Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ নভেম্বর ২০২৩

তথ্যবিবরণী ২৯ নভেম্বর ২০২৩

তথ্যবিবরণী                                                                                                              নম্বর : ১৮০৮

বুদ্ধিকে মোহমুক্ত করতে সর্বাগ্রে প্রয়োজন বিজ্ঞান চর্চা

                                           - সংস্কৃতি সচিব

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসুর মধ্যে ছিল প্রগাঢ় বন্ধুত্ব। এ বন্ধনের সূত্র ধরেই রবীন্দ্রনাথ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পাঠে মনোনিবেশ করেন। ১৯৩৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ সংকলন ‘বিশ্বপরিচয়’ গ্রন্থে উল্লেখ করেন, ‘বুদ্ধিকে মোহমুক্ত করতে সর্বাগ্রে প্রয়োজন বিজ্ঞান চর্চা’। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের এ যুগে ও বৈশ্বিক প্রেক্ষাপটে এর যথার্থতা নিঃসন্দেহে প্রতীয়মান হয়। 

সচিব আজ রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাদুঘর আয়োজিত ‘স্যার জগদীশ চন্দ্র বসু মুক্ত দর্শনের বিজ্ঞানী’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা ২০২৩-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. সৌমিত্র চক্রবর্তী। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মনিরুজ্জামান খন্দকার। সেমিনারে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিক্ষা অফিসার সাইদ সামসুল করীম।

#

ফয়সল/পাশা/সায়েম/শফি/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২৩/১৯১০ঘণ্টা  

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৮০৭

 

আগামী নির্বাচনে বরিশালবাসী প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দিবেন

                                                                                   --- জাহিদ ফারুক

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

          পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তা নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, নির্বাচনে বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী হিসেবে পুনরায় মনোনীত করায় বরিশালবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও  কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং যারা শেখ হাসিনার আস্থায় বিশ্বাস করেন তারা অবশ্যই নৌকার মনোনীত প্রার্থীর পাশে থাকবেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

          আজ বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

          প্রতিমন্ত্রী বলেন, ‘আমার ওপর আস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি আমার দায়িত্ব-কর্তব্য সততা-নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে। আর এ কারণে প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখেছেন বিধায় আমাকে আবারও মনোনয়ন দিয়েছেন। নৌকার জয়ের আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন, আমার সম্পর্কে বরিশালের সাধারণ মানুষের ধারণা কি রয়েছে তা জনগণ তাদের রায়ে অবশ্যই প্রকাশ করবে। আমি মনে করি আপামর জনসাধারণ বরিশালের উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট  দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনে নৌকার বিজয় উপহার দিবেন। তিনি নির্বাচিত হলে বরিশালকে সমৃদ্ধিশালী শহরে রূপান্তরিত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

          এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কেবিএস আহমেদ কবির, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহান হাওলাদার, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু ও বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব প্রমুখ।

#

গিয়াস/পাশা/সায়েম/শফি/রফিকুল/জয়নুল/২০২৩/২০২০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর : ১৮০৬

বিএনপি নির্বাচনে না আসলে সর্বহারা পার্টিতে পরিণত হবে

             --এনামুল হক শামীম

শরীয়তপুর, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, আগুন-সন্ত্রাস, সাংবাদিক ও পুলিশের ওপর হামলা করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল বিএনপি। কিন্তু তা হয়নি। বরং বিএনপির মৃত্যু হয়েছে। তারা শুধু পারে আগুন, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করতে। বিএনপি নির্বাচনে না আসলে সর্বহারা পার্টিতে পরিণত হবে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ শরীয়তপুরে রির্টানিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদের কাছে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে উপমন্ত্রী এসব কথা বলেন।

