তথ্যবিবরণী নম্বর : ১৫২১
গণতন্ত্রের সুফল পেতে জঙ্গিদমন করুন
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):
গণতন্ত্রের সুফল পেতে জঙ্গিদমনের বিকল্প নেই বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব অভ্ ঢাকা ডাউন টাউন ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, উন্নয়নের ফসল ঘরে তুলতে যেমন দুর্নীতির আগাছা পরিষ্কারের বিকল্প নেই, তেমনি গণতন্ত্রের সুফল পেতে জঙ্গিদমনের বিকল্প নেই।
পরিবেশ, তথ্যপ্রযুক্তি ও জঙ্গিবাদকে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় বলে উল্লেখ করে হাসানুল হক ইনু এসময় টেকসই, সবুজ ও ডিজিটাল উন্নয়নের পাশাপাশি জঙ্গিদমনেও ভূমিকা রাখার জন্য লায়নদের প্রতি আহ্বান জানান।
ডিস্ট্রিক্ট ৩১৫বি১ এর গভর্নর লায়ন এ এস সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে লায়ন নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এর আগে দুপুরে ঢাকার জাতীয় গ্রন্থাগারে নিম্নমাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী বলেন, রাজাকার, জঙ্গি ও নারী উত্যক্তকারীদের বর্জন করে শিক্ষা, উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে যেতে হবে। নারী উত্যক্তকারীরা জানোয়ার, এদেরকে দমনে পিছপা হলে চলবে না। টেকনিক টিচিং হোম আয়োজিত এ সমাবেশ উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
#
আকরাম/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/২০১৩ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫২০
উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই
-- মৎস্য প্রতিমন্ত্রী
ডুমুরিয়া (খুলনা), ২৩ বৈশাখ (৬ মে):
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরম্নত্ব দিয়ে এর অবকাঠামোগত উন্নয়ন করে যাচ্ছে। উন্নত জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি আজ খুলনার ডুমুুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের নতুন নারায়ণ চন্দ্র চন্দ প্রশাসনিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর শিক্ষার গুণগত মানের উন্নতি হয়েছে। সরকার প্রথম দিন থেকেই শিক্ষাখাতকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। যার ফলে শিক্ষাক্ষেত্রে বৈপস্নবিক পরিবর্তন ঘটেছে। তিনি বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির শিক্ষায়ও শিক্ষিত করতে হবে। শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার এখন ব্যাপকতা লাভ করছে। সরকারের সঠিক পদক্ষেপের কারণে ইতোমধ্যে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে। শিক্ষার উন্নয়নে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নিবিড় সম্পর্ক থাকা বাঞ্ছনীয়। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর তিনি গুরম্নত্বারোপ করেন। প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মোলস্ন্লা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গাজী মো. হুমায়ুন কবীর বুলু এবং ডান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ডা. হিমাংশু কুমার বিশ্বাস এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইউব হোসাইন বক্তৃতা করেন।
এর আগে ডুমুরিয়ার নলঘোনা এফ সি ডি আই প্রকল্পের জলমহল ও জলাশয় এর পুনর্খনন পরিদর্শন করেন। জেলা মৎস্য কর্মকর্তা, স'ানীয় জনপ্রতিনিধি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং স'ানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় উপসি'ত ছিলেন।
#
সুলতান/মাহমুদ/মোশারফ/সেলিম/২০১৬/১৮১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৫১৯
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯ মে’র অনার্স ২য় বর্ষ পরীড়্গার তারিখ পরিবর্তন
ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে):
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিড়্গাবর্ষের ২০১৫ সালের শুধু দ্বিতীয় বর্ষ অনার্স ৯ মে ২০১৬ তারিখের পরীড়্গা স'গিত করা হয়েছে। পরীড়্গাটি আগামী ১০ মে মঙ্গলবার বেলা ২টায় অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পরীড়্গা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
#
ফয়জুল/মাহমুদ/সেলিম/মোশারফ/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা