Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী ১ নভেম্বর ২০১৬

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৭৫

করদাতার সংখ্যা বাড়ছে 
               -- অর্থমন্ত্রী

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর):

    অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আয়কর মেলার মূল উদ্দেশ্য মানুষের মধ্যে সচেতনতা তৈরি ও মানুষকে কর প্রদানে উদ্বুদ্ধ করা। সে উদ্দেশ্য সফল হয়েছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ফলে বর্তমানে করদাতার সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে নতুন সাড়ে ৩ লাখ নতুন করদাতা যোগ হয়েছে। বছর শেষে এ সংখ্যা ১০ লাখে উন্নীত হবে। এ অর্থবছরে করদাতার সংখ্যা ২৫ লাখে উন্নীত হবে। কর মেলার মাধ্যমে তরম্নণ ও দেশপ্রেমিক করদাতারা উদ্বুদ্ধ হচ্ছে।  

    অর্থমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়কর মেলা-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। 

    অভ্যনত্মরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ এবং আয়কর মেলার আহ্বায়ক ও এনবিআর সদস্য আবদুর রাজ্জাক বক্তব্য রাখেন। 

    অর্থমন্ত্রী মেলায় প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন দাখিল কার্যক্রমেরও উদ্বোধন করেন।

    অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, কর মেলার সুনাম দেশের সীমানা ছাড়িয়ে গেছে।
    
    উলেস্নখ্য, আজ থেকে সারাদেশে শুরম্ন হয়েছে আয়কর মেলা-২০১৬। এবছর ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ঢাকাসহ সকল বিভাগীয় শহরে ৭দিন, অন্য সকল জেলা শহরে ৪দিন, দ্বিতীয়বারের মতো ২৯ উপজেলায় ২দিন এবং ৫৭ উপজেলায় ১ দিনের আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ ধারাবাহিকতায় আজ ২১টি জেলায় মেলা অনুুষ্ঠিত হয়েছে।

    ঢাকায় মেলার পরিধি গতবছরের মেলার চেয়ে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যনত্ম চলবে। মেলায় করদাতাদের আসার সুবিধার জন্য রাজধানীর বিভিন্ন স'ানে বাস প্রদান করা হয়েছে।

#

মু’মেন/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/২০০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৭৪

চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা

চট্টগ্রাম, ১৭ কার্তিক (১ নভেম্বর):
        
    চট্টগ্রামে আয়কর বিভাগের উদ্যোগে ১ হতে ৭ নভেম্বর ৭ দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আজ নগরীর জিইসি কনভেনশন সেন্টারে  মেলার উদ্বোধন করেন।

    এসময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ও অভিলক্ষ্য বাস্তবায়নের জন্য আয়কর বেশ জরুরি। আয়কর দ্বারাই সম্ভব হয়েছে পদ্মা সেতুর মত এত বড় প্রকল্প বাস্তবায়ন করা। তিনি বলেন, করদাতার পরিমাণ বাড়িয়ে দেশ ও সমৃদ্ধির কাজে হাত বাড়ান। দেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, এ উন্নয়নকে ধরে রাখার জন্য আয়কর দেয়া প্রয়োজন। আয়কর বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০১০ সাল থেকে সরকার আয়কর মেলার আয়োজন করেছে।

    তিনি বলেন, মানুষ যেন বন্ধুসুলভ পরিবেশে আয়কর প্রদান করতে পারে এই জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। ২০২১ সালের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে আয়কর অত্যাবশ্যক। আমাদের প্রয়োজন করের আওতা ও সদস্য বৃদ্ধি করা।

    সংসদ সদস্য সাবিহা মুসা, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, এনবিআর এর সদস্য মো. ফিরোজ শাহ্ আলম, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, কর কমিশনার গোলাম কিবরীয়াসহ চট্টগ্রামের কর ও আপিল অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

#

বশার/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৭৩

রংপুরে আয়কর মেলার উদ্বোধন

রংপুর, ১৭ কার্তিক (১ নভেম্বর):
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আয়কর মেলার মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর আহরণে জনসচেতনতা সৃষ্টি করায় মানুষ রাজস্ব প্রদানে উৎসাহিত হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ রংপুরে বিভাগীয় পর্যায়ে আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন। কর কমিশনার হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মো. আমিনুর রহমান এবং রংপুর চেম্বারের প্রেসিডেন্ট আবুল কাশেম।
    প্রতিমন্ত্রী বলেন, কর সংস্কৃতি বিকাশে এই ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে সুখীসমৃদ্ধ উন্নত দেশ গঠনে এই মেলা বিশেষ ভুমিকা পালন করবে। এই মেলায় ২০টি বুথের মধ্যে আয়কর রিটার্ন জমা, ইটিআইএন নিবন্ধন হেল্পডেস্ক ও তথ্যকেন্দ্র রয়েছে।
    এর আগে প্রতিমন্ত্রী তারাগঞ্জে রংপুর পল্লিউন্নয়ন একাডেমির কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
    এছাড়া প্রতিমন্ত্রী রংপুর কেল্লাবন্দে মিল্কভিটার প্রস্তাবিত পাউডার প্লান্টের জায়গা পরিদর্শন করেন। তিনি ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
#

