Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ডিসেম্বর ২০১৭

তথ্যবিবরণী 20.12.2017

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৫২১ 
 
ঢাকা-গৌহাটি ফ্লাইট চালুর সিদ্ধান্ত
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
শিগ্গিরই ঢাকা-গৌহটি ফøাইট চালু হচ্ছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সাথে আজ সচিবালয়ে ভারতের আসাম রাজ্যের অর্থমন্ত্রী  ঐরসধহঃধ ইরংধি ঝধৎসধ  এর নেতৃত্বে এক প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশ বিমান ও নভোএয়ারের ঢাকা-গৌহাটি ফ্লাইট চালুর বিষয়ে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিমান ও পর্যটন মন্ত্রী আগামী বছরের ৩-৪ ফেব্রুয়ারি আসামের রাজধানী  গৌহাটিতে অনুষ্ঠিতব্য এষড়নধষ ওহাবংঃসবহঃ ঝঁসসরঃ  অংশগ্রহণের জন্য পত্র পাঠানোর জন্য আসামের মুখ্যমন্ত্রী  ঝধৎনধহধহফধ ঝড়হড়ধিষ কে ধন্যবাদ জানান। 
আসামের অর্থমন্ত্রী জানান, ৩৪ মিলিয়ন জনসংখ্যা অধ্যুষিত আসাম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড়রাজ্য। রাজ্য সরকার এখানে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করেছে, যেখানে বাংলাদেশি উদ্যোক্তারা কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, আইটি, পেট্রো কেমিক্যাল, ফার্মাসিউটিক্যালস ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি সেক্টরে বিনিয়োগের পূর্ণ সুবিধা গ্রহণ করতে পারে। এ ছাড়াও পাহাড়বেষ্টিত আসামের সাথে সাগর-নদীবেষ্টিত বাংলাদেশের মেলবন্ধন ঘটিয়ে পর্যটন শিল্প বিকাশের অমিত সম্ভাবনার পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত একটি এমওইউ স্বাক্ষরের বৈঠকে ঐকমত্য পোষণ করা হয়। 
বৈঠকে আসামের প্রতিনিধিদলে রাজ্যের গণপূর্ত মন্ত্রী চধৎরসধষ ঝঁশষধনধরফুধ উপস্থিত ছিলেন।
#
 
তুহিন/সেলিম/শেফায়েত/সঞ্জীব/জয়নুল/২০১৭/২১০০ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫২০
মিয়ানমার নাগরিকদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত

উখিয়া (কক্সবাজার), ৬ পৌষ (২০ ডিসেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে বেসরকারি উৎস থেকে প্রাপ্ত ত্রাণ সরকারি উদ্যোগে বিতরণ অব্যাহত রয়েছে। 
      উখিয়ায় স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে আজ ২৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান ৪৬ ট্রাকের মাধ্যমে ১৮ মেট্রিক টন ত্রাণ জমা দিয়েছে। প্রাপ্ত এসব ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে ৫ হাজার ৬ শত ৭০ প্যাকেট শুকনো খাবার, ৩ শত ৮৮ প্যাকেট শিশুখাদ্য, ৮ শত ২৭ পিস কাপড়চোপড়, ৯ হাজার ২ শত ৪৭ পিস গৃহস্থালিসামগ্রী, ৮ শত গৃহনির্মাণসামগ্রী ও ১ হাজার ১ শত ৫০টি স্যানিটেশন। এসব ত্রাণ আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মধ্যে বিতরণ করা হয়েছে।  
#

সাইফুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৫৮ ঘণ্টা


তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫১৯
মিয়ানমার নাগরিকদের বায়োমেট্রিক নিবন্ধন চলছে

উখিয়া (কক্সবাজার), ৬ পৌষ (২০ ডিসেম্বর) : 
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের সরকারি ব্যবস্থাপনায় ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ এগিয়ে চলছে। পাসপোর্ট অধিদপ্তর নিবন্ধন কাজ বাস্তবায়ন করছে।

