Handout Number: 1312
Bangladesh Seeks Climate Justice, Says Environment Advisor
Dhaka, 15 October:
Environment, Forest and Climate Change Advisor Syeda Rizwana Hasan emphasized that Bangladesh seeks climate justice. She highlighted that although Bangladesh suffers from the impacts of climate change, it is one of the least responsibles for causing it. While the country expects financial support from developed nations, it has received very little.
Environment Advisor made these remarks as the chief guest at a reception celebrating ÔYouth and Climate Change in the Commonwealth,Õ held at the Westin Hotel in Gulshan today. The event was hosted by the Australian High Commission, in collaboration with Commonwealth Missions in Bangladesh.
Rizwana Hasan urged young people to challenge current development models and create their own narratives, stressing the importance of rejecting fossil fuels to secure the future for children. She also emphasized that Bangladesh’s youth are at the forefront of climate action, noting their passion and innovation as vital to overcoming climate change challenges. Platforms like the Commonwealth, she said, can empower young people to take meaningful actions for a sustainable future.
Nardia Simpson, Australian Acting High Commissioner, also spoke at the event, reaffirming Australia’s commitment to supporting Bangladesh’s climate efforts through youth programs and capacity-building initiatives. She emphasized the need to empower students in these efforts.
Shiuneen Rasheed, High Commissioner of Maldives to Bangladesh, also addressed the gathering. The event brought together diplomats, climate activists, youth representatives, and government officials to discuss how Commonwealth countries can collaborate to promote youth leadership in climate initiatives.
#
Dipankar/Shibli/Rana/Rafiqul/Joynul/2024/2210 hour
Handout Number: 1311
EU ready to support the reform agenda
Dhaka, 15 October:
The new EU Ambassador to Bangladesh Michael Miller conveyed readiness of the EU to support the reform agenda of the Interim Government while paying an introductory courtesy call on Foreign Affairs Adviser Md. Touhid Hossain today morning at the latter’s office.
Noting the recent students-led mass uprising as an unprecedented opportunity for change, the Ambassador offered all-out cooperation of the EU in this transition and reform, including in human rights and good governance as well as the democratic process. He mentioned that the EU wants to diversify trade relations with Bangladesh with more investment, and support Bangladesh’s transition after LDC graduation. Foreign Adviser welcomed EU’s offer of assistance and assured creating a better business environment for strengthening Bangladesh-EU trade and investment relations.
Terming the relations between Bangladesh and the EU as vibrant and important, the Adviser requested for EU’s assistance in health and education sectors with particular emphasis on improving technical and vocational training institutes. He underlined the need for assistance in recovering stolen assets deposited abroad by some Bangladeshi nationals. The EU Ambassador offered technical assistance in this regard.
The Ambassador informed about EIB’s ongoing investment of 900 million Euro in the rail, energy, water, and health sectors of Bangladesh and expressed EIB’s readiness to enhance EIB’s investment portfolio in Bangladesh.
The Adviser and the EU Ambassador appreciated the upcoming discussion on the Partnership and Cooperation Agreement towards elevating the Bangladesh-EU relations to a new height.
The Ambassador reaffirmed the continued assistance of the EU for the Rohingyas in Bangladesh and the host community in Cox’s Bazar. The Foreign Adviser and the EU Ambassador noted that the return of the Rohingyas to their homeland Myanmar with rights and safety is the only sustainable solution to the protracted crisis.
