তথ্যবিবরণী নম্বর : ৪০
ড. মাহবুব হোসেনের মৃত্যুতে কৃষিমন্ত্রীর শোক
ঢাকা, ২২ পৌষ (৫ জানুয়ারি) :
কৃষি অর্থনীতিবিদ, ব্র্যাকের নির্বাহী পরিচালকের উপদেষ্টা ও গবেষক ড. মাহবুব হোসেনের মৃত্যুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#
বিবেকানন্দ/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/২০৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৮
সাড়ম্বরে পালিত হচ্ছে জাতীয় সমাজসেবা সপ্তাহ
ঢাকা, ২২ পৌষ (৫ জানুয়ারি) :
আজ সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবিরের রক্তদান কর্মসূচি পরিদর্শনের মধ্যদিয়ে সপ্তাহব্যাপী জাতীয় সমাজসেবা সপ্তাহ ২০১৬ এর দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
সমাজসেবা অধিদফতর মিলনায়তনে ঢাকার শহর সমাজসেবা কার্যালয়-৪ এর আয়োজনে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আলোচ্য বিষয় ছিল ‘দারিদ্র্যবিমোচনে সমাজসেবা অধিদফতর’। আলোচকবৃন্দ বাংলাদেশের দারিদ্র্যবিমোচনে সমাজসেবা অধিদফতরের ভূমিকা ও তাৎপর্য তুলে ধরেন।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. হাবিবে মিল্লাত, বিশেষ অতিথি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এমএম সুলতান মাহমুদ, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের পরিচালক (কার্যক্রম) আবু মোহাম্মদ ইউসুফ।
আলোচনাসভায় সমাজসেবা অধিদফতরের উপসহকারী পরিচালক (কার্যক্রম) মো. শহীদুল ইসলাম এবং ঢাকার শহর সমাজসেবা কার্যালয়-৪ এর সমাজসেবা অফিসার সালমা বেগম বক্তব্য রাখেন। আলোচনাসভায় সমাজসেবা অধিদফতরের বিভিন্ন প্রতিষ্ঠানের নিবাসী শিশু, সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী এবং ঢাকার শহর সমাজসেবা কার্যালয়-৪ এর সাংস্কৃতিক দলের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।
#
জহিরুল/আফরাজ/মিজান/রফিকুল/জয়নুল/২০১৬/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৫
রানা প্লাজা চলচ্চিত্র সেন্সর সনদবিহীন ঘোষণা
ঢাকা, ২২ পৌষ (৫ জানুয়ারি) :
শামীমা আক্তার প্রযোজিত ‘রানা প্লাজা’ পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি কর্তৃক জনসম্মুখে প্রদর্শনের উপযোগী নয় বলে বিবেচিত হওয়ায় চলচ্চিত্র সেন্সরশিপ আইন, ১৯৬৩ অনুযায়ী বাংলাদেশে চলচ্চিত্রটি সেন্সর সনদবিহীন ঘোষণা করা হয়েছে।
সেন্সর সনদপত্রবিহীন ‘রানা প্লাজা’ চলচ্চিত্রটি দেশের কোথাও প্রদর্শিত হলে ছবি বাজেয়াপ্তসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
#
নজমুল/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩১
সকল সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার উদ্যোগ অব্যাহত থাকবে
--- বিদ্যুৎ প্রতিমন্ত্রী
জয়পুরহাট, ২২ পৌষ (৫ জানুয়ারি) :
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সকল সম্ভাবনা কাজে লাগিয়ে বাংলাদেশকে সমৃদ্ধ করার উদ্যোগ অব্যাহত রাখা হবে। রূপকল্প-২০২১ ও ২০৪১ অনুযায়ীই দেশ এগিয়ে যাচ্ছে। বিদ্যমান সম্পদের সুষ্ঠু, নিরাপদ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করে সরকার উন্নয়নের গতিধারা বজায় রাখবে।
প্রতিমন্ত্রী আজ জয়পুরহাটে ‘ফিজিবিলিটি স্টাডি ফর দ্য এক্সট্রাকশন অভ্ কোল বেড মিথেন (সিবিএম) এট জামালগঞ্জ কোল ফিল্ড’ প্রকল্পের ০৩টি কূপ খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক গ্যাস ক্রমশ কমে যাচ্ছে। বিকল্প জ্বালানির উৎসের প্রাপ্যতা দ্রুত নিশ্চিত করা প্রয়োজন। সরকার এলএনজি, এলপিজি, কয়লাসহ জ্বালানির নানাবিধ উৎসের সন্ধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি বলেন, মিথেন গ্যাসের প্রাপ্যতা নির্ভর করে কয়লা খনির গভীরতার ওপর। যুক্তরাষ্ট্রের মোট গ্যাসের শতকরা ৬ ভাগ আসে সিবিএম এর মাধ্যমে। অস্ট্রেলিয়া, চীন, পোল্যান্ড ও রাশিয়াতেও কোল বেড মিথেন (সিবিএম) পাওয়া গেছে। জামালগঞ্জ কয়লা খনিতেও সিবিএম গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ এলাকায় সিবিএম পাওয়া গেলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে, যা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সহায়তা করবে। তিনি বলেন, এজন্য এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে কয়লার স্তরে গ্যাসের উপস্থিতি ও পরিমাণ নির্ধারণ করা হবে। পেট্রোবাংলার নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৩৭ দশমিক ৮৬ লাখ টাকা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট সামসুল আলম দুদু, পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ ও প্রকল্প পরিচালক মো. আখতারুজ্জামান।
#
আসলাম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩০
ইসলামিক ফাউন্ডেশন উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা
ঢাকা, ২২ পৌষ (৫ জানুয়ারি) :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন এবার ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম মিলনায়তনে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুইড বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানে কিরাত, আযান ও হামদ-না‘ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ মাগরিব ও বাদ এশা বায়তুল মুকাররম মসজিদের পূর্ব সাহানে পক্ষকালব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আজ ওয়াজ পরিচালনা করবেন মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান ও মুফতি মাওলানা বদিউল আলম সরকার।
এছাড়া পক্ষকালব্যাপী রাসূলুল্লাহ (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের আসর, বাংলাদেশ বেতারের সাথে যৌথ প্রযোজনায় সপ্তাহব্যাপী সেমিনার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইসলামি ক্যালিগ্রাফি, মহানবি (সা.) এর জীবনীভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী এবং মাসব্যাপী ইসলামি বইমেলা চলছে। গত ২৪ ডিসেম্বর দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব বায়তুল মুকাররম মসজিদের পূর্ব সাহানে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অভ্ গভর্ণরস এর গভর্ণর আল্লামা শায়খ খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ বিভিন্ন আলেম ওলামাগণ উপস্থিত থাকবেন।
#
শায়লা/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৫০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৯
বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক গৃহীত কর্মসূচি
ঢাকা, ২২ পৌষ (৫ জানুয়ারি) :
বিশ্ব ইজতেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক রেলভবনে আজ এসব কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। কর্মসূচিসমূহের মধ্যে রয়েছে :
বিশ্ব ইজতেমার প্রথম পর্যায়ে ০৮-১০ জানুয়ারি ও দ্বিতীয় পর্যায়ে ১৫-১৭ জানুয়ারি ২৮টি করে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। ইজতেমার প্রথম দিন শুক্রবার ঢাকা-টঙ্গী-ঢাকা ২টি জুম্মা স্পেশাল, আখেরি মোনাজাতের আগের দুইদিন জামালপুর ও আখাউড়া থেকে ২টি করে ৪টি, আখেরি মোনাজাতের আগের দিন লাকসাম-টঙ্গী ১টি, আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী ৭টি, টঙ্গী-ঢাকা ৭টি, টঙ্গী-লাকসাম ১টি, টঙ্গী-আখাউড়া ২টি, টঙ্গী-ময়মনসিংহ ৪টি মোট ২১টি আখেরি মোনাজাত স্পেশাল ট্রেন চলাচল করবে।
৩৮টি মেইল এক্সপ্রেস কমিউটার ও লোকাল ট্রেনের টঙ্গী স্টেশনে বিরতি আছে। আখেরি মোনাজাতের আগের ৫ দিন ঢাকা অভিমুখী সকল আন্তঃনগর ট্রেন (২৯টি) ২ মিনিট করে থামবে। আখেরি মোনাজাতের দিন ৫৮টি আন্তঃনগর ট্রেন ও আখেরি মোনাজাতের পরদিন ১৫টি আন্তঃনগর ট্রেন ২ মিনিট করে থামবে।
১০ ও ১৭ জানুয়ারি রোববার ৭২১/৭২২ মহানগর প্রভাতী/গোধুলী, ১১ ও ১৮ জানুয়ারি সোমবার ৭০৭/৭০৮ তিস্তা এক্সপ্রেস এবং ৮ ও ১৫ জানুয়রি শুক্রবার ৭০১/৭০২ সূবর্ণ এক্সপ্রেস ট্রেনগুলো সাপ্তাহিক বন্ধের দিন চলাচল করবে।
বিশেষ ট্রেন পরিচালনার সুবিধার্থে সুবর্ণ এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস, তুরাগ এক্সপ্রেস, ঢাকা-নারায়ণগঞ্জ কমিউটার, ঢাকা-টঙ্গী কমিউটার, ঢাকা-জয়দেবপুর কমিউটার, ঢাকা-কুমিল্লা কমিউটার আখেরি মোনাজাতের দিন বন্ধ থাকবে। সকল আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে ২০টি অতিরিক্ত কোচ সংযোজন করা হবে।
ইজতেমা উপলক্ষে ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত সকল স্টেশনে আইনশৃঙ্খলা রক্ষার সুবিধার্থে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী নিয়োগের ব্যবস্থা করা হবে। টঙ্গী রেলওয়ে স্টেশন প্লাটফরমে একটি পুলিশ কন্ট্রোলরুম সার্বক্ষণিক চালু থাকবে। এছাড়াও কর্তব্যরত অতিরিক্ত/সহকারী পুলিশ সুপার এবং একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট এর অস্থায়ী অফিস থাকবে। তাতে একটি রেলওয়ে ডিজিটাল টেলিফোন এবং জরুরি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি জেনারেটর রাখা হবে। যাত্রী সচেতনতা বৃদ্ধির জন্য জিআরপি এর পক্ষ থেকে ২৫ হাজার লিফলেট বিতরণ করা হবে। জয়দেবপুর, ধীরাশ্রম, টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও, কমলাপুর স্টেশন, টঙ্গী লেভেল ক্রসিং গেইট, বনমালা লেভেল ক্রসিং গেইট ও তুরাগ ব্রিজ পুলিশ মোতায়েন করা হবে। ইজতেমা শুরুর ৩ দিন আগে থেকে আখেরি মোনাজাত পর্যন্ত নির্দিষ্ট এলাকা (নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহ, আখাউড়া ও টাঙ্গাইল পর্যন্ত) ট্র্যাক ও ব্রিজ পেট্রোলিং করা হবে।
টঙ্গী স্টেশনে অস্থায়ী ডিসপেনসারি স্থাপন করা হবে। ঢাকা স্টেশনে ৭০টি ও টঙ্গী স্টেশনে ৫০টি কাউন্টার থেকে টিকেট বিক্রয় করা হবে।
টঙ্গী স্টেশনে অস্থায়ী ১টি নামাজঘর, ১টি বিশ্রামাগার, ৪০টি অযুখানা ও ২৫টি শৌচাগার নির্মাণ করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিখিল চন্দ্র দাস, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. হাবিবুর রহমান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
#
শরিফুল/অনসূয়া/খাদীজা/আসমা/২০১৬/১৪৪০ ঘণ্টা