Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মার্চ ২০২৫

তথ্যবিবরণী ২৬ মার্চ ২০২৫

তথ্যবিবরণী                                                                                                       নম্বর: ৩০৭৬

ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ইসলামাবাদ, ২৬ মার্চ: 

ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপযাপন করেছে। এ উপলক্ষ্যে দূতালয় প্রাঙ্গণ ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সুসজ্জিত করা হয়।   

সকালে দূতালয় প্রাঙ্গণে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান। এ সময় সমবেতকণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয়। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে ‘July Uprising’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

          অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করেন এবং সকল বীরাঙ্গনা, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ’২৪ এর জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করেন। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতাকে অর্থবহ করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ও আন্তরিকভাবে সচেষ্ট থেকে এগিয়ে নিতে হবে।

হাইকমিশনার বলেন, ২০২৪ বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায় সংযোজন করেছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থাকে যুগোপযোগী করার এক অনন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। ’৭১ ও ’২৪ এর বীর যোদ্ধাদের আত্মত্যাগকে মহিমান্বিত করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বৈষম্যহীন, শোষণমুক্ত, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে নিষ্ঠার সাথে কাজ করার অনুরোধ করেন।

আলোচনা শেষে অনুষ্ঠানে ’৭১-এর সকল শহিদ, বীর মুক্তিযোদ্ধা এবং ’২৪ এর জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে শহিদ ছাত্র-জনতার আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গণে ইফতার ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি-সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারি ও তাদের পরিবারের সদস্যবর্গ অংশগ্রহণ করেন।

#

খাদীজা/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/২০০০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩০৭৫

স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক

                                           -ধর্ম উপদেষ্টা

ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ): 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আমাদের প্রেরণার উৎস, গৌরবের স্মারক।

আজ ঢাকায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে খতমে কুরআন, আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ নামক এই ভূখণ্ড ও পতাকা পেয়েছি। আমরা হাঁটি-হাঁটি পা-পা করে দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছি।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমাদের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় যারা দেশের সম্পদ লুট, নষ্ট ও পাচার করেছে তাদেরকে প্রত্যাখান করতে হবে। তিনি দেশকে উন্নত করতে আগামীদিনে সৎ ও ভালো মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান। উপদেষ্টা স্বাধীনতা যুদ্ধে শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং যুদ্ধাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এর আগে বিভিন্ন মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী খতমে কুরআন কর্মসূচিতে অংশ নেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. হারুনূর রশীদ।

পরে দেশ ও জাতির উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুল হামিদ খান, মোঃ মহিউদ্দিন, মোঃ বজলুর রশিদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী উপস্থিত ছিলেন।

#

আবুবকর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ৩০৭৪

অনলাইন ট্রেনের টিকিটের বিষয়ে যেসব অনিয়ম ছিল সেগুলো অনেকটাই কমে গিয়েছে

রেলের লোকসান কমানোর জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি                                                                                                                                           --- রেলপথ উপদেষ্টা

ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ):

             রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বাংলাদেশ রেলওয়ে একটি লোকসানি প্রতিষ্ঠান। এক টাকা রোজগারের জন্য আড়াই টাকার মতো খরচ হয়। এটার পেছনে দুইটা কারণ রেলের দুর্নীতি ও অপচয়। এ অপচয় ও দুর্নীতি কমাতে আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি।’

            আজ কমলাপুর রেল স্টেশনে ঢাকা-নরসিংদী-ভৈরববাজার রুটে নতুন এক জোড়া কমিউটার ট্রেন এবং ঢাকা- নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী নারায়ণগঞ্জ কম্পিউটার ট্রেনের রেক প্রতিস্থাপন (মানোন্নয়নকৃত কোচ দ্বারা) উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

            উপদেষ্টা বলেন, ‘রেলের লোকসানের আরো একটি কারণ হলো, বিনা টিকিটে যাত্রী পরিবহন। রেলওয়ে সেবার মূল্য অনেক কম। অনেকেই ট্রেনে উঠে ভাড়া দেন না। এইভাবে যদি চলতে থাকে, তাহলে রেলওয়ের সার্ভিস বন্ধ হয়ে যাবে। লোকসান বাড়লে রেলের সেবা কমানো ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।’

             রেলের দুর্নীতির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘রেলের সচিব ও ডিজিকে সুনির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। আমরা মনিটর করব এক টাকা উপার্জন করতে কত টাকা খরচ হয়। সেটা অবিলম্বে ২-এর নিচে আনতে হবে। এটা করতে হলে বাধ্য হয়ে তাদের দুর্নীতি কমাতে হবে।’

