Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ নভেম্বর ২০২৪

তথ্যবিবরণী ২৭ নভেম্বর ২০২৪

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৮৩৩

 

নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে

                                                      - মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা

 

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে কিশোর-কিশোরী ক্লাবসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ প্রজন্মদের সাথে নিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে । নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে সবার অঙ্গীকার করতে হবে যেন সমাজের সবাইকে সাথে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারি।

আজ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সেবা অব্যাহত আছে। নারী নির্যাতন প্রতিরোধে সেবাসমূহের মধ্যে ১০৯, ৯৯৯ কল সেন্টারে ফোন দিয়ে এবং নারী নির্যাতন সেবা কেন্দ্রে অভিযোগ দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। 

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, অতিরিক্ত সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গউইন লুইস এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের রাষ্ট্রদূত মাইকেল মিলার। উদ্বোধন অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে কি নোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর তাসলিমা ইয়াসমিন, মহিলা শিশু ও বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর প্রকাশ কান্তি চৌধুরী এ বিষয়বস্তুর ওপর প্রস্তাবনা আলোকপাত করেন।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের এবারের প্রতিপাদ্য ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’।

#

রফিকুল/রানা/সঞ্জীব/শামীম/২০২৪/২১৫৫ঘণ্টা

Handout                                                                                                                   Number: 1832

 

Education Ministry Orders Immediate Halt to Hill Cutting for

Cumilla University Project following request of Environment Advisor

                                                                                          
 

Dhaka, November 27:

The Ministry of Education has ordered an immediate stop to hill cutting during the implementation of the "Further Development of Cumilla University" project. The directive also calls for replanting trees in the affected areas and submitting a report on environmental compliance during the development work.

This instruction follows a letter issued on 15 October by Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest, and Climate Change. The letter highlighted that development activities in the Lalmai Hill area of Comilla Sadar South were carried out without the necessary approval from the Department of Environment. This violates the Bangladesh Environment Conservation Act, 1995.

The letter also warned that such actions under a government project set a harmful precedent for private or individual projects. It emphasized that hills, as invaluable natural resources, cannot be restored once destroyed. Lalmai Hill, in particular, holds national heritage and archaeological significance, which must be preserved.

The directive, signed by Ahmed Shibli, Deputy Secretary of the Secondary and Higher Education Division, was issued on 27 November to ensure compliance with environmental laws.
The Ministry of Environment hopes all parties will respect the law and adopt eco-friendly practices in future development projects.

#

Dipankar/Mehedi/Paban/Rana/Ferdows‍/Sanjib/Shamim/2024/19450hour

তথ্যবিবরণী                                                                                                    নম্বর: ১৮৩১

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

                                                                                       --- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):

          মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালন উপলক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও প্রচারে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ নারী ও কন্যাশিশু নির্যাতন মুক্ত হবে যা বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।

          তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমীর সভাকক্ষে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৪ পালন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

          উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, জুলাই বিপ্লব পরবর্তী বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এবারই ব্যাপকভাবে তৃণমূল পর্যন্ত নারী ও কন্যাশিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ নজরদারির মধ্যে আনতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় , বিভাগ, দপ্তর, সংস্থা, বেসরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সমাজকর্মী, যুব ফোরাম, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত উদীয়মান ইনফ্লুয়েন্সার, শিক্ষার্থী ও সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে দেশব্যাপী বিভিন্ন প্রচার-প্রচারণামূলক কার্যক্রমসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

          এর উদ্দেশ্য হচ্ছে, নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং নীতিগত ও সামাজিক ইতিবাচক পরিবর্তন সাধন। এবারের ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-এর গ্লোবাল থিম হলো- Towards Beijing +30: Unite to End Violence Against Women and Girls এবং জাতীয় পর্যায়ে বাংলা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”।

          উক্ত সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

রফিকুল/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২০৪০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১৮৩০

পরিবেশ উপদেষ্টার অনুরোধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটা

বন্ধ এবং ক্ষতিগ্রস্ত স্থানে গাছ লাগানোর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):

          কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন শীর্ষক প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত নিয়ম লঙ্ঘনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উন্নয়ন কাজের পরিবেশবান্ধব বাস্তবায়ন নিশ্চিত করতে অবিলম্বে পাহাড় কাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত স্থানে গাছ লাগিয়ে ল্যান্ডস্কেপ রেস্টোরেশন  কার্যক্রম শুরু এবং উন্নয়ন কাজের পরিবেশগত দিকসমূহ নিশ্চিত করার জন্য একটি প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

          এবিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান ১৫ অক্টোবর প্রেরিত এক আধাসরকারি পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। সে প্রেক্ষিতে ২৭ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

          পরিবেশ উপদেষ্টা প্রেরিত আধাসরকারি পত্রে উল্লেখ করা হয় যে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় মৌজার ১৯৪.১৯ একর ভূমি অধিগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ শুরু হলেও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই পাহাড় কাটার মতো কার্যক্রম পরিচালিত হয়েছে। এটি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫  স্পষ্টভাবে লঙ্ঘন করে।

          পত্রে আরো বলা হয়, সরকারি প্রকল্পের আওতায় এ ধরনের কর্মকাণ্ড ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে। প্রকৃতির অমূল্য সম্পদ পাহাড় একবার ধ্বংস হলে তা পুনরুদ্ধার সম্ভব নয়। বিশেষত, লালমাই পাহাড় দেশের জাতীয় ঐতিহ্যের অংশ এবং এর ধ্বংস পরিবেশের পাশাপাশি প্রত্নতাত্ত্বিক গুরুত্বকেও ক্ষতিগ্রস্ত করে।

          পরিবেশ উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষ পরিবেশ সংরক্ষণ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবে।

#

দীপংকর/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                           নম্বর: ১৮২৯

গণঅভ্যুত্থানে গুরুতর আহত মোহাম্মদ হাসানকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে প্রেরণ

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):

          অন্তর্বর্তীকালীন সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে গণঅভ্যুত্থানে গুরুতর আহত মোহাম্মদ হাসানকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে।

          গতকাল রাত ১১টার দিকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ড পাঠানো হয়। এর আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান, গত ৪ আগস্ট চট্টগ্রামের টাইগার পাস এলাকায় গুলি ও পিটুনিতে হাসান মস্তিষ্কে মারাত্মক আঘাত পান। থাইল্যান্ড গমনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর তাকে বিদায় জানান।

#

শাহাদাত/মেহেদী/পবন/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০১০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৮২৮

শিল্প ও কলকারখানা শ্রমিকদের স্বাস্থ্য ও

নিরাপত্তা নিশ্চিতের আহ্বান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):

          ‘শিল্প ও কলকারখানা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হবে’- জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট (NOSHTRI) পরিচালনার নীতিমালা ও কৌশল নির্ধারণে আজ ঢাকার হোটেল হলিডে ইন-এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

          শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, আমি শ্রমিকদের পক্ষে আছি, শ্রমিকদের জন্য যা ন্যায্য দাবি আমি তা শুনবো। আমি চেষ্টা করবো দাবি আদায় করার, সেটা মালিক পক্ষ থেকে হোক কিংবা শ্রমিক পক্ষ থেকে হোক। তিনি আরো বলেন, (NOSHTRI)-এর কার্যক্রম দেশের শ্রমঘন অঞ্চল ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় বিস্তার করতে হবে এবং এই কেন্দ্রগুলোর মাধ্যমে শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও দক্ষতা উন্নয়ন এবং গবেষণায় কাজ করতে হবে। সেক্ষেত্রে আইএলও এবং বিশ্বব্যাংকের পরামর্শ নেওয়া হবে।

          সভাপতির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, (NOSHTRI) হবে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের একটি ‘সেন্টার অভ্ এক্সিলেন্স’। দ্রুত পুরোদমে এর কার্যক্রম শুরু করতে হবে।

          আইএলও কান্ট্রি ডিরেক্টর তুমো পুটিয়ানিন বলেন, (NOSHTRI) বাংলাদেশে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, শ্রমিকদের পুনর্বাসন এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ড বাস্তবায়নে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রতিষ্ঠান গার্মেন্টস শিল্পের উন্নয়নে কাজ করবে এবং ট্রেড ইউনিয়ন ও আইএলও সুবিধাভোগী হবে।

          কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এবং আইএলও’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ফাহমিদা আখতার।

#

মালেক/মেহেদী/পবন/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/২০২০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৮২৭

 

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের ১ম সভা অনুষ্ঠিত

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):

স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার এর জন্য গঠিত ‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশন’-এর ১ম সভা আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকল দপ্তর/সংস্থার প্রধানগণ স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ ও তা দূরীকরণের উপায় কমিশনের নিকট তুলে ধরেন। সংস্কার কার্যক্রমের রূপরেখা নিয়েও সভায় আলোচনা করা হয়। শীঘ্রই পরবর্তী সভা আহ্বান করে সবার মতামত, সুপারিশ ও পরামর্শসমৃহ গ্রহণ করে সংস্কার কার্যক্রমের রূপরেখা নিয়ে কর্মসূচি গৃহীত হবে।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সভাপতি এ কে আজাদ খানসহ স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্যবৃন্দ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, অনুবিভাগ প্রধানগণ এবং দপ্তর/সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

#

শাহাদাত/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৪/১৮৫৫ঘণ্টা

 

Handout                                                                                                                   Number: 1826

 

Nationwide Crackdown on Illegal Polythene: BDT 19 Lakh Fines and 38,178 kg Seized

                                                                                          
 

Dhaka, November 27:

Following the declaration by the Ministry of Environment, Forest and Climate Change, a nationwide crackdown on banned polythene is underway. Between November 3 and 26, 2024 a total of 162 mobile court drives were conducted across the country. These operations resulted in fines totaling BDT 19, 16, 300 imposed on 336 establishments. Additionally, approximately 38,178 kilograms of polythene were seized.

In Dhaka, 13 mobile courts led by Department of Environment Executive Magistrates Kazi Tamjid Ahmed, Sultana Saleha Sumi, and Fayzunnesa Akter targeted illegal polythene production and distribution. The drives penalized 27 establishments with fines amounting to BDT 86,500 and seized around 3,980 kilograms of polythene.

The Department of Environment has pledged to continue such operations regularly to combat pollution caused by banned polythene.

#

Dipankar/Mehedi/Paban/Rana/Ferdows/Rafipul/Shamim/2024/1740hour

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৮২৫

 

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারা দেশে অভিযান

১৯ লাখ টাকা জরিমানা-সহ ৩৮ হাজার কেজি পলিথিন জব্দ

 

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঘোষণার পর থেকে সারাদেশে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সারা দেশে গত ৩ থেকে ২৬ নভেম্বর ২০২৪ তরিখ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে ১৬২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময়ে ৩৩৬টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া আনুমানিক ৩৮ হাজার ১৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগরে পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ২৭টি প্রতিষ্ঠানকে ৮৬ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় ৩ হাজার ৯৮০ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়, দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

#

দীপংকর/মেহেদী/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/শামীম/২০২৪/১৮৩৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                          নম্বর: ১৮২৪

৪৬তম বি.সি.এস. প্রিলিমিনারি পরীক্ষার পরিবর্ধিত ফলাফল প্রকাশ করেছে বিপিএসসি

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):

          ৪৬তম বি.সি.এস.পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি (MCQ Type) টেস্ট গত ২৬ এপ্রিল-২০২৪ ঢাকা-সহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। এই প্রিলিমিনারি পরীক্ষার প্রথম ফলাফল গত ৯ প্রকাশিত হয় এবং ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

          সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কমিশনের গত ১৮ নভেম্বর সিদ্ধান্ত মোতাবেক আরো ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় আজ ৪৬তম বি.সি.এস. পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

          উল্লেখ্য, সর্বনিম্ন নম্বরের একাধিক সংখ্যক প্রার্থী থাকায় সমসংখ্যক প্রার্থীর চেয়ে কিছু সংখ্যক বেশি প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করতে হয়েছে। ফলে পূর্বের ১০ হাজার ৬৩৮ জন-সহ উক্ত পরীক্ষায় সর্বমোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থীকে সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

          পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

          আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

#

মতিউর/মেহেদী/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৪০ ঘণ্টা

 

তথ্যবিবরনী                                                                                                   নম্বরঃ ১৮২৩

