তথ্যবিবরণী নম্বর : ৭২০
সারা দেশে ৪ হাজার ৮৮০টি কিশোর-কিশোরী ক্লাব গঠন করা হবে
-- মেহের আফরোজ চুমকি
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, কিশোর-কিশোরীরা সমাজের চেঞ্জমেকার। তাদেরকে প্রশিক্ষিত করতে পারলে সমাজের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব। এ জন্য সরকার সারা দেশে কিশোর-কিশোরীদেরকে ক্লাবে সংগঠিত করে বাল্যবিবাহ, যৌতুক, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে সচেতনতা তৈরি করবে। এ লক্ষ্যে সরকার ২ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে। প্রকল্প অনুযায়ী দেশের প্রায় ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন এবং ৩৩০টি পৌরসভায় কিশোর-কিশোরী ক্লাব গঠন করবে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের একটি কক্ষ কিশোর-কিশোরী ক্লাবের জন্য বরাদ্দ থাকবে।
তিনি আজ মহিলা বিষয়ক অধিদপ্তরের মিলানায়তনে কিশোর-কিশোরী ক্লাব সম্পর্কিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
অভিজ্ঞতা বিনিময়ে সারা দেশের চলমান ৭৯টি কিশোর-কিশোরী ক্লাবের দুই জন করে প্রতিনিধি অংশগ্রহণ করে এবং তাদের অভিজ্ঞতা ও চাহিদা সভায় তুলে ধরে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু ও মহিলা বিষয়ক অধিদপÍরের পরিচালক জাহাঙ্গীর হোসেন।
#
খায়ের/আলমগীর/সঞ্জীব/রেজাউল/২০১৭/২০২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭১৯
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) এর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং মনোরঞ্জন শীল গোপাল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে উল্লেখ করা হয়, বাংলা একাডেমি কর্তৃক বেগম রোকেয়া স্মৃতি গবেষণা কেন্দ্র কীভাবে পরিচালিত হবে, সে সম্পর্কিত একটি খসড়া নীতিমালা তৈরির জন্য বাংলা একাডেমির পরিচালক ডাঃ কে এম মুজাহিদুল ইসলামকে আহ্বায়ক করে আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বৈঠকে আরো জানানো হয়, বাংলা একাডেমি প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বাংলা ভাষা সাহিত্যের পাশাপাশি বাঙালি সংস্কৃতি বিশেষ করে আমাদের গ্রামীণ জীবন ও পল্লি সাহিত্যের তথা গ্রামীণ ঐতিহ্য ও মৌখিক সাহিত্যের বহু বিষয় এবং বিচিত্রধর্মী উপাদান প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রহ, সংরক্ষণ ও পর্যায়ক্রমে সংকলন গ্রন্থ আকারে প্রকাশ করেছে। বাংলা একাড়েমি সংগৃহীত এ সব তথ্য উপাত্ত নিয়ে শতাধিক গ্রন্থ প্রকাশ করেছে।
বৈঠকে প্রতœতাত্বিক নিদর্শন উদ্ভাবনে ব্যক্তি পর্যায়ে উৎসাহ ও প্রনোদনামূলক কর্মকা- বৃদ্ধির বিষয়ে সুপারিশ করে কমিটি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাংলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭১৮
সিনিয়র সচিব হলেন মোহাম্মদ শহিদুল হক
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ):
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হকের বর্তমান চুক্তি বাতিলপূর্বক জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ৮২০০০/-(নির্ধারিত) স্কেলে সিনিয়র সচিব হিসেবে ১৩ নভেম্বর ২০১৭ তারিখ পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক তাঁকে বর্তমান কর্মস্থল আইন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
#
রেজাউল করিম/আলমগীর/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯২৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭১৭
আইন মন্ত্রীর ছোট ভাইয়ের মৃত্যুতে বস্ত্র ও পাট মন্ত্রীর শোক
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের ছোট ভাই আরিফুল হক রনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ।
বস্ত্র ও পাট মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানান ।
#
সৈকত/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭১৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যর্থ হতে দিতে চাই না
