তথ্যবিবরণী নম্বর : ২৮৩৬
জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরির বিকল্প নেই
-- ডেপুটি স্পিকার
ঢাকা, ১৯শে ভাদ্র (৩রা সেপ্টেম্বর) :
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, জ্ঞান অর্জনের জন্য এবং সুনাগরিক গঠন করতে লাইব্রেরির কোনো বিকল্প নেই। তাই তরম্নণ প্রজন্মকে সুস' সৃজনশীল চিনত্মাধারার সাথে সম্পৃক্ত করতে প্রয়োজন আরো বেশি লাইব্রেরি করা। সুনাগরিক গঠিত হলে দেশে জঙ্গিবাদের উত্থান হবে না।
ডেপুটি স্পিকার আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গ্রন'াগারিক পেশাজীবী সমিতি (বেলিড) আয়োজিত ‘সুনাগরিক গঠন ও সন্ত্রাসবাদ রোধে গ্রন'াগার পেশাজীবীদের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান ড. মো. মোসত্মাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য বেগম আখতার জাহান, পিকেএসএফ এর চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, এডভোকেট সুলতানা কামাল, বাংলাদেশ ইউনিভার্সিটি অভ্ প্রফেশনালসের প্রোভিসি ড. নাজমুল আহসান কলিমউলস্নাহ, গ্রন'াগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, অধাপক ড. এস এম মান্নান এবং দৈনিক প্রথম আলোর যুগ্মসম্পাদক মিজানুর রহমান খান বক্তৃতা করেন।
ডেপুটি স্পিকার বলেন, সুনাগরিক গঠন করতে হলে যুবসমাজকে লাইব্রেরির দিকে আকৃষ্ট করতে হবে। লাইব্রেরির প্রতি পাঠক যাতে আকৃষ্ট হয় সেজন্য লাইব্রেরিতে পড়ার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। এসময় তিনি জাতীয় সংসদের যে সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে সেটিকে ব্যবহার করার জন্য সংসদ সদস্য ও আগ্রহীদের আহ্বান জানান। তিনি বলেন, সংসদ লাইব্রেরিকে আরো সমৃদ্ধ ও যুগোপযোগী করতে বিভিন্ন পদড়্গেপ গ্রহণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার নামে চেয়ার স'াপনের সিদ্ধানত্ম নেয়া হয়েছে বলে জানান তিনি।
জঙ্গিবাদ প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো প্রশ্রয় নেই। তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে যে জাতি নয় মাসে স্বাধীনতা অর্জন করতে পারে সে জাতি কখনোই জঙ্গিবাদের কাছে মাথা নত করবে না। তিনি দলমত নির্বিশেষে সকল বিবেকবান মানুষকে জঙ্গিবাদের বিরম্নদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
#
স্বপন/আফরাজ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২১১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৩৫
মুক্তিযুদ্ধে মাদার তেরেসার অবদান শীর্ষক আলোচনাসভা
ঢাকা, ১৯শে ভাদ্র (৩রা সেপ্টেম্বর) :
জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বলেছেন, মহীয়সী নারী মাদার তেরেসা এমন একজন ব্যক্তিত্ব যিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, মাদার তেরেসা আমাদের মুক্তিযুদ্ধে শরণার্থী শিবিরে সহায়তাকারীদের অন্যতম ছিলেন। মুক্তিযুদ্ধের পরেও নানা দুর্যোগে আমরা তাঁর ও তাঁর প্রতিষ্ঠানের সহায়তা পেয়েছি। আমরা তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি।
চিফ হুইপ আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মাদার তেরেসা রিসার্চ সেন্টার আয়োজিত ‘আমাদের মুক্তিযুদ্ধে মাদার তেরেসার অবদান’ শীর্ষক আলোচনা, মৃত্যুঞ্জয়ী মাদার তেরেসা গ্রনে'র মোড়ক উন্মোচন ও মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০১৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
চিফ হুইপ বলেন, সংকট ও বিপদের মধ্যে থেকেও মাদার তেরেসা মানবসেবায় আত্মনিয়োগ করেছেন। তাঁর আদর্শ বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সারা জীবন তিনি রম্নগ্ন ও অসহায় মানুষের সেবা করে গেছেন। সেবাকে তিনি বলতেন পরম ধর্ম। মানুষের সেবাই তার মতে ঈশ্বরের সেবা। মানুষের জন্য সৃষ্টিকর্তার দেয়া দায়িত্বও বটে।
অনুষ্ঠানে চিফ হুইপ মাদার তেরেসা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান গোলাম কাদের রচিত ‘মৃত্যুঞ্জয়ী মাদার তেরেসা : জীবন ও কর্ম’ এবং আব্দুল মান্নান রচিত ‘মায়ের প্রতি আরজের ভালবাসা’ শীর্ষক দু’টি গ্রনে'র মোড়ক উন্মোচন করেন। এছাড়া অনুষ্ঠানে দেশ ও সমাজসেবায় উলেস্নখযোগ্য অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদেরকে ‘মাদার তেরেসা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০১৬’ প্রদান করা হয়।
সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে মাদার তেরেসা রিসার্চ সেন্টারের চেয়ারম্যানসহ বিশিষ্ট ব্যক্তিগণ বক্তব্য রাখেন।
#
সাব্বির/আফরাজ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/২০১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৩৪
