স্ক্রল নম্বর: ৪২
টেলিভিশন চ্যানেলে স্ক্রল আকারে প্রচারের জন্য
সকল ইলেকট্রনিক মিডিয়া
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):
সরকারি-বেসরকারি টিভি চ্যানেল-সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হলো:
মূলবার্তা :
“আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গাবতলী-আমিন বাজার-সাভার হয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং পুষ্পস্তবক অর্পণ শেষে একই পথে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। এদিন ভোর ৩টা হতে সকাল ৮টা পর্যন্ত গাবতলী হতে ঢাকা বহিঃগমনকারী যানবাহনসমূহ মিরপুর মাজার রুট হয়ে বেরিবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চন্দ্রা রুট বিকল্প রুট হিসেবে ব্যবহার করবে”- পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, ঢাকা।
|
ধন্যবাদান্তে
(সুমন মেহেদী) উপপ্রধান তথ্য অফিসার ও ডিউটি অফিসার সংবাদকক্ষ, বিকালের পালা ফোন: ৯৫৪০০১৯, ৯৫১২২৪৬ |
প্রধান প্রতিবেদক/প্রধান বার্তা সম্পাদক/সংবাদদাতা ইলেকট্রনিক মিডিয়া/সংবাদসংস্থা |
|
তথ্যবিবরণী নম্বর: ৩০৫১
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত এসওপি মানবপাচার প্রতিরোধে একটি মাইলফলক
- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত Standard Operating Procedure (SOP) মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে মাইলফলক হয়ে থাকবে।
উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সরকারের মধ্যে ‘Standard Operating Procedure for the Return of Bangladesh citizens to Bangladesh’ শীর্ষক এসওপি SOP স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশের পক্ষে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ও অস্ট্রেলিয়ার পক্ষে সে দেশের জয়েন্ট এজেন্সি টাস্কফোর্স এর ডেপুটি কমান্ডার Mark Whitechurch এসওপি-তে স্বাক্ষর করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার Susan Ryle এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, অবৈধ অভিবাসন এবং মানব পাচার গুরুতর বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি করে, নিরাপদ, সুশৃঙ্খল এবং বৈধ অভিবাসনের নীতিগুলোকে বিপন্ন করে। এটি কেবল অসংখ্য জীবনকেই বিপন্ন করে না বরং দক্ষতাভিত্তিক এবং বৈধ অভিবাসনের পথে এটি হুমকিস্বরূপ। তিনি বলেন, আমরা বিপজ্জনক এবং জীবন-হুমকিপূর্ণ যাত্রা রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে প্রতিটি বাংলাদেশি নাগরিকের একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করা যায়। তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার জাতীয় ও আন্তর্জাতিক আইন-নীতিমালা মেনে একটি নিরাপদ এবং নিয়ন্ত্রিত অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। যারই অংশ হিসেবে আজ অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের এই এসওপি স্বাক্ষরিত হয়েছে। এই এসওপি অস্ট্রেলিয়ার সাথে আমাদের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে, প্রযুক্তিগত দক্ষতা বিনিময়, গোয়েন্দা তথ্য বিনিময় এবং মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কার্যকর সহায়তা প্রদান করবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ট্রেলিয়ার সাথে আমাদের সহযোগিতার ক্ষেত্র অত্যন্ত বিস্তৃত। আমাদের পারস্পরিক বাণিজ্য, উন্নয়ন এবং প্রযুক্তিগত অংশীদারিত্ব রয়েছে, রয়েছে বৈচিত্র্যময় কর্মীবাহিনী/শ্রমিক, যার মধ্যে আছে অত্যন্ত দক্ষ পেশাদার থেকে শুরু করে আধা-দক্ষ এবং অদক্ষ শ্রমিক, যারা অস্ট্রেলিয়ার শ্রম বাজারের চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। তিনি আরো বলেন, অবৈধ অভিবাসন ও মানব পাচার মোকাবিলায় একটি সামগ্রিক ও সমন্বিত আঞ্চলিক পদ্ধতির প্রয়োজন। উপদেষ্টা এসময় থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মতো গুরুত্বপূর্ণ ট্রানজিট দেশগুলোতে বিস্তৃত একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহযোগিতামূলক কাঠামো তৈরির প্রস্তাব করেন। এছাড়া তিনি ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা আবেদন প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নেয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
#
ফয়সল/মেহেদী/রফিকুল/শামীম/২০২৫/২১৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৫০