আহসান/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৯৩০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৭২

স্পিকারের  সাথে এনডিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর):
                                                             
    জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে ওয়াশিংটনভিত্তিক নন-গভর্নমেন্ট অর্গানাইজেশন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর জেন্ডার, মহিলা ও গণতন্ত্র বিষয়ক পরিচালক সান্দ্রা পিপেরা (ঝধহফৎধ চবঢ়বৎধ)’র নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল আজ ঢাকায় তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে এনডিআইয়ের ডেভলপমেন্ট কনসালট্যান্ট লরেন্স লক্ষণসিং (খধৎিবহপব খধপযসধহংরহম), এনডিআইয়ের প্রাক্তন আবাসিক পরিচালক ঋসি দত্ত, এনডিআইয়ের এশিয়া বিষয়ক এমএন্ডই টিনা বায়েঙ্কা (ঞরহধ ইুবহশুধ), প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ  এবং লজিস্টিক কনসালট্যান্ট  প্রবাসী মাহমুদ এসময় উপস্থিত ছিলেন।  

#

নূরুল/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                      নম্বর : ৩৩৭১

হাইটেক পার্কের কাজ দ্রুত শেষ করার সুপারিশ সংসদীয় কমিটির

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর):
    দশম জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠক আজ কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে  সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, কাজী ফিরোজ রশীদ এবং হোসনে আরা লুৎফা ডালিয়া বৈঠকে অংশগ্রহণ করেন।
    বৈঠকে টেলিটকের কার্যক্রম নিয়ে বিগত সভার সিদ্ধান্ত অনুয়ায়ী টেলিটক কর্তৃক দাখিলকৃত রিপোর্টের  পর্যালোচনা, কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্ক, যশোরের শেখ হাসিনা হাইটেক পার্ক এবং সিলেট হাইটেক পার্কের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
    পরবর্তী বৈঠকে শুধুমাত্র টেলিটকের কার্যক্রম সম্পর্কে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
    বৈঠকে জানানো হয়, দেশে বর্তমানে মোট ২৮টি হাইটেক পার্ক স্থাপন প্রকল্প চলমান রয়েছে। এই পার্কগুলো স্থাপিত হলে তথ্যপ্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। হাইটেক পার্কগুলোর কাজ দ্রুতগতিতে সমাপ্ত করার সুপারিশ করা হয়।
    ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, আইসিটি বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
#
মিজানুর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                   নম্বর : ৩৩৭০

বাংলাদেশের খাদ্যমন্ত্রী ও থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর মধ্যে বৈঠক

ব্যাংকক (থাইল্যান্ড), ১ নভেম্বর:

    বাংলাদেশের খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলামের সাথে আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অঢ়রৎধফর ঞধহঃৎধঢ়ড়ৎহ এর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এ সময় উপস্থিত ছিলেন।

    বৈঠককালে বাংলাদেশের খাদ্যমন্ত্রী বলেন, একটি ঘনিষ্ঠ আঞ্চলিক বাণিজ্যিক অংশীদার হিসেবে বাংলাদেশ থাইল্যান্ডের কাছ থেকে আরো বাণিজ্যিক সুবিধা আশা করে। খাদ্যমন্ত্রী থাইল্যান্ডে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর ৬ হাজার ৯শ’ ৯৮টি পণ্যের  শুল্কমুক্ত, কোটামুক্ত প্রবেশাধিকারের ঘোষণার প্রশংসা করেন। থাইল্যান্ড ভবিষ্যতেও বাংলাদেশের জন্য আরো অনুকূল শুল্ক কাঠামো পর্যালোচনা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    দু’দেশের উষ্ণ সম্পর্কের কথা  উল্লেখ করে থাই বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় থাইল্যান্ডের  একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার।  তিনি দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার পূর্ণ আশ্বাস দেন যার অধীনে বাংলাদেশ জিটুজি ভিত্তিতে আন্তর্জাতিক পর্যায়ে প্রচলিত মূল্যে  এক লাখ মেট্রিক টন চাল  থাইল্যান্ড থেকে আমদানি করতে পারে।
     