#
Kamrul/Shibli/Rana/Mosharaf/Salim/2024/19.55 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ১৩১০
সুনামগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা ও বন্যার সমস্যা প্রকৃতপক্ষে জাতীয় সমস্যা
-- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সুনামগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা ও বন্যার যে সমস্যা প্রকৃতপক্ষে সেগুলো জাতীয় সমস্যাও বটে। সুনামগঞ্জে এগুলো প্রকট। সারা দেশেও এসব সমস্যা রয়েছে। রাষ্ট্রীয় দিকনির্দেশনার আলোকে এগুলোর সমাধানে সচেষ্ট হতে হবে। পশ্চাৎপদ সুনামগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে কাজ করতে হবে।
উপদেষ্টা আজ জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সুনামগঞ্জবাসী আয়োজিত সুনামগঞ্জ জেলার শিক্ষা, স্বাস্থ্য ও বন্যা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অনেক প্রকল্প কাগজে-কলমে নেওয়া হয়, কিন্তু বাস্তবে হয় না। বাস্তবে যে হবে সেটার বিশ্বাসও হয় না। বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বাজেটে প্রতিফলন দেখা যায় না। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেটে বরাদ্দ উন্নয়নশীল দেশের চেয়েও কম। এসব ক্ষেত্রে বাজেট বরাদ্দের জন্য দাবী জোরদার করতে হবে।
ঢাকাস্থ সুনামগঞ্জবাসীর আহ্বায়ক ডা. সৈয়দ উমর খৈয়ামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকাস্থ সুনামগঞ্জবাসীর সদস্য সচিব মোকাম্মেল চৌধুরী মেনন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ মিফতাহ উদ্দিন চৌধুরী (রুমী), পরিবহন কমিশনার আবুল হাছানাত হুমায়ুন কবীর, বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডা. এম কে আই কাইয়ুম চৌধুরী, হাসন রাজার প্রপৌত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, মেডিটেক জেনারেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. রফিক চৌধুরী, যুগ্মসচিব লাল হোসেন ও উপসচিব মোঃ আফরাজুর রহমান।
#
জাহাঙ্গীর/শিবলী/রানা/মোশারফ/রফিকুল/সেলিম/২০২৪/২০৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০৯
পৃথিবীকে রক্ষায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে
--- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবী রক্ষা করতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের যুব সমাজ জলবায়ু কর্মকাণ্ডে অগ্রগামী। তাদের উদ্ভাবনী শক্তি ও আগ্রহ জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় খুবই গুরুত্বপূর্ণ। কমনওয়েলথের মতো প্ল্যাটফর্ম তরুণদের আরো শক্তিশালী করতে পারে, যাতে তারা টেকসই ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে।
আজ গুলশানের ওয়েস্টিন হোটেলে ‘ইয়ুথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন দ্য কমনওয়েলথ’ শীর্ষক এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। অস্ট্রেলিয়ান হাইকমিশন ও বাংলাদেশে অবস্থিত কমনওয়েলথ মিশনগুলো যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশ জলবায়ু ন্যায়বিচার চায়। তিনি জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী হলেও এর বিরূপ প্রভাব ভোগ করছে। উন্নত দেশগুলো থেকে আর্থিক সহায়তা প্রত্যাশা করলেও যথেষ্ট সহযোগিতা মেলেনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। তিনি জানান, বাংলাদেশকে যুব কর্মসূচি ও সক্ষমতা বৃদ্ধি উদ্যোগের মাধ্যমে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কূটনীতিক, জলবায়ু কর্মী, তরুণ প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় কমনওয়েলথ দেশগুলো কীভাবে যুব নেতৃত্বে জলবায়ু উদ্যোগগুলোতে সহযোগিতা বাড়াতে পারে তা নিয়ে আলোচনা হয়।
#
দীপংকর/শিবলী/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০৮
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশ্যই সুবিচার হবে
--- ড. আসিফ নজরুল
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশ্যই সুবিচার হবে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে, চুলচেরা বিশ্লেষণ করে পদক্ষেপ নিবেন। তাই নিশ্চত এখানে সুবিচার হবে।
আজ আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। পরিদর্শনকালে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আসিফ নজরুল বলেন, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচারী রেজিম নির্মমভাবে আমাদের ছাত্র-তরুণ-জনতার ওপর গুলি চালিয়েছিল। এই গণঅভ্যুত্থানে কমপক্ষে দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। দিনে দিনে মৃত্যুর নতুন সংখ্যা পাচ্ছি। এছাড়া হাজার-হাজার মানুষ গুরুতর আহত হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে, চিরদিনের জন্য বিকলাঙ্গ হয়েছে। তিনি বলেন, আগামী ১ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকাজ শুরু করার কথা রয়েছে। সরকার এই বিচার করতে বদ্ধপরিকর এবং এই বিচার করতে বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।
