Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ অক্টোবর ২০১৭

তথ্যবিবরণী 09/10/2017

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৬২৯
 
সাংস্কৃতিক বিনিময় বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐক্যের বন্ধন দৃঢ় করবে
                                           -- আসাদুজ্জামান নূর
 
ঢাকা, ২৪ আশি^ন (৯ অক্টোবর):
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, নদী ও জীবন ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ায় এখানকার মানুষের জীবনে নদীর প্রভাব বিদ্যমান। নদীর সাথে সংস্কৃতির সম্পর্ক আরো নিবিড়। সেরকমভাবে আমাদের বাংলাদেশ ও ভারতের মানুষের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরো বৃদ্ধি করতে হবে। আর সাংস্কৃতিক বিনিময় পারে দু’দেশের মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন দৃঢ় করতে।
 
মন্ত্রী আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভাল ২০১৭ (নদী ২)’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
 
মন্ত্রী বলেন, সারাবিশ্বে আজ ধর্মের নামে, রাজনীতির নামে এমনকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে। একমাত্র প্রকৃত শিক্ষা ও সংস্কৃতি চর্চাই পারে এ অশুভ দানবকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে, মানুষের মাঝে মানবতাবোধ জাগ্রত করতে।
 
সমাপনী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভারতের মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অভ্ অ্যাডভান্সড স্টাডিজ (এমএকেএআইএএস) এর প্রাক্তন পরিচালক শ্রীরাধা দত্ত। নদী ২ ডিক্লারেশন ঘোষণা করেন এশিয়ান কনফ্লুয়েন্স এর পরিচালক সব্যসাচী দত্ত। ধন্যবাদ জ্ঞাপন করেন ‘ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ’ এর একেএম শামসুল আরেফিন ।
 
উৎসবের শেষ দিনের সংলাপের বিষয়বস্তু ছিল ‘ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ’ এর  প্রযোজনায় ‘সেলিব্রেটিং দ্য রিভারাইন হেরিটেজ অভ্ দ্য বে অভ্ বেঙ্গল’ তথা বঙ্গোপসাগরের নদী ঐতিহ্য উদ্যাপন ।
 
উল্লেখ্য, নদীকেন্দ্রিক জীবন ও সংস্কৃতি নিয়ে এ উৎসব গত ৭ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুরু হয়। 
 
#
 
ফয়সল/মাহমুদ/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/২০২৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৬২৮
 
আশ্রিত মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে 
 
উখিয়া (কক্সবাজার), ২৪ আশি^ন (৯ অক্টোবর) : 
 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৫টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর এ নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।
 
আজ কুতুপালং ক্যাম্পে ১ হাজার  ৪ শত ৯৭ জন পুরুষ, ৬ শত ২৬ জন নারী মিলে ২ হাজার ১ শত ২৩ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৮ শত ৫৮ জন পুরুষ, ১ হাজার ১ শত ৬৫ জন নারী মিলে ২ হাজার ২৩ জন, থাইংখালী ক্যাম্পে ১ হাজার ৪ শত ৮৬ জন পুরুষ, ৮ শত ৫০ জন নারী মিলে ২ হাজার ৩ শত ৩৬ জন, বালুখালী ক্যাম্পে ১ হাজার ২ শত ৯২ জন পুরুষ, ৩ শত ২৭ জন নারী মিলে ১ হাজার ৬ শত ১৯ জন, লেদা ক্যাম্পে ১ হাজার ২ শত ৭৫ জন পুরুষ, ১ হাজার ৯৯ জন নারী মিলে ২ হাজার ৩ শত ৭৪ জন এবং পুরোদিনে ৫টি কেন্দ্রে মোট ১০ হাজার ৪ শত ৭৫ জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।   
 
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ১ লাখ ৮ হাজার ৮ শত ৩২ জনের নিবন্ধন করা হয়েছে।
 
 
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২৬২৭
 
আশ্রিত মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত
 
উখিয়া (কক্সবাজার), ২৪ আশি^ন (৯ অক্টোবর):
 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি ব্যবস্থাপনায় বিতরণ অব্যাহত রয়েছে। 
 
উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ৪৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৬৩ ট্রাকের মাধ্যমে ১৯৫ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ১৬ হাজার ৯ শত ২২ প্যাকেট শুকনো খাবার, ১২ হাজার ১ শত ৪৮ প্যাক শিশু খাদ্য, ১ হাজার ৯ শত ৫০ প্যাকেট রান্না করা খাবার, ১ হাজার প্যাক ঔষধ, ১ হাজার ৬ শত পিস পোশাক, ১১ হাজার ৯ শত ১০ পিস গৃহস্থালিসামগ্রী, ১ হাজার ৯৫টি স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরির উপকরণ। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
 
#
 
সাইফুল/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৬২৬
 
সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের ভুলত্রুটি উঠে আসে  
     ---নৌপরিবহণমন্ত্রী
ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর): 
 
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা। সাংবাদিকরা সমাজের বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সমাজের ভুলত্রুটি উঠে আসে। ফলে সমাজ সামনের দিকে অগ্রসর হতে পারে।
 
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন। বিএমএসএফ-এর সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রতি যথেষ্ট সংবেদনশীল ও তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সহানুভূতিশীল। তিনি বলেন, সাংবাদিকদের বিশেষ করে মফস্বল সাংবাদিকদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। তাহলে মাঠ পর্যায় থেকে আরো বস্তুনিষ্ঠ সংবাদ বের হয়ে আসবে এবং দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। 
#
জাহাঙ্গীর/মাহমুদ/আলী/সঞ্জীব/আব্বাস/২০১৭/১৯৪২ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৬২৫
 
একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে 
                                   -- তথ্যমন্ত্রী
 
ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর): 
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র-চক্রান্তের পথে হাঁটছে। তাদের উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে অস্বাভাবিক সরকার আনা। পক্ষান্তরে, গণতান্ত্রিক শক্তির দায়িত্ব সকল ষড়যন্ত্র বানচাল করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করা।
 
আজ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত জাসদ নেতা আব্দুর রব মাতুব্বর ও মজিবর রহমানের স্মরণসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। 
 
প্রয়াত রাজনীতিক আব্দুর রব মাতুব্বর ও মজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, দক্ষ রাজনৈতিক কর্মী হতে হলে দেশপ্রেম, মানবপ্রেমের পাশাপাশি রাজনৈতিক উচ্চাভিলাষও থাকতে হয়, যার দৃষ্টান্ত এ দুই প্রয়াত নেতার কর্মজীবনে প্রতিভাত।
 
ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরীন আখতার, মীর হোসাইন আখতার, নুরুল আকতার, এমএস আলম, শফিউদ্দিন মোল্লা, প্রয়াত আব্দুর রব মাতুব্বরের স্ত্রী শারমিন আকতার ও প্রয়াত মজিবর রহমানের কন্যা কানিজ ফাতেমা নীলা। 
 
#
 
আকরাম/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৫৪ ঘণ্টা

Handout                                                                                                                    Number : 2624

 

Foreign Minister holds diplomatic briefing

 

Dhaka, 9 October :

 

            Foreign Minister A H Mahmood Ali held a diplomatic briefing at the State Guest House Padma today. Ambassadors, High Commissioners and concerned diplomats from the Missions of Australia, China, Egypt, France, Italy, Japan, Russia, Sweden, United States of America, United Kingdom, Germany, Canada, India, The Netherlands, Vatican, Denmark, Spain, EU, Myanmar, Singapore, Thailand, Indonesia, Vietnam, Philippines, Malaysia, Brunei Darussalam, Switzerland and Norway attended the diplomatic briefing.

            The Foreign Minister briefed the diplomats about the current Rohingya situation and mentioned that the atrocities in the Rakhine State have not been stopped and Rohingyas are continuing to cross the border. According to UN bodies, as of today 5,20,000 Rohingyas crossed the border since 25 August; nearly 40,000 of them arrived in last 10 days.