            অনলাইনে ট্রেনের টিকিটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘অনলাইনে ট্রেনের টিকিটের বিষয়ে যেসব অনিয়ম ছিল সেগুলোর অনেকটাই কমে গিয়েছে। ঈদের সময় টিকিটের চাহিদা চার থেকে ছয় গুণ বেড়ে যায়। ট্রেনের সংখ্যা না বাড়াতে পারলে ছয়জনের মধ্যে একজন টিকিট পাবে না। তারপরও রেলের কোনো কর্মকর্তা টিকিট জালিয়াতির সঙ্গে জড়িত থাকলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। অলরেডি ২২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

             লোকোমোটিভ সংকটের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘রেলের লোকোমোটিভ ও কোচের সংকট আছে। পুরোনো কোচ দিয়ে আমাদের ট্রেন চালাতে হচ্ছে। নতুন কোচ সংগ্রহের চেষ্টা চালাচ্ছি। আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চীনে একটি দল যাচ্ছে। সেখানে রেলের কোচ ও রেল সংক্রান্ত অন্যান্য বিভিন্ন বিষয়ে  আলোচনা হবে।’

            সরকারের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে রেল উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ঢাকার বাইরের শহরের মানুষের প্রয়োজনের দিকে নজর দিচ্ছে। প্রফেসর ইউনূস উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন ঢাকার বাইরে উন্নয়ন পৌঁছাতে হবে। আমাদের উন্নয়ন হবে নামফলকবিহীন উন্নয়ন। ফলকে কারও নাম আর থাকবে না, শুধু সময়ের উল্লেখ থাকবে। নামফলকবিহীন উন্নয়নের যুগের সূচনা করতে চাই আমরা।’

            চট্টগ্রাম থেকে সন্দ্বীপে ফেরি চলাচল উদ্বোধন প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ‘সেখানে কিন্তু সব উপদেষ্টা উদ্বোধনের জন্য যান নাই। ঘাট উদ্বোধনের জন্য গেছেন নৌপরিবহন উপদেষ্টা এবং আমি গিয়েছিলাম বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধনের জন্য। বাকি উপদেষ্টা এবং দুই বিশেষ সহকারী তাদের সংশ্লিষ্ট বিষয়গুলো তদারক করার জন্য গিয়েছিলেন।’

             ট্রেনের স্টপেজের বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘সবাই ট্রেনের স্টপেজ চায় বাড়ির কাছে। তবে আন্তঃনগর ট্রেনের স্টপেজের সংখ্যা কম হবে। লোকাল ট্রেনের স্টপেজ সংখ্যা বেশি থাকবে।’

            উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন-সহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

রেজাউল/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর: ৩০৭৩

শিক্ষাকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে সুষম বিকশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

                                                                        --- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ):

          প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে সুষম বিকশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। একজন শিশুকে সাক্ষর করে তোলা মানে প্রকৃত অর্থে তাকে সক্ষম করে তোলা। এতে সামাজিক গতিশীলতা আসে।

          উপদেষ্টা আজ ঢাকায় মিরপুরস্থ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          উপদেষ্টা বলেন, স্বাধীনতার প্রোক্লেমেনেশন যেটা আমাদের আদর্শ এবং সংবিধানে উল্লিখিত মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা স্থায়ী শান্তি আশা করতে পারি না। ফলে আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে নিজের অবস্থান থেকে কাজ করে যাওয়া। আমাদের নিজেদের স্বার্থেই সেটা প্রয়োজন।

          উপদেষ্টা আরো বলেন, যদি আমাদের দেশকে একটি সুখী এবং সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে শিক্ষার কোনো বিকল্প নাই। স্বাধীনতা দিবসে স্বাধীনতার শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্বাধীনতার চেতনাকে সমুজ্জ¦ল রাখার জন্য বার বার যারা আত্মোৎসর্গ করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আমাদের উচিত অর্পিত দায়িত্বের প্রতি সংকল্পবদ্ধ থাকা।

          প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর  মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী, শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক সুরাইয়া খান এবং পিটিআই ইন্সট্রাক্টর আবু বকর সিদ্দিক প্রমুখ।

#

জাহাঙ্গীর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৮০০ঘণ্টা 

 

তথ্যবিবরণী                                                                                                     নম্বর: ৩০৭২

ঈদযাত্রায় ভোগান্তিরোধে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ):

          ঈদযাত্রায় গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি রোধে আজ সায়েদাবাদ, গাবতলী, ফুলবাড়ীয়া ও মহাখালী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করেছেন।

           মোবাইল কোর্ট পরিচালনাকালে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা পাওয়া যায় এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

          সায়েদাবাদ বাস টার্মিনালে রামগতি, লক্ষ্মীপুরগামী নীলাচল পরিবহনে ১০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কামারপাড়ায় গাইবান্ধাগামী  নিউসাফা পরিবহনে দুইজন ব্যক্তির কাছ থেকে ১০০ টাকা করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়ার অপরাধে নিউসাফা পরিবহনকে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং মিরপুর ডি লিংক, নীলাচল পরিবহনে ভাড়ার চার্ট না থাকায় চার হাজার টাকা জরিমানা করা হয়।

          এছাড়া ফুলবাড়িয়া বাস  টার্মিনালে অভিযান পরিচালনাকালে দোলা পরিবহন, গোল্ডেন লাইন ও এমাদ পরিবহনে ভাড়ার তালিকা না থাকায় ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

#

  নোবেল/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৭৪০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩০৭১

 

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুলফিতরের নামাজের সময়সূচি

 

ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ): 

পবিত্র ঈদুলফিতর ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন বায়তুল মুকাররম জাতীয় মসজিদে নামাজের প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

#

শায়লা/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/১৭৩৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                  নম্বর: ৩০৭০

মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে গণহত্যা দিবস পালিত

মুম্বাই, ১২ চৈত্র (২৬ মার্চ ):

ভারতের মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশন গতকাল গভীর শ্রদ্ধার সাথে গণহত্যা দিবস পালন করেছে। ১৯৭১ সালে

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩০৭১

 

বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুলফিতরের নামাজের সময়সূচি

 

ঢাকা, ১২ চৈত্র (২৬ মার্চ): 

পবিত্র ঈদুলফিতর ১৪৪৬ হিজরি উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন বায়তুল মুকাররম জাতীয় মসজিদে নামাজের প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

#

শায়লা/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/শামীম/২০২৫/১৭৩৫ঘণ্টা

র ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ  চালিয়েছিল, সেই বিভীষিকাময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। চ্যান্সারি মিলনায়তনে উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্ৰধান উপদেষ্টার বাণী পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়।

উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে ২৫শে মার্চ ১৯৭১-এর শহিদদের এবং বাংলাদেশের নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের সকল বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি এই হত্যাকাণ্ডকে মানব ইতিহাসের ভয়াবহতম গণহত্যার একটি উল্লেখ করে মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের জুলাই বিপ্লবের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

#

মুম্বাই হাইকমিশন/ফাতেমা/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১৩৫০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                 নম্বর: ৩০৬৯

মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

মুম্বাই, ১২ চৈত্র (২৬ মার্চ ):

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর ৫৪তম বার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। আজ উপ-হাইকমিশনে দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়। মুম্বাইয়ে বাংলাদেশের উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।

উপ-হাইকমিশনার তার বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সকল বীর শহিদ এবং বীরাঙ্গনাদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং ঐতিহাসিক এই দিনটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তিনি অসীম  আত্মত্যাগের বিনিময়ে অর্জিত অমূল্য লাল-সবুজের পতাকার মর্যাদা রক্ষায়, স্বাধীনতা-সার্বভৌমত্ব, অব্যাহত উন্নয়ন বজায় রাখার স্বার্থে এবং জাতির বৃহত্তর কল্যাণে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে সকলকে বৈষম্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার মহৎ কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।

#

মুম্বাই হাইকমিশন/ফাতেমা/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১৩৫০ ঘণ্টা

Handout                                                                                                                      Number: 3068

Consensus in National Interest is Essential

                              – Environment Adviser

Savar, 26 March:

Adviser to the Ministry of Environment, Forest and Climate Change, and Water Resources, Syeda Rizwana Hasan, has underscored the critical need for building consensus in the national interest. She emphasized that gaining public trust requires both political and policy consensus. To implement the necessary reforms for the welfare of the people, all stakeholders must work together with unity and commitment.

She made these remarks while speaking to journalists after paying tribute to the martyrs of the Liberation War at the National Martyrs' Memorial in Savar on the occasion of the Independence Day.

Syeda Rizwana Hasan stated that rising above partisan and personal interests to reach a national consensus is imperative. Despite differences in perspective, efforts to bridge these gaps and alignment for the greater national interest must continue. She further highlighted that strengthening the justice system is crucial in fostering public confidence.

Regarding people’s expectations, she reaffirmed the government’s commitment to ensuring free and fair elections. Additionally, she noted that delivering justice for the tragic killings that took place in July and August remains a significant challenge. "We are striving to ensure that through a proper judicial process, the public experiences a sense of justice and trust in the system," she said.

Expressing optimism, the adviser stated that all parties should prioritize the national interest and move forward with reforms in line with the people’s aspirations. She stressed that, over time, all stakeholders will come together to forge the necessary consensus for the nation’s progress. She urged all concerned to work collectively in advancing this process.


#

Dipankar/Fatema/Romzan/Saida/Masum/1350 hour

তথ্যবিবরণী                                                                                             নম্বর: ৩০৬৭

জাতীয় স্বার্থে ঐকমত্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ

       - পরিবেশ উপদেষ্টা

সাভার, ১২ চৈত্র (২৬ মার্চ):

জাতীয় স্বার্থে ঐকমত্য গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক ও নীতিগত ঐকমত্য প্রয়োজন। জনগণের কল্যাণে প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় স্বার্থে দলীয় ও ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকমত্যে পৌঁছানো জরুরি। যদিও ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তবুও মতপার্থক্য কমিয়ে জাতীয় স্বার্থে একত্রিত হওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সুষ্ঠু বিচার ব্যবস্থার উন্নয়ন জনগণের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা পূরণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ চলছে। এছাড়া, জুলাই-আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা এখন একটি বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করব, যেন জনগণ ন্যায়বিচার পায় এবং আস্থার পরিবেশ সৃষ্টি হয়।

উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, সবাই জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবেন এবং সংস্কারগুলো জনগণের চাহিদার ভিত্তিতেই এগিয়ে নেওয়া হবে। এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

#


দীপংকর/ফাতেমা/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১৩৫০ ঘণ্টা

Handout                                                                                                                  Number: 3066

Bangladesh High Commission in Canada Observes The Genocide Day with Due Solemmity

Ottawa, 26 March:

The martyrs of March 25, 1971 were remembered with due solemnity in Canada on the occasion of the Genocide Day.

The High Commission of Bangladesh in Canada solemnly observed the Genocide Day, commemorating the barbaric crackdown carried out under ‘Operation Searchlight’ by the Pakistani invading forces across Bangladesh on the night of March 25, 1971.

A candle-lighting ceremony honoured the martyrs who lost their lives on the night of March 25 and during the ensuing nine-month War of Independence in 1971, and during the 2024 July Uprising. One-minute silence was also observed in memory of the martyrs. The message of Chief Adviser Professor Mohammad Yunus issued on the occasion of the Genocide Day was read out. A commemorative discussion session was held, where High Commissioner Nahida Sobhan delivered a speech on the significance of the Day. The High Commissioner emphasized the need for global recognition of the 1971 Bangladesh genocide. She also reflected on the massacre during the 2024 July Uprising in Bangladesh, depicting the uprising as a continuation of the nation’s enduring struggle for dignity, emancipation and the rights of the people.

The program concluded with a special prayer for the departed souls of all martyrs of Bangladesh’s War of Independence and 2024 July Uprising and for the continued peace, progress and prosperity of the country and its people.

#

Mission/Fatema/Romzan/Saida/Masum/1000 hour

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ৩০৬৫

বাংলাদেশ দূতাবাস রোমে যথাযোগ্য মর্যাদায় ‘গণহত্যা দিবস’ পালিত

 রোম (ইতালি), ২৬ মার্চ: 

বাংলাদেশ দূতাবাস রোমে গতকাল যথাযোগ্য মর্যাদায় এবং গভীর শ্রদ্ধায় ‘গণহত্যা দিবস’ পালিত হয়েছে। দূতাবাসের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে আত্মোৎসর্গকারী সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত রকিবুল হক তাঁর বক্তব্যে ২৫ মার্চ কালোরাতে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দিবসটি বাঙ্গালির আত্মত্যাগের মহান স্বীকৃতির পাশাপাশি তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যার বিরুদ্ধে চরম প্রতিবাদের প্রতীক। তিনি ইতিহাসের বিভীষিকাময় সেই রাতের শহিদদের আত্মত্যাগের মর্যাদা রাখতে এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া, রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারসহ সকল কর্মকাণ্ডের বাস্তবায়নে সর্বাত্মক গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে ২৫ মার্চ কালরাতের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

#

মিশন রোম/ফাতেমা/রমজান/সাঈদা/মাসুম/২০২৫/১০২০ ঘণ্টা

2025-03-26-14-26-5b0dc85475777804f9a496e6d074d33f.docx