Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী ৩১ অক্টোবর ২০১৬

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৬৫

প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সেবার প্রস্তুতি নিতে হবে
                                         -- ভূমি মন্ত্রী
ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর):
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ভূমির মতো জটিল বিষয়কে আরও জটিল করেছে শিক্ষা ব্যবস্থার কারিকুলামে ভূমির উপর কোন বিষয়বস্তু অন্তর্ভুক্ত না থাকায়। তিনি বলেন, জনসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমির প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করা উচিত।
মন্ত্রী আজ সাভারে অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউটে (ওটিআই) বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন, রেলওয়ে) ও জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১০৮তম সার্ভে এন্ড স্যাটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আব্দুল আহাদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ফায়েকুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব রফিউল আলম এবং কোর্স পরিচালক আনিসুজ্জামান বক্তব্য রাখেন।    ৪৫ দিনব্যাপী ভূমি বিষয়ক এ প্রশিক্ষণে ৩৬ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।  
    মন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণকে সহজে সেবা দেয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রস্তুত করা ছাড়া বিকল্প নাই। তিনি বলেন, রেলওয়ে ও বনবিভাগের জমি বেহাত হওয়া থেকে রক্ষা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে। কর্মকর্তাদের অনভিজ্ঞতার কারণে সরকারের ভূমি বেহাত হয়ে যাচ্ছে।

    তিনি বলেন, ধৈর্য সহকারে ৪৫ দিন মাঠে থেকে হাতেকলমে শিক্ষা নিয়ে জনসেবার কাজে নিজেকে নিয়োজিত করুন, আপনাদের কাজে কেউ বিঘœ ঘটাতে পারবে না।

#
রেজুয়ান/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৫০ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৬৪

৩০ নভেম্বর আখেরি চাহার সোম্বা

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর):
বাংলাদেশের আকাশে আজ ১৪৩৮ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১ নভেম্বর পবিত্র মুহররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২ নভেম্বর থেকে পবিত্র সফর মাস গণনা শুরু হবে। প্রেক্ষিতে, আগামী ২৯ সফর ১৪৩৮ হিজরি, ১৭ অগ্রহায়ণ ১৪২৩ বঙ্গাব্দ, ৩০ নভেম্বর ২০১৬ খ্রিস্টাব্দ বুধবার পবিত্র আখেরি চাহার সোম্বা উদযাপিত হবে।
 আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজ উদ্দিন।
সভায় প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান এবং লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান উপস্থিত ছিলেন।  
#
শায়লা/আফরাজ/মোশারফ/জয়নুল/২০১৬/২০০০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩৬৩

১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর):
    ১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৫তম ড্র আজ ঢাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
    সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। প্রাইজবন্ডের প্রতি সিরিজে প্রতি ড্র’তে ৬ লাখ টাকার একটি, ৩ লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দু’টি, ৫০ হাজার টাকার দু’টি এবং ১০ হাজার টাকার ৪০টিসহ  মোট ৪৬টি পুরস্কার রয়েছে।
#

