তথ্যবিবরণী নম্বর : ১৯২৬
ডিসি সম্মেলনে তথ্যমন্ত্রী
তথ্যের অবাধ প্রবাহ সময়ের দাবি
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই):
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জেলা প্রশাসকদের নিজ নিজ দপ্তরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বছরের জেলা প্রশাসক সম্মেলনে তথ্যমন্ত্রী তাঁর বক্তব্যে এ আহ্বান জানান। তথ্যসচিব মরতুজা আহমদ, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, বিভাগীয় কমিশনারবৃন্দসহ সকল জেলা প্রশাসক এসময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী জেলা প্রশাসনের দায়িত্বকে জনগণের সবচেয়ে কাছে থেকে তাদের সেবাদানের অন্যতম সর্বোত্তম সুযোগ বলে অভিহিত করে জেলা প্রশাসকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘সংবিধান ও সুশাসনের প্রকৃষ্ট ধারক হিসেবে সংবিধানের মর্মবাণী জনগণের মধ্যে ছড়িয়ে দেয়া, বৈষম্যহীন উন্নয়ন পরিকল্পনা, সকল উন্নয়ন কাজে জনগণের অংশগ্রহণকে স্বতস্ফূর্ত করা, সহকর্মীদের জনকল্যাণে উৎসাহ দেয়া ও সর্বোপরি নিজ দপ্তরকেই অবাধ তথ্যপ্রবাহের উদাহরণ হিসেবে গড়ে তোলার দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের একনিষ্ঠ হওয়া একান্ত জরুরি। মনে রাখতে হবে তথ্যের অবাধ প্রবাহ এখন সময়ের দাবি।’
কালের যাত্রায় বাংলাদেশ এখন ফেরত যাত্রার প্রেক্ষাপটে রয়েছে বর্ণনা করে ইনু বলেন, ‘পঁচাত্তরের পর যে অন্ধকারে দেশ ডুবে গিয়েছিল, সেই সাম্প্রদায়িক-সামরিক-বিচারহীনতার শাসনের গহ্বর থেকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে টেনে তোলার ফেরত যাত্রায় দেশ এখন মোকাবিলা করছে জঙ্গি সমস্যা, আনছে বৈষম্যহীন উন্নয়ন ও হাঁটছে সুশাসনের পথে।’
ফেরতযাত্রার পথে উপনিবেশ, সামরিক শাসন ও সাম্প্রদায়িকতার রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করা, আইনের শাসন প্রতিষ্ঠা, পরিবেশের অভিঘাত মোকাবিলা, বৈষম্যমুক্ত সমৃদ্ধি অর্জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি করায়ত্ত করা এবং বিশ্বায়ন ও আঞ্চলিকায়নের সঙ্গে খাপ খাওয়ানোর ছ’টা প্রধান চ্যালেঞ্জ দেশকে মোকাবিলা করতে হচ্ছে, বলেন মন্ত্রী।
এই ছয় চ্যালেঞ্জ মোকাবিলায় সংবিধান, গণতান্ত্রিক ও জাতীয় মূল্যবোধ, আইনের শাসন, ইতিহাস- ঐতিহ্য ও দেশপ্রেম সমুন্নত রেখে সুশাসনের ওপর সবচেয়ে বেশি গুরুত্বারোপ করে তিনি বলেন, সুশাসন প্রতিষ্ঠায় স্বচ্ছতা, নৈতিকতা, জবাবদিহিতা, সম্পদের সুষম বণ্টন এবং জনগণের সম্মতি ও সন্তুষ্টি অর্জনের কোনো বিকল্প নেই।
আকরাম/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২১০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯২৫
ডিসি সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী
শিশুশ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই):
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু) বলেছেন, শিশুশ্রম একটি লজ্জাজনক বিষয়। যে কোন উপায়ে ২০২১ সালের মধ্যে ঝুঁকিপুর্ণ শিশুশ্রম নিরসনে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার মোদাতি ইউনিয়নকে বাংলাদেশের প্রথম ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।
তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে জেলা প্রশাসক সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় একথা বলেন। শ্রম প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরসনে মন্ত্রণালয় একটি প্রকল্প গ্রহণ করেছে, ঝুঁকিপূর্ণ কাজে কী পরিমাণ শিশু নিয়োজিত রয়েছে তা নিরূপণে চারটি বিভাগীয় শহরে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিশুশ্রম নিরসনে জনসচেতনতা বৃদ্ধি এবং কী ভাবে সফল হওয়া যায় এ বিষয়ে মতামত গ্রহণের জন্য বিভাগীয় পর্যায়ে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সাংবাদিক, এনজিও কর্মীদের অংশগ্রহণে কর্মশালা করা হয়েছে। শিশুশ্রম নিরসনে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, বিশেষ অতিথি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীর বিক্রম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ।
#
আকতারুল/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/২০২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯২৪
তথ্যবিবরণী নম্বর : ১৯২৩
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী
ক্ষতিগ্রস্তদের মধ্যে দ্রুত ত্রাণ বিতরণে আরো তৎপর হওয়ার আহ্বান
ঢাকা, ১০ শ্রাবণ (২৫ জুলাই):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ বছর সংগঠিত প্রত্যেকটি দুর্যোগে জেলা প্রশাসকদের চাহিদার ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রীর বরাদ্দ পাঠানো হয়েছে। অনেক জায়গায় চাহিদাপত্রের পূর্বেই বরাদ্দ পাঠানো হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এবং দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতার বিচারে এ পদক্ষেপ নজীরবিহীন। এ ধারা অব্যাহত থাকবে।
তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জেলা প্রশাসকদের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন। বিদ্যুৎ ও জ¦ালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী, বীরবিক্রম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, কোন মানুষ যাতে দুর্যোগে খাদ্য, বাসস্থান ও চিকিৎসায় কষ্ট না পায় তার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ সমগ্রী বিতরণে তৎপর হতে তিনি জেলা প্রশাসকদের আহ্বান জানান। টিআর কাবিখার বরাদ্দ মার্চ মাসের মধ্যে ছাড় প্রদানে জেলা প্রশাসকদের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, কিছু কিছু জেলায় প্রথম কিস্তির কাজ শেষ করতে বিলম্ব করায় দ্বিতীয় কিস্তি ছাড় করতে সময় লাগে। প্রথম কিস্তির প্রকল্প দ্রুত বাস্তবায়ন হলে দ্বিতীয় কিস্তির বরাদ্দ মার্চের পূর্বেই দেয়া সম্ভব বলে মন্ত্রী উল্লেখ করেন। হাওর এলাকায় জানুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ বরাদ্দ ছাড়ের অনুরোধে মন্ত্রী বলেন, প্রথম কিস্তির কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করা গেলে জানুয়ারির মধ্যে সম্পূর্ণ বরাদ্দ দেয়া হবে। সময়মতো প্রকল্প তালিকা পেতে সংসদ সদস্যদের সাথে যোগাযোগ আরো নিবিড় করতে মন্ত্রী জেলা প্রশাসকদের অনুরোধ করেন। যেসব বেড়িবাঁধ বন্যায় ভেঙে যাওয়ার ঝুঁকি আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত এসব বেড়িবাঁধ মেরামতের অনুরোধ করেন মন্ত্রী।
#
দেওয়ান/ফারহানা/শেফায়েত/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৭/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯২২
Handout Number : 1921
India removes entry restrictions on BD nationals
Dhaka, 25 July :
The Indian authority has removed entry and exit restrictions on visas issued to Bangladesh nationals. By removal of this restriction, now, any Bangladesh national having Indian visa with name of entry and exit point will be able to enter and exit from India through any of the 24 international airports and two integrated check posts in India in addition to entry and exit point mentioned in the visa.
The International Airports include Ahmedabad; Amousi (Lucknow); Amritsar; Bagdogra; Bangalore; Calicut; Chandigarh; Chennai; Cochin; Coimbatore; Dabolim (Goa); Delhi; Gaya; Guwahati; Hyderabad; Jaipur; Kolkata; Mangalore; Mumbai; Nagpur; Pune; Trichy; Trivandrum and Varanasi. The Integrated Check Posts are Benapole-Haridaspur and Darshana-Gede.
#
Anasuya/Rezzakul/Asma/2017/1530 hours