজ হবে।
প্রতিনিধিগণ জাতীয় সংসদভবন পরিদর্শন করেন। তাঁরা বাংলাদেশিদের আতিথেয়তা এবং বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকা-ের প্রশংসা করেন।
এসময় ডেপুটি স্পিকার নেপালে ভূমিকম্পে হতাহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন এবং বিশ্ববাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে নেপালি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
#
সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৯৩৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৬২
মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাস আর নেই
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শিক্ষক প্রদীপ কুমার দাস আর নেই। তিনি গতকাল দিবাগত রাত আড়াইটায় পিরোজপুরের নাজিরপুরস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
প্রদীপ কুমার দাস লিভারের রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
প্রদীপ কুমার নাজিরপুরস্থ কাইলানী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি অত্যন্ত সদালাপী, সমাজসেবী, পরোপকারী, সৎ ও নিষ্ঠাবান মানুষ। তিনি শরৎ স্মৃতি পাঠাগারের সভাপতিসহ স্থানীয় অনেক সামাজিক-সাংস্কৃতিক-ধর্মীয় সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর শোক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোকবার্তায় বলেন, মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাস অত্যন্ত সদালাপী, সমাজসেবী, পরোপকারী, সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন।
মন্ত্রী প্রয়াত প্রদীপ কুমার দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শিক্ষামন্ত্রীর শোক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
শিক্ষামন্ত্রী প্রয়াত প্রদীপ কুমার দাসের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
#
মারুফ/সুবোধ/সাইফুল্লাহ/সঞ্জীব/সেলিম/২০১৫/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৬০
পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
‘‘মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপ্রয়াণের স্মৃতি বিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি দেশের বৌদ্ধ সম্প্রদায়সহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
ভয়, লোভ, লালসাকে অতিক্রম করে গৌতম বুদ্ধ সারাজীবন মানুষের কল্যাণে এবং শান্তি প্রতিষ্ঠায় অহিংসা, মৈত্রী ও করুণার বাণী প্রচার করেছেন। শান্তি ও সম্প্রীতির মাধ্যমে আদর্শ সমাজ গঠনই ছিল তাঁর একমাত্র লক্ষ্য। হিংসার উন্মত্ত পাশবিক শক্তিকে দমন করার জন্য আজকের পৃথিবীতে বুদ্ধের শিক্ষা একান্ত প্রয়োজন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে প্রত্যেক ধর্মের মানুষ মুক্ত পরিবেশে নিজ নিজ ধর্ম নির্বিঘেœ প্রতিপালন করে থাকেন। ‘ধর্ম যার যার উৎসব সবার’ - আমরা এ নীতিতে বিশ্বাসী। হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা বৈষম্যহীন সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বৌদ্ধ ধর্মাবলম্বীগণও যুগ যুগ ধরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন কর্মকা-ে সমানভাবে অংশগ্রহণ করে আসছেন।
আমি আশা করি জ্ঞান, মেধা, কর্মদক্ষতা ও কৃতিত্বে এদেশের বৌদ্ধ সম্প্রদায় গৌতম বুদ্ধের আদর্শে আরও উজ্জ্বীবিত হবে। গৌতম বুদ্ধের অহিংস, সাম্য ও মৈত্রীর বাণী এবং তাঁর জীবনাদর্শ ধারণ ও লালন করে আমরা এদেশকে একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বসভায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।
বুদ্ধ পূর্ণিমা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক- এ কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।’’
#
নুরএলাহি/সাইফুল্লাহ/নবী/সঞ্জীব/আব্বাস/২০১৫/১৬৩৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১২৫৯
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৯ বৈশাখ (২ মে) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“শুভ বুদ্ধ পূর্ণিমা ২০১৫ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের জানাই মৈত্রীময় শুভেচ্ছা।
মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রিস্মৃতি বিজড়িত হল শুভ বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমার শুভ জন্মতিথিতে আমি প্রজ্ঞাময় মহামতি গৌতম বুদ্ধের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি একটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। ‘অহিংস পরম ধর্ম’ মহামতি গৌতম বুদ্ধের এই বাণী আজও সমাজের জন্য সমভাবে প্রযোজ্য। আজকের এই অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয়রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে আমার বিশ্বাস। বিত্তের মধ্যে বড় হয়েও তিনি উপলব্ধি করেছিলেন ‘ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ’। তাঁর এই মর্মবাণী মানব আত্মাকে পরিশুদ্ধ এবং শান্তিময় করে তুলতে পারে। গড়ে তুলতে পারে একটি অহিংস মানবিক সমাজ।
আবহমান কাল থেকে এদেশের মাটি ও মানুষের সাথে বৌদ্ধদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও কৃষ্টি গভীরভাবে মিশে আছে। বিদগ্ধ গবেষক, প-িত ও বৌদ্ধ চিন্তাবিদগণ তাঁদের অনুসন্ধিৎসু গবেষণার মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রাচীন সভ্যতা, কৃষ্টি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে পরিচিতির মাধ্যমে বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে ধরবেন বলে আমার বিশ্বাস।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশের সকল ধর্মের মানুষ স¦াধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য। এই ঐতিহ্যের চর্চা ও বুদ্ধের মহান আদর্শকে অন্তরে ধারণ করে বৌদ্ধ সম্প্রদায় দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা পালনে তাদের কর্মপ্রচেষ্টা অব্যাহত রাখবেন এ প্রত্যাশা করি। শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মঙ্গলময় হোক সবার জীবন।
আমি শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/সাইফুল্লাহ/নবী/জসীম/সেলিম/২০১৫/১৭০০ ঘণ্টা