আজ কুতুপালং -১ ক্যা¤েপ ৪ শত ৫৮ জন পুরুষ, ৪ শত ১১ জন নারী মিলে ৮ শত ৬৯ জন, কুতুপালং-২ ক্যাম্পে ৯ শত ৩৭ জন পুরুষ, ৯ শত ৯৫ জন নারী মিলে ১ হাজার ৯ শত ৩২ জন, নোয়াপাড়া ক্যাম্পে ৭ শত ৩৬ জন পুরুষ, ৮ শত ৫৯ জন নারী মিলে ১ হাজার ৫ শত ৯৫ জন, থাইংখালী-১ ক্যাম্পে ৩ শত ৭১ জন পুরুষ, ৩ শত ২০ জন নারী মিলে ৬ শত ৯১ জন, থাইংখালী-২ ক্যাম্পে ১ শত ৫ জন পুরুষ, ৮১ জন নারী মিলে ১ শত ৮৬ জন, বালুখালী ক্যাম্পে ৬ শত ৬৭ জন পুরুষ, ৮ শত ৬ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৭৩ জন, ঊনচিপ্রাং ক্যাম্পে ৬ শত ৬৭ জন পুরুষ, ৮ শত ৬ জন নারী মিলে ১ হাজার ৪ শত ৭৩ জন এবং পুরোদিনে ৭টি কেন্দ্রে মোট ৭ হাজার ৩ শত ৪২ জনের জনের বায়োমেট্রিক নিবন্ধন করা হয়েছে।
¬¬
আজ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৮ লাখ ৮৩ হাজার ২ শত ২০ জনের নিবন্ধন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আজ পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।
উল্লেখ্য, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) রিপোর্ট মোতাবেক আজ পর্যন্ত বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকের সংখ্যা ৬ লাখ ৭১ হাজার ৭ শত জন। অনুপ্রবেশ অব্যাহত থাকায় এ সংখ্যা বাড়ছে। ২৫ আগস্ট, ২০১৭ এর পূর্বে আগত মিয়ানমার নাগরিকের সংখ্যা ২ লাখ ৪ হাজার ৬০ জন।
#
সাইফুল/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯৫৬ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৫১৮ 
শিল্পমন্ত্রীর সাথে আসাম রাজ্য সরকারের দুই মন্ত্রীর বৈঠক
 
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
বাংলাদেশ সফররত ভারতের আসাম রাজ্য সরকারের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (ঐরসধহঃধ ইরংধি ঝধৎসধ) এবং গণপূর্তমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য (চধৎরসধষ ঝঁশষধনধরফুধ) এর নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে তাঁর মন্ত্রণালয়ে বৈঠক করেন।
বৈঠকে প্রতিনিধিদলের সদস্য ও আসাম রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্যসচিব অলক কুমার (অষড়শ কঁসধৎ), কমিশনার ও সচিব শ্যাম জগন্নাথ (ঝযুধস ঔধমধহহধঃযধহ), আসাম শিল্প উন্নয়ন কর্পোরেশনের কারিগরি ব্যবস্থাপক অমিতাভ সোয়েকা (অসরঃধা ঝধরশরধ) এবং বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ ও দাবিরুল ইসলাম, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকসহ শিল্প মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
বৈঠকে বাংলাদেশ ও আসামের শিল্পখাতে দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্ভাবনা ও বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় দ্বিপাক্ষিক পণ্য পরিবহণ ও যোগাযোগ সহজ করতে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর নাব্যতা বৃদ্ধি, স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়নের বিষয়টিও আলোচনায় স্থান পায়। 
শিল্পমন্ত্রী বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আসামের জনগণ ও রাজ্য সরকারের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে আসামের জনগণ বাঙালি শরণার্থীদের যেভাবে আশ্রয়, খাদ্য এবং আতিথেয়তা দিয়েছিল, তা ছিল ইতিহাসে নজীরবিহীন। তিনি বাংলাদেশি উদ্যোক্তাদের বিনিয়োগের লক্ষ্যে আসাম রাজ্য সরকারের প্রস্তাব ইতিবাচক বলে মন্তব্য করেন।  
#
 
জলিল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                       নম্বর : ৩৫১৭ 
               
কলকাতায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী
 
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
ভারতের কলকাতায় অনুষ্ঠেয় ৩০তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আগামী ২২ ডিসেম্বর কলকাতার পার্ক সার্কাসে তিনি প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অংশ নিতে শিল্পমন্ত্রী আগামীকাল কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার ভারতের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সবচেয়ে বড় শিল্প ও বাণিজ্য মেলা। এবারের মেলায় বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, চীন, থাইল্যান্ড, মিশর, তুরস্ক, ভিয়েতনাম, ঘানা, সিঙ্গাপুর, হংকং ও দুবাইয়ের উদ্যোক্তারা অংশ নেবে। এতে হস্ত, কুটির, মাঝারি ও বৃহৎ শিল্পের সাথে সংশ্লিষ্ট ৭ শতাধিক উদ্যোক্তা অংশ নেবেন। 
শিল্পমন্ত্রী ২৩ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
#
 
জলিল/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯২০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫১৬
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) : 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে স্পেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলবারো ডে সালাস (অষাধৎড় ফব ঝধষধং) আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 
স্পেনের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য প্রতিমন্ত্রীকে স্পেনের রাজা ৬ষ্ঠ ফিলিপ কর্তৃক “ঈড়সসরঃসবহঃ ঃড় ঃযব ঘঁসনবৎ ড়ভ ঃযব ঈরারষ গবৎরঃ ঙৎফবৎ” উপাধিতে ভূষিত করায় ধন্যবাদ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, স্পেনকে আমরা উন্নয়ন সহযোগী হিসেবে দেখতে চাই। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল কর্মযজ্ঞ চলছে কিন্তু স্পেনের উপস্থিতি নেই বললেই চলে। আগামী পাঁচ বছরে এ খাতে আরো ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে। এ বিনিয়োগে স্পেন অংশ নিতে পারে। উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনাকে দ্রুত স্বাগত জানানো হবে। 
 
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পরিবর্তন, উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে স্পেনের ব্যবসায়ীদের সাথে সেমিনার করা যেতে পারে। উভয় দেশের প্রতিনিধি বিনিময় করা গেলে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক ও ব্যবসায়িক সম্পর্ক আরো জোরদার হবে। 
#
 
আসলাম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৯১৮ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৫১৫
                
চিকিৎসা শিক্ষার মান বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ
                                           --- স¦াস্থ্যমন্ত্রী

ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
চিকিৎসা শিক্ষার মান বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সরকার গত কয়েকবছর যাবৎ মানহীন মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নে বিশেষ নজর দিয়েছে এবং আজ তাদেরকে কলেজ পরিচালনার নীতিমালা মেনে চলতে সতর্ক করা হচ্ছে। যারা মানোন্নয়নে ব্যর্থ হচ্ছে তাদের নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ করাসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রী আজ সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজে আসন বৃদ্ধি সংক্রান্ত সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন।
আগামী বছরের জন্য কলেজগুলোতে আসন বৃদ্ধির বিবেচনার জন্য শীঘ্রই মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের বিশেষ পরিদর্শন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। কলেজ পরিদর্শনের পর আসন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। 
মন্ত্রী বলেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নিñিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে যা এবছরও দেশবাসী দেখেছে। তিনি বলেন, মেডিকেল শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তাঁদের মনে রাখতে হবে এটা কোনো শিল্প প্রতিষ্ঠান নয়। এটা শিক্ষা কার্যক্রম। মেডিকেল কলেজ থেকে যেন সুচিকিৎসক বের হতে পারে সে লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে এবং সরকারও এ বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক  ডা. মোহাম্মদ সহিদুল্লা, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
#