পরিশোধিত পামওয়েল সরবরাহের অনুরোধ বাংলাদেশের

                               বিবেচনার আশ্বাস মালয়েশিয়ার

 কুয়ালালামপুর, ১২  অগ্রহায়ণ ( ২৭ নভেম্বর)

          বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মালয়েশিয়ায় গতকাল সেদেশের প্লান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনির সাথে বৈঠক করেন।

            বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর চাহিদা, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন। আসন্ন রমজানকে সামনে রেখে মালয়েশিয়া থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় টিসিবি’র মাধ্যমে পরিশোধিত পামওয়েল সরবরাহের জন্য দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণের বিষয়ে মালয়েশিয়ার মন্ত্রীকে তিনি অনুরোধ জানান। মালয়েশিয়ার মন্ত্রী তাঁর সরকারের পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিক ভিত্তিতে বাংলাদেশে পরিশোধিত পামওয়েল সরবরাহের জন্য। বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়ে এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনাপূর্বক দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোরালো আশ্বাস প্রদান করেন। এছাড়া, বৈঠকে রাবার খাতের উন্নয়নে সহযোগিতা, সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর প্রস্তাবিত Commodity Exchange প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়গুলি গুরুত্বসহকারে আলোচনা করেন।

            বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১ কোটি পরিবারের মধ্যে ন্যায্যমূল্যে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি সরবরাহে সরকারের গৃহীত পরিকল্পনার কথা বৈঠকে তুলে ধরেন।

            বৈঠকে অন্যান্যের মধ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন, মালয়েশিয়ার কৃষি ও পণ্যমন্ত্রীর প্রেস সচিব ইউসরিনুদ্দিন বিন আবদ করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

            উল্লেখ্য মালয়েশিয়া বিশ্বের ২য় বৃহত্তম পামওয়েল উৎপাদনকারী দেশ এবং মালয়েশিয়ার অপরিশোধিত পামওয়েল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে অন্যতম।

#

 

কামাল/রহমান/ফাতেমা/রবি/সুবর্না/লিখন/২০২৪/

 

তথ্যবিবরণী                                                                                                        নম্বর: ১৮২২

জনগণের পুষ্টির চাহিদা মেটানো রাষ্ট্রের দায়িত্ব

         -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর)

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্‌ ফরিদা আখতার বলেছেন, জনগণের পুষ্টির চাহিদা মেটানো রাষ্ট্রের দায়িত্ব। বিভিন্ন বয়সের নারী, পুরুষ এবং বিশেষ করে শিশুদের জন্য পুষ্টির যোগান দিতে পারা এ মন্ত্রণালয়ের কাজের সাফল্য বা ব্যর্থতা প্রমাণ করে। জনগণের দৈনন্দিন জীবনের খাদ্যের চাহিদা মেটানো আমাদের প্রধান উদ্দেশ্য। তার পাশাপাশি মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষা করার কাজও করতে হয়।

উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের অগ্রগতি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

উপদেষ্টা মন্ত্রণালয়ের ১০০ দিনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, মৎস্য খাত জিডিপিতে শতকরা ২ দশমিক ৪৩ ভাগ এবং কৃষি জিডিপিতে শতকরা ২২ ভাগ অবদান রেখেছে। রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয়ের শতকরা ১ ভাগ অর্জন করছে। নদী, বিল, হাওড়সহ শত শত জলাশয়ের পাশাপাশি সামুদ্রিক মাছ আহরণের সাথে জড়িয়ে আছে কয়েক লাখ মানুষ। মাছের উৎপাদন ও আহরণ বাড়ানোর পাশাপাশি মৎস্যজীবীদের জীবিকা রক্ষার কাজ করা হয়েছে। মৎস্য খাতের কাজের মধ্যে ইলিশ আহরণ সংক্রান্ত কাজ করা হয়েছে। ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ এর আওতায় মোট ২ হাজার ১৬৫টি মোবাইল কোর্ট ও ৯ হাজার ৮০২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সকল মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে ৫৪ দশতিক ৮৪ মে.টন ইলিশ জব্দ, ৬১১ দশমিক ৬৩৮ লাখ মিটার জাল আটক, ৩ হাজার ২