স্বাস'্যসেবা প্রদানে বারডেম প্রশংসনীয় ভূমিকা রাখছে
---শিড়্গামন্ত্রী
ঢাকা, ১৯ শে ভাদ্র ( ৩রা সেপ্টেম্বর) :
শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস'্যসেবা পৌঁছে দিতে সরকার সারাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, সরকারের একার পড়্গে স্বাস'্যসেবার মতো একটি অতি জরম্নরি মৌলিক চাহিদাপূরণ সম্ভব নয়। এড়্গেত্রে বারডেম প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে।
মন্ত্রী আজ ঢাকার শাহবাগে বারডেম মিলনায়তনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ খানকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তৃতায় একথা বলেন। ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ কে আজাদ খান সম্প্রতি ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের পড়্গ থেকে আইডিএফ গেস্নাবাল এওয়ার্ড-এ ভূষিত হওয়ায় এমপেস্নায়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন অভ্ ডায়াবেটিক এসোসিয়েশনের পড়্গ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মন্ত্রী সারাদেশে ডায়াবেটিক রোগীদের জন্য স্বাস'্যসেবা প্রাপ্তি সহজতর করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রম আরো বিসত্মৃত করার ওপর জোর দেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির স্বাস'্য সচেতনতা ও শিড়্গা কার্যক্রম তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে শিড়্গা মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও শিড়্গাপ্রতিষ্ঠানসমূহের পড়্গ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেন শিড়্গামন্ত্রী।
অনুষ্ঠানে অধ্যাপক ড. এ কে আজাদ খান, বারডেম বোর্ড অভ্ ম্যানেজমেন্ট-এর চেয়ারম্যান ডা. সারওয়ার আলী, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার এবং ডায়াবেটিক সমিতির যুগ্মমহাসচিব অধ্যাপক রশিদ-ই- মাহবুবও বক্তব্য রাখেন। এমপেস্নায়িজ ওয়েলফেয়ার এসোসিয়েশন অভ্ ডায়াবেটিক এসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সিদ্ধেশ্বরী গার্লস কলেজে জঙ্গিবাদবিরোধী আলোচনাসভা
ঢাকার বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের পড়্গ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক আলোচনাসভা আজ অনুষ্ঠিত হয়।
কলেজ মিলনায়তনে এ আলোচনাসভায় শিড়্গা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কলেজের গভর্নিং বডির সভাপতি এ এস মাহমুদ, নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেনজামিন ডি কোসত্মা, রমনা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শিবলী নোমান এবং স'ানীয় ওয়ার্ড কাউন্সিলর কামরম্নজ্জামান কাজল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কলেজের অধ্যড়্গ কানিজ ফাতেমা মাহমুদ সভাপতিত্ব করেন। বক্তাগণ জঙ্গিবাদ দমনে শিড়্গা প্রতিষ্ঠানে শিড়্গা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত সহশিড়্গা কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন।
#
সাইফুলস্নাহ/আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৩৩
জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান আগামীকাল
ঢাকা, ১৯শে ভাদ্র (৩রা সেপ্টেম্বর) :
আগামীকাল ৪ সেপ্টেম্বর প্রদান করা হবে ২০১০, ২০১১ ও ২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার।
ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদানের জন্য ২০১০, ২০১১ ও ২০১২ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ৩২ জন কৃতী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক। আগামীকাল সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে তাঁদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স'ায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল।
#
শফিকুল/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৩২
স্বাধীনতাবিরোধীরা জঙ্গিবাদ উসকে দিচ্ছে
-- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ১৯শে ভাদ্র (৩রা সেপ্টেম্বর) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের উন্নয়ন বাধাগ্রসত্ম করতে জঙ্গিবাদ উসকে দিচ্ছে। তবে তারা যত চেষ্টাই করম্নক না কেন বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ দমনে প্রয়োজন বঙ্গবন্ধুর আদর্শ বাসত্মবায়ন’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জঙ্গিবাদ দমনে পৃথিবীর যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ সফল। কোন জঙ্গিকে ছাড় দেয়া হবে না। বঙ্গবন্ধুর বাংলায় জঙ্গিবাদের স'ান হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধু বিশ্বের একমাত্র নেতা যিনি একটি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন এবং স্বাধীনতা এনেও দিয়েছেন। বঙ্গবন্ধু রাজনৈতিক মুক্তি এনে দিয়েছেন। আর বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূল করে জাতিকে অর্থনৈতিক মুক্তি এনে দেয়ার জন্য কাজ করে যাচ্ছে।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারম্নন এবং মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদির গামা বক্তব্য রাখেন।
#
মারম্নফ/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৩১
দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে
-- প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
খুলনা, ১৯শে ভাদ্র (৩রা সেপ্টেম্বর) :
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। কোরবানির জন্য এক কোটির কিছু বেশি পশুর প্রয়োজন হবে। আমাদের দেশের খামারিরা এখন আগের চেয়ে অনেক বেশি পশু পুষছেন এবং অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। দেশের বাইরে থেকে কোনো পশু আমদানির প্রয়োজন নেই। পশু আমদানি না হলে খামারিরা ন্যায্যমূল্য পাবেন, অন্যদিকে ক্রেতাদেরও বেশি দামে পশু কিনতে হবে না।
প্রতিমন্ত্রী আজ খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা প্রেসক্লাবের উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন।
খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনটি আধুনিক করার জন্য সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এটি বাসত্মবায়নের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন। তিনি বলেন, এককভাবে কোনো কাজই বাসত্মবায়ন করা সম্ভব নয়, সম্মিলিতভাবে এর বাসত্মবায়ন করতে হবে। প্রেসক্লাবের উন্নয়নে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সমাজ ও দেশকে এগিয়ে নিতে গণমাধ্যমের গুরম্নত্বপূর্ণ ভূমিকা রয়েছে। খুলনাকে এগিয়ে নেয়া তথা উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরম্নল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক বেগম ফেরদৌসী আলী, জন্মভূমির সম্পাদক ওয়াদুদুর রহমান পান্না এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এস এম জাহিদ হোসেন বক্তৃতা করেন। খুলনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা এ সময় উপসি'ত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী লিয়াকত আলী মিলনায়তন পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন।
#
জাকির/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮৩০
জঙ্গিরা বাংলাদেশে কখনও ঠাঁই পাবে না
---শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৯ শে ভাদ্র ( ৩রা সেপ্টেম্বর) :
রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত স¦াধীন বাংলাদেশে জঙ্গিরা কখনও ঠাঁই পেতে পারে না।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় বক্তৃতায় একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জঙ্গিবাদবিরোধী সভা আয়োজনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজিত উগ্র সাম্প্রদায়িক স¦াধীনতাবিরোধী শক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বার বার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ অপশক্তি বর্তমানে বাংলাদেশের বিশ্বব্যাপী প্রশংসিত অগ্রগতি ও সাফল্যকে থামিয়ে দিতে জঙ্গিবাদে মদদ দিচ্ছে। তিনি বলেন, জঙ্গিবাদকে সমূলে নির্মূল করতে হলে এ মদদদাতাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ দেশের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।
সন্ত্রাসবাদ ও জঙ্গিতৎপরতা দমনে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গুলশানে হলি আর্ঢিজান হোটেল ও শোলাকিয়া ঈদের জামাতে হামলার ঘটনায় সারাদেশে প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে। এধরনের জাতীয় ঐক্য দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
আলোচনাসভায় শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. আকতারুজ্জামান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. কামাল উদ্দিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদও বক্তব্য রাখেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাকসুদ কামাল অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮২৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২৯
রাজনীতিই আত্মপরিচয়ের সোপান রচনা করেছে
-- তারানা হালিম
ঢাকা, ১৯শে ভাদ্র (৩রা সেপ্টেম্বর) :
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ এবং তাদের হাতেই আগামী দিনের বাংলাদেশ, তারা দেশকে যে পথে নেবে সে পথেই যাবে বাংলাদেশ। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, দেশের ভাল খারাপ নির্ধারণ করবে তোমরাই। তোমরা যদি আর্দশহীন হও দেশ খারাপ হতে বাধ্য। আর সৎ আদর্শ, নীতিবান ও মুক্তমনা হলে দেশ খারাপ হওয়ার কোনো সুযোগ নেই।
প্রতিমন্ত্রী আজ ঢাকায় টি এন্ড টি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ১ম বর্ষ ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ছাত্রছাত্রীরা আজকাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার হতে চায়, কদাচিৎ শোনা যায় রাজনীতিক হতে চায়। কিন' তোমরা যদি একটু শিকড়ের দিকে তাকাও তাহলে দেখবে রাজনীতিই তোমার আত্মপরিচয়ের প্রথম সোপান রচনা করেছে।
টি এন্ড টি মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি ড. আবু সাইদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গভর্নিং বডির সদস্য আবু তালেব, কলেজের অধ্যক্ষ মো. মহসিন হোসেন এবং
উপাধ্যক্ষ রোকসানা বেগম বক্তৃতা করেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
#
এনায়েত/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৭২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২৮
জঙ্গিবাদ চিরতরে নির্মূল করতে হবে
-- এলজিআরডি প্রতিমন্ত্রী
ঢাকা, ১৯শে ভাদ্র (৩রা সেপ্টেম্বর) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশ ও জাতির আলোকিত জ্ঞানী-গুণিজন স্ব স্ব কর্মড়্গেত্রে সরকারের সহায়ক ভূমিকা রাখলে জঙ্গি ও সন্ত্রাসবাদ চিরতরে নির্মূল করা সম্ভব।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মেধা বিকাশ সোসাইটি আয়োজিত জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশ ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরম্নদ্ধে সমগ্র জাতি যেভাবে ফুঁসে ওঠেছে, এ গণজাগরণকে কাজে লাগিয়ে জঙ্গি দমনের এ কর্মযজ্ঞ সফল করতে হবে। এড়্গেত্রে সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত ভূমিকা রাখা অপরিহার্য। তিনি মেধা বিকাশ সোসাইটির শিড়্গা ও সমাজ সংস্কারসহ বিভিন্ন কল্যাণকর কর্মসূচির প্রশংসা করে সংগঠনটিকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
সংগঠনের উপদেষ্টা এস এম মোশারফ হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজসেবী নাজমা মতিন এবং সোসাইটির চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন অপু বক্তব্য রাখেন।
পরে প্রতিমন্ত্রী সমাজের বিভিন্ন ড়্গেত্রে বিশেষ অবদান রাখায় ৮জন গুণি মানুষ এবং জেএসসি পরীড়্গায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন শিড়্গার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।
#
আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৮২৭
উন্নয়নের চাকা বন্ধ করতেই জঙ্গি তৎপরতা
-- খাদ্যমন্ত্রী
ঢাকা, ১৯শে ভাদ্র (৩রা সেপ্টেম্বর) :
খাদ্যমন্ত্রী মো. কামরম্নল ইসলাম বলেছেন, ‘৭১ এর পরাজিত শক্তিরাই ’৭৫ এর হত্যাকা- এবং জাতীয় ৪ নেতা হত্যাকা- ঘটিয়েছিল। সেই পরাজিত শক্তিই বর্তমানে সারা দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকা- ঘটাচ্ছে।
মন্ত্রী আজ ঢাকায় নবকুমার ইনস্টিটিউটে আয়োজিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভায় প্রধান অতিথির বক্তৃতকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের চাকা বন্ধ করতেই সেই পরাজিত শক্তি জঙ্গি তৎপরতায় নেমেছে। তারা দেশকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তিনি বলেন, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, খাদ্যসহ প্রতিটি সেক্টরে দেশ আজ এগিয়ে যাচ্ছে। খাদ্যে আজ আমরা স্বয়ংসম্পূর্ণ। বিশ্ব দরবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ইমেজ তা নস্যাৎ করার জন্যই এই ষড়যন্ত্র চলছে।
তিনি আরো বলেন, দেশের জন্মের ইতিহাস যদি এই প্রজন্মের ছাত্রছাত্রীরা সঠিকভাবে না জানে তবে তারা মানুষের মতো মানুষ হতে পারবে না এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারবে না। সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরম্নণ প্রজন্মকে জানাই, যাতে তারা দেশপ্রেমিক নাগরিক হিসেবে বেড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নবকুমার ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা উপসি'ত ছিলেন।
#
সুমন/আফরাজ/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৬৩০ ঘণ্টা