আফরাজ/মোশারফ/রেজাউল/২০১৬/১৮৪৫ ঘণ্টা
 

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৬২

আঞ্চলিক থ্রিআর ফোরামে যোগ দিতে অস্ট্রেলিয়ায় শিল্পমন্ত্রী

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর):
    অস্ট্রেলিয়ার এডেলেইডে ২ নভেম্বর থেকে তিনদিনব্যাপী সপ্তম এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক থ্রিআর ফোরাম শুরু হচ্ছে। শিল্পবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এ ফোরামে অংশ নিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ লক্ষ্যে তিনি গতরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। অস্ট্রেলিয়া ও জাপান সরকার যৌথভাবে এ ফোরাম আয়োজন করেছে। এটি আগামী ৪ নভেম্বর শেষ হবে।
    ফোরামে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, উৎপাদনমুখী কর্মকা-ে প্রাকৃতিক সম্পদের টেকসই ও পরিমিত ব্যবহারের জন্য পরিবেশ সংরক্ষণের অন্যতম মৌলিক ধারণা থ্রিআর কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।
    উল্লেখ্য, থ্রিআর হচ্ছে-কলকারখানায় বর্জ্য ও কাঁচামালের অপচয় হ্রাস (জবফঁপব), বর্জ্য পুনর্ব্যবহার (জবঁংব) এবং বর্জ্য পুনর্ব্যবহারের জন্য প্রক্রিয়াকরণের (জবপুপষব) কৌশল।
    ফোরামে শিল্পমন্ত্রী ‘সম্পদের দক্ষতা অর্জনের লক্ষ্যে পরিবেশবান্ধব বা সবুজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পায়ন’ শীর্ষক প্লেনারি সেশন এবং ‘দশ বছর মেয়াদি থ্রিআর সম্পর্কিত হ্যানয় ঘোষণার আলোকে বিভিন্ন দেশে গৃহীত উদ্যোগ বাস্তবায়ন ও বিশেষ অর্জন’ সম্পর্কিত কান্ট্রি প্রতিবেদন পর্যালোচনা অধিবেশনে সভাপতিত্ব করবেন।
    এসব অধিবেশনে তিনি পরিবেশবান্ধব সবুজ শিল্পায়নের ধারা জোরদারে বাংলাদেশ সরকার গৃহীত থ্রিআর কৌশল সম্পর্কে তুলে ধরবেন। তিনি বাংলাদেশের শিল্প কারখানায় বর্জ্য পরিশোধন, সবুজ প্রযুক্তির প্রয়োগ এবং নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহার করে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের প্রচেষ্টা ও সাফল্য সম্পর্কে আলোকপাত করবেন।
    জাতিসংঘের আঞ্চলিক উন্নয়ন কেন্দ্রের আমন্ত্রণে তিনি এ ফোরামে যোগ দিচ্ছেন। শিল্পমন্ত্রীর
৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
#

জলিল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৪০ঘণ্টা

Handout                                                                                                              Number : 3361

Bangladesh condemns missile attack in Makkah

 Dhaka, October 31:

Bangladesh expresses deep concern at the reported missile attack by the Houthi targeting the holiest shrine of Islam in Makkah, Saudi Arabia. Bangladesh strongly condemns such attacks on the very fundamental symbol of faith and unity of Muslim Ummah.

Bangladesh reiterates its commitment to stand by the Government and the people of the Kingdom to protect and secure the two holy mosques.     #

Mozaffor/Afraz/Mosharaf/Joynul/2016/1730hours

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৬০

বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত সভা

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর):
    ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির আবেদন আগামী ১২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে।
আজ সচিবালয়ে বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি প্রক্রিয়া সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
 বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আবেদনকারীদের মধ্য থেকে মেধা তালিকা আগামী ২৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি ১০ নভেম্বর প্রকাশ করা হবে বলে সভায় জানানো হয়।
সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলানসহ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

পরীক্ষিৎ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭২০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ৩৩৫৯
আগামীকাল জাতীয় যুবদিবস
ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) :
    আগামীকাল পয়লা নভেম্বর জাতীয় যুবদিবস। এবছর জাতীয় যুবদিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’।
    দিবসটি ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। জাতীয় যুবদিবস ২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠান আগামীকাল ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ আহসান রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
    অনুষ্ঠানে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মধ্য হতে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৪ জন যুব ও ৫ জন যুব সংগঠকসহ মোট ১৯ জনকে জাতীয় যুব পুরষ্কার প্রদান করা হবে।
#

শফিকুল/আফরাজ/সঞ্জীব/রেজাউল/২০১৬/১৭২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                  নম্বর : ৩৩৫৮

জাতীয় যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার 
ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর):

    জাতীয় যুব দিবস-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠান আগামী ১ নভেম্বর সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 
    অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র বিটিসিএল লাইনের মাধ্যমে ঢাকা-ক, ৬৯৩ কিলোহার্জ ও এফ. এম ১০৩.২ মেগাহার্জে সরাসরি সম্প্রচার করবে। 
                                               #

হক/অনসুয়া/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/তানিয়া/২০১৬/১৫২৫ ঘণ্টা

তথ্যবিবরণী                     নম্বর: ৩৩৫৭

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি
  ৩৩ টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা
ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) : 
    বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা বিভাগীয় কার্যালয় ও বিভিন্ন জেলা কার্যালয়ের ১২ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর,চট্টগ্রাম,কুমিল্লা, কুষ্টিয়া, রংপুর, শেরপুর, ফরিদপুর ও ময়মনসিংহে ৩০ অক্টোবর বাজার তদারকি করা হয়।
      বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম  মিরপুর এলাকায় পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে মেসার্স লাকী ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা ও মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে কাসেম ভান্ডারী গোস্ত বিতানকে ৫ হাজার টাকা এবং শাহ আলী এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে নোয়াখালী জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে যমুনা রেস্টুরেন্ট ও সাভার মিষ্টান্ন ভান্ডারকে যথাক্রমে ২০ হাজার টাকা ও ৫ হাজার টাকাসহ মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। 
    ঢাকা বিভাগীয় কার্যালয় তেজগাঁও এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে কস্তুুরী ফুড এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে বনভোজন থাই চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকাসহ মোট ৪০ হাজার টাকা  তেজগাঁও এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে হাজি রেস্তোরাকে ৮০ হাজার টাকা ও পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে খাবার দাবার রেস্টুরেন্টকে ৫০ হাজার  টাকাসহ মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় চান্দগাঁও থানা এলাকায় ৩টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা ও জেলা কার্যালয় পাঁচলাইশ থানা এলাকায় ২টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা, কুমিল্লা জেলা কার্যালয় মুরাদনগর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা, কুষ্টিয়া জেলা কার্যালয় সদর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা, রংপুর বিভাগীয় কার্যালয় সদর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, শেরপুর জেলা কার্যালয় সদর উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, ফরিদপুর জেলা কার্যালয়  সদর উপজেলায় ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা, রংপুর জেলা কার্যালয় মিঠাপুকুর উপজেলায় ২টি প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫ শত টাকা, এবং ময়মনসিংহ জেলা কার্যালয় গৌরিপুর উপজেলায় ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকাসহ মোট ১ লাখ ১৫ হাজার ৫ শত টাকা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ওজনে কারচুপি, পণ্যের নকল প্রস্তুুত বা উৎপাদনের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়।
    অন্যদিকে ঢাকা বিভাগীয় কার্যালয় অভিযোগ শুনানির মাধ্যমে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে রেড চিলি রেস্টুরেন্ট, চরুুধ ওঃধষষরধহড় (সীমান্ত ফিয়ার) এবং ঝরহড়শব গঁংরপ ঈধভব কে যথাক্রমে ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা ও ৪ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় এবং ৩ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ ভাগ হিসেবে ৩ হাজার  টাকা প্রদান করা হয়।
    বিভিন্ন বিভাগ জেলার ১২টি বাজার তদারকি ও ৩ টি অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩৩ টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৪৭ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। আদায়কৃত জরিমানা হতে ৩ জন অভিযোগকারীকে  ৩ হাজার টাকা প্রদান করা হয়। গত ২৮ অক্টোবর বগুড়া জেলা কার্যালয় কাহালু উপজেলায় ১টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, বাজার কর্মকর্তা, স্যানেটারি ইন্সপেক্টর, মৎস্য কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি এবং ক্যাব এসব তদারকি কার্যে সহায়তা  করে।
#
 দীপংকর/অনসূয়া/ সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫১০.ঘন্টা     

 

তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩৩৫৬

তথ্য অধিদফতরে অফিস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) :
  
