Handout Number: 1849
Bangladesh condemns desecration of the national flag
and burning of effigy of Chief Advisor in Kolkata
Dhaka, November 29:
The Government of Bangladesh notes with deep concern the violent protest organized outside the Deputy High Commission of Bangladesh in Kolkata last afternoon by a Hindu organization of Kolkata named Bongio Hindu Jagran. The rally and demonstration organized by a large group of protesters turned violent, with the protesters breaking through police barricades and reaching the boundary of Bangladesh Deputy High Commission. They set fire to the national flag of Bangladesh and burned effigy of the Chief Advisor of the Government of Bangladesh. Although the situation seems to be under control at the moment, there is a prevailing sense of insecurity among all the members of the Deputy High Commission.
The Government of Bangladesh strongly condemns the deplorable act of desecrating the national flag of Bangladesh and the burning of the effigy of the Chief Advisor.
The Government of Bangladesh calls upon the Government of India to take necessary measures in order to prevent occurrences of such incidents in the future.
The Government of Bangladesh condemns any form of violent activity and urges the Government of India to ensure safety and security of the Deputy High Commission of Bangladesh in Kolkata and other Diplomatic Missions of Bangladesh in India as well as its diplomats and non-diplomatic members of staff.
#
Kamrul/Sanjib/Shamim/2024/2100hour
তথ্যবিবরণী নম্বর: ১৮৪৮
লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য
- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
উপদেষ্টা আজ রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বৌদ্ধ যুব পরিষদের ৫৮ তম বর্ষপূর্তি ও শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, দেশকে রূপান্তর করতে সকলকে একযোগে কাজ করতে হবে। সাম্য ও মৈত্রীর প্রতীক হয়ে বিশ্বে বাংলাদেশ যেন তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে সে জন্য সকলের ঐকান্তিক সহযোগিতাও কামনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এর আগে উপদেষ্টা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে WAB'র প্রেসিডেন্ট ড. পর্নচাই পালোওধাম্মা, WBFC'র প্রেসিডেন্ট ড. ওয়ানারাত বুরসিতিপর্ন, কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া, ঔপন্যাসিক হরিশংকর জলদাস, ডাক্তার এমকে সরকার ও ড. সুমন বড়ুয়া বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/সঞ্জীব/রফিকুল/শামীম/২০২৪/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৮৪৭
হত্যা ও নিপীড়নের প্রতিবাদে আটক আরো ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে সংযুক্ত আরব আমিরাত
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাতে আটক আরো ৭৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে সেদেশের সরকার।
সংযুক্ত আরব আমিরাতের সরকার এ পর্যন্ত মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে।
#
শেফায়েত/রবি/আলী/শফিক/২০২৪/১৬১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৮৪৬
পলিথিন শপিং ব্যাগের মনিটরিং কার্যক্রম
পলিথিন বিরোধী অভিযানে ১৯ লাখ টাকা জরিমানাসহ ৪০ হাজার কেজি পলিথিন জব্দ
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। এ জাতীয় ব্যাগের ব্যবহার বন্ধে সবাইকে সরকারের নির্দেশনা মানতে হবে, অন্যথায় ব্যবস্থা নেয়া হবে।
আজ রাজধানীর নিউমার্কেটের কাঁচাবাজারে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ ঘোষণা কার্যকর করার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গঠিত মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস সাংবাদিকদের এ কথা বলেন।
অতিরিক্ত সচিব বলেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে ৩ নভেম্বর থেকে ১৬৬টি অভিযান চালানো হয়েছে। এতে ৩৪৯টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ৪০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মানুষ সচেতন হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধেও কাজ চলছে। সচেতনতা বৃদ্ধি, বিকল্প সরবরাহ এবং নিয়ম বাস্তবায়ন একসঙ্গে চালানো হচ্ছে।
মনিটরিং কার্যক্রম চলাকালে নিউমার্কেটের কাঁচাবাজারের কমিটির সদস্যরা পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক মেনে নেন এবং বিকল্প ব্যবহারের প্রতিশ্রুতি দেন।
মনিটরিং অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
#
দীপংকর/রবি/আলী/মানসুরা/২০২৪/১৫৩৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৮৪৫
শহিদ আইনজীবী সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হচ্ছে
-ধর্ম উপদেষ্টা
লোহাগড়া (চট্টগ্রাম), ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
শহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারের জন্য ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের তত্বাবধানে কোটি টাকার ফান্ড গড়ে তোলা হচ্ছে। এ ফান্ড সংগ্রহের দায়িত্ব নিয়েছে মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।
আজ চট্টগ্রামের লোহাগড়ার পানত্রিশা গ্রামে শহিদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ তথ্য জানান। এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিশ্রুতিশীল তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশ ও জাতিকে অনেক কিছু দিতে পারতেন। কিন্তু তাঁকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ জঘন্য হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধীদের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির বিধান করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান।
উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সৌহার্দপূর্ণ একটি রাষ্ট্র। এ সাম্প্রদায়িক সৌহার্দ বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এ চক্রান্তের ফাঁদে পা দেয়া যাবে না এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেয়া যাবে না। তিনি দেশবাসীকে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান।
ইসকন নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ বলেন, এ বিষয়টি আদালতের বিচারাধীন। তাই এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
হত্যাকারীদের আইনের আওতায় আনতে সরকারের পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, সন্দেহজনক অনেককে ইতোমধ্যে ধরা হয়েছে। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার হবে এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পাবে। তিনি সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ জানান। এ বিষয়কে কেন্দ্র করে উসকানিমূলক কোনো ঘটনা যেন না ঘটে এবং দেশে-বিদেশে আমাদের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সে দিকে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। দেশি-বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না।
উপদেষ্টাদ্বয় শহিদ আইনজীবী সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া, তাঁরা এ পরিবারকে সরকারের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পরে ধর্ম উপদেষ্টা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভরনপোষণ, চিকিৎসা ও পড়ালেখার জন্য শহিদ সাইফুলের পিতার হাতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ হতে এক কোটি টাকা সহায়তা প্রতিশ্রুতির অংশ হিসেবে নগদ এক লাখ টাকা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ হতে ৫ লাখ টাকার চেক ও আল মানাহিল ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো এক লাখ টাকা তুলে দেন।
#
সিদ্দীক/রবি/আলী/শফিক/২০২৪/১৪১৭ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৮৪৪
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে পিআইডি’র গৃহীত কর্মসূচি
ঢাকা, ১৪ অগ্রহায়ণ (২৯ নভেম্বর):
বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫ উৎসবমুখর পরিবেশে উদ্যাপন উপলক্ষ্যে নতুন বাংলাদেশ গড়তে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদ্যাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ উৎসব সৃজনশীলতা ও উদ্যমের সম্মিলনে আগামীতে টেকসই জাতির ভবিষ্যৎ গড়ার এক উল্লেখযোগ্য মাইলফলক। এ উৎসবকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্য অধিদফতর (পিআইডি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
পিআইডি’র গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে-তারুণ্যের উৎসব সংক্রান্ত সচেতনতামূলক দু’টি ফিচার যা আগামী রবি ও সোমবারের মধ্যে প্রিন্ট মিডিয়ায় প্রকাশের জন্য প্রেরণের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে তারুণ্যের উৎসব চলাকালীন এ সংক্রান্ত ফিচার লেখা ও প্রচার অব্যাহত থাকবে। এছাড়া, এ উৎসবের কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক প্রচারের জন্য জনসচেতনতামূলক আলোকচিত্র প্রকাশ করা হবে। ইভেন্ট চলাকালীনও এ সংক্রান্ত বিভিন্ন স্থিরচিত্র প্রকাশ করা হবে।
তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে মূল উপজীব্য নির্ধারণ করা হয়েছে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’।
#
পিআইও/রবি/আলী/শফিক/২০২৪/১০৪৪ঘণ্টা