বর্জ্য পৃথকীকরণ ও মিথেন নিরসনে বাংলাদেশকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা ও মিথেন নির্গমন হ্রাসে বাংলাদেশকে জরুরিভিত্তিতে বর্জ্য ব্যবস্থাপনা সংস্কার করতে হবে। তিনি বলেন, বর্জ্য পৃথকীকরণ ও মিথেন নিরসনে বাংলাদেশকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
উপদেষ্টা আজ চট্টগ্রাম থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ‘বাংলাদেশের এনডিসি ২০২১ পর্যালোচনা: বিকেন্দ্রীকৃত বর্জ্য ব্যবস্থাপনা ও মিথেন নিরসন কৌশল সংযোজন’ শীর্ষক অনলাইন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
পরিবেশ উপদেষ্টা তাঁর বক্তব্যে দেশের অপরিকল্পিত ও অদক্ষ বর্জ্য ব্যবস্থাপনার চিত্র তুলে ধরে বলেন, আমরা এখনও জাতীয় পর্যায়ে কার্যকরভাবে বর্জ্য পৃথকীকরণ পদ্ধতি অনুসরণ করি না। কিছু পরীক্ষামূলক প্রকল্প থাকলেও সামগ্রিক ব্যবস্থাপনা কাঠামোবদ্ধ নয়। তিনি বিশ্ব পরিবেশ দিবসে সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট কিছু এলাকায় বর্জ্য পৃথকীকরণ কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানান।
‘আমাদের শহরাঞ্চলের বড় ল্যান্ডফিলগুলো নির্দিষ্ট স্থানে স্থাপন করা হলেও সেগুলো পরিবেশগতভাবে সনদপ্রাপ্ত নয় এবং সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, যা গভীর উদ্বেগের বিষয়,’ তিনি বলেন। তিনি আরো উল্লেখ করেন, রাজধানীর বাইরে অপরিকল্পিত বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করছে। এক স্থানীয় সরকার সংস্থাকে জাতীয় উদ্যানের সামনে বর্জ্য না ফেলতে অনুরোধ করার সাম্প্রতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এটি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার নাজুক অবস্থা স্পষ্ট করে। এখনই সময় মূল কাঠামোগত সংস্কারের।
ল্যান্ডফিল অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে উপদেষ্টা বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে আগ্রহের কথা স্বীকার করলেও এর অতিরিক্ত নির্ভরতার বিষয়ে সতর্ক করেন। বাংলাদেশের বর্জ্যে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ইনসিনারেশন কার্যকর সমাধান নয়। আমাদের আমিনবাজার ও মাতুয়াইলের মতো ল্যান্ডফিলের জন্য স্থানভিত্তিক টেকসই সমাধান প্রয়োজন, তিনি উল্লেখ করেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ তাঁর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) পরিকল্পনায় বর্জ্য ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করছে, যা নির্গমন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করা জরুরি, যাতে তড়িঘড়ি করা অবাস্তব সমাধান গ্রহণের প্রবণতা প্রতিহত করা যায়।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. কামরুজ্জামান, ইএসডিও সভাপতি সৈয়দ মারগুব মুরশেদ এবং ইএসডিওর প্রধান নির্বাহী ও নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা।
কর্মশালায় নীতিনির্ধারক, বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডাররা একত্রিত হয়ে বিকেন্দ্রীকৃত বর্জ্য ব্যবস্থাপনা ও মিথেন নিরসনের বাস্তবসম্মত কৌশল নিয়ে আলোচনা করেন।
#
দীপংকর/মেহেদী/রফিকুল/শামীম/২০২৫/২১২০ঘণ্টা
Handout Number: 3049
Bangladesh must act now on waste segregation and methane mitigation
--- Environment Advisor
Dhaka, 24 March:
Bangladesh must urgently reform its waste management system to address environmental challenges and reduce methane emissions, said Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change.
Environment Adviser said this while speaking as the chief guest joing virtually from Chattogram in an online Consultation Workshop on Revisiting Bangladesh’s NDC 2021: Integrating Decentralized Waste Management and Methane Mitigation Strategies, organized virtually by the Environment and Social Development Organization (ESDO) today.
In her address, the Environment Advisor highlighted the country’s inefficient waste management practices, stressing that, despite pilot initiatives, large-scale segregation remains absent. ‘We have not been managing our waste very efficiently. It is hardly structured. While there are some pilot projects, at the national level, we do not practice segregation,’ she stated.