উপদেষ্টা বলেন, শুধু বাংলাদেশ কেন? এই উপমহাদেশের ইতিহাসে শান্তিকালীন সময়ে এতবড় গণহত্যার নজির কোথাও নেই। এমনকি পৃথিবীতেও এটা খুবই বিরল বলা চলে। এই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার যেখানে হবে, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবনের মেরামত ও সংস্কার কাজের অগ্রগতি আজ পরিদর্শন করেছি। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টার নেতৃত্ব ও সক্রিয় পদক্ষেপের কারণে অতি দ্রুত এই ভবনের সংস্কার ও মেরামত কাজ সম্পন্ন করা হচ্ছে।
আসিফ নজরুল বলেন, গত জুলাই-আগস্ট মাসে অসংখ্য পরিবারে যে হাহাকারের করুণ কাহিনী রচিত হয়েছে, ছাত্র-জনতা যে অসীম আত্মত্যাগ করেছে, তার প্রতিদান দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই-আগস্টের গণহত্যার বিচার অবশ্যই এই ট্রাইব্যুনালে খুব দ্রুত শুরু হবে।
#
রেজাউল/শিবলী/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২১০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০৭
সরকারি প্রকল্পে অপচয় রোধে সর্বদা সচেষ্ট থাকতে হবে
-- মুহাম্মদ ফাওজুল কবির খান
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেছেন, মেট্রোরেলে যাতায়াতকারীদের মেট্রোরেল ব্যবহারে সচেতন হতে হবে। এছাড়া সরকারি প্রকল্পে অপচয় রোধে সকলকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।
উপদেষ্টা আজ মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল স্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।
ফাওজুল কবির বলেন, অন্তর্বর্তীকালীন সরকার খেটে খাওয়া, পরিশ্রমী এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন অতিদ্রুত এবং কম খরচে পুনরায় যাত্রীসেবা চালু করতে সক্ষম হয়েছি। স্টেশন ২টি দ্রুত সময়ে পুনরায় চালু হওয়া সরকারি সকল প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এ সময় সড়ক উপদেষ্টা মিরপুর-১০ নম্বর এবং কাজীপাড়া স্টেশন কম সময়ের মধ্যে চালু করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সকল কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নাফিউল হাসান-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
#
নোবেল/শিবলী/রানা/ফেরদৌস/রফিকুল/সেলিম/২০২৪/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০৬
হাত ধোয়ার চর্চা বাড়াতে প্রচারণায় জোর দিতে হবে
--- স্থানীয় সরকার উপদেষ্টা
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, হাত ধোয়ার চর্চা বাড়াতে প্রচারণায় জোর দিতে হবে। শৈশব থেকে যাতে একটা শিশুর পরিচ্ছন্ন থাকার অভ্যাস গড়ে উঠে তার জন্য পারিবারিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরের মানুষকে পরিচ্ছন্ন রাখতে কর্মসূচি গ্রহণ করতে হবে৷ পরিচ্ছন্নতা বিষয়ে মাঠ পর্যায়ের কর্মসূচিগুলো স্কুল কলেজের পাশাপাশি মাদ্রাসায়ও ছড়িয়ে দিতে হবে৷
উপদেষ্টা আজ ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ উপলক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশব্যাপী সকল স্তরের জনসাধারণকে সম্পৃক্ত করতে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশেও আজ ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪’ উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ÔWhy are clean hands still importantÕ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি দীপিকা শর্মা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি রিপ্রেজেনটেটিভ রাজেশ নারওয়াল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান।
#
পবন/শিবলী/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২০১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০৫
হজ গাইড নিয়োগের আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
সরকারি মাধ্যমে ২০২৫ সালের হজযাত্রীদের জন্য হজ গাইড নিয়োগের আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ হতে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়েছে।
জারিকৃত পত্রে বলা হয়েছে, ২০২৫ সালের হজে সরকারি মাধ্যমের হজযাত্রীদের হজ গাইড হিসেবে নিয়োগের লক্ষ্যে আবেদনের সময়সীমা আগামী ২০ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে আগ্রহী ব্যক্তিগণ শুধু হজ পোর্টালে www.hajj.gov.bd /hajjguide লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন দাখিল বিষয়ে ১৬১৩৬ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।
#
আবুবকর/শিবলী/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৮৫০ঘণ্টা
আবুবকর/শিবলী/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০৪
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত Aleksandr Mantytsky।
আজ ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে রুশ রাষ্ট্রদূত স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ায় অভিনন্দন জানান এবং কুশলাদি বিনিময় করেন।
বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বৈষম্য বিরোধী আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের চিকিৎসার ব্যাপারে রুশ রাষ্ট্রদূতকে অবহিত করেন। উপদেষ্টা আহত খোকনের জটিল ও সময়সাপেক্ষ চিকিৎসার ব্যাপারে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। রুশ রাষ্ট্রদূত আহত ব্যক্তির চিকিৎসার আনুষঙ্গিক কাগজপত্র চেয়েছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে জানান, এ বিষয়ে তিনি রাশিয়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোঃ মামুনুর রশীদ ও অতুল সরকার উপস্থিত ছিলেন।
#
শাহাদাত/শিবলী/রানা/মোশারফ/সেলিম/২০২৪/১৮৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০৩
ধর্ম উপদেষ্টার সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ (Helen LaFave)।
আজ সচিবালয়ে ধর্ম উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাতে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। আগামীদিনে দু’দেশের এ সম্পর্ক আরো নিবিড় হবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, তিনি বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা কামনা করেন।
রোহিঙ্গা পুনর্বাসন সংক্রান্ত ধর্ম উপদেষ্টার এক প্রশ্নের জবাবে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২০ হাজার রোহিঙ্গা বসবাস করছে যাদের অনেকেই সেদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভ করছে। তিনি আরো জানান, বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশের পর থেকেই তাদের খাদ্য, চিকিৎসা, স্যানিটেশনসহ প্রভৃতি বিষয়ে যুক্তরাষ্ট্র সহায়তা করে আসছে। তিনি বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবর্তনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়ে উপদেষ্টাকে আশ্বস্ত করেন। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ধর্ম মন্ত্রণালয়ের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতাসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।
ধর্ম উপদেষ্টা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সুদৃঢ় করতে তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ সম্পর্কে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে অবহিত করেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে ঘিরে ধর্ম মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপসমূহ তাঁকে বিস্তারিত জানানো হয়।
বৈঠকে ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার অ্যান ডউরটি ও শ্রম বিষয়ক কর্মকর্তা জেমস এ স্টুয়ার্ট উপস্থিত ছিলেন।
#
আবুবকর/শিবলী/রানা/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৪/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০২
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক-এর সাথে আজ সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Michael Miller সাক্ষাৎ করেন। এ সময় উভয়ের মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক ও চলমান বন্যা, বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের বিষয়ে আলোচনা হয়।
মাইকেল মিলার বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন। এছাড়া তিনি বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের পরিকল্পনা বিষয়ে অবহিত হন। তিনি দুর্যোগে আশ্রয় গ্রহণ কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগপূর্ব সতর্কীকরণ ব্যবস্থা ও বিভিন্ন অগ্রাধিকার বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে। বিশেষ করে শেল্টার, নন-ফুড আইটেম, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, সুরক্ষা সেবা, ওয়াশ কার্যক্রম, শিক্ষা কার্যক্রম এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে ইউরোপীয় ইউনিয়নের ব্যাপক সস্পৃক্ততা রয়েছে। এ সম্পৃক্ততা বৃদ্ধির জন্য Forcibly-Displaced Myanmar Nationals (FDMN)-দের অনুকূলে আরো ১৯ দশমিক ৫ মিলিয়ন এবং যৌথ কমিউনিটির অনুকূলে ৩৫ মিলিয়ন ইউরো অর্থ সহায়তার আশ্বাস দেন।
উপদেষ্টা রাষ্ট্রদূতকে এ অর্থ সহায়তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো উন্নয়নে এবং FDMN-দের জন্য টেকসই শেল্টার ও সুরক্ষা সেবা কর্মসূচিতে এ অর্থ ব্যয় করা যেতে পারে। এ বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হবে বলে তিনি জানান।
উপদেষ্টা আরো বলেন, রোহিঙ্গা একটি জটিল সমস্যা। প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র সমাধান। তিনি এ বিষয়ে আরো অধিক মনোযোগ প্রদানের জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের প্রতি আহ্বান জানান।
মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশে আশ্রয় প্রদানের জন্য রাষ্ট্রদূত বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্ব সম্প্রদায়ের মানবিক অবদান তিনি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান-সহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
এনায়েত/শিবলী/রানা/ফেরদৌস/মোশারফ/সেলিম/২০২৪/১৮০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০১
শব্দদূষণ ও উপকূলীয় দূষণ প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করা হবে
--- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকায় দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের যুক্ত করা হবে। এ কাজে বিভিন্ন বেসরকারি সংস্থার তরুণদের সহযোগিতা নেওয়া হবে।
আজ ‘অপারেটিং ডাইভার্সিফায়েড অপরচুনিটিজ ইন মাস-মিটিগেশন অভ্ অবস্টাকলস অভ্ গার্লস এডুকেশন’ প্রকল্পের আওতায় রাজধানীর গুলশানের সিএমকে সেন্টারে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট আয়োজিত 'চ্যালেঞ্জেস ফর গার্লস ইন এডুকেশন অ্যান্ড ওয়েজ টু ওভারকাম দেম' শীর্ষক অ্যাডভোকেসি ডায়লগে তাঁর বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান আরো বলেন, মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবার, সমাজ ও বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে হবে যেন মেয়েরা স্কুলে যেতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে।
আলোচনা সভায় নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মেয়েদের শিক্ষার অগ্রাধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত সমাধান ও নীতি প্রস্তাব নিয়ে আলোচনা করেন।
#
দীপংকর/শিবলী/রানা/মোশারফ/জয়নুল/২০২৪/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৩০০
জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা-পুনর্বাসনে সরকার বদ্ধপরিকর
-- পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
জুলাই বিপ্লবে আহতদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি বলেন, আহতদের চিকিৎসার বিষয়ে বর্তমান সরকার খুবই আন্তরিক। আমি নিশ্চয়তা দিচ্ছি যে, যতদিন পর্যন্ত তাদের সহায়তা প্রয়োজন পড়বে, ততদিন সরকার তা দিতে বদ্ধপরিকর।
আজ পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অভ্ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের দেখতে যান। এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সমস্যার কথা শুনেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন ।
চিকিৎসা শেষে আহতদের পুনর্বাসন করার লক্ষ্যে যোগ্যতা অনুযায়ী তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা।
আহতদের বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের সিদ্ধান্ত আছে- ডাক্তাররা যখন বলবেন আমাদের এখানে চিকিৎসা সম্ভব নয়, তখন আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করবো।
#
কামরুল/শিবলী/রানা/মোশারফ/সেলিম/২০২৪/১৭৪৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১২৯৯
সয়াবিন ও পাম তেলে শুল্ক ও ভ্যাট অব্যাহতির বিষয়ে আলোচনা
ঢাকা, ৩০ আশ্বিন (১৫ অক্টোবর):
ভোজ্যতেল আমদানি পর্যায়ে বিদ্যমান শুল্ক শতকরা ১৫ ভাগ থেকে ৫ ভাগ কমিয়ে ১০ ভাগ নির্ধারণ এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত সমুদয় মূল্য সংযোজন কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ভোজ্যতেল ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রস্তাবের প্রেক্ষিতে এ আলোচনা হয়।
এ ধরনের শুল্ক অব্যাহতির ফলে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি না করে বিদ্যমান মূল্য বহাল থাকবে বলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এসোসিয়েশন জানিয়েছেন। এর আগে তারা বাণিজ্য মন্ত্রণালয়ে মূল্য সমন্বয়ের আবেদন করে।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় হতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) -এর নিকট প্রস্তাব ও সুপারিশ প্রেরণের সিদ্ধান্ত হয়। পরবর্তীতে এনবিআর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, সর্বশেষ গত ১৮ এপ্রিল সয়াবিন তেল ও পাম তেলের মূল্য সমন্বয় করা হয়। বিশ্ববাজারে গত কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে সয়াবিন তেল ও পাম তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে অপরিশোধিত সয়াবিন তেলের মূল্য ১৪ দশমিক ৮ শতাংশ এবং আরবিডি পাম তেলের মূল্য ১৮ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি পায়।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান-সহ ভোজ্যতেল ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#
কামাল/শিবলী/রানা/ফেরদৌস/মোশারফ/জয়নুল/২০২৪/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী &