তথ্যবিবরণী নম্বর : ১০৩২
নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়
-- কৃষিমন্ত্রী
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদের সর্বপ্রথম নারীদের জন্য ১৫টি আসন সংরক্ষিত করেন। এটাই বাংলাদেশের ইতিহাসে নারীর ক্ষমতায়নের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ।
মন্ত্রী আজ ঢাকায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাই নারীকে অবহেলিত রেখে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীর ক্ষমতায়ন মানেই জাতির ক্ষমতায়ন। নারীদের অধিকার নিজেরাই আদায় করে নিতে হবে। সরকার তাদের জন্য সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছে। এসুযোগ কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স¦রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স¦রাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।
#
গিয়াস/মাহমুদ/আলী/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/২২০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৩১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই
--- ত্রাণমন্ত্রী
মতলব উত্তর (চাঁদপুর), ১৫ চৈত্র (২৯ মার্চ) :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাঁর অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে।
মন্ত্রী আজ মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন মাঠে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সোবহান শুভা’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক, আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব উত্তর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি এম এ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমেদ মঞ্জু এবং ছেংগারচর পৌর মেয়র রফিকুল আলম জজ।
মায়া চৌধুরী বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উদ্যোগ নিয়েছেন। তাই আজ সরকারি-বেসরকারি উচ্চপদে নারীরা ক্ষমতাসীন। বাংলাদেশিরা বিশে^ এখন মর্যাদার সাথে বাস করবে। তিনি আরো বলেন, রাজনীতি করতে হলে দেশপ্রেমিক হতে হবে, দেশের জন্য আত্মত্যাগ করার মানসিকতা থাকতে হবে।
এ সময় মন্ত্রী মতলব উত্তর উপজেলায় সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরেন। বিশেষ করে মতলবে অর্থনৈতিক জোন ও আইসিটি পার্ক স্থাপিত হলে তা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, অর্থনৈতিক উন্নতির পর এখন মানবিক গুণাবলি বিকাশের চেষ্টা অব্যাহত রাখতে হবে। সমাজ থেকে বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ করতে হবে।
#
ওমর ফারুক/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/ ১৯২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০৩০
ই-লাইসেন্সিং সেবা চালু করেছে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ ) :
দেশব্যাপী বিভিন্ন বিকিরণ স্থাপনার লাইসেন্স প্রদানের জন্য অনলাইনভিত্তিক ই-লাইসেন্সিং সেবা চালু করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক)। আজ ঢাকার আগারগাঁওয়ে পরমাণু কর্তৃপক্ষের সেমিনার কক্ষে এ সেবার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে। ইতোমধ্যে এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সারাদেশে তেজস্ক্রিয় বা বিকিরণ উৎস ও বিকিরণ উৎপাদনকারী যন্ত্রপাতির ব্যবহার, পরিবহণ, আমদানি-রপ্তানি, তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য কাজের ক্ষেত্রে বিভিন্ন শ্রেণির লাইসেন্স প্রদান করে থাকে। পাশাপাশি এসবের সাথে সংশ্লিষ্ট কর্মী, কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গকে তেজস্ক্রিয়তার ক্ষতিকর দিক ও সুরক্ষার উপায় সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ সেবা প্রদান করে। এখন থেকে এ দু’টি সেবা অনলাইনে পাওয়া যায়। অনলাইনে লাইসেন্সের জন্য বষষং.নধবৎধ.মড়া.নফ ও প্রশিক্ষণের জন্য বষবধৎহরহম.নধবৎধ.মড়া.নফ ওয়েবসাইটে আবেদন করা যাবে। লাইসেন্সিং এবং প্রশিক্ষণ প্রক্রিয়া অনলাইন সিস্টেমে রূপান্তরের ফলে জনগণ সহজেই এ দু’টি সেবা গ্রহণ করতে পারবে।
পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান অধ্যাপক ড. নঈম চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ খলিলুর রহমান এবং বায়েরার সদস্য অধ্যাপক ডা. সাহানা আফরোজ।
#
কামরুল/মাহমুদ/রফিকুল/সেলিমুজ্জামান/২০১৮/১৭৩০ ঘন্টা
তথ্যবিবরণী নম্বর : ১০২৯
জাতির পিতার আদর্শ বাস্তবায়নে উদ্যোগী হতে হবে
---শিক্ষামন্ত্রী
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৮ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর মোঃ মাহাবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, আমাদের হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এ অধ্যায়ের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন। ৭ই মার্চের ভাষণে দিক নির্দেশনা দিয়েছিলেন এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেছিল। শিক্ষামন্ত্রী জাতির পিতার স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
#
আফরাজুর/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০২৮
স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করে
--- নৌপরিবহন মন্ত্রী
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। যুদ্ধবিধ্বস্ত স¦াধীন বাংলাদেশকে গড়ে তুলতে বঙ্গবন্ধু নিরলস পরিশ্রম করে গছেন। স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করে। দীর্ঘদিন স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় না থাকায় দেশের কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। তারপরও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন আয়োজিত ‘স্বাধীনতার ৪৭ বছরে জনপ্রত্যাশা ও অর্জন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী এবং রাজাকার আলবদরদের বিচার হওয়ায় দেশ আজ পাপমুক্ত হয়েছে। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে চলেছে। তিনি বলেন, যারা ২০১৩-১৪ ও ২০১৫ সালে মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।
মন্ত্রী বলেন, ফরায়েজী আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তুল্লাহ শুধু ধর্ম সংস্কারক ছিলেন না; তিনি ছিলেন অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা যুগিয়েছেন হাজী শরীয়তুল্লাহ।
বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের মহাসচিব মোঃ আজিজুল রহমান, যুগ্মমহাসচিব মহীউদ্দীন, যুগ্মমহাসচিব এ টি এম হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মোঃ হোসাইন এবং আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর।
#
জাহাঙ্গীর/মাহমুদ/রফিকুল/জয়নুল/২০১৮/১৮৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০২৭
প্রতিযোগিতা কমিশনের সেমিনারে বাণিজ্যমন্ত্রী
বাজারে কারোর একক প্রভাব থাকবে না
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাজারে এককভাবে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না। প্রতিযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। সরকার বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। পণ্যের উৎপাদক, আমদানিকারক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সভা করে সমস্যা চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে নিত্যপ্রয়োজনীয়সহ সকল পণ্যের স্বাভাবিক বাজারদর, পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, বাজাবে যাতে কোনো পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি না হয় বা কেউ করতে না পারে সে বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছে। নবগঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে যথাযথভাবে কাজ করবে। এ কমিশনকে সয়োপযোগী করে ভোক্তা তথা দেশের মানুষের স্বার্থরক্ষা করতে হবে।
বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় সিরডাপ মিলনায়তনে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন নবগঠিত বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন আয়োজিত “ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিতকরণ : বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করতে সরকার ২০১২ সালে প্রতিযোগিতা আইন পাস করেছে। বাজারে যাতে অসম বিপণন ব্যবস্থার সৃষ্টি না হয় বা ভোক্তার স্বার্থ পরিপন্থি কিছু না হয়, সে উদ্দেশ্যেই এ আইন প্রণয়ন করা হয়েছে। এখন এ কমিশনকে শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। ব্যবসাবান্ধব বর্তমান সরকারের আমলে ব্যবসায়ীদের সবধরনের সহায়তা দিয়ে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সাথে ভোক্তার অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মোঃ ইকবাল খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শুভাশীষ বসু, এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে বিষয়ের উপর মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. শিবলী রুবায়েত উল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইডিএস-এর সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনিন আহমেদ, উন্নয়ন সমন্বয়-এর এমিরেটাস ফেলো ড. এনামূল হক এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. ফয়সল আহমেদ।
উল্লেখ্য, প্রতিযোগিতা আইন বাংলাদেশের জন্য নতুন হলেও আধুনিক যুগে ১৮৮৯ সালে প্রথম কানাডায়, ১৮৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং ১৯৪৭ সালে জাপানে প্রতিযোগিতা সংক্রান্ত আইন প্রণীত হয়। ১৯৯০ সাল পর্যন্ত বিশে^র মাত্র ১০টি দেশে এ আইন প্রচলিত ছিল। ২০১৭ সালে এ আইন বিশে^র ১৩০টি দেশে চালু হয়। এখন এশিয়ার ১৭টি দেশে প্রতিযোগিতা আইন চালু আছে।
পরে বাণিজ্যমন্ত্রী ঢাকার বারডেম মিলনায়তনে বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ-কে স্বাধীনতা পদক-২০১৮ প্রাপ্তিতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ বারডেম শাখার সভাপতি অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব ও সাবেক সচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, বারডেম-এর বোর্ড অভ্ ম্যানেজমেন্টের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী, বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার এবং চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ।
#
বকসী/মাহমুদ/মোশারফ/জয়নুল/২০১৮/১৮২০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০২৬
আসন্ন এইচএসসি পরীক্ষায় সকলের সহযোগিতা কামনা শিক্ষামন্ত্রীর
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, গণমাধ্যম ও সর্বস্তরের জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে এবার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় লালমাটিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের খাম খোলা হবে। জাতির ভবিষ্যতের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারকে ছোট করার জন্য জাতিকে হতাশ করে এমন প্রচার না করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, অসত্য ও বিভ্রান্তিমূলক প্রশ্ন প্রকাশ করে প্রচারণা চালানো হয়। এ ধরনের মিথ্যা প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের মেয়েরা পড়াশুনায় ভাল করছে। আগামী কয়েকবছরের মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রেও জেন্ডার সমতা অর্জিত হবে। তিনি বলেন, লালমাটিয়া মহিলা কলেজের উন্নয়নে মোট ২৩ কোটি ১০ লাখ টাকার কাজ সম্পন্ন হয়েছে।
লালমাটিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. মশিউর রহমান, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাবের সভাপতি জোবেরা রহমান লিনু এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
#
আফরাজুর/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫৪৬ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০২৫
প্রকল্প কর্মকর্তাদের সমন্বয়হীনতা বরদাস্ত করা হবেনা
-প্রতিমন্ত্রী রাঙ্গাঁ
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কতিপয় প্রকল্প কর্মকর্তাদের কর্মকা-ে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। এ ব্যাপারে কোন প্রকার গাফিলতি বরদাস্ত করা হবেনা।
রাঙ্গাঁ আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস্ত বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। এ সময় বিভাগের সচিব মাফরুহা সুলতানাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নপ্রসূত বিশেষায়িত প্রকল্প জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সমবায়ীদের লাভজনক প্রতিষ্ঠান ‘মিল্ক ভিটা’ দেশে দুগ্ধ বিপ্লবের সূচনা করেছে। তিনি প্রকল্প কাজের স্বচ্ছতা ও অপচয়রোধে ই-টেন্ডারিং ব্যবস্থা বজায় রাখা, শূন্যপদ দ্রুত পূরণ ও সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার ওপর নির্দেশনা দেন।
#
আহসান/অনসূয়া/শহিদ/শামীম/২০১৮/১৫৪৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০২৪
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২২তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, নুরুন্নবী চৌধুরী এবং কামরুল লায়লা জলি বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মন্ত্রিপরিষদ বিভাগ, বিসিসি ও বেসিস এর পরিকল্পনায় একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে যার নাম নভভঃি. মড়া.নফ। উক্ত পোর্টালের ডিজাইনের আদলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ‘ফ্রিডম ফাইটারস ডাটাবেইজ’ নামে একটি সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
এপ্রিল’ ২০১৩ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানীভাতা ও চিকিৎসাবিলের অর্থ চেকের পরিবর্তে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে তাঁদের স্ব স্ব একাউন্টে পরিশোধের প্রক্রিয়া চালু করা হয়েছে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় এসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মানীভাতা ও চিকিৎসাবিলের চেক সংগ্রহের দীর্ঘদিনের কষ্ট ও আর্থিক ব্যয় লাঘব হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
এছাড়াও বৈঠকে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের হালনাগাদ অবস্থা তুলে ধরা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যপস্থাপনা পরিচালক, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
সাব্বির/অনসূয়া/শহিদ/শামীম/২০১৮/১৫৩৮ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০২৩
বিএবি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে শিল্পসচিব
এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মানসম্মত পণ্য উৎপাদনের প্রয়াস জোরদারের তাগিদ দিয়েছেন শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের মহাসোপান ধরে এগিয়ে যাচ্ছে। অগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে মানসম্মত পণ্যের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানির সক্ষমতা জোরদার করতে হবে। ২০৪১ সাল নাগাদ উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে মানোন্নয়ন ও মানসংরক্ষণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত নতুন প্রজন্মকে নিষ্ঠার সাথে দায়িত্বপালনের পরামর্শ দেন তিনি।
শিল্পসচিব আজ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড আয়োজিত ‘বিএবি অ্যাসেসর রিফ্রেশার্স কোর্স’ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ তাগিদ দেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এনামুল হক, প্রশিক্ষণার্থী ইয়াসিন খান ও তাসনিম তারান্নুম বক্তব্য রাখেন।
শিল্পসচিব বলেন, উন্নয়নের মূল চালিকাশক্তি হচ্ছে শিল্প। কৃষির পাশাপাশি গুণগত শিল্পখাতের বিকাশ ঘটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি জোরদার করতে হবে। দেশে উৎপাদিত ভোগ্য ও শিল্পপণ্যের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার বিএসটিআই ও বিএবি’র কার্যক্রম শক্তিশালী করেছে। এর ফলে বাংলাদেশি পণ্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও শক্তিশালী অবস্থান করে নিতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।
অ্যাক্রেডিটেড ল্যাবরেটরির মানসনদ ছাড়া পণ্য রপ্তানি সম্ভব নয় উল্লেখ করে শিল্পসচিব বলেন, দেশব্যাপী অ্যাক্রেডিটেশন ও মানবিষয়ক প্রচারণা জোরদার করা প্রয়োজন। বিএবির কার্যক্রম গতিশীল হওয়ায় দেশে উদ্যোক্তা পর্যায়ে মানসংক্রান্ত সচেতনতা বেড়েছে। বিএবি’র জনবলের দক্ষতা বাড়ায় এখন বিদেশি প্রশিক্ষক ছাড়াই ন্যূনতম খরচে বাংলাদেশে অ্যাক্রেডিটেশন সম্পর্কিত আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ আয়োজন সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড থেকে সনদপ্রাপ্ত দেশের বিভিন্ন টেস্টিং ও ক্যালিব্রেশন ল্যাবরেটরি, মেডিক্যাল ল্যাবরেটরি, সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও পরিদর্শন সংস্থায় কর্মরত প্রায় অর্ধশত অ্যাসেসর ও কারিগরি বিশেষজ্ঞ অংশ নেন।
#
জলিল/অনসূয়া/শামীম/২০১৮/১৬২৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০২১
অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঢাকা, ১৫ চৈত্র (২৯ মার্চ) :
স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উপলক্ষে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধীদের ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা আজ ঢাকা শহিদ তাজউদ্দিন আহমদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।
ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রায় শতাধিক অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী অংশগ্রহণ করে।
#
শফিকুল/অনসূয়া/রেজ্জাকুল/শামীম/২০১৮/১৫০৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১০২০
শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে রেজুলেশন প্রয়োজন
-মোমেন
নিউইয়র্ক, ২৯ মার্চ ২০১৮:
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উন্নয়নে সম্মিলিত পদক্ষেপ’ শীর্ষক এক উন্মুক্ত বিতর্ক ২৮ মার্চ অনুষ্ঠিত হয়। নিরাপত্তা পরিষদের চলতি মার্চ মাসের সভাপতি এই সভার আয়োজন করে। নেদারল্যান্ডস্ এর প্রধানমন্ত্রী মার্ক রুট সভায় সভাপতিত্ব করেন। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যরাষ্ট্রসহ জাতিসংঘের ৭২টি সদস্যদেশ ও আঞ্চলিক সংস্থাসমূহের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এই উন্মুক্ত বিতর্কে অংশ নিয়ে সাম্প্রতিক সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত শান্তিরক্ষীদের ব্যাপক হতাহতের প্রেক্ষাপটে তাঁদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সাধারণ পরিষদে রেজুলেশন আনার আহ্বান জানান। তিনি বলেন, গতবছর কর্তব্যরত শান্তিরক্ষীদের নিহত হওয়ার ঘটনা ছিল রেকর্ড। এই অবস্থা পাল্টাতে অবশ্যই সম্মিলিত পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে শান্তিরক্ষার প্রতিশ্রুতিসমূহ আরো সুসংহত করে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে কাজ শুরু করতে পারি যা হবে পারস্পরিকভাবে শক্তিশালী, আর এতে সংশ্লিষ্ট অংশীজনদের আলাদা আলাদাভাবে দায়িত্ব নিতে হবে। শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের স্বার্থে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদে রেজুলেশন গ্রহণসহ যে কোন গঠনমূলক মতামতকে সমর্থন জানাতে সদাপ্রস্তুত রয়েছে’।
শান্তিরক্ষায় রাজনৈতিক প্রক্রিয়ার ওপর জোর দিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘শান্তিরক্ষার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকে প্রাধান্য প্রদান একটি অপরিহার্য বিষয়। যখন রাজনৈতিক প্রক্রিয়া অকার্যকর হয়ে পড়ে তখন বেসামরিক জনগণের নিরাপত্তা অরক্ষিত হয়ে যায় এবং শান্তিরক্ষীগণও অসম ঝুঁকির মধ্যে পড়েন’। শান্তিরক্ষা কার্যক্রমের রিভিউ ও পরিকল্পনায় বস্তুনিষ্ঠ রাজনৈতিক প্রক্রিয়া প্রয়োগের ওপর বিশেষ গুরুত্ব প্রদানের কথা তিনি উল্লেখ করেন।
#
অনসূয়া/শহিদ/রেজ্জাকুল/শামীম/২০১৮/১১১২ ঘণ্টা