-- শিক্ষামন্ত্রী
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ):
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যর্থ হতে দিতে চাই না। তাদের সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। যারা একান্তই নিজেদের কোন অসৎ উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় চালাতে চান, আইন বিধিবিধান মানতে চান না, সাহায্য সহযোগিতা দিয়েও টিকিয়ে রাখা সম্ভব না, তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাতিল করা হবে।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় বসুন্ধরা কনভেনশন সিটিতে ইস্টার্ন ইউনিভাসির্টির ৫ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় একথা বলেন।
সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশে কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লারামে (ইবহড়রঃ-চরবৎৎব খধৎধসবব)।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো এমন মানবসম্পদ সৃষ্টি, যারা আমাদের নিজস্ব সংস্কৃতির চেতনায় লালিত হয়ে জাতীয় সমস্যা সমাধানে অবদান রাখতে সক্ষম হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থাকতে হবে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি এবং জাতি ও বিশ্বকে নেতৃত্ব দেওয়ার মতো জ্ঞান ও অন্তর্দৃষ্টি। আর এজন্যে বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও তথ্য বিপ্লবের সুযোগ গ্রহণ করে তাঁদেরকে যুগোপযোগী মানবসম্পদে পরিণত হতে হবে।
শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে শিক্ষক-অভিবাবকদের সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে উচ্চশিক্ষা কমিশন আইন তৈরি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উচ্চশিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সংসদে এক্রিডিটেশন কাউন্সিল আইন পাস হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চা, গবেষণা ও নতুন জ্ঞান অনুসন্ধান করতে হবে। এ জন্য বিষয় বাছাই, শিক্ষাক্রম উন্নয়ন এবং শিক্ষাদানের পদ্ধতি অব্যাহতভাবে উন্নত ও যুগোপযোগী করতে হবে।
তিনি দেশের বাস্তবতা এবং জনগণের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফিসহ সকল প্রকার ব্যয় একটি সীমা পর্যন্ত নির্ধারিত রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান জানান।
সমাবর্তনে ১৯০১ জন শিক্ষার্থীকে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।
সমাবর্তনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী বক্তৃতা করেন।
#
আফরাজ/আলমগীর/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭১৫
বাংলাদেশের স¦াস্থ্যখাতের অর্জন বিশ্বের অনেক দেশের জন্য দৃষ্টান্ত
-- জাতিসংঘের বিশেষ দূত
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
বাংলাদেশের স্বাস্থ্যখাতের সাম্প্রতিক অর্জনকে বিশে^র অনেক দেশের জন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করলেন ঢাকা সফররত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ডেভিড ন্যাবারো (উধারফ ঘধনধৎৎড়)।
আজ ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করতে এসে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকালে গত কয়েক বছরে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করে জাতিসংঘের বিশেষ দূত বলেন, স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তৃণমূলের জনগণকে সম্পৃক্ত করাতে বাংলাদেশ সরকারের সক্ষমতা নিঃসন্দেহে প্রশংসনীয়। এসময় তিনি ম্যালেরিয়া নির্মূল, ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ, নারীদের ক্যান্সার প্রতিরোধের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার গৃহীত কর্মসূচির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের ঔষধ শিল্পের অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী এসময় বলেন, সরকারের সময়ে আর্থসামাজিক খাতে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন হিসেবে গণ্য করা হয়। গত কয়েক বছরে স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনসহ বেশ কিছু ক্ষেত্রে আমাদের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতিসংঘ বিশেষ পুরস্কার প্রদান করে সম্মানিত করেছে। বাংলাদেশের ঔষধ বিশে^র ১২৭টি দেশে রপ্তানি হচ্ছে জানিয়ে মন্ত্রী এখাতের আরো বিকাশের লক্ষ্যে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, ডিএফআইডি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/আলমগীর/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৭১৪
প্রজনন মৌসুমে মা-ইলিশ নিধন বন্ধের সময় ২২ দিন থেকে ৩০ দিনে বর্ধিত
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ):
ইলিশের উৎপাদন বৃদ্ধি, উন্নয়ন ও মা-ইলিশ নিধন রোধের লক্ষ্যে নদ-নদীর জাটকা প্রধান অঞ্চলে প্রজনন মৌসুমে ২২ দিন পর্যন্ত মা-ইলিশ আহরণ নিষিদ্ধের সময়সীমা বাড়িয়ে আজ থেকে ৩০ দিনে বর্ধিত করা হয়েছে।
আজ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) মিলনায়তনে মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক 'ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণ ও অভয়াশ্রম প্রতিষ্ঠা: গবেষণা-অগ্রগতি' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এই সময়সীমা বৃদ্ধির ঘোষণা দেন।
সরকার জাটকাপ্রধান অঞ্চলে ৫টি অভয়াশ্রমে প্রতিষ্ঠার পর প্রতিবছর প্রজননের মৌসুমে অর্থাৎ আশ্বিন মাসের ভরাপূর্ণিমার পূর্বের ৪ দিন, পূর্ণিমার ১দিন এবং পরের ১৭দিন মিলে মোট ২২দিন মা-ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল। ফলে গতবছর ইলিশের উৎপাদন ব্যাপকভাবে বেড়ে যায়। এর আগে এই নিষেধাজ্ঞার সময়সীমা ছিল মোট ১৫দিন।
জাটকা নিধন রোধ এবং মা-ইলিশ ধরার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের ফলে বিগত কয়েক বছর ইলিশের উৎপাদন প্রতিবছর ১০-১২ হাজার মেট্রিক টন করে বৃদ্ধি পেয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ৪ লাখ টনে উন্নীত হয়েছে।
এরই ধারাবাহিকতায় চলতি মাসের ১১ থেকে ১৭ মার্চ পর্যন্ত ইলিশের জাটকা নিধন রোধে 'জাটকা-সংরক্ষণ সপ্তাহ-২০১৭' পালিত হচ্ছে।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনিছুর রহমান। প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জোয়ার্দার ফারুক আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম নিয়ামুল নাসের।
মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তৃতা করেন মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুল হাসান খান এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।
#
এস আলম/আলমগীর/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৪২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭১৩
টেকনিক্যাল ইন্টার্ণ প্রেরণে বাংলাদেশ ও জাপানের চুক্তি স্বাক্ষর
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ):
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ওহঃবৎহধঃরড়হধষ গধহঢ়ড়বিৎ উবাবষড়ঢ়সবহঃ ঙৎমধহধরুধঃরড়হ, ঔধঢ়ধহ (ওগ ঔধঢ়ধহ) এর সাথে বাংলাদেশ থেকে জাপানে ঞবপযহরপধষ ওহঃবৎহ প্রেরণ এবং তাদের প্রশিক্ষণ সহযোগিতা প্রদানের বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি এবং জাপানের পক্ষে ওগ ঔধঢ়ধহ এর এক্সিকিউটিভ চেয়ারম্যান কিওই ইয়ানাগিসাওয়া এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, চুক্তির মাধ্যমে আরো অধিক দক্ষকর্মী তৈরি এবং দেশে-বিদেশে চাহিদা অনুযায়ী দক্ষকর্মী প্রেরণ করতে পারবো। মন্ত্রী আরো বলেন, বর্তমানে সারা বিশ্বে দক্ষকর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষকর্মী তৈরি এবং প্রেরণে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তিনি আরো জানান, বর্তমানে জাপানে নির্মাণ খাতে ব্যাপক কর্মীর চাহিদা রয়েছে।