পরীক্ষিৎ/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯১৫ঘণ্টা

তথ্যববিরণী            নম্বর : ৩৫১৪
 
সরকার র্পাবত্য অঞ্চলে শক্ষিা বস্তিারে আন্তরকি
                              -- বীর বাহাদুর উ শৈ সংি 
রুমা (বান্দরবান), ৬ পৌষ (২০ ডসিম্বের) : 
র্পাবত্য চট্টগ্রাম বষিয়ক প্রতমিন্ত্রী বীর বাহাদুর উ শৈ সংি বলছেনে, র্বতমান সরকার র্পাবত্য অঞ্চলরে প্রাথমকি, মাধ্যমকি, কারগিরসিহ উচ্চ শক্ষিা বস্তিারে আন্তরকিভাবে কাজ করে যাচ্ছ।ে র্পাবত্য অঞ্চলরে র্দুগমতা ও শক্ষিার পশ্চাৎপদতা ববিচেনা করে এ অঞ্চলে আবাসকি বদ্যিালয় স্থাপনরে উদ্যোগ গ্রহণ করা হয়ছে।ে প্রত্যন্ত অঞ্চলরে প্রান্তকি মানুষরে মাঝে চকিৎিসাসবো পৌঁছে দয়ো ও কারগিরি শক্ষিায় দক্ষ করে গড়ে তোলার জন্য সরকার রাঙ্গামাটতিে একটি মডেকিলে কলজে ও রাঙ্গামাটি বজ্ঞিান ও প্রযুক্তি বশ্বিবদ্যিালয় স্থাপন করছে।ে 
আজ বান্দরবানরে রুমা উপজলোর রুমা সরকারি উচ্চ বদ্যিালয়রে সুর্বণ জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষ্যে আলোচনাসভায় প্রতমিন্ত্রী এসব কথা বলনে। 
রুমা উপজলো পরষিদ চয়োরম্যান অং থোয়াই চংি মারমার সভাপতত্বিে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখনে রুমা জোনরে অধনিায়ক লফেটনেন্টে র্কনলে মোঃ সালাউদ্দনি, বজিবিরি রুমা বটোলয়িন কমান্ডার লফেটনেন্টে র্কনলে মনরিুজ্জামান ও অতরিক্তি জলো প্রশাসক শফউিল আলম।
প্রতমিন্ত্রী আরো বলনে, সরকার ১৯৯৭ সালরে ২ ডসিম্বের স্বাক্ষরতি র্পাবত্য শান্তচিুক্তরি র্পূণবাস্তবায়নে আন্তরকিভাবে কাজ করে যাচ্ছ।ে তনিি এ অঞ্চলরে চলমান শান্ত,ি স্থতিশিীলতা, সম্প্রীতি আর উন্নয়নরে অগ্রযাত্রা  যাতে কউে ব্যাহত করতে না পারে সজেন্য সকলরে প্রতি উদাত্ত আহ্বান জানান।
এর আগে রুমা সরকারি উচ্চ বদ্যিালয়রে সুর্বণ জয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে প্রতমিন্ত্রীর নতেৃত্বে রুমা বাজার থকেে একটি র্বণাঢ্যর্ যালেি শুরু হয়ে বদ্যিালয় প্রাঙ্গণে এসে শষে হয়। 
#
জুলফকিার/ সলেমি/সঞ্জীব/ রজোউল/২০১৭/১৮৩৮  ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫১৩
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর):
দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী,  মোঃ নজরুল ইসলাম বাবু, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং বেগম উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
কমিটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের বার্ষিক বরাদ্দ বৃদ্ধিকরণ, স্কাউট, স্টুডেন্ট কাউন্সিল সচল রাখার, পিয়ানো বাজানো শিক্ষাক্রম চালু রাখা, সিøপার, দোলনা রক্ষণাবেক্ষণ এবং ওয়াশ ব্লক নির্মাণ কার্যক্রম এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করে। কমিটি জানুয়ারি ২০১৮ মাসে বই বিতরণ উৎসব সপ্তাহে পিএসসি ও জেএসসি পরীক্ষা অব্যাহত রাখার বিষয়ে ইতিবাচক ও প্রচারণা সুপারিশ করে। এছাড়া সাওতালসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব ভাষায় পাঠ্যপুস্তক মুদ্রণ এবং বিতরণের কাজ জানুয়ারি ২০১৮ মাসের মধ্যে সম্পন্ন করার সুপারিশ করে।
কমিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কর্মকমিশন (বিপিএসসি) গঠনের কার্যক্রম বেগবান করার সুপারিশ করে। এছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রদানের বিষয়ে নীতিমালা সংশোধনের সুপারিশ করে। কমিটি মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের কারিগরী বিষয়ে আরো অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের প্রশিক্ষণ প্রদানের সুপারিশ করে। এছাড়া দেশের প্রাথমিক বিদ্যালয়ে বিতরণকৃত ল্যাপটপগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে মহাপরিচালক, শিক্ষা অধিদপ্তরের আইটি এবং শিক্ষা মন্ত্রণালয়ের আইটি বিভাগ কর্তৃক প্রতিবেদন আগামী কমিটি বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করে।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
#
 
হালিম/সেলিম/সঞ্জীব/রেজাউল/২০১৭/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৫১২  
              