এনামুল হক শামীম বলেন, বিএনপি এখন সর্বহারা পার্টির দিকে যাচ্ছে। আগের দিনে সর্বহারা পার্টি, কিছু আন্ডারগ্রাউন্ড পার্টি চোরাগুপ্তা হামলাগুলো চালাতো। বিএনপিও এখন সে দিকে যাচ্ছে। বিএনপি এখন মৃত্যুর দিকে এগিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পথে রয়েছে। ইতিমধ্যেই তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে। তিনি বলেন, বিএনপির মধ্যে কোনো গণতন্ত্র নেই। তাই গণতন্ত্র ভেদ করে বিএনপি দেশে অগণতান্ত্রিক একটি সরকার কায়েম করতে চায়। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনাকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। বহু ষড়যন্ত্র ও চক্রান্ত পদদলিত করেই বাংলাদেশকে বিশ্বসভায় মর্যাদাপূর্ণ আসনে নিয়ে গেছেন। তাই এদেশের জনগণ পঞ্চমবারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

উপমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার বদৌলতে আমরা পদ্মাসেতুসহ আরো অনেক মেগাপ্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখান ও সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। সরকারের এই মেয়াদে নড়িয়া-সখিপুর তথা শরীয়তপুরের ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে। ফোরলেনের কাজও এগিয়ে যাচ্ছে। পাশাপাশি এখানে এখন আর নদী ভাঙন নেই। শরীয়তপুর এখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় মেঘনা সেতুর ভিত্তিরপ্রস্তর উদ্বোধন করবেন। শরীয়তপুরকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সহ-সভাপতি ওহাব বেপারী, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি উপ কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমুখ।

#

গিয়াস/পাশা/সায়েম/শফি/রফিকুল/রেজাউল/২০২৩/১৮৪৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর : ১৮০৫

মালয়েশিয়ায় দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যুতে হাইকমিশনের শোক

কুয়ালালামপুর, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

          মালয়েশিয়ার পেনাং রাজ্যে তিন জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় আনুমানিক রাত ৯ দশমিক ৪৫ মিনিটে মালয়েশিয়ার পেনাং রাজ্যে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

          অনাকাক্সিক্ষত এ দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

          মৃত তিন ব্যক্তি হলেন- মোহাম্মদ মোকাদ্দেশ আলী (পাসপোর্ট নং: EJ0915363), পিতা মোঃ আফসার আলী, গ্রাম: হরিপুর, উপজেলা: শিবগঞ্জ, জেলা:  বগুড়া; মোহাম্মদ সাইফুল ইসলাম (পাসপোর্ট নং: EH0730224) পিতা: মোঃ রওশন আলী, গ্রাম: লক্ষীপুর, উপজেলা: দেবিদ্বার, জেলা: কুমিল্লা এবং মোঃ আহাদ আলী (পাসপোর্ট নং: A01964104) পিতা: মোহাম্মদ ওসমান মন্ডল, গ্রাম : ছাইপাই, উপজেলা:  চাটমোহর, জেলা: পাবনা।

          দুর্ঘটনার সংবাদ পাওয়া মাত্র মালয়েশিয়ায়  বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মাদ  খোরশেদ আলম  খাস্তগীর হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ এস এম জাহিদুর রহমান এবং আইন সহকারী  সুকুমারান সুবরামানিয়মকে ঘটনা স্থলে প্রেরণ করেন। উক্ত দুই কর্মকর্তা   ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন। প্রাপ্ত তথ্য মোতাবেক জানা যায় ঐ ৩ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক উক্ত দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাদের মরদেহ বর্তমানে পেনাং জেনারেল হসপিটালে সংরক্ষিত রয়েছে। এছাড়া আরো ২ জন বাংলাদেশি শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। বর্তমানে তারা পেনাং জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।

          মৃত ৩ জন বাংলাদেশি কর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের জন্য কাজ করছে হাইকমিশন।

#

মারুফ/পাশা/সায়েম/শফি/রফিকুল/জয়নুল/২০২৩/১৯৪০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                নম্বর :  ১৮০৪

দলের পদধারী স্বতন্ত্র প্রার্থীদের অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে

                                     --তথ্য ও সম্প্রচার মন্ত্রী

চট্টগ্রাম, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, নির্বাচনে সবসময় স্বতন্ত্র প্রার্থী ছিল এবং থাকে। অনেক স্বতন্ত্র প্রার্থী নির্বাচিতও হয়। তবে যারা আমাদের দলের পদধারী স্বতন্ত্র প্রার্থী, তাদেরকে অবশ্যই দলীয় শৃঙ্খলা মাথায় রাখতে হবে। 

আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে (রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. হাছান মাহ্‌মুদ কয়েকজন দলীয় নেতাকে সাথে নিয়ে চট্টগ্রামের ডেপুটি কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। 

রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনার বাশার মোঃ ফখরুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান বলেন, সারা দেশে এখন নির্বাচনি আমেজ বইছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনয়ন ঘোষণা করেছে এবং তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে। ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। এর বাইরেও অনিবন্ধিত অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। ৭ই জানুয়ারি যথাসময়ে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, এতে বিএনপি হতাশ হয়ে গেছে। 

মন্ত্রী বলেন, নির্বাচনের জন্য প্রার্থিতা ঘোষণা, মনোনয়নপত্র সংগ্রহ করা, জমা দেওয়া এগুলোর মাধ্যমে আসলে পুরো দেশ আজ নির্বাচনি আমেজের মধ্যে আছে। এই ডামাডোলের মধ্যে বিএনপি-জামাতের নির্বাচন বর্জনের যে ডাক সেটি হাওয়ায় মিলিয়ে গেছে। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে গেছে। 

‘বিএনপি নেতাদের মন্তব্য- কয়েকদিনের মধ্যে সরকারের পতন হবে’ এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, 'বিএনপি এখন দৈব-দূর্বিপাকের উপর নির্ভর করছে, এ ধরনের ঘোষণা দিয়ে নিজেদেরকে হাস্যস্পদ করে তুলেছে। সরকারের পতন নিয়ে তো বহুদিন ধরে বিএনপি দিনক্ষণ ঘোষণা করে। তারা বলে, অমুক দিন সরকারের পতন হবে। গতবছর ৩০ ডিসেম্বর দিনক্ষণ ঘোষণা করেছিল। এবছর ২৮ অক্টোবরও দিনক্ষণ ঘোষণা করেছিল। এভাবে ঘোষণাটাই একটি সন্ত্রাসী ঘোষণা।'

বিএনপির পক্ষ থেকে বিদেশি থাবার যে কথা বলা হচ্ছে সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের স্বাধীনতা সংগ্রামের সময়েও বিদেশি থাবা ছিল, আমাদের উন্নয়ন-অগ্রগতির সময়েও বিদেশি থাবা আছে। এখন যখন দেশ এগিয়ে যাচ্ছে তখনও বিভিন্ন দেশি-বিদেশি চক্র নানা ষড়যন্ত্র করছে। তবে, আমাদের সরকারের নীতি হচ্ছে, কারো সাথেই বৈরিতা নয়, সবার সাথে মিত্রতা। সেই নীতি নিয়েই আমরা কাজ করি এবং আমাদের সাথে সকল দেশের ভালো সম্পর্ক। আমরা আমাদের সকল উন্নয়ন সহযোগীদের সহযোগিতা নিয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যেতে চাই।’

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম চিশতি, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম চৌধুরী, ডা. মোহাম্মদ সেলিম, বেদারুল আলম চৌধুরী, আবদুল মোনাফ সিকদার, এমরুল করিম রাশেদ, ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

#

আকরাম/পাশা/সায়েম/শফি/রফিকুল/রেজাউল/২০২৩/১৭৫৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                                   নম্বর : ১৮০৩

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে এক সাথে

কাজ করবে বিডা ও নোভো ফ্রেইট লজিস্টিকস লিমিটেড

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

            আজ বিডা’র কনফারেন্স কক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিনের সভাপতিত্বে Novo Freight Logistics Limited এর সাথে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিনিয়োগকারীদের লজিস্টিক সহযোগিতা, ব্র্যান্ড বাংলাদেশের প্রচার, বিনিয়োগ সুবিধা ও বিনিয়োগ পরবর্তী গাইডলাইন এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

            অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) লোকমান হোসেন মিয়া এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেট্রো বাংলাদেশ এর চিফ রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো (Yuji Ando) ও নভো গ্রুপ এর ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাফিজুর রহমান। সমঝোতা স্মারকে বিডা’র পক্ষে বিডা’র নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন এবং Novo Freight Logistics Limited এর পক্ষে সৈয়দ মোস্তাফিজুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

            অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম তারুণ্য নির্ভর ডিজিটাল দেশ, প্রতি বছর প্রায় ২ দশমিক ২৫ মিলিয়ন তরুণ আমাদের জব মার্কেটে আসছেন। এছাড়া গত ১৫ বছরে ব্যবসা-বাণিজ্য বিনিয়োগে প্রযুক্তির প্রয়োগ, অবকাঠামোগত উন্নয়ন, রাজনৈতিক স্থিরতা বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগের অন্যতম সেরা গন্তব্যে পরিণত করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন বাণিজ্য ও বিনিয়োগ পলিসি আধুনিকায়সহ, বিনিয়োগকারীদের ব্যবসা শুরু থেকেই সর্বোচ্চ আধুনিক স্মার্ট সেবা দেওয়ার লক্ষ্যে বিডা ওএসএস, ইনভেস্টমেন্ট আফটার কেয়ারসহ বিভিন্ন বিনিয়োগ সেবা দিয়ে আসছে। এই চ্যালেংজিং বিশ্ববাজারে এফডিআই আকর্ষণের জন্য এখন আমাদের দরকার বিশ্বব্যাপী ব্র্যান্ড বাংলাদেশের মার্কেটিং, বিনিয়োগে খাতভিত্তিক বিভিন্ন গাইডলাইন ও লজিস্টিক সহযোগিতা। এ সময়ে তিনি আরো বলেন, Novo Freight Logistics Limited এর সাথে এই সমঝোতা স্মারকরের ফলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা, উন্নত বিনিয়োগ পরিষেবা প্রদান, দেশি বিদেশি বিনিয়োগকারীদের সমন্বয়, বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্রে গাইডলাইন প্রদানসহ কার্যকর পদক্ষেপ গ্রহণ ও বিনিয়োগকারীদের যাবতীয় লজিস্টিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রগুলো আরো সম্প্রসারিত হবে। এ সময়ে তিনি সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

            অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ মোস্তাফিজুর রহমান বলেন, বাণিজ্য ও বিনিয়োগ ক্ষেত্রে খাতভিত্তিত গাইডলাইন, লজিস্টিক সাপোর্ট ও ব্রান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। আজ এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে অধিক পরিমাণে বিদেশি বিনিয়োগের আকর্ষণের লক্ষ্যে নভো জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে লজিস্টিক সহযোগিতা, ব্র্যান্ড বাংলাদেশের প্রচার, বিনিয়োগ সুবিধা অবহিতকরণ, বিনিয়োগ পরবর্তী গাইডলাইন, দেশি বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপন, বন্দরভিত্তিক সুবিধা প্রদানসহ বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিডা’র সহযোগী হিসেবে কাজ করবে।

            এ সময়ে বাংলাদেশে জেট্রো’র প্রধান প্রতিনিধি ইউজি আন্দো বাংলাদেশকে লাভজনক নিরাপদ বিনিয়োগের অন্যতম দেশ হিসাবে উল্লেখ করে বলেন, প্রায় ৩০০-এর বেশি জাপানি কোম্পানি বাংলাদেশে বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসছে। আগামীতে মিষ্টিসহ বিভিন্ন ফুড প্রসেসিংসহ আরো অনেক সেক্টরে বিনিয়োগ সম্প্রসারণ করার জন্য জাপানি বিনিয়োগকারীগণ আগ্রহী।

            অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকা’র সভাপতি টেটসরু কানু (Tetsuro kano) বক্তব্য প্রদান করেন। এ সময়ে বিডা, নভো, জেট্রোসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

#

প্রশান্ত/পাশা/সায়েম/শফি/রফিকুল/জয়নুল/২০২৩/১৯৫০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                      নম্বর : ১৮০২

কোভিড-১৯ সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদন

 

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৪ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক শূন্য ২ শতাংশ। এ সময় ৩৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।   

 

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৭৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৭৭১ জন।

 

#

 

সুলতানা/পাশা/শফি/রফিকুল/রেজাউল/২০২৩/১৬২৫ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                               নম্বর : ১৮০১

রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

আজ এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যার পর ওয়ালিউর রহমান এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়ে সাহসিকতার স্বাক্ষর রাখেন। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার বিষয়েও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বলেন, রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

উল্লেখ্য, রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান আজ সাড়ে ১০ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

#

মাসুম বিল্লাহ/জামান/রবি/রাসেল/কামাল/২০২৩/১৪২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                নম্বর : ১৮০০

 

কোভিড-১৯ সহ অন্যান্য সংক্রামক রোগ মোকাবিলার প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ জোরদার করতে সহযোগিতামূলক প্রকল্পের জন্য বাংলাদেশ মনোনীত

কুয়ালালামপুর, ২৯ নভেম্বর :

কোভিড -১৯ এবং অন্যান্য  সংক্রামক রোগ মোকাবিলা করার প্রস্তুতি এবং ব্যবস্থা গ্রহণের জন্য ‘স্টকপাইল’ প্রকল্পের অংশ হিসেবে দশ মিলিয়ন ডলারের দুই বছর মেয়াদি সহযোগিতামূলক প্রকল্পের জন্য বাংলাদেশকে মনোনীত করা হয়েছে। এ প্রকল্পের  বাস্তবায়ন এজেন্সি হিসেবে এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন (আসেফ), ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)-কে মনোনীত করেছে। এ প্রকল্পের জন্য বাছাই করার ক্ষেত্রে  প্রাকৃতিক বিপত্তির কারণে সৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে থাকা দেশগুলোকে অগ্রাধিকার দেয়া হয়েছে, যারা জলবায়ু পরিবর্তনজনিত কারণে কোভিড - ১৯ এবং অন্যান্য সংক্রামক রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

গতকাল কুয়ালালামপুরে মালয়েশিয়ান রেড ক্রিসেন্ট ন্যাশনাল হেডকোয়ার্টারে এ সংক্রান্ত  একটি চুক্তি স্বাক্ষর হয়।  এশিয়া-ইউরোপ ফাউন্ডেশন এবং আইএফআরসি এর চুক্তি স্বাক্ষরের সময় মালয়েশিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারপার্সন  দাতো' সেরি ডি রাজা তান শ্রী টুঙ্কু পুতেরি ইন্তান সাফিনাজ বিন্তি আলমারহুম সুলতান আব্দুল হালিম মু'আদজাম শাহ, টুঙ্কু তেমেনগং কেদাহসহ  মালয়েশিয়ায় জাপানের রাষ্ট্রদূত  তাকাহাশি কাতসুহিকো ,  এএসইএফ-এর নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত তোরু মরিকাও এবং আঞ্চলিক পরিচালক আইএফআরসি, আলেকজান্ডার ম্যাথিউ  বক্তৃতা করেন।

          এ অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার  মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর এবং কাউন্সেলর (রাজনৈতিক) প্রনব কুমার ভট্টাচায্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান সরকার এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) দেশগুলোতে কোভিড -১৯ সংক্রামক রোগ প্রতিরোধের জন্য ‘স্টকপাইল’ প্রকল্পে এই দশ মিলিয়ন ডলার প্রদান করছে। এই তহবিলটি ব্যবহার করে, আইএফআরসি এবং ন্যাশনাল সোসাইটিসমূহ একটি কাঠামোবদ্ধ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান এবং ফিলিপাইনের সরকারি কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে ‘স্টকপাইল’ প্রকল্প বাস্তবায়ন করবে।

 #

মারুফ/জামান/রবি/রাসেল/মাসুম/২০২৩/১৪৩৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                    নম্বর : ১৭৯৮

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সংসদ সদস্যকে পদত্যাগ করতে হবেনা