            The Foreign Minister referred to the recent visit of Myanmar’s Union Minister at the Office of the State Counsellor Mr. U Kyaw Tint Swe to Dhaka on 2nd October at his invitation. The Foreign Minister informed that during the meeting the Union Minister has expressed Myanmar’s willingness to take back the “displaced residents” of Myanmar and proposed to follow the principle and criteria agreed upon in the 1992 ”Joint Statement”. He further informed that Bangladesh has welcomed the visit of Union Minister and his willingness to work together for return of the forcibly displaced Myanmar nationals. However with regard to the principles and criteria of return under the 1992 Joint Statement, Foreign Minister highlighted that the situation of 1992 and current situation are entirely different. Around half of the Muslim villages in the Northern Rakhine State have been burned down and the burning is still going on. So, identification of Rohingyas based on their residence in Rakhine would not be realistic. Bangladesh therefore proposed and handed over a new arrangement to the visiting Minister outlining the principles and criteria for repatriation. Response from Myanmar on the proposed arrangement of return is awaited. He also informed that both sides also agreed to form a joint working group in this regard.

            The Foreign Minister also shared that Myanmar has invited him and the Home Minister to visit Myanmar and the invitations have been accepted. He thanked the international community for their support and urged them to continue their engagement till a peaceful means is found to resolve this humanitarian crisis.

#

Khaleda/Mahmud/Sanjib/Abbas/2017/1837 Hours

 

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৬২৩

সরকার হরিজন জনগোষ্ঠীর কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নিয়েছে
                                                  -- প্রতিমন্ত্রী রাঙ্গাঁ

ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর): 

পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, সমাজের ভাগ্যবিড়ম্বিত ও অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করতে সরকার সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি করেছে। চলতি বাজেটে সমাজের পিছিয়ে পড়া মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এতে প্রায় ৫০ হাজার মানুষ উপকৃত হবে। 
প্রতিমন্ত্রী রাঙ্গাঁ আজ ঢাকায় প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘শারি’ আয়োজিত ‘হরিজন সম্প্রদায়ের বেতন বৈষম্য: উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শারি’র নির্বাহী পরিচালক প্রিয় বালা বিশ্বাসের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী রানা দাস গুপ্ত, নুরুন নাহার ওসমানী, সাংবাদিক সুভাষ সিংহ রায়, মোঃ জাকির হোসেন, হরিজন নেতা নির্মল চন্দ্র ও রামানন্দ দাস। 

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৭০ লাখ দলিত জনগোষ্ঠীর সুষ্ঠু আবাসন, শিক্ষা, কর্মসংস্থান ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান সম্ভব নয়। সরকার অনগ্রসর হরিজন জনগোষ্ঠীর দারিদ্র্যবিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এ ব্যাপারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সরকারের চলমান দলিতবান্ধব কর্মসূচিতে সহায়ক ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি শারি কর্তৃক হরিজন জনগোষ্ঠীর বেতন বৈষম্য নিয়ে সম্পাদিত গবেষণা কর্মকা-ের প্রশংসা করে বলেন, এতে এ অবহেলিত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে এগিয়ে নেয়ার পাশাপাশি ন্যায্য বেতন-ভাতা প্রাপ্তির অধিকার নিশ্চিত হবে। তিনি আয়োজক সংগঠনকে আরো মানব কল্যাণধর্মী কার্যক্রম সম্প্রসারণের পরামর্শ দিয়ে সহায়তার আশ্বাস দেন।

#

আহসান/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮২৫ ঘণ্টা

Handout                                                                                                                  Number : 2622

Bangladesh and Nepal hold Second Foreign Office Consultations

Dhaka, October 9:

            The second Foreign Office Consultation (FOC) between Bangladesh and Nepal was held in Dhaka yesterday. Foreign Secretary Md. Shahidul Haque led a ten-member Bangladesh delegation while his counterpart, the Foreign Secretary of Nepal Shanker Das Bairagi, led a nine-member delegation. Relevant Ministries of Bangladesh and Nepal including Ministries of Energy/Power, Commerce/Trade and Higher Education were represented in the respective delegation. The first FOC was also held in Dhaka in July 2012.