ওগ ঔধঢ়ধহ এক্সিকিউটিভ চেয়ারম্যান কিওই ইয়ানাগিসাওয়া বলেন, ঞবপযহরপধষ ওহঃবৎহ ঞৎধরহরহম চৎড়মৎধসব (ঞওঞচ) এর আওতায় জাপান দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে টেকনিক্যাল ইনটার্ণ গ্রহণ করছে। বাংলাদেশ থেকে এ প্রোগ্রামের আওতায় সর্বাধিক পরিমাণ টেকনিক্যাল ইনটার্ণ গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে নেওয়া শিক্ষানবিশ কর্মীদের পাঁচ বছর পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে এবং পরে তারা দেশে ফিরে নিজেই উদ্যোক্তা হতে পারবে।
সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয় ও অধিনস্থ দপ্তর সমুহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৬৩২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭১২
গার্মেন্টস শিল্পের উন্নয়নে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ):
বিভিন্ন সময়ে শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য শ্রমিক, মালিক ও সরকার পক্ষীয় প্রতিনিধি সমন্বয়ে ২০ সদস্যের আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করেছে সরকার।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীকে সভাপতি এবং মন্ত্রণালয়ের উপসচিব (শ্রম) কে সদস্য সচিব করে ২০ সদস্যের কমিটিতে সরকার পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং বাণিজ্য, স্বরাষ্ট্র, বস্ত্র ও পাট, পররাষ্ট্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ন্যূনতম যুগ্মসচিব পর্যায়ের একজন করে প্রতিনিধি, মালিক পক্ষের বিভিন্ন সংগঠনের ৬ জন এবং শ্রমিকপক্ষের বিভিন্ন সংগঠনের ৬ জন নিয়ে প্রতিনিধি পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে নবগঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ দেশের বিদ্যমান সম্পদ এবং সার্বিক আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে গার্মেন্টস শিল্পে মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণে সরকারকে পরামর্শ প্রদান করবে। এছাড়া, এ পরিষদ গার্মেন্টস শিল্প সেক্টরের সার্বিক শ্রম পরিস্থিতি পর্যালোচনাপূর্বক সরকারকে অবহিত করবে এবং গার্মেন্টস শিল্প সেক্টরের শ্রম সংশ্লিষ্ট আইন, বিধি, নীতি ও পরিকল্পনা বিষয়ে সরকারকে সহায়তা ও পরামর্শ প্রদান করবে। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ সাধারণত বৎসরে ন্যূনতম তিনবার সভায় মিলিত হবে। তবে, সভাপতি প্রয়োজনবোধ করলে যে কোনো সময় সভা আহ্বান করতে পারবেন।
সরকার কর্তৃক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ বহাল থাকবে। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য এই মন্ত্রণালয়ের আইন ও শ্রম অধিশাখা সাচিবিক সহায়তা প্রদান করবে।
#
আকতারুল/অনসূয়া/নুসরাত/রেজ্জাকুল/রফিকুৃল/শামীম/২০১৭/১৫৩৯ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৭১১
কমনওয়েলথ দিবসে অংশগ্রহণের জন্য স্পিকারের লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ
ঢাকা, ২৮ ফাল্গুন (১২ মার্চ) :
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী আজ কমনওয়েলথ দিবস-২০১৭ যোগ দিতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এর আয়োজনে যুক্তরাজ্যের লন্ডনে ১৩ মার্চ কমনওয়েলথ দিবস-২০১৭ উদ্যাপিত হবে।
স্পিকারের সফর সঙ্গী হিসেবে রয়েছেন কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ)এর এক্সিকিউটিভ কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ইমরান আহমদ।
এবারের কমনওয়েলথ দিবসের মূল প্রতিপাদ্য ‘অ চবধপব-নঁরষফরহম ঈড়সসড়হবিধষঃয.’
সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ দিবস-২০১৭ এর উদ্বোধন, শান্তিময় কমনওয়েলথ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক সেশন, গোলটেবিল বৈঠক, অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণসহ বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। আগামী ১৫ মার্চ ২০১৭ স্পিকার সিপিএ’র স্কটল্যান্ড শাখা পরিদর্শন করবেন।
#
কামাল/অনসূয়া/জসীম/রেজ্জাকুল/রফিকুল/আসমা/২০১৭/১৫২০ ঘণ্টা