রুমায় ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন
 
রুমা (বান্দরবান), ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
আজ বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ২৭ কোটি টাকার মোট ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। 
উন্নয়ন প্রকল্পগুলো হলো প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে রুমা সদর থেকে পলিপ্রাংসা পর্যন্ত ১২ কিমি রাস্তা নির্মাণ, ৭ কোটি টাকা ব্যয়ে বগালেক সড়ক থেকে সামাখাল পর্যন্ত ১০কিমি রাস্তা নির্মাণ, প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে রুমার দার্জিলিংপাড়া থেকে সুনসংপাড়া পর্যন্ত ৬ কি.মি. রাস্তা নির্মাণ, প্রায় ১ কোটি ব্যয়ে রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ, ৪০ লাখ টাকা ব্যায়ে রুমা রেস্টহাউস ভবন নির্মাণ, ২৫ লাখ টাকা ব্যয়ে রুমার সেপ্রুপাড়া থেকে রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের সংযোগ সড়ক এবং ১৪ লাখ টাকা ব্যয়ে লাইরুন পাড়া গীর্জা নির্মাণ।  
এসময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য শান্তিচুক্তির শর্ত প্রতিপালনে পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া অনগ্রসর এ অঞ্চলে অগ্রাধিকারমূলক উন্নয়নের ফলে পার্বত্য অঞ্চল উন্নয়নের মূল¯্রােতে সম্পৃক্ত হচ্ছে। এর ফলে পার্বত্য অঞ্চলের মানুষ ধীরে ধীরে জনসম্পদে পরিণত হচ্ছে। 
#
 
জুলফিকার/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮৩০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৫১১                
স্পিকারের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
 
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টাইন (জবহব ঐড়ষবংঃরহব) আজ তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, সুইজারল্যান্ড বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের স্বাধীনতার সূচনালগ্ন থেকেই সুইজারল্যান্ড বাংলাদেশের সহযোগী উন্নয়ন অংশীদার। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি, বিশেষ করে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের মুক্তির লক্ষ্যেইে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শুরু থেকেই আন্দোলন সংগ্রাম করেছিলেন। বঙ্গবন্ধু শুধু রাজনৈতিক মুক্তিই দাবি করেননি, স্বপ্ন দেখেছিলেন অর্থনীতিতেও সমৃদ্ধ বাংলাদেশের। তাঁর সেই অর্থনৈতিক উন্নয়ন ভাবনার গতি ধরেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে অর্থনৈতিক মুক্তির ঠিকানায়।
রেনে হোলেস্টাইন বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে অতিথিপরায়ণ ও আন্তরিক উল্লেখ করে বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনুকরণীয় এবং অর্থনৈতিক বিভিন্ন সূচকেও এদেশের অগ্রগতি লক্ষ্যণীয়। তিনি বাংলাদেশ ও সুইজারল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে স্পিকারকে আশ্বস্ত করেন। এসময় তিনি তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধি ও নারীদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
#
 
তারিক/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১৫ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                  নম্বর : ৩৫১০ 
               
  দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন ০৭ জানুয়ারি শুরু
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৪২৪ বঙ্গাব্দের ২৪ পৌষ মোতাবেক ২০১৮ খ্রিস্টাব্দের ৭ জানুয়ারি রোববার বিকাল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদভবনের সংসদকক্ষে দশম জাতীয় সংসদের ১৯তম (২০১৮ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশন আহ্বান করেছেন। 
রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
#
 
তারিক/সেলিম/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮০০ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫০৭                
 
এনইউ’র ২য় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর) : 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ২য় বর্ষ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা অনিবার্য কারণে ২১ ডিসেম্বর তারিখের পরীক্ষা ২৩ ডিসেম্বর তারিখে এবং ২৩ ডিসেম্বর তারিখের পরীক্ষা ২৪ ডিসেম্বর পুনঃসংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
#
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৫০৮                
এন ইউ‘র মাস্টার্স প্রাইভেট রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি 
 
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর): 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের মাস্টার্স (প্রাইভেট) অনলাইন রেজিস্ট্রেশন আবেদনের সময় ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ অথবা হঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং গধংঃবৎ’ং চৎরাধঃব অপশনের অফসরংংরড়হ ঈরৎপঁষধৎ খরহশ থেকে জানা যাবে। 
আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 
#
 
ফয়জুল/অনসূয়া/রফিকুল/আসমা/২০১৭/১৬০০ ঘণ্টা 
তথ্যবিবরণী                                                                                    নম্বর : ৩৫০৬               
 
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
ঢাকা, ৬ পৌষ (২০ ডিসেম্বর):
আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) পালন করা হবে। এদিন ৬-১১ মাস বয়সি শিশুদের ১টি নীল রঙের এবং ১২-১৫ মাস বয়সি শিশুদের ১টি লাল রঙের উচ্চক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
#
 
আখতারুজ্জামান/অনসূয়া/জসীম/রফিকুল/শামীম/২০১৭/১১০০ ঘণ্টা 
Todays handout (3).docx