তথ্যবিবরণী নম্বর: ২৩৮৭
সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, দেশটাকে গড়তে হবে
-- সমাজকল্যাণ উপদেষ্টা
ঢাকা, ৪ মাঘ (১৮ জানুয়ারি):
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, যারাই নির্বাচনে আসবেন তারা পাঁচ বছরের জন্য অন্তর্বর্তীকালীনই বটে, আর আমাদেরকে বলে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমি বলি জীবনটাই তো অন্তর্বর্তীকালীন। তিনি বলেন, তারা যেদিন ভুলে যায় তারা অন্তর্বর্তীকালীন নয় সেদিনই তারা ভুল করে, অন্যায় করে একথাটি বলে। একটি নির্বাচিত সরকারও অন্তর্বর্তীকালীন সরকার মনে রাখতে হবে। তিনি বলেন, জুলাই বিপ্লবে গণঅভ্যুত্থানের পর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন যে সময়টা পেয়েছি, এই সময়টা জনগণের সেবা করার জন্য একটা আশীর্বাদ এবং বড় দায়িত্ব। আমাদের চাওয়া পাওয়ার লিস্ট অনেক বড়; কিন্তু আমরা হয়তো মানুষের সবটুকু পূরণ করতে পারবো না, তবে সর্বদা আমাদের চেষ্টার ত্রুটি থাকবে না। সবার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, দেশটাকে গড়তে হবে।
উপদেষ্টা আজ ঢাকায় হলিক্রস কলেজের ৭৫ তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে হলিক্রস কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ফাহমিদা হোসেন শুভেচ্ছা বক্তৃতা করেন। স্মৃতিচারণ করেন কলেজের অধ্যক্ষ শিখা লেটিসিয়া গোমেজ, প্রফেসর ড. নাসিত কামাল এবং প্রজ্ঞা লাবণী প্রমুখ।
উপদেষ্টা হলিক্রস কলেজের ৭৫তম বর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে এ কলেজে তার লেখাপড়া, শ্রেণিকক্ষের পাঠদান, ক্যারেক্টার, স্কেচ ছবি আঁকা, শিক্ষকদের ভয় পাওয়া, সম্মান দেওয়া প্রভৃতি বিষয় গল্পের স্মৃতিচারণ করে বলেন, লেখাপড়ার পাশাপাশি জীবন থেকে অনেক কিছু শিখেছি। তিনি আরো বলেন, আজকে এই কলেজের বর্ষপূর্তি উৎসবে লেকচার দেওয়ার দিন নয়, আমি বলবো অগ্রজ হতে গেলে, মানবকল্যাণে ব্রতী হতে গেলে দেশের জন্য কাজ করতে হবে। আমি সবার কাছে প্রার্থনা চাই, আমরা একটা বিশাল ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। জুলাই বিপ্লবে অনেক ছেলেমেয়েরা এখন রাস্তার বাইরে, তাদেরকে লেখাপড়ায় কলেজে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে সুস্থ করতে হবে সকল শিক্ষকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে তিনি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বিকালে উপদেষ্টা বিআইসিসি'র কার্নিভাল হলে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্লাটফর্ম বাংলাদেশ এর সহযোগিতায় শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪ আয়োজনে শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেটের সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতা করেন।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির রিপোর্টে যা এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ধ্বংসযজ্ঞ অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনে আমাদের পাঁচ মাসের অন্তর্বর্তীকালীন সরকার নিষ্ঠার সাথে দায়িত্ব পরিচালনা করছে। তিনি বলেন, আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর শত কোটি টাকার গতানুগতিক দুর্নীতি বন্ধ করেছি। সঠিক তালিকা প্রণয়ন করে ভাতা প্রদান অব্যাহত রেখেছি।
#
রফিকুল/পবন/মোশারফ/সেলিম/২০২৫/২১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৮৬
বিশ্বে শান্তি স্থাপন করতে হলে ক্ষুধামুক্ত ও বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে
-- শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী
ঢাকা, ৪ মাঘ (১৮ জানুয়ারি):
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম বলেছেন, বিশ্বে শান্তি স্থাপন করতে হলে ক্ষুধামুক্ত ও বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হবে এবং জাতিগত বৈষম্য দূর করতে হবে। জাতিতে জাতিতে যুদ্ধ লেগে থাকলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে না।
আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট আয়োজিত Education for World Peace বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে একথা বলেন।