    উভয় মন্ত্রী এই বছর ঢাকায় সুবিধাজনক সময়ে যৌথ বাণিজ্য কমিটির চতুর্থ বৈঠক করতে সম্মত হন, যেখানে সমগ্র দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক পর্যালোচনা করা হবে এবং প্রস্তাবিত রাইস ট্রেড  সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে আশা করা হয়। বৈঠককালে তারা একমত হন, বাণিজ্য ও ব্যবসার প্রসারের জন্য প্রতি বছর দু’দেশের মধ্যে  যৌথ বাণিজ্য কমিটির সভা অনুষ্ঠিত হওয়া  জরুরি।

    খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম গতকাল থাইল্যান্ডের সমবায় ও কৃষিমন্ত্রীর সাথেও এক বৈঠকে মিলিত হন। খাদ্য মন্ত্রণালয়ের  যুগ্মসচিব, খাদ্যমন্ত্রীর একান্ত সচিব, খাদ্য অধিদপ্তরের একজন পরিচালক খাদ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

#

সুমন/আফরাজ/সঞ্জীব/সেলিমুজ্জামান/২০১৬/১৮০০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ৩৩৬৯

বাণিজ্যমন্ত্রীর সাথে ডিএফআইডি প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর):
    বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তৈরিপোশাক শিল্প ও কৃষিভিত্তিক শিল্পতে যুক্তরাজ্য সরাসরি বিনিয়োগ করতে চায়। বর্তমানে যুক্তরাজ্যের ২০০-এর বেশি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং সফলভাবে বাণিজ্য পরিচালনা করছে।
    বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের ডিএফআইডি’র মহাপরিচালক ডেভিড কেনেডি (উধারফ কবহহবফু)’র নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন। ঢাকায় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আলিসন ব্ল্যাক (অষরংড়হ ইষধপশ) প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।
    মন্ত্রী বলেন, যুক্তরাজ্যকে স্পেশাল ইকোনমিক জোনে বিনিয়োগের বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ উদারনীতি গ্রহণ করেছে। সরকারের এ ধরনের উদার নীতির কারণে বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছেন। ইউরোপিয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলেও বাংলাদেশের সাথে চলমান বাণিজ্যে কোন ধরনের প্রভাব পড়বে না।
     তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের ভালো বন্ধু, ব্যবসায়িক ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। যুক্তরাজ্য বাংলাদেশকে সকল পণ্যের শুল্ক ও কোটা মুক্ত প্রবেশাধিকার দিচ্ছে। যুক্তরাজ্যের সাথে বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশ বরাবরই পজিটিভ অবস্থায় রয়েছে। গত বছর বাংলাদেশ যুক্তরাজ্যে রপ্তানি করেছে ৩ লাখ ৮০৯ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করেছে ২৭৬ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। বাংলাদেশের পক্ষে উদ্বৃত্ত বাণিজ্য হলো ৩ লাখ ৫৩৩ দশমিক শূন্য ৯ মিলিয়ন মার্কিন ডলার।
    ডিএফআইডি’র মহাপরিচালক বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশ আরো ভালো করবে। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধি করবে। বাংলাদেশ সরকার ঘোষিত ১০০ স্পেশাল ইকোনমিক জোনে যুক্তরাজ্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো স্থান। তিনি বলেন, ক্রিকেট খেলায় বাংলাদেশ বেশ ভালো করছে। বিগত টেস্ট ম্যাচে বাংলাদেশ যুক্তরাজ্যকে পরাজিত করেছে। তিনি বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশের মানুষকে অভিনন্দন জানান।
    বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়ির সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন।
#
বকসী/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৩০ঘণ্টা

 

তথ্যবিবরণী                    নম্বর: ৩৩৬৮ 

আইপিইউ’র সম্মেলন শেষে সংসদীয় প্রতিনিধিদল ঢাকা পৌঁছেছেন

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) : 
    জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৫তম সম্মেলন শেষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল আজ ঢাকা পৌঁছেছেন।
    এবারে এসেম্বলিতে ঐঁসধহ জরমযঃং ধনঁংবং ধং ঢ়ৎবপঁৎংড়ৎং ড়ভ পড়হভষরপঃ: চধৎষরধসবহঃং ধং বধৎষু ৎবংঢ়ড়হফবৎং এর ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনাপর্বে বাংলাদেশের পক্ষে বক্তৃতা করেন প্রতিনিধিদলের নেতা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া। তিনি তার বক্তৃতায় বাংলাদেশের ভাষা আন্দোলন, রক্তার্জিত স্বাধীনতা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য ভূমিকার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও স্বচ্ছ নেতৃত্বের ফলে বাংলাদেশে যে সার্বিক উন্নয়ন সাধিত হচ্ছে তার চিত্র তুলে ধরেন। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের শক্ত অবস্থানের বিষয়টিও তিনি স্পষ্ট করেন। মানবাধিকার প্রতিষ্ঠা ও বিশ্ব নেতৃত্বে নারীর ক্ষমতায়নের বিষয়টিও তার বক্তব্যে গুরুত্বের সাথে ব্যক্ত করেন। 
     প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত শুভেচ্ছা বাণী’র ভিডিও ক্লিপ প্রজেক্টরে প্রদর্শনের মধ্য দিয়ে ১৩৫তম সম্মেলন শেষ হয় । 


    উল্লেখ্য বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের সদস্যগণ জেনেভায় চলমান ১৩৫তম সম্মেলনের জেনারেল ডিবেটসহ বিভিন্ন গ্রুপ ও কমিটির বৈঠকগুলোতে সক্রিয় অংশগ্রহণ  করেছেন। 
    
#

স্বপন/অনসূয়া/দীপংকর/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৬০৮ ঘন্টা     

তথ্যবিবরণী                    নম্বর: ৩৩৬৭

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) : 
    
     জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী এর সভাপতিত্বে  আজ সংসদ  ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য  মো. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা, আবুল কালাম মো. আহ্সানুল হক্ চৌধুরী, রহিম উল্লাহ এবং ফাতেমা তুজ্জহুরা বৈঠকে অংশগ্রহণ করেন।
    শাহজালাল সার কারখানায় এমোনিয়া স্টোরেজ ট্যাংক নির্মাণে ডাবল লেয়ারের পরিবর্তে কেন সিঙ্গেল লেয়ার ব্যবহার করা হল মন্ত্রণালয়কে তার কারণ অনুসন্ধান করে কমিটিতে উপস্থাপন করার সুপারিশ করা হয়।
    বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। কোন ক্যাটাগরিতে বিসিআইসি এ,বি ও সি শ্রেণির শিল্প নগরী করেছে তা কমিটিতে উপস্থাপন এবং প্রতিটি বিসিক শিল্প এলাকায় শিল্প মেলা আয়োজন করার সুপারিশ করা হয়। এছাড়া কমিটি সার কারখানাসমূহের যেসকল পণ্য বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) তৈরি করতে পারবে সে সকল পণ্য বিটাকের কাছ থেকে তৈরি করে নেওয়ার সুপারিশ করে। 
    বৈঠকের শুরুতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের নভেম্বরে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়। 
    শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিসিআইসির চেয়ারম্যান, বিসিক এর চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


#

নীলুফার/অনসূয়া/নুসরাত/দীপংকর/গিয়াস/শামীম/২০১৬/১৫৫৪ ঘন্টা     

তথ্যবিবরণী                    নম্বর: ৩৩৬৬ 

চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে অভিনয় প্রশিক্ষণ কোর্স শুরু ২০ নভেম্বর

ঢাকা, ১৭ কার্তিক (১ নভেম্বর) : 
    বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট-এ এক মাস মেয়াদি ‘২য় চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় প্রশিক্ষণ কোর্স’ আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে।
     জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এ অবস্থিত বিসিটিআই-এর অস্থায়ী কার্যালয়ে এ কোর্সে অভিনেতা ও প্রশিক্ষকগণ তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দিবেন। প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি ১৩ই নভেম্বরের মধ্যে িি.িনপঃর.মড়া.নফ ওয়েবসাইটে ভর্তি ফরম পূরণ করে আবেদনপত্র পাঠাতে পারবে। তবে সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণযোগ্য নয়।
    লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রাথীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র সত্যায়িত কপি জমা দিতে হবে।
    প্রার্থী বাছাই পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বিসিটিআই-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আনতে হবে। নির্বাচিত হওয়ার পর প্রধান নির্বাহী, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিটিউট-এর অনুকূলে ৫০০০/-(পাঁচ হাজার)টাকা প্রশিক্ষণ ফি ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে।
    
#

জাহাঙ্গীর/অনসূয়া/দীপংকর/গিয়াস/রেজ্জাকুল/শামীম/২০১৬/১৫০৩ ঘন্টা     

Todays handout (6).docx