Adviser announced plans to collaborate with city corporations and local government agencies to initiate waste segregation programs in identified areas. ‘On this World Environment Day, I plan to work with local authorities to launch a segregation program. Our major urban landfills are designated, but they are neither environmentally certified nor well-managed. This is a serious concern,’ she emphasized.
The Advisor warned that unregulated waste disposal, particularly outside the capital, has led to environmental degradation. She recounted a recent discussion with a local government agency, urging them to stop waste dumping near a national park. "This shows how bad the situation is. It is high time we focused on fundamental waste management reforms," she said.
Addressing the risks posed by landfill fires, she acknowledged the growing interest in waste-to-energy projects but cautioned against over-reliance on incineration. ‘Our waste has high moisture content, making incineration less feasible. We need site-specific solutions to address landfill issues like those in Amin Bazar and Matuail,’ she noted.
Rizwana reaffirmed Bangladesh’s commitment to integrating waste management into its Nationally Determined Contributions (NDCs) to reduce emissions. ‘Segregation is key, and we must resist quick-fix solutions that appear magical but are not sustainable,’ she concluded.
Climate Expert Professor Dr Ainun Nishat, Director General of the Department of Environment Dr Kamruzzaman, ESDO President Syed Marghub Murshed, ESDO CEO and Executive Director Siddika Sultana also attended in the occasion among others.
The workshop brought together policymakers, experts, and stakeholders to explore practical strategies for decentralized waste management and methane mitigation in Bangladesh.
#
Dipankar/Mehedi/Ferdows/Sanjib/Joynul/2025/1920 hour
তথ্যবিবরণী নম্বর: ৩০৪৮
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার
-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
সন্দ্বীপ (চট্টগ্রাম), ১০ চৈত্র (২৪ মার্চ):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সন্দ্বীপে সমন্বিত মৎস্য ও প্রাণিসম্পদ ব্যবস্হাপনা চালু করা সম্ভব। সন্দ্বীপ মৎস্য ও প্রাণিসম্পদে ভরপুর; এখানে মহিষ, ভেড়া-সহ মাছের ব্যাপক সম্ভবনারয়েছে। সন্দ্বীপ-সহ দেশের সর্বত্র মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।
উপদেষ্টা আজ সন্দ্বীপ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলার বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্যদের সাথে মতবিনিময় এবং মৎস্য খামার পরিদর্শন ও মতবিনিময় অংশ গ্রহণ শেষে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উভয়খাতকেই বিদ্যুৎ বিল একটি নির্দিষ্ট কমার্শিয়াল রেটে দিতে হয়। কিন্তু কৃষিতে আরো কম রেটে বিদ্যুৎ বিল দিতে পারে। আর তাই খামারিরা কৃষির মতো ভরতুকি মূল্যে যেন বিদ্যুৎ বিল দিতে পারে সে লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক তৈরি করা হচ্ছে এর ফলে খামারিরা সহজ শর্তে প্রয়োজনীয় ঋণ সুবিধা পাবে।
সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত সভায় চট্টগ্রাম বিভাগীয় প্রাণিসম্পদের পরিচালক ডা. আতিয়ার রহমান, সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুস ছাত্তার, মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, সন্দ্বীপ উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আলী আজম, উপজেলাধীন বিভিন্ন পিজি গ্রুপের নারী সদস্য ও মৎস্য খামারিরা এ সময় উপস্থিত ছিলেন।
#
মামুন/মেহেদী/ফেরদৌস/রফিকুল/রেজাউল/২০২৫/১৯৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৪৭
জেলা সদর ব্যতীত ৪০১ টি উপজেলায় প্রতি কার্যদিবসে ওএমএস এর মাধ্যমে
৩ মেট্রিক টন চালের পরিবর্তে ৪ মেট্রিক টন চাল বিক্রি করা হবে
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ) :
স্বল্প আয়ের মানুষের মূল্য সহায়তা দিতে খাদ্য মন্ত্রণালয় সারাদেশে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কার্যক্রম চলমান রেখেছে।
সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌরসভা ও শ্রমঘন এলাকার ১ হাজার ৫৭ টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমে চাল ও আটা বিক্রি হচ্ছে। চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে জেলা সদর ব্যতীত অন্যান্য ৪০১ টি উপজেলায় প্রতি কার্যদিবসে ৩ মেট্রিক টন চালের স্থলে ৪ মেট্রিক টন চাল প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ৩ জেলার ২৩ টি উপজেলায় প্রতি কার্যদিবসে ১ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। সারাদেশে ১ হাজার ৯০৩ টি কেন্দ্রে ট্রাক এবং দোকানের মাধ্যমে ওএমএস কার্যক্রমে প্রতি কার্যদিবসে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে এবং প্রতি কেজি আটা ২৪ টাকা দরে ও দুই কেজির আটার প্যাকেট ৫৫ টাকা দরে ভরতুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।
#
ইমদাদ/মেহেদী/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৪৬
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):
রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক পদে নিয়োগ দিয়েছেন।
এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।
আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
#
রেজাউল/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/রেজাউল/২০২৫/১৮৫২ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৪৫
সন্দ্বীপের রহমতপুর বেড়িবাঁধ এলাকায় চলমান তীর রক্ষা বাঁধের কাজ দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হবে
---পানি সম্পদ উপদেষ্টা
সন্দ্বীপ (চট্টগ্রাম), ১০ চৈত্র (২৪ মার্চ):
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সন্দ্বীপের রহমতপুর বেড়িবাঁধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের চলমান তীর রক্ষা বাঁধের কাজ, বাঁধ পুনর্বাসন, রেগুলেটর পুনর্বাসন ও নির্মাণ এবং ভূমি পুনরুদ্ধার দ্রুততার সাথে বাস্তবায়ন করতে হবে।
উপদেষ্টা চট্টগ্রাম জেলার সন্দ্বীপের পানি উন্নয়ন বোর্ডের রহমতপুর বেড়িবাঁধ এলাকার পোল্ডার নং ৭২-এর সমাপ্ত প্রকল্প এবং রহমতপুর এলাকায় চলমান কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, তীর রক্ষা বাঁধের জন্য প্রকল্পও আছে, অর্থ বরাদ্দও দেওয়া আছে। সুতরাং বর্ষা আসার আগেই সন্দ্বীপের রহমতপুর বেড়িবাঁধ এলাকার ১২ দশমিক ৩৪ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ দ্রুততার সাথে সম্পন্ন করতে হবে।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপদেষ্টা বলেন, তীর রক্ষা বাঁধের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো প্রকার গাফিলতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে তিনি সন্দ্বীপের উড়িরচর-সহ নদী ভাঙ্গনকবলিত এলাকায় বৃহৎ পরিসরে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার স্বপন কুমার বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খ ম জুলফিকার তারেক ও নির্বাহী প্রকৌশলী তানজির সাইফ আহমেদ উপস্থিত ছিলেন।
#
মামুন/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৪৪
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে যান চলাচল সীমিতকরণ
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গাবতলী-আমিন বাজার-সাভার হয়ে জাতীয় স্মৃিতসৌধে প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং পুষ্পস্তবক অর্পণ শেষে একই পথে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
ভিভিআইপিগণের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে এদিন ভোর ৩টা হতে সকাল ৮টা পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল হতে আমিন বাজার-সাভার-নবীনগর সড়কে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
ঢাকা-আরিচা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী ঢাকা অভিমুখী ও ঢাকা হতে ছেড়ে যাওয়া সকল প্রকার যানবাহনকে আগামী ২৬ মার্চ ভোর ৩টা হতে সকাল ৮টা পর্যন্ত বিকল্প গমনাগমন পথ ব্যবহার করার জন্য ইতোমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে।
গাবতলী হতে ঢাকা বহিঃগমনকারী যানবাহনসমূহ মিরপুর মাজার রুট হয়ে বেরিবাঁধ দিয়ে ধউর-আশুলিয়া-বাইপাইল রুট এবং উত্তরা-আব্দুল্লাহপুর-টঙ্গী-গাজীপুর চন্দ্রা রুট বিকল্প রুট হিসেবে ব্যবহার করবে।
আজ পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, ঢাকা হতে এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
#
আনিসুজ্জামান/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৪৩
বিআইএম এর নবনির্মিত ট্রেনিং কমপ্লেক্স উদ্বোধন করেন
গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজের মা
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):
আজ ঢাকায় মিরপুর রোডে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ম্যানেজমেন্ট (বিআইএম) এর ট্রেনিং কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়েছে। বিআইএম এর নবনির্মিত ১২ তলা ট্রেনিং কমপ্লেক্স শুভ উদ্বোধন করেন ২০২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানে শহিদ ফারহান ফাইয়াজ-এর মা ফারহানা দিবা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প সচিব মো: ওবায়দুর রহমান, বিআইএম মহাপরিচালক রাশিদুল হাসান-সহ শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীবৃন্দ।