    -ইসি

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) :

বিভিন্ন গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে যে, কোন দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্ৰ প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তবে কোন স্বতন্ত্র প্রার্থী ইতোপূর্বে জাতীয় সংসদের কোন নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে থাকলে তালিকা প্রদানের প্রয়োজন         হবে না। 

সেক্ষেত্রে দলীয় সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবেনা। দলীয় হোক, নিৰ্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক- সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন। 

নির্বাচন কমিশন সচিবালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

#

শরিফ/জামান/রবি/মাসুম/২০২৩/১৩৪৭ ঘণ্টা

আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ১৭৯৭ 

জাতীয় আয়কর দিবসে প্রধানমন্ত্রীর বাণী  

ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর) : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“আমরা বদলে যাবো, আমরা বদলে দিবো’ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস ২০২৩ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি দেশের সম্মানিত সকল করদাতা এবং আয়কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্টদের জানাই আন্তরিক শুভেচ্ছা। পাশাপাশি যাঁরা এ বছর সেরা করদাতা সম্মাননা পাচ্ছেন তাঁদের আমি অভিনন্দন জানাচ্ছি। এই বছরের জাতীয় আয়কর দিবসের প্রতিপাদ্য ‘কর দেবো গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’- অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

আওয়ামী লীগ সরকারের রূপকল্প ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের রূপকল্পসমূহ বাস্তবায়নে বাজেট লক্ষ্যমাত্রা অর্জন অপরিহার্য। সম্মানিত করদাতাগণের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই কেবল সে লক্ষ্য অর্জন সম্ভব। আনন্দমুখর পরিবেশে কর প্রদান, তাৎক্ষণিক ই-টিআইএন প্রদান, অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, আয়কর রিটার্ন পূরণে সহয়তা, এ-চালান, ই-টিডিএস সিস্টেম এবং তথ্যসেবা নিশ্চিতকরণের মাধ্যমে কর বিভাগের সঙ্গে সম্মানিত করদাতা, অংশীজন ও নাগরিকদের মেলবন্ধনে দেশে আজ কর সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড দেশের নাগরিক, করদাতা, ব্যবসায়ী এবং জনগণকে প্রয়োজনীয় কর সেবা প্রদানের পাশাপাশি রাষ্ট্রের রাজস্ব ভান্ডারকে সমৃদ্ধ করার মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য-প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্ভাবনী কর্মসূচি দেশের রাজস্ব-বান্ধব সংস্কৃতি গড়ার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা রাখছে। করদাতাদের প্রত্যাশা অনুযায়ী দেশের কর অফিসসমূহে একযোগে নভেম্বর মাসব্যাপী ‘আয়কর তথ্য-সেবা মাস’ এর মাধ্যমে করসেবা প্রদান করা হয়েছে। করদাতাদের স্বতঃস্ফূর্তভাবে করসেবা গ্রহণ ও কর প্রদানের মাধ্যমে রাজস্ব ভান্ডার সমৃদ্ধ হয়েছে। পাশাপাশি কর সংস্কৃতির বিকাশ, কর সচেতনতা বৃদ্ধি এবং করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জিত হয়েছে।

ইতোমধ্যে নতুন আয়কর আইন, ২০২৩ প্রণীত ও কার্যকর হয়েছে জেনে আমি আনন্দিত হয়েছি। এটি আমাদের সরকারের অন্যতম সাফল্য। দেশের মানুষ এখন স্ব-প্রণোদিত হয়ে আনন্দের সঙ্গে কর প্রদান করছে। এছাড়া, এ বছরই আমরা প্রথমবারের মতো ট্যাক্স রিটার্ন প্রিপেয়ারার (TRP) সিস্টেম প্রবর্তন করেছি। এ সিস্টেমের মাধ্যমে প্রান্তিক করদাতাগণ TRP’র সহায়তায় অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন।   

আমি জেনে আনন্দিত যে, জাতীয় রাজস

2023-11-29-14-38-ed85ed74f10d420f21d7ce83621c1034.docx