    সরকার নির্দেশিত ৬০ ঘণ্টা প্রশিক্ষণের অংশ হিসেবে আজ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান তথ্য অফিসার  এ কে এম শামীম চৌধুরী। 
    প্রধান তথ্য অফিসার  তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ মানুষকে দক্ষ ও প্রস্তুত করে তোলে। নতুন কাজকে নতুন করে সাজানোর জন্য প্রশিক্ষণ অতি জরুরি। আমরা সকলে প্রজাতন্ত্রের কর্মচারী। আমাদের এখানে কোন শ্রেণি বৈষম্য নেই। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে আমরা দেশ ও জনগণের সেবা করব। এ লক্ষ্যে নিয়মিত কর্মস্থলে আসতে হবে এবং ব্যক্তিগত নৈতিকতায় আমাদের ওপর অর্পিত দায়িত্ব সময়মত শেষ করতে হবে। 
    তিনি আরো বলেন, অফিসের কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে হলে নথি ব্যবস্থাপনা, ডকেটিং, নথি প্রবাহ ইত্যাদি স¤পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। 
    বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সুষ্ঠু অফিস ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার ই-ফাইলিং ব্যবস্থা প্রবর্তন করেছে বলে প্রধান তথ্য অফিসার  উল্লেখ করেন। তিনি সকলকে ই-ফাইলিং ব্যবস্থায় দক্ষ হওয়ার আহ্বান জানান। 
    তিনি জানান, এ উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন করা হবে । তিনি অভিমত প্রকাশ করেন, কাজ করতে গেলে ভুল হতে পারে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। তিনি সকলকে মন দিয়ে নিজের জন্য, সরকারের জন্য, সর্বোপরি দেশের জন্য কাজ করার আহ্বান জানান ।
    প্রশিক্ষণ পরিচালনা করেন উপপ্রধান তথ্য অফিসার (এফএন্ডপি) মাসুদা খাতুন, সিনিয়র তথ্য অফিসার (প্রশাসন) মোবাস্বেরা কাদেরী এবং প্রশাসনিক কর্মকর্তা মো. সোহরাব হোসেন। তারা নথি ব্যবস্থাপনা, রেজিস্টার ব্যবস্থাপনা ও ডাক ব্যবস্থাপনা বিষয়ে তিনটি পৃথক সেশন পরিচালনা করেন। এ প্রশিক্ষণে তথ্য অধিদফতরের ৮ম-১৪তম গ্রেডের সকল কর্মচারী অংশগ্রহণ করে। 
#
দীপংকর/অনসূয়া/সাহেলা/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৪৩০ ঘণ্টা

 


তথ্যবিবরণী                                                                                        নম্বর: ৩৩৫৫

১-৭ নভেম্বর আয়কর মেলা উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) : 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়কর মেলা উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:    
    “জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১-৭ নভেম্বর দেশব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের সম্মানিত করদাতা, কর প্রশাসন, কর বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং এ মেলা আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। একই সঙ্গে যে সকল করদাতা এবছর দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তাঁদের প্রতি রইল উষ্ণ অভিনন্দন।
    আয়করকে জনগণের কাছে সহজবোধ্য করতে এবং কর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠনের মহতি উদ্দেশ্যকে সামনে রেখে আমরা ২০১০ সালে আয়কর মেলা প্রবর্তন করি। আমাদের সরকারের প্রবর্তিত আয়কর মেলার সুফল করদাতাগণ পাচ্ছেন এবং এর মাধ্যমে দেশের রাজস্ব আহরণও বৃদ্ধি পাচ্ছে।
    আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী। উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব। জাতীয় রাজস্ব বোর্ড এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে কাজ করে। আমরা ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ উপহার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
    সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে জাতীয় রাজস্ব  বোর্ড গঠন করেন। অভ্যন্তরীণ সম্পদ আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে যুগোপযোগী করার যাবতীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, পর্যাপ্ত রাজস্ব আহরণের মাধ্যমে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো।
    সম্মানিত করদাতাগণের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে আয়কর মেলার সফল বাস্তবায়ন সামগ্রিকভাবে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে এ আমার প্রত্যাশা। 
    আমি ‘আয়কর মেলা-২০১৬’ এর সার্বিক সাফল্য কামনা করছি।

                জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
                  বাংলাদেশ চিরজীবী হোক।”

