Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী ১৯ ডিসেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২১০৮

সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে                                                                                                                                                                                                                                       --- সড়ক উপদেষ্টা

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর):

          সড়ক পরিবহন, বিদ্যুৎ, জ¦ালানি এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনা এবং অসহনীয় যানজট ও বায়ুদূষণ রোধে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান।

          আজ বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এ সব কথা বলেন। এ সময় তিনি ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদ, সম্ভ্রমহারা মা-বোন ও জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করেন। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে সড়ক ব্যবস্থাপনার উন্নতি করতে না পারলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান-সহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

          শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, যত্রতত্র পার্কিং, সুনির্দিষ্ট স্থানে যাত্রী উঠানামা না করা, পুরনো ও ফিটনেসবিহীন যানবাহন ঢাকা শহরে যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ। তাই একমুখী যানচলাচলের ব্যবস্থা করা, পার্কিংয়ের জন্য সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সতর্কতার সঙ্গে কঠোরভাবে দায়িত্ব পালনের কথা বলেন তিনি।

          ফিটনেসবিহীন, রাস্তায় চলাচলের অনুপযোগী লক্কড়ঝক্কড় গাড়ি, পরিবেশের জন্য ক্ষতিকর বিষাক্ত কালো ধোঁয়া নির্গমনকারী বাসগুলো মালিকদের নিজ দায়িত্বে অপসারণ করার আহ্বান জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বায়ু দূষণে ঢাকা শহরের মানুষ ভুগছে এবং এ সমস্যা সমাধানে অতি দ্রুতই ব্যবস্থা নিতে হবে। এছাড়া ঢাকা শহরের দূষণ রোধে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

          গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সভায় বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ঢাকা শহরকে যানজট মুক্ত করতে এবং ঢাকাবাসীকে একটি সুন্দর ও নিরাপদ শহর উপহার দিতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

          প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বকশ চৌধুরী বলেন, ঢাকা শহরের যানজট মুক্ত করতে ড্রাইভারদেরকে ট্রাফিক রুলস সম্পর্কে বিশদভাবে অবহিত করতে হবে, প্রয়োজনে বিদেশি প্রশিক্ষক এনে বিশেষায়িত প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

          আলোচনা সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ, বাস মালিক সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ, ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ-সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপিস্থিত ছিলেন।

#

নোবেল/মেহেদী/রফিকুল/জয়নুল/২০২৪/২১৪৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                      নম্বর: ২১০৭

মরিশাসে বাংলাদেশ হাইকমিশনে

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদ্‌যাপন

পোর্ট লুইস, মরিশাস, ৪ পৌষ (১৯ ডিসেম্বর):

            বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে ‘প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদ্‌যাপন করা হয়। এ দিবস উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর ২০২৪ প্রবাসীদের অবদানের স্বীকৃতি এবং দেশের উন্নয়ন কার্যক্রমে তাদের অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে সুসজ্জিত হলরুমে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

             হাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উত্তিম। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশাজীবী, শ্রমিক, বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং তাদের পরিবারবর্গ-সহ বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণীসমূহ পাঠ করে শোনান হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পাঠানো এ দিবসের ওপর নির্মিত একটি ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

             অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মরিশাস প্রজাতন্ত্রের শ্রম ও শিল্প সম্পর্কিত মন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উত্তিম বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরত্বারোপ করেন। তিনি মরিশাসে বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ শ্রমবাজার সম্পসারণ ও নিশ্চিতকরণ এবং মরিশাসের কর্মরত বাংলাদেশি কর্মীদের প্রাপ্য মজুরি নিশ্চিত করবেন মর্মে আশ্বাস প্রদান করেন। সেদেশে কর্মরত সকল বাংলাদেশি কর্মীর তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগ গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে উপযুক্ত ব্যবস্থা করা হবে বলে জানান। তিনি বাংলাদেশি প্রবাসী কর্মীদের মরিশাসের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ও তাদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।

          সভাপতির বক্তব্যে হাইকমিশনার মরিশাসে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। 

#

জাহাঙ্গীর/মেহেদী/রফিকুল/জয়নুল/২০২৪/২১৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ২১০৬


নিটোরে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

আহতদের দেখতে যান সমাজকল্যাণ উপদেষ্টা

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর):  

 

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ ভর্তিকৃত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান। এ সময় তিনি রোগীদের কথা শুনেন এবং সমবেদনা জানান। আহতদের সুচিকিৎসার জন্য তিনি চিকিৎসকদের সার্বক্ষণিক মনিটরিং করারও নির্দেশ দেন।

 

উপদেষ্টা বলেন, এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে সকল চিকিৎসা নিশ্চিত করা হবে, শুধু চিকিৎসাই নয় চিকিৎসার পরে তাদের পুনর্বাসনে যা যা করা প্রয়োজন তা সরকার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে। ইতোমধ্যে সে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আহতদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে একটি করে ফরম দেওয়া হচ্ছে। ফরমটি পূরণ করে সংশ্লিষ্টদের কাছে জমা দিলে প্রত্যেককে আলাদা আলাদাভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

 

#

 

রফিকুল/মেহেদী/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০২৪/২০২০ ঘণ্টা

 

 

Handout                                                                                                                                                Number: 2105

 

Foreign Adviser reiterated the call for a

comprehensive roadmap for Rohingya repatriation

 

Bangkok (Thailand), December 19: 

‘Bangladesh has every interest to see lasting peace, stability and democracy in Myanmar, and a conducive environment in Rakhine State for the Rohingya to have confidence to go back there in safety and dignity’, affirmed Foreign Adviser Md. Touhid Hossain at an Informal Consultation at the Ministerial level among Myanmar and its five neighbouring countries. 

The six-nation consultation was held in Bangkok under the Chairmanship of the Thai Foreign Minister Maris Sangiampongsa today. The meeting was attended, among others, by the Myanmar Deputy Prime Minister and Foreign Minister U Than Swe. 

The Bangladesh Foreign Adviser expressed concerns over the protracted Rohingya humanitarian situation, aggravated by an added influx of 60,000 people from Myanmar in the last couple of months. He also raised serious concerns over the ongoing armed conflicts along the border areas as well as transnational organized crimes, involving trafficking in persons, drugs and arms. 

Foreign Adviser Touhid Hossain reiterated the call for a comprehensive roadmap for Rohingya repatriation with priority attached to ensuring stability in Rakhine State. He urged ASEAN and other key regional actors to play a further pro-active role in restoring peace, security and democracy in Myanmar. He offered necessary support from Bangladesh, including for rebuilding the Rakhine State economy, when the time is right. 

The Bangladesh Adviser echoed the three-point proposals made by the Interim Government Chief Adviser Dr. Muhammad Yunus during the 79th session of the UN General Assembly (UNGA) in New York in September this year. He hoped that the International Conference on the Rohingya issue would be held in the first part of 2025, as decided by UNGA Third Committee.

He also suggested further intelligence sharing and cooperation among the concerned law enforcement and border agencies for combating transnational crimes, including those around online scam centres.

The Myanmar DPM and Foreign Minister briefed the meeting about efforts being taken by his government to have dialogues with different Ethnic Armed Organisations (EAOs), create the environment for holding elections in 2025, combat transnational organized crimes that reportedly fuel armed conflicts, and develop enabling support structures for the return of displaced persons, including those from the Rakhine State. 

The Heads of Chinese and Indian delegations reaffirmed their support for a Myanmar-led and owned peace process for durable regional security and development. They flagged their respective efforts to promote dialogues among different parties in Myanmar to help them find common grounds for an inclusive and stable dispensation in the country. 

The Thai Foreign Minister underscored the need for such informal consultations among the neighbouring countries in order to promote law and order across border areas, put a coordinated front against criminal operatives, and support Myanmar in its quest for a peaceful and inclusive future.

Earlier, upon arrival in Bangkok, the Bangladesh Foreign Adviser had a bilateral meeting with his Myanmar counterpart. They agreed to pursue cooperation in areas of shared interest, and to continue working together to resolve the Rohingya crisis in light of the arrangements agreed between the two parties earlier. 

Foreign Adviser Touhid also had bilateral meetings with the Foreign Minister of Lao PDR and the Vice Minister for Foreign Affairs of China to exchange views on relevant bilateral and multilateral issues. During these meetings, Adviser Touhid again emphasized the importance of a viable roadmap by Myanmar authorities concerning voluntary, safe and dignified Rohingya repatriation in a time-bound manner.

The meeting today will be followed by an ASEAN-level Informal Extended Consultation here tomorrow to discuss progress with the regional forum’s Five-Point Consensus on Myanmar and related issues. 

#

Kamrul/Mehedi/Sanjib/Rafiqul/Salim/2024/20.50 Hrs. 

 

 

Handout                                                                                                                       Number: 2104

Old and polluting buses in Dhaka will be scrapped to control air pollution
                                                                                    --- Environment Advisor

Dhaka, 19 December 2024:

            Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, stated that people in Dhaka will not continue to suffer and die from air pollution while buses keep polluting the city. Old and polluting buses in Dhaka will be scrapped. She emphasized that the interests of a few cannot come at the cost of the health of the entire city’s population. Bus owners must take immediate action.

            The advisor made these remarks today at a discussion meeting held at the Bidyut Bhaban in the capital. The meeting focused on strengthening discipline in the transport sector, reducing traffic congestion, and controlling air pollution in Dhaka.

            Hasan informed the audience that a task force has been formed to address air pollution. The task force will work to control dust on Dhaka’s roads, repair damaged roads, and enforce laws effectively. Efforts will also be made to reduce pollution caused by dust, black smoke, brick kilns, and factories. She emphasized that all actions will align with the Air Quality Management Plan.


            The advisor added that steps are being considered to declare Ashulia a no-brick-kiln zone to control air pollution in Dhaka. The National Board of Revenue (NBR) has been requested to reduce taxes on air purifiers. Furthermore, sidewalks must be freed from illegal encroachments. She stressed that while enforcing laws, care must be taken to ensure citizens are not harassed.

            The meeting was chaired by Muhammad Fouzul Kabir Khan, Advisor to the Ministry of Road Transport and Bridges. Present were Brigadier General (Retd) Dr. M Sakhawat Hossain, Advisor to the Ministry of Labor and Employment, Adilur Rahman Khan, Advisor to the Ministry of Housing and Public Works, Md. Khuda Baksh Chowdhury, Special Assistant to Chief Adviser, Ministry of Home Affairs, and secretaries of various ministries, directors general and administrators of the City Corporation, leaders of the Bus Owners Association and all concerned.

#

 Dipankar/Mehedi/Sanjib/Rafiqul/Joynul/2024/2010 hour 

তথ্যবিবরণী                                                                                                                 নম্বর: ২১০৩

ঢাকায় মানুষ বায়ুদূষণে অসুস্থ হবে, মারা যাবে আর

বাসগুলো দূষণ করবে-এটা চলতে দেওয়া হবে না

                                              --- পরিবেশ উপদেষ্টা

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর):

            পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকায় মানুষ বায়ুদূষণে অসুস্থ হবে, মারা যাবে আর বাসগুলো দূষণ করবে-এটা চলতে দেওয়া হবে না। পুরানো বায়ুদূষণকারী বাস তুলে স্ক্র্যাপ করা হবে। কিছু মানুষের স্বার্থে ঢাকার সব বাসিন্দাকে বায়ুদূষণের শিকার হতে দেওয়া যাবে না। বাস মালিকদের দ্রুত ব্যবস্থা নিতে হবে।

            আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা আনা, যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা এসব কথা বলেন।

            রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ রোধে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। ঢাকার রাস্তার ধুলা নিয়ন্ত্রণ, ভাঙা রাস্তা মেরামত এবং আইন প্রয়োগে কাজ করবে টাস্কফোর্স। ধুলা, কালো ধোঁয়া, ইটভাটা এবং কলকারখানার দূষণ কমাতে কাজ করা হবে। এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে হবে।

            উপদেষ্টা আরো বলেন, ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে আশুলিয়াকে ইটভাটামুক্ত এলাকা ঘোষণা করা হতে পারে। এয়ার পিউরিফায়ারের কর কমাতে এনবিআরকে অনুরোধ করা হয়েছে। ফুটপাত দখলমুক্ত করতে হবে। তবে আইন প্রয়োগে মানুষ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।

            সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক ও সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।

#

দীপংকর/মেহেদী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৪/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                                    নম্বর: ২১০২


হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোয়াজ্জেম নির্বাচনের সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর):  

 

হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোয়াজ্জেম নির্বাচনের সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে এ সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।

 

গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

 

২০২৫ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহ বরাবর প্রেরিত এ পত্রে বলা হয়েছে- রাজকীয় সৌদি সরকার ২০২৫ সনের হজে অন্যান্য দেশের এজেন্সি প্রতি হাজির কোটা দুই হাজার জন নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের অনুরোধে এদেশের এজেন্সি প্রতি হাজির সংখ্যা সর্বনিম্ন এক হাজার জন নির্ধারণ করেছে। এ পরিপ্রেক্ষিতে ২০২৫ সনে অনুমোদিত হজ এজেন্সিসমূহের মধ্যে যে সকল হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা এক হাজারের চেয়ে কম সে সকল এজেন্সির হজযাত্রী স্থানান্তর ও সমন্বয়পূর্বক লিড এজেন্সি নির্ধারণ করা প্রয়োজন। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (সংশোধিত) এর ২৬ বিধি অনুযায়ী পারস্পরিক সম্মতির ভিত্তিতে লিড এজেন্সি নির্ণয়পূর্বক সমন্বয়কারী এজেন্সিসমূহের হজযাত্রীদের ই-হজ সিস্টেমে লিড এজেন্সিতে স্থানান্তর করার বিধান রয়েছে। এছাড়া ২০২৫ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনের অনুচ্ছেদ ৯(১২) এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

 

এ পত্রে আরো উল্লেখ্য করা হয়েছে- সমন্বয় কার্যক্রম শেষ হলে সমন্বয়কারী এজেন্সি হতে লিড এজেন্সির ব্যাংক হিসাবে হজযাত্রীর বিমান ভাড়া বাবদ অর্থ প্রেরণ করবে এবং লিড এজেন্সি তার ব্যবস্থাপনাধীন সকল হজযাত্রীর বিমান টিকিটের অর্থ এয়ালাইন্সের বরাবর পে-অর্ডার ইস্যু নিশ্চিত করবে।

#

আবুবকর/মেহেদী/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০২৪/১৮৫৫ ঘণ্টা

         

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ২১০১


১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা

 

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর):  

 

আগামী ১৫ জানুয়ারি ২০২৫ এর মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা। সরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে সোনালী ব্যাংকে এবং বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংক হিসাবে এ টাকা জমা দিতে হবে।

 

গতকাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

 

২০২৫ সনের হজে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদের উদ্দেশে এ পত্রে বলা হয়েছে- সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজ যাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ, মোয়াল্লেম গ্রহণ, বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন-সহ সেবা সংক্রান্ত সকল চুক্তি সম্পন্ন করতে হবে। এ কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত তারিখের মধ্যে আবশ্যিকভাবে প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হজ যাত্রীদেরকে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

 

#

আবুবকর/মেহেদী/সঞ্জীব/রফিকুল/সেলিম/২০২৪/১৮৪৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ২১০০

নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মরাই সারথি

                                     --- সমাজকল্যাণ উপদেষ্টা

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর):

          সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নতুন দেশে পদার্পণের পিছনে তোমাদের মতো তরুণ প্রজন্ম সেদিন অনেকে নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের  শিকার হয়েছে। অনেক রক্তের বিনিময়ে ২৪ এর গণঅভ্যুত্থানের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নের সারথি তরুণরা।

          আজ আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে জাতীয় সমাজসেবা একাডেমিতে দুই মাসব্যাপী ৫৫ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষ্যে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

          অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় সমাজকল্যাণ একাডেমির অধ্যক্ষ মোঃ শাহী নেওয়াজ সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান।

          এস মুরশিদ বলেন, তোমাদের এই বুনিয়াদি  প্রশিক্ষণে তোমরা যে জ্ঞান অর্জন করেছ সে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সমাজসেবায় মানুষের কল্যাণে নীতি, নৈতিকতা ও আদর্শ বাস্তবায়ন করবে।

          উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশের পিছিয়েপড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর মানবসম্পদ উন্নয়ন, দারিদ্র্যে বিমোচন, কল্যাণ, উন্নয়ন ও দরিদ্রদের স্বাবলম্বী করতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এখন শুধু বছরের পর বছর ভাতা দিয়েই যাবে না, দরিদ্র মানুষদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় একই সাথে দেশব্যাপী গ্রামীণ এবং শহরের উভয় এলাকায় সমাজের পিছিয়েপড়া অনগ্রসর অংশ, বেকার, ভূমিহীন, অনাথ, দুস্থ, ভবঘুরে, নিরাশ্রয়, সামাজিক বুদ্ধিমত্তা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, দরিদ্র অসহায় রোগী, ঝুঁকিপূর্ণ শিশুদের কল্যাণ ও উন্নয়নে বহুমাত্রিক এবং নিবিড় কার্যক্রম বাস্তবায়ন করছে।

          পরে উপদেষ্টা প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে পদক ও সনদ বিতরণ করেন।

#

রফিকুল/মেহেদী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৪/১৯৪৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর: ২০৯৯

রাষ্ট্রপতির সাথে জাপানের রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ

                                                            

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর):

     আজ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে ঢাকায় বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বিদায়ি সাক্ষাৎ করেছেন।

 

     রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাপানের বিদায়ি রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। জাপানকে বাংলাদেশের উন্নয়নের একক সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

      দু’দেশের উজ্জ্বল বিনিযোগ সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বাংলাদেশের আইসিটি, চিকিৎসা সরঞ্জাম,
পর্যটন-সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে জাপানের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।

 

     মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে সম্মানজনকভাবে নিজ দেশে ফিরে যেতে পারে সে ব্যাপারে সহযোগিতা প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। 

 

     সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে তার দেশ। বাংলাদেশের সাথে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের পাশাপাশি দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নেও কাজ করছে জাপান।   

 

     এসময় জাপানের বিদায়ি রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান ।

 

     রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।

#

 রাহাত/মেহেদী/সঞ্জীব/আব্বাস/২০২৪/১৮১০ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ২০৯৮

যথাসময়ে পাঠ্যপুস্তক সরবরাহ ও বিতরণ সরকারের অন্যতম অগ্রাধিকার

                                                                                        --- শিক্ষা উপদেষ্টা

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর):

          শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, যথাসময়ে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, বিতরণ ও সরবরাহ করে শিক্ষার্থীদের নিকট পৌঁছে দেয়া বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারমূলক কাজ। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

          উপদেষ্টা আজ সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই, বিতরণ ও সরবরাহ কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

          শিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বই ছাপানোর কাজ অনেক দূর এগিয়ে গেছে এবং যথাসময়ে শিক্ষার্থীদের নিকট পৌঁছানো যাবে। তবে উচ্চ মাধ্যমিক শ্রেণির পাঠ্যপুস্তক ছাপানোর কাজ একটু ধীরগতির হওয়ায় এ কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে ।

          সভায় প্রেস মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শিক্ষা উপদেষ্টা তাদের এ সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং জাতীয় স্বার্থে পাঠ্যপুস্তক দ্রুত ছাপানোর আহ্বান জানান।

          এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের  সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান, বিভিন্ন প্রিন্টিং প্রেসের প্রতিনিধি-সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

সিরাজ/মেহেদী/সঞ্জীব/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৪৫ঘণ্টা

 

তথ্যবিবরনী                                                                                                     নম্বর: ২০৯৭

নৌপরিবহন উপদেষ্টার সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ৪ পৌষ (১৯ ডিসেম্বর) :  

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ খাসিফ আল হামুদি। বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের বন্ধু রাষ্ট্র। ব্যবসা-বাণিজ্যসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত পোশাক, কৃষিজাত পণ্য, নিটওয়্যারসহ বিভিন্ন পণ্য আমদানি করে আসছে। এ ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সাথে আরো বৃহৎ পরিসরে কাজ করতে আগ্রহী, যার মাধ্যমে উভয় দেশের জনগণই উপকৃত হবে। বাংলাদেশের বন্দর অবকাঠামো উন্নয়ন বিশেষ করে চট্টগ্রাম বন্দরের অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগের মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে বলে সংযুক্ত আরব আমিরাত সরকার বিশ্বাস করে।  

রাষ্ট্রদূতের এ বিনিয়োগ প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, বাংলাদেশ সব সময় বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান। চট্টগ্রাম বন্দরসহ অন্যান্য সকল ক্ষেত্রেই সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আকাঙ্ক্ষাকে সাধুবাদ জানাই। কারণ, এটির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে যাবে। বাংলাদেশের জনগণের জন্য যেটি মঙ্গলজনক, সে সকল প্রস্তাবকে বর্তমান সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।  

 এ সময় উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশি নাবিকদের জন্য দুবাইয়ের ভিসা জটিলতা দূরীকরণের মাধ্যমে সহজ উপায়ে ট্রানজিট ভিসা ইস্যু করার আহ্বান জানান। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশী নাবিকদের জন্য ইতোমধ্যে ট্রানজিট ভিসা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রাষ্ট্রদূত উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।         

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দ

2024-12-19-15-46-9023798eaa82893599747cdd985c6af6.docx