শিল্প উপদেষ্টা বলেন, বিআইএম-এর ট্রেনিং কমপ্লেক্সের মাধ্যমে আমরা যেন প্রশিক্ষণের ক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করতে পারি। এমন দক্ষ মানব সম্পদ সৃষ্টি করতে হবে, বাংলাদেশ তো বটেই, দেশের বাইরেও আমাদের মুখ উজ্জ্বল করবে। তিনি বলেন, বিআইএম সরকারের পাশাপশি বেসরকারি খাতের উন্নয়নেও ভূমিকা রাখতে পারবে।
ঢাকাস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অভ্ ম্যানেজমেন্ট (বিআইএম) কে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নির্মিত ১২তলা বিশিষ্ট ট্রেনিং কমপ্লেক্সের নির্মাণে ব্যয় হয়েছে ১৫৫ দশমিক ৮৬ কোটি টাকা। এর আয়তন ২ লাখ ৩৮ হাজার ৮০০ বর্গফুট। কমপ্লেক্সটিতে এতে রয়েছে ২৪টি শ্রেণিকক্ষ, ৩টি সেমি গ্যালারি শ্রেণিকক্ষ, অডিটোরিয়াম, কনফারেন্স হল, সেমিনার হল, মাল্টিপারপাজ হল, ওয়ার্কশপ হল ও হোস্টেল-সহ প্রশিক্ষণের আধুনিক সকল সুযোগ সুবিধা।
#
আলমগীর/মেহেদী/ফেরদৌস/সঞ্জীব/জয়নুল/২০২৫/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৪২
ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):
জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে মতামত জমা দিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। আজ ঢাকায় শেরেবাংলা নগরে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদারের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের প্রস্তাবনা জমা দেয় দলটির সংগঠন সচিব মাওলানা আবু তাহের খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশনের কার্যক্রম শুরু হয়। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। ইতোমধ্যে কমিশন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে আলোচনা করেছে। ঈদের পরে পর্যায়ক্রমে বাকি দলগুলোর সাথে আলোচনা হওয়ার কথা রয়েছে৷
প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত গত ১৩ মার্চের মধ্যে জানার অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। জাতীয় ঐকমত্য কমিশন এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ ২১টি রাজনৈতিক দলের কাছ থেকে মতামত পেয়েছে।
#
পবন/তৌহিদ/শাহিদা/আলী/আসমা/২০২৫/১৪০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৪১
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে ফেরি সার্ভিসের উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):
নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমুদ্রপথে (চট্টগ্রাম-সন্দ্বীপ) ফেরি চলাচল শুরু হয়েছে। আজ চট্টগ্রামের বাঁশবাড়িয়া, সীতাকুণ্ড-গুপ্তছড়া, সন্দ্বীপ নৌপথে ফেরি সার্ভিসের উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।
উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে সরাসরি এই ফেরিসেবা চালুর মধ্যদিয়ে সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হওয়ায় সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে।
উদ্বোধন শেষে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক
ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার ও মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এ সমাবেশে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ এবং স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা।
চার লাখ মানুষের দ্বীপ উপজেলা সন্দ্বীপের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো এ ফেরিসেবার মাধ্যমে। সাগরবক্ষের এ দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের স্বপ্ন পূরণ হলো। নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত এই ফেরি চলাচল করবে।
#
আরিফ/তৌহিদ/শাহিদা/আলী/আসমা/২০২৫/১৩৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৪০
ভারত থেকে ১১ হাজার ৫ শত মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):
ভারত থেকে ১১ হাজার ৫ শত মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ডিডিএস মেরিনা (mv DDS MARINA) জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে।
উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে ৯টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি করা হয়েছে। ইতঃপূর্বে ২ লাখ ৮৫ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।
#
ইমদাদ/তৌহিদ/শাহিদা/মিতু/রমজান/আসমা/২০২৫/১১৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৩০৩৯
একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবসের সূচনা হচ্ছে
ঢাকা, ১০ চৈত্র (২৪ মার্চ):
২৬ মার্চ ঢাকাসহ সারাদেশে প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া, বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।
দিবসটিতে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