#

মনিরুন/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৩০০ ঘণ্টা   


তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ৩৩৫৪
১-৭ নভেম্বর আয়কর মেলা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) :
    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আয়কর মেলা  উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন: 
    “জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০১৬ পর্যন্ত দেশব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। মেলা উপলক্ষে আমি দেশের সম্মানিত করদাতাসহ কর আদায় ও ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।
    বাংলাদেশের অর্থনীতি আজ ক্রমাগত প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক নানা প্রতিকূলতা সত্ত্বেও জিডিপি’র প্রবৃদ্ধির হার বিগত সাত বছর ধারাবাহিকভাবে ছয় শতাংশের ওপরে। আমাদের মাথাপিছু আয় বাড়ছে, দারিদ্র্যের হার ক্রমাগত হ্রাস পাচ্ছে, শিক্ষা ও আর্থ-সামাজিক খাতে প্রভূত উন্নয়ন হচ্ছে। ইতোমধ্যে আমরা নিম্ন-মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছি। ২০২১ সালে মধ্য-আয়ের এবং ২০৪১ সালে উন্নত-সমৃদ্ধ দেশে উন্নীত হতে সরকার বাস্তব ও জনকল্যাণমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। এসব কার্যক্রম বাস্তবায়নে অর্থের পাশাপাশি সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে আমি মনে করি। 
    রাজস্ব জাতীয় অর্থনীতির প্রাণ। সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা রক্ষা, সরকারের বাজেট পরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়ন, মানবসম্পদ উন্নয়নসহ আর্থ-সামাজিক উন্নয়নের জন্য রাজস্ব গুরুত্বপূর্ণ উপাদান। রাজস্ব আয়কর, মূসক (ভ্যাট), সম্পূরক শুল্ক ও আমদানি শুল্ক থেকে আসে। রাজস্ব গুরুত্বপূর্ণ হলেও আমাদের দেশে নানা কারণে কর ও রাজস্ব প্রদান সংস্কৃতি পুরোপুরি গড়ে উঠেনি। ফলে কর ও রাজস্ব আহরণে সরকারকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হয়। কর প্রদানে জনগণকে উৎসাহিত করার পাশাপাশি কর প্রদান পদ্ধতি সহজীকরণ করতে সরকার ২০১০ সাল থেকে আয়কর মেলার প্রবর্তন করেছে। আয়কর মেলার সুফল হিসেবে দেশে ইতোমধ্যে কর-বান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এর ফলে রাজস্ব আহরণ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছরও ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ১-৭ নভেম্বর ৭ দিন, জেলা শহরগুলোতে ৪ দিন এবং প্রথমবারের মত ২৯টি উপজেলায় স্থায়ী আয়কর মেলা এবং ৫৭টি উপজেলায় ১ দিন ভ্রাম্যমান আয়কর মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি মনে করি এ মেলা করদাতাদের কর প্রদানে উৎসাহিত করবে এবং তারা নির্বিঘেœ আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ।  
    জাতীয় রাজস্ব বোর্ড কর মেলার আয়োজন করে কেবল কর সংস্কৃতিতেই নয়, আমাদের জাতীয় সংস্কৃতিতেও একটি নতুন মাত্রা যোগ করেছে। আমি দেশ ও জনগণের স্বার্থে প্রত্যেককেই প্রযোজ্য ক্ষেত্রসমূহে আয়কর প্রদানের জন্যে সম্মানিত নাগরিকদের উদাত্ত আহ্বান জানাই। করদাতাগণ যথার্থভাবে কর প্রদান করলেই ‘সমৃদ্ধির সোনালী দিন, আনতে হলে আয়কর দিন’ এই  স্লোগান সার্থক হবে। যে সকল সম্মানিত করদাতা এ বছর দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হচ্ছেন, তাদের প্রতি রইলো আমার উষ্ণ ও আন্তরিক অভিনন্দন।  
উৎসবমুখর পরিবেশে আয়কর মেলা সম্পন্ন হোক-এ কামনা করি। 

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। ”
#

আজাদ/অনসূয়া/নুসরাত/দীপংকর/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১২২৫ ঘন্টা     


তথ্যবিবরণী                                                                                    নম্বর: ৩৩৫৩
১ নভেম্বর জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১৬ কার্তিক (৩১ অক্টোবর) : 

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় যুব দিবস ২০১৬’ উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
    “প্রতি বছরের মত এবারও ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস ২০১৬’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের যুব সমাজকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
    জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্য ‘আতœকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মুলভিত্তি’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে, যা যুবসমাজের মধ্যে কর্মোদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে। 
    দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ যুব। এরাই জাতির প্রাণশক্তি, দেশের মূল্যবান সম্পদ এবং দেশের মানুষের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলা সম্ভব।
    আমাদের লক্ষ্য ডিজিটাল, জ্ঞানভিত্তিক এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। যুবসম্প্রদায় সে লক্ষ্য অর্জনে পুরোধাশক্তি। তাই যুবসমাজের সুস্থ বিকাশকে আমাদের সরকার সবসময়ই গুরুত্ব দিয়ে আসছে। তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের অন্যতম হচ্ছে ‘ন্যাশনাল সার্ভিস কর্মসূচি’। এ কর্মসূচির মাধ্যমে অস্থায়ী কর্মসংস্থানের পাশাপাশি জাতির গঠনমূলক কর্মকান্ডে তাদের সম্পৃক্ত করা হচ্ছে।
    ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের  মধ্যে উন্নত দেশে রুপান্তরের জন্য সরকার রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ সূচিত ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনেও আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এসব লক্ষ্য অর্জনে যুবদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। 
    আমি আশা করি, দেশোন্নয়নে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা সঠিকভাবে পালন করবে। দেশপ্রেম ও দেশের মানুষের প্রতি কর্তব্য ও মমত্ববোধ এবং উগ্রতামুক্ত ইতিবাচক মনোভাব তাদের মধ্যে সবসময় জাগ্রত থাকবে। 
    জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায় যুবরা তাদের প্রতিভা ও প্রাণশক্তির পূর্ণ সদ্ব্যবহার করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্œের সোনার বাংলা বাস্তবায়ন করবে এ আমার প্রত্যাশা। 

    আমি ‘জাতীয় যুব দিবস ২০১৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।

                জয় বাংলা,জয় বঙ্গবন্ধু
                  বাংলাদেশ চিরজীবী হোক।”

#
মনিরুন/অনসূয়া/দীপংকর/সাহেলা/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১২৩৫ ঘণ্টা   
বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না



তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৩৩৫২
১ নভেম্বর জাতীয় যুব দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৬ কার্তিক (৩১অক্টোবর) :

    রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ‘জাতীয় যুব দিবস ২০১৬’  উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন:
    “প্রতি বছরের ন্যায় এ বছর ও ‘জাতীয় যুব দিবস-২০১৬’ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
    যুবরাই জাতির প্রাণশক্তি, উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। যুব সমাজের দৃপ্ত পদচারণায় বিশ্ব এগিয়ে চলেছে এবং অনাগত দিনগুলোতেও তা অব্যাহত থাকবে। যুবদের উদ্ভাবনী ক্ষমতা, অমিত তেজ ও সাহস, কর্মস্পৃহা ও কর্মক্ষমতা দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজ যেকোনো দেশের অতিমূল্যবান জনশক্তি। বাংলাদেশের ইতিহাস যুবদের গৌরবময় অবদানে ভাস্বর। তাদের উদ্দীপনা ও সাহসিকতায় বাঙালি জাতি বিভিন্ন সঙ্কট উত্তরণে পেয়েছে দিশা। দেশের সার্বিক উন্নয়ন সাধনে তাই যুবসম্প্রদায়কে দক্ষ মানবসম্পদে পরিণত করার বিকল্প নেই।
    বাংলাদেশের মোট জনসংখ্যার এক বৃহৎ অংশ যুবসমাজ, যা ক্রমশ বাড়ছে। আগামী ২০৪৩ সাল পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। জনমিতিতে এ ধরণের সুযোগ একবারই আসে। এ জনমিতিক সুবিধা (উবসড়মৎধঢ়যরপ উরারফবহফ) কাজে লাগাতে আমাদের যুব সমাজকে পরিপূর্ণ দক্ষ করে তুলতে হবে।
    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়তে সরকার  ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১ ’ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির সার্থক বাস্তবায়নে যুবদের ভূমিকা অনস্বীকার্য। যুবদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মের সুযোগ সৃষ্টি করে এ কর্মসূচির পরিপূর্ণ বাস্তবায়ন করতে সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আশা করি, সকলের সম্মিলিত প্রয়াসে এবং যুবসমাজের সার্বিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ জনমিতিক সুবিধার সুফল অর্জনে সক্ষম হবে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাতিগঠনে যুবসম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় যুব দিবস ২০১৬ এর প্রতিপাদ্য ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’ সার্থক হয়ে উঠুক-এ প্রত্যাশা করি।
    আমি ‘জাতীয় যুব দিবস-২০১৬’ এর সার্বিক সাফল্য কামনা করি।    
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
আজাদ/অনসূয়া/দীপঙ্কর/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৩০০ ঘণ্টা  
 
 

 

Todays handout (7).docx