তথ্যবিবরণী নম্বর : ১৯০৫
এসডিজি অর্জনে নারী ও শিশুর সামগ্রিক উন্নয়ন জরম্নরি
-- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন):
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জাতিসংঘ ঘোষিত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) অর্জনে সরকারের পাশাপাশি আনত্মর্জাতিক সংস'া ও দেশীয় এনজিও’র সক্রিয় অংশগ্রহণ জরম্নরি। নারী ও শিশুর সামগ্রিক উন্নয়ন ছাড়া এসডিজি’র লড়্গ্যমাত্রা অর্জন সম্ভব নয়। তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এসডিজি-৫; জেন্ডার ইক্যুইটি অর্জনসহ আরো যে সমসত্ম লড়্গ্যমাত্রার সাথে নারী ও শিশু জড়িত তা অর্জনে ইতোমধ্যে কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ হাতে নিয়েছে। এমডিজি অর্জনের সফলতার মতোই বাংলাদেশ এসডিজি অর্জনে স্টার পারফরমার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আজ রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লড়্গ্যমাত্রা (এসডিজি) বাসত্মবায়নের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রানত্ম এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে সিনিয়র সচিব ও সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল আলম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারি মমতাজ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস'ান মন্ত্রণায়ের সচিব সামসুন্নাহার, পরিকল্পনা কমিশনের সদস্য জোয়েনা আজিজ ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাসত্মবায়িত নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের পরিচালক ড. আবুল হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মাহমুদা শারমীন বেনু বক্তব্য রাখেন।
উলেস্নখ্য, এসডিজি অর্জনে সময়সীমা ২০৩০ সাল। এসডিজি’র লড়্গ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭টি এবং টার্গেট নির্ধারণ করা হয়েছে ১৬৯টি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এসডিজি-৫ বাসত্মবায়নে নেতৃত্বদানকারী মন্ত্রণালয়। তাছাড়া আরো ১১টি লড়্গ্যমাত্রা বাসত্মবায়নে মন্ত্রণালয় আংশিকভাবে সংশিস্নষ্ট। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এসডিজি-৫ সহ অন্য লড়্গ্যমাত্রা বাসত্মবায়নে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য আজকের এই পরামর্শ সভার আয়োজন করে।
#
খায়ের/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯০৪
হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্যে কমিটি গঠন
ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন):
সরকারি হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কাজে সহায়তা দিতে কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রস্তাবনাগুলো পর্যালোচনা করার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কমিটির সদস্যরা হলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) সামিউল ইসলাম।
আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে এক মতবিনিময়সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ কমিটি গঠন করেন।
কমিটির প্রতিবেনের ওপর ভিত্তি করে দেশের সরকারি হাসপাতালগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কাজে বেসরকারি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। প্রয়োজনে বিদেশি প্রতিষ্ঠানকেও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানান মন্ত্রী। এসময় তিনি সম্প্রতি মালয়েশিয়া ও শ্রীলংকা সফরকালে সেখানকার হাসপাতাল ব্যবস্থাপনার উদাহরণ তুলে ধরেন।
পরে তিনি টাঙ্গাইলের তিন উপজেলায় চলমান শেখ হাসিনা হেলথকেয়ার কর্মসূচির পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনাসভায় সভাপতিত্বকালে প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। সভায় জানানো হয়, টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এ পর্যন্ত ২ হাজার ৮৩৯ পরিবারকে স্বাস্থ্যকার্ড বিতরণ করা হয়। এর মধ্যে ৮৩৭ জন উপজেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেন, ১০৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৩ জনকে জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সরকার অতিদরিদ্রদের ৫০টি জটিল রোগের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় শেখ হাসিনা হেলথ কার্ড বিতরণের পাইলট প্রকল্প চালু করেছে। জটিল ও ব্যয়বহুল চিকিৎসা বিনামূল্যে পাওয়া নিশ্চিত করতে সারাদেশে দরিদ্রদের মাঝে এ কার্ড পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন মোহাম্মদ নাসিম।
টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইলে এ কার্যক্রম শুরুর লক্ষ্যে উপজেলা হাসপাতালের সংস্কার কাজ দ্রুত শেষ করে এ মাসের মধ্যে কার্ড বিতরণ শুরুর নির্দেশ দেন মন্ত্রী। এ কর্মসূচি বাস্তবায়নে সকল চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
সভায় অন্যান্যের মাঝে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ওয়াহিদ হোসেন, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক আসাদুল ইসলামসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯০৩
৪ আগস্ট থেকে হজ ফ্লাইট শুরু
ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন):
এ বছরের হজ ফøাইট আগামী ৪ আগস্ট থেকে শুরু হয়ে ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ফিরতি হজ ফøাইট ১৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। এ বছর ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮ জন বাংলাদেশি নাগরিক পবিত্র হজ পালন করতে পারবেন। যাত্রীদের অর্ধেক বাংলাদেশ বিমান এবং অর্ধেক যাত্রী সৌদিয়া এয়ারলাইন্স পরিবহণ করবে।
আজ বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৬ সালের হজযাত্রী পরিবহণ কার্যক্রম সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘœভাবে সম্পাদনের লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, প্রতি ফ্লাইটে ৩ জনের বেশি মোয়াল্লেম নেয়া যাবে না এবং থার্ড ক্যরিয়ারের মাধ্যমে হজ ফ্লাইট পরিচালনা করা যাবে না। প্রথমবারের মতো হজে গমনেচ্ছুদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে। জনপ্রতি ৪৬ কেজি মালামাল পরিবহণ করা যাবে এবং জমজমের পানি বিমান মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এনে জনপ্রতি ৫লিটার করে দেয়া হবে।
সভায় আরো জানানো হয়, সিটি চেক ইন বাবদ সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স ১০ মার্কিন ডলার গ্রহণ না করায় এবং হজ টার্মিনাল ট্যাক্স বাবদ সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সকে সৌদি সরকার ১৫ ডলার মওকুফ করায় মোট ২৫ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশি ১ হাজার ৯৭৪ টাকা হজযাত্রীদের কাছ থেকে না নেয়ায় উক্ত অব্যয়িত অর্থ হজ এজেন্সির নিকট থেকে সংগ্রহ করে হাজিদের ফেরত দেয়া হবে। হজ উপলক্ষে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে গমনকারীরা হজ পালন করতে পারবেন না।
সভায় উপস্থিত বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী এবং ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান স্ষ্ঠুু ও সুন্দরভাবে হজ পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং অনাকাক্সিক্ষত পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, সে ব্যাপারে সবাইকে ও তৎপর থাকার আহ্বান জানান।
#
মাহবুবুর/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯০২
জাটকা ও কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন) :
কোস্টগার্ডের চাঁদপুর্র স্টেশনের একটি অপারেশন দল গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে যাত্রীবাহী লঞ্চ ফারাহান-১ হতে ২৮০ কেজি জাটকা আটক করে যার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। আটককৃত জাটকা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
এছাড়া, কোস্টগার্ডের পাগলা স্টেশনের একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ‘গ্রিণ ওয়াটার-৭’ যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ৯০ হাজার বর্গমিটার অবৈধ নতুন কারেন্ট জাল আটক করে। যার মূল্য প্রায় ৯৮ লাখ টাকা। আটককৃত কারেন্ট জালগুলো উপজেলা মৎস্য অফিসার মোছা. সালমা আক্তার ও গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল কবিরের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
#
শামীম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯০১
হযরত খানজাহান আলী (র.) বিমানবন্দর নির্মাণ ফাস্টট্র্যাক প্রকল্পে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত
ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন):
হযরত খানজাহান আলী (র.) বিমানবন্দর নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রীর ফাস্টট্র্যাক প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছে। এ বিমানবন্দর নির্মাণের জন্য ৫৩৬ একর ভূমি অধিগ্রহণ করা হবে। ২০১৯ সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হবে।
আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হযরত খানজাহান (র) বিমানবন্দর নির্মাণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিমানবন্দর নির্মাণ প্রকল্প ইতোমধ্যে একনেক কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৪ হাজার ৪৭৪ লাখ টাকা যার মধ্যে জিওবি হতে ৪৯০২৭ দশমিক ৫০ লাখ টাকা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অর্থায়ন করবে ৫৪৪৭ দশমিক ৫০ লাখ টাকা।
সভায় জানানো হয়, বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষের অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে এ বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ করে এ অঞ্চলের প্রধান উৎপাদিত পণ্য চিংড়ি রপ্তানিতে এ বন্দর অত্যন্ত সহায়ক হবে। দ্রুত বিমানবন্দর নির্মাণ এ অঞ্চলের জনগনের প্রাণের দাবি।
সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. এস এ সামাদ, সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব এসএম গোলাম ফারুক, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ড. নমিতা হালদার এবং বাগেরহাট জেলা প্রশাসক জাহাংগীর আলম।
#
তুহিন/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯০০
সংসদ সচিবালয়ে বাজেট বিষয়ক হেল্পডেস্ক চালু
ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন):
দশম জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের বাজেট সম্পর্কে আলোচনায় সহযোগিতা প্রদানের জন্য সংসদ ভবনের ৩য় লেভেলে উন্নয়ন সমন¦য়ের সহযোগিতায় সংসদ সচিবালয়ের আয়োজনে স্থাপন করা হয়েছে ‘বাজেট ইনফরমেশন হেল্পডেস্ক’। আজ অধিবেশন শেষে হেল্পডেস্ক পরিদর্শন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
পরিদর্শনকালে ডেপুটি স্পিকার বলেন, সংসদ সদস্যদের বাজেট বক্তৃতায় সহযোগিতা প্রদানের জন্য সংসদ সচিবালয় যুগোপযোগী একটি উদ্যোগ নিয়েছে। এখন সংসদ সদস্যদের উচিত এ সুযোগটাকে কাজে লাগানো। সংসদে বক্তৃতা রাখার আগে সংসদ সদস্যগণ এ হেল্পডেস্ক থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যউপাত্ত সংগ্রহ করতে পারেন। তিনি বলেন, বক্তৃতা যত বেশি তথ্যবহুল হবে সেটি ততই গঠনমূলক ও প্রাণবন্ত হবে।
নবীন সংসদ সদস্যগণদের দক্ষতা বৃদ্ধির জন্য তারা কার্যপ্রণালীবিধি ও সংবিধান যাতে সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন এবং সংসদে গঠনমূলক বক্তৃতা রাখতে পারেন সেজন্য বছরে অন্তত দু’টি ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করার ওপর গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার।
এ সময় তিনি সংসদ সদস্যদের বাজেট হেল্পডেস্কের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান। নবীন সংসদ সদস্যদের সংসদ অধিবেশনে অংশগ্রহণ করার সময় একটি সংবিধান ও কার্যপ্রণালীবিধি সঙ্গে রাখার আহ্বানও জানান ডেপুটি স্পিকার।
এ সময় সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, রুস্তম আলী ফরাজী, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, মনিরুল ইসলাম, কাজী রোজী, ফজিলাতুন নেসা বাপ্পী, উম্মে রাজিয়া কাজল, বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদার, অতিরিক্ত সচিব প্রণব চক্রবর্তী, গোলাম মোস্তফা, সুলতান মাহমুদসহ সংসদ সচিবালয় ও এনবিআর-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
স¦পন/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৮৯৯
৯ জুন বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস
ঢাকা, ৭ জুন (২৪ জ্যৈষ্ঠ) :
আগামী ৯ জুন ২০১৬ ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস’। এ বছর এ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘অপপৎবফরঃধঃরড়হ: অ এষড়নধষ ঞড়ড়ষ ঃড় ঝঁঢ়ঢ়ড়ৎঃ চঁনষরপ চড়ষরপু’। যার অর্থ করা হয়েছে-‘অ্যাক্রেডিটেশন: সরকারি নীতি নির্ধারণে সহায়তা করে’।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রী পৃথক পৃথক বাণী প্রদান করবেন। দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে ওহঃবৎহধঃরড়হধষ খধনড়ৎধঃড়ৎু অপপৎবফরঃধঃরড়হ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (ওখঅঈ) ও ওহঃবৎহধঃরড়হধষ অপপৎবফরঃধঃরড়হ ঋড়ৎঁস (ওঅঋ) একটি ঔড়রহঃ ঝঃধঃবসবহঃ প্রদান করছে।ে
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) ও ঢাকা চেম্বার অভ্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর যৌথ উদ্যোগে মতিঝিলের ডিসিসিআই মিলনায়তনে এক সেমিনার আয়োজন করা হয়েছে। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং সভাপতিত্ব করবেন বিএবি’র চেয়ারম্যান অধ্যাপক আলতাফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সনিয়ির সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, এফ বি সি সি আই’র সভাপতি মাতলুব আহমদে এবং ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এর সভাপতি হোসনে খালদে। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক মো. আবু আবদুল্লাহ।
বিভিন্ন ল্যাবরেটরির সাথে জড়িত ব্যক্তিবর্গ, অ্যাক্রেডিটেশন ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার আলোচকবৃন্দ আলোচনাসভায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন একটি টকশো সম্প্রচার করবে এবং মোবাইল ফোন অপারেটরগণ ক্ষুদে বার্তা প্রেরণ করবেন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড এই দিবসটি উপলক্ষে প্রচার সামগ্রী, ব্যাগ, কলম, বুকলেট, বর্ণিল স্যুভেনির এবং পোস্টার প্রকাশ করেছে।
#
তৌহিদুর/মোবাস্বেরা/নুসরাত/খাদীজা/গিয়াস/কামাল/২০১৬/১৫০০ ঘণ্টা