            In the meeting, major focus was given on the issues of bilateral trade, connectivity, power and energy cooperation, higher education and human resource development. Both the Foreign Secretaries agreed that the bilateral trade volume is still far below the potential. They agreed on examining existing tariffs, and removal of non-tariff barriers and para-tariff measures to enhance bilateral trade. They also agreed on exchange of trade delegations, organization of trade fairs/exhibitions, Single Country Trade Fair etc. It was also agreed during the meeting that the pending MoUs on Bilateral Trade Promotion and Protection Agreement, Bilateral Agreement for the Avoidance of Double Taxation between the two countries would be finalized soon. Nepal also agreed to hold the Commerce Secretary Level Talks in Kathmandu at the earliest.

            During the meeting, the two Foreign Secretaries also emphasized on comprehensive engagement and further cooperation between the two countries in the areas of power sector cooperation, tourism, culture and people-to-people contact, etc. to widen and deepen a more engaging and result-oriented relationship.

            Considering the request of the Nepalese Foreign Secretary, Bangladesh Foreign Secretary assured to allocate two seats annually for the Nepalese junior diplomats in the Foreign Service Academy of Bangladesh to undertake specialized diplomatic training course which was highly appreciated by the Nepalese side.

            Both the Foreign Secretaries also discussed regional issues of mutual interest. Referring to the humanitarian crisis relating to the forcibly displaced Myanmar nationals, the Foreign Secretary of Nepal applauded the role of Bangladesh Government in handling the situation by saying ‘Bangladesh has shown the greatest sense of humanity’. Referring to the Nepalese Prime Minister’s speech at the 72nd UNGA, he also added that forcible eviction of people is a serious crime against humanity.

            The Meeting was held in a warm and cordial atmosphere. The Foreign Secretary of Nepal expressed his deep appreciation to the Government of Bangladesh for the warm hospitality extended to him and the members of his delegation.

#

MOFA/Mahmud/Sanjib/Rezaul/2017/1815 hours

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৬২১

পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণ দ্রুত সম্পন্ন করতে নৌমন্ত্রীর নির্দেশ

ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর): 

পায়রা বন্দরের ভূমি অধিগ্রহণের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। তিনি আজ ঢাকায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পায়রা বন্দর কর্তৃপক্ষের উন্নয়ন, আর্থিক ও প্রশাসনিক সভায় এ নির্দেশনা দেন। 

সভায় জানানো হয়, পায়রা বন্দরের জন্য এ পর্যন্ত ২২০ দশমিক ৬৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সরকার কর্তৃক ১ হাজার ৫৪৩ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণের অনুমোদন পাওয়া গেছে। ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে ১ হাজার ৫৬৩ দশমিক ৮৫ একর এবং পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে ২ হাজার ৯৩১ দশমিক ৮৪ একর জমি। অধিগ্রহণকৃত ১৬ একর জায়গায় পায়রা বন্দরের প্রশাসনিক ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। প্রশাসনিক ভবনের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহাদৎ হোসেন, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর মোঃ জাহাঙ্গীর আলম এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম সাইদুর রহমান উপস্থিত ছিলেন। 

#

জাহাঙ্গীর/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৫৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                              নম্বর : ২৬২০
 
পেনশন প্রক্রিয়াকে আরো সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে
                                                  -- জনপ্রশাসন প্রতিমন্ত্রী
 
ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর): 
 
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সুবিধার্থে পেনশন প্রক্রিয়াকে আরো সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 
 
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ রাজধানীর ধানম-িতে অবস্থিত অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭-এর আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, দেশে এখন অল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ায় ভবিষ্যতে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বাড়বে। সেজন্য প্রবীণদের চাহিদা পূরণে আমাদের আরো বিস্তারিত পরিসরে কাজ করতে হবে। তিনি আরো বলেন, প্রবীণরা সমাজ ও দেশের জন্য মূল্যবান ও সম্মানিত। তাঁরা সারাজীবন সমাজ ও দেশের কল্যাণে কাজ করেছেন। তাঁদের পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি দিতে হবে। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহে আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
 
#
 
মাসুম/মাহমুদ/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৭৫০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                                                         নম্বর :  ২৬১৯
 
                  এএফআইডি আন্তর্জাতিক সম্মেলনের সভা
ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর ) :     
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গতকাল ইস্কাটন গার্ডেনে সুইড বাংলাদেশের কার্যালয় মিলনায়তনে আসন্ন অংরধহ ঋবফবৎধঃরড়হ ড়হ ওহঃবষষবপঃঁধষ উরংধনরষরঃরবং (অঋওউ) এর ২৩ তম আন্তর্জাতিক সম্মেলনের সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
 
ফজলে রাব্বী মিয়া সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে আসন্ন এ সম্মেলন সফল করার আহ্বান জানিয়ে বলেন, সম্প্রতি বাংলাদেশে বিশ্বের সর্ববৃহৎ সংস্থা আইপিইউ এর ১৩৬তম সম্মেলনের সফল আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে। এসময় তিনি এএফআইডি এর ২৩তম সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য প্রতিটি কাজের সমন্বয় রক্ষার পরামর্শ প্রদান করেন।
 
ডেপুটি স্পিকার বলেন, বর্তমান প্রতিবন্ধীবান্ধব সরকারের আন্তরিকতা ও সহযোগিতায় প্রতিবন্ধীদের কল্যাণে সারাদেশে প্রয়োজনীয় সুযোগসুবিধা প্রদান করা হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং প্রশাসনের কর্মকা- আরো বিস্তৃত হয়েছে। প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাবলম্বীকরণ কার্যক্রম প্রায় চল্লিশবছর ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশে সুইড বাংলাদেশের বিভিন্ন শাখার স্কুলগুলোতে পরিচালিত হচ্ছে। 
 
২৩তম এএফআইডি সম্মেলনে উপদেষ্টা কমিটির সদস্য সংসদ সদস্য কাজী রোজী ও এ কে এম আহসানুল হক চৌধুরী অংশগ্রহণ করেন। সম্মেলন আয়োজন কমিটির চেয়ারপার্সন দিলারা মোস্তফার সভাপতিত্বে বৈঠকে এএফআইডি এর প্রেসিডেন্ট ও সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম মামুনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
               #
লাবণ্য/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৭/১৫২৫ ঘণ্টা                   
তথ্যবিবরণী                                                                                                                         নম্বর : ২৬১৮ 
 
      কর্ণফুলী টানেলের নির্মাণকাজ এগিয়ে চলছে
                                                   -সেতুমন্ত্রী
 
চট্টগ্রাম, ২৪ আশ্বিন (৯ অক্টোবর ) :     
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জি টু জি পদ্ধতিতে নির্মাণাধীন কর্ণফুলী টানেলের অর্থছাড়ে কোনো প্রতিবন্ধকতা নেই। টানেলের নির্মাণকাজ এগিয়ে চলছে। 
 
মন্ত্রী আজ চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী টানেলের ওয়ার্কিং সাইট পরিদর্শনকালে একথা বলেন।
 
এসময় মন্ত্রী জানান, সংযোগ সড়কসহ টানেল নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা। এরমধ্যে চীন সরকার দেবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। 
পরিদর্শনশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা নাগরিকদের নিজদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের মন্ত্রী বাংলাদেশ সফরকালে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, এ সংকট সৃষ্টি করেছে মিয়ানমার সরকার; তাদেরকেই এর সমাধান করতে হবে।
 
সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও তাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমসহ কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্প এবং সওজ চট্টগ্রাম জোনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
 
#
নাছের/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১৪৪৪ ঘণ্টা                  
তথ্যবিবরণী                                                                                                                                                                                              নম্বর : ২৬১৭ 
 
     ওয়াশিংটনে পার্লামেন্টারি ওয়ার্কশপে যোগ দিতে স্পিকারের ঢাকা ত্যাগ
 
ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর ) :     
 
স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী ১০-২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পার্লামেন্টারি নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি ওয়ার্কশপে অংশগ্রহণ ও নিউইয়র্কে জাতিসংঘ সংস্থাসমূহের সাথে বৈঠকের উদ্দেশ্যে গতকাল  ঢাকা ত্যাগ করেছেন। তিনি ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
 
প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর।
 
স্পিকার আগামী  ২০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। 
 
               #
নূরুল/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১২৩৪ ঘণ্টা                   
 
তথ্যবিবরণী                                                                                                                                                                                 নম্বর : ২৬১৫
 
             বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে রাষ্ট্রপতির বাণী  
ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর ) :     
         রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
 
“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৭’ উদ্যাপনকে আমি স্বাগত জানাই। দিবসটি পালনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। 
 
স্বাস্থ্য একটি সমন্বিত বিষয় এবং সুস্বাস্থ্যের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। আর্থসামাজিক নানা কারণে বিশ্বব্যাপী বিষণœতা (ফবঢ়ৎবংংরড়হ) ও উদ্বেগ (ধহীরবঃু) বৃদ্ধি পাচ্ছে যা মানসিক স্বাস্থ্য অবনতির অন্যতম কারণ হিসেবে বিবেচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে ৩০০ মিলিয়নেরও বেশি মানুষ বিষণœতায় ভুগছে যার প্রভাব পড়ছে স্বাভাবিক কর্মক্ষমতা ও উৎপাদনশীলতার ওপর। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও মানসিক রোগের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি প্রতিরোধে শরীরের মতো মনেরও যতœ নেয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ পরিপ্রেক্ষিতে এবছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’ (গবহঃধষ ঐবধষঃয রহ ঃযব ডড়ৎশঢ়ষধপব) যথার্থ হয়েছে বলে আমি মনে করি। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে স্বাস্থ্যসম্মত ও কর্মবান্ধব পরিবেশ, প্রয়োজনীয় ছুটি ও বিনোদনের সুযোগ, ধারাবাহিক ঝুঁকিপূর্ণ ও চাপযুক্ত (ংঃৎবংংভঁ) কাজ পরিহারসহ সুষম খাদ্য গ্রহণ জরুরি ।
 
গ্রামাঞ্চলে মানসিক স্বাস্থ্য বিষয়ে জনগণের মধ্যে ভুল ধারণা রয়েছে। অনেকে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে বিজ্ঞানসম্মত চিকিৎসা না দিয়ে ঝাঁড়ফুঁক বা তাবিজ-কবজের আশ্রয় নেন। কুসংস্কার দূর করে তৃণমূল পর্যায়ে জনগণের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে সকলের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। সকল ধরনের মানসিক রোগের সময়মত বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই। 
 
আমি ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৭’ উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করি।
 
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
 
#
আজাদ/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১০০৭ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                                                                                                                 নম্বর : ২৬১৬
 
      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রীর বাণী
 
ঢাকা, ২৪ আশ্বিন (৯ অক্টোবর ) :     
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
 
“প্রতি বছরের মতো এবারো বাংলাদেশও ১০ই অক্টোবর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০১৭’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত।
মানসিক রোগ একটি গুরুত্বপূর্ণ অসংক্রামক ব্যাধি। আমাদের দেশে মানসিক রোগের কারণে ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানসিক সমস্যার কারণে কর্মদক্ষতা হ্রাস পায় এবং সামগ্রিক উৎপাদনশীলতা ব্যাহত হয়। এ দৃষ্টিকোণ থেকে এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’ (গবহঃধষ ঐবধষঃয রহ ঃযব ডড়ৎশঢ়ষধপব) অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
 
বর্তমান সরকার মানসিক স্বাস্থ্যসেবাসহ সকল ধরণের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির অধিকার ও সুযোগের সমতা বিধানে বদ্ধপরিকর। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ২০০১ সালে ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠা করে। যা ছিল মানসিক স্বাস্থ্য সেবার অগ্রগতিতে একটি মাইলফলক। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠানটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, মানসিক রোগ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা মানসিক স্বাস্থ্যসেবাকে প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত করেছি।
 
আমি আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারি ও বেসরকারি প্রতিটি কর্মস্থল মানসিক স্বাস্থ্যবান্ধব হয়ে উঠবে এবং দেশের প্রতিটি জনগণ সুস্থ শরীর ও সুস্থ মন নিয়ে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবেন।  
 
আমি ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য  দিবস’ ২০১৭’ পালনের সার্বিক সাফল্য কামনা করছি।
                                                                                                                                                                 জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
                                                                                                                                                                 বাংলাদেশ চিরজীবী হোক।”
#
ইমরুল/অনসূয়া/শহিদ/রফিকুল/শামীম/২০১৭/১০০৪ ঘণ্টা 
Todays handout (12).docx