প্রফেসর এম ইসলাম বলেন, ক্যাপিটালিজমের লোভে উন্নত বিশ্বের দেশগুলো অস্ত্র বিক্রির জন্য জাতিতে জাতিতে যুদ্ধ লাগিয়ে রাখে। তারা যুদ্ধ না লাগিয়ে ঐ সকল দেশগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে উন্নত দেশগুলোর জন্য বাজার তৈরি হতো। তাতে অস্ত্র বিক্রি করতে হতো না আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারতো। বিশ্বে শান্তি বিরাজ করত, যুদ্ধ বন্ধ হয়ে যেতো।
বিশেষ সহকারী বলেন, দক্ষ জনশক্তি তৈরি করার জন্য আমাদের শুধু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করলে হবে না। আমাদের দক্ষ ও মেধাবী শিক্ষক প্রয়োজন। কম্পিউটার ও ইংরেজিতে দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে দেশে ও বিদেশে আমাদের কর্মক্ষেত্র তৈরি হবে। আমাদের দেশের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান নীরবে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি তৈরি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিশেষ সহকারী আরো বলেন, দেশের গ্রাম পর্যায়ের শিক্ষকরা অনেক অভাব অনটনে দিন পার করেন। এ সকল শিক্ষকদের উন্নয়নের জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের শিশুদের অনেক প্রতিভা রয়েছে। বাবা-মায়ের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে শিশুদের এসব সুপ্ত প্রতিভা ধ্বংস হয়ে যাচ্ছে। অভিভাবকগণ চায় তার ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে। এখান থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে। আমাদের শিশুদের মূল্যবোধ শেখাতে হবে। শিশুরা মূল্যবোধ শিখে পরিবার বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে। আমাদের পাঠ্যপুস্তকে প্রথম শ্রেণি থেকেই মূল্যবোধের বিষয়টি অন্তর্ভুক্ত করা জরুরি।
#
সিরাজ/পবন/সঞ্জীব/মোশারফ/সেলিম/২০২৫/২১১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ২৩৮৫
চট্টগ্রাম-সহ সারা দেশের পাহাড় ও টিলা কাটা বন্ধ করা হবে
-- পরিবেশ উপদেষ্টা
চট্টগ্রাম, ৪ মাঘ (১৮ জানুয়ারি):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম-সহ সারা দেশের পাহাড় ও টিলা কাটা বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার করে বনের ম্যাপিং করা হচ্ছে এবং পাহাড় কাটা বন্ধে নিয়মিত টহলের ব্যবস্থা নেওয়া হবে। কেউ এই অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ চট্টগ্রামের সার্কিট হাউজে বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বিএফআরআই, বিএফআইডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান আরো বলেন, ইটভাটা, শব্দদূষণ এবং পলিথিন শপিং ব্যাগ বন্ধে সংশ্লিষ্টদের দ্রুত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণে সরকারি দপ্তরগুলোর সমন্বয় এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। প্রাকৃতিক সম্পদ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি বন উজাড় রোধ, পানির টেকসই ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে জোর দেন।
সভায় চট্টগ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরিবেশ উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন এবং মাঠপর্যায়ে কাজের অগ্রগতি তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তাহমিদুল ইসলাম-সহ চট্টগ্রাম বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বিএফআরআই, বিএফআইডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
দীপংকর/পবন/সঞ্জীব/মোশারফ/সেলিম/২০২৫/২০৪০ ঘণ্টা
Handout Number: 2384
Hill and hillock cutting to be stopped across the country, including Chattogram
- Syeda Rizwana Hasan
Dhaka January 18:
The Advisor to the Ministry of Environment, Forest and Climate Change and the Ministry of Water Resources, Syeda Rizwana Hasan, stated that the government will take strict measures to prevent hill and hillock cutting across the country, including Chattogram. To this end, forest mapping is being carried out using advanced technology, and regular patrolling will be introduced to stop hill cutting. Anyone involved in such activities will face stringent action.
The Advisor made these remarks today while speaking as the chief guest at a discussion meeting held at the Circuit House in Chattogram with officials from the Forest Department, Department of Environment, BFRI, BFIDC, and Water Development Board.
Rizwana Hasan further directed the concerned authorities to swiftly develop action plans to curb brick kilns, noise pollution, and the use of polythene shopping bags. She instructed that effective measures must be taken within the next month. Emphasizing the importance of government department coordination and active participation of local communities in environmental protection, she urged the need for joint efforts by public institutions and citizens to safeguard natural resources.
The Advisor stressed the importance of halting deforestation, ensuring sustainable water management, and taking effective steps to address climate change challenges.
The meeting discussed the ongoing activities and future plans of various departments to protect Chattogram’s environment and biodiversity. The Environmental Advisor provided guidance to the relevant officials and underscored the need for monitoring progress in field-level operations.
Notably, the discussion was attended by Secretary of the Ministry of Water Resources Nazmul Ahsan, Divisional Commissioner of Chattogram Dr. Md. Ziauddin, Director General of the Water Development Board A.K.M. Tahmidul Islam, and senior officials from the Forest Department, Department of Environment, BFRI, BFIDC, and Water Development Board.
#
Dipankar/Paban/Sanjib/Shamim/2025/2025 hour
তথ্যবিবরণী নম্বর: ২৩৮৩
চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জরুরি
- পানি সম্পদ উপদেষ্টা
চট্টগ্রাম, ৪ মাঘ (১৮ জানুয়ারি):
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসনে প্রকল্পগুলোর বাস্তবায়নকারী সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় জরুরি।
আজ চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান একথা বলেন। এর আগে রেলপথ, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক চট্টগ্রাম মহানগরের জামাল খাঁন খাল (লাভ লেইন), মির্জাপুল, এন মোহাম্মদ ব্রিজ (বহদ্দারহাট), রাজাখালি ৫ নং ব্রিজ, চাক্তাই খাল রেগুলেটর সংলগ্ন খাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে গণমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে পানি সম্পদ উপদেষ্টা আরো বলেন, এখানে খালগুলো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে, খালের উপর অনেক জায়গায় বড় বড় বিল্ডিং উঠে গেছে, ৩টি স্পটে দেখলাম বড় বড় বিল্ডিংয়ের পাশ ভাঙতে হচ্ছে এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে এখানে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, পাহাড়গুলো কাটার ফলে মাটিগুলো এসে খালে পড়ছে, আরেকটা হচ্ছে প্রচুর পলিথিন এবং প্লাস্টিক।
পানি সম্পদ উপদেষ্টা বলেন, আজ থেকে আপনারা পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দেবেন আপনারা যারা আমাদের ইন্টারভিউ নিচ্ছেন। আপনারা গণমাধ্যমের প্রতিনিধি হিসেবে যারা আছেন এ বিষয়ে আপনারা জনসচেতনতা গড়ে তুলবেন যাতে কেউ পলিথিন এবং প্লাস্টিক ব্যবহার না করেন। বাজারে যেতে আপনারা এখন থেকে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বা চটের ব্যাগ নিয়ে যাবেন যেমনটি আমাদের বাপ-দাদারা বাজারে যেতে নিয়ে যেতেন, এটাই বিকল্প।
চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহীত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন চৌধুরী, পানি সম্পদ সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদ হোসেন, সিডিএ এর চেয়ারম্যান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
#
মামুন/পবন/সঞ্জীব/মোশারফ/শামীম/২০২৫/১৯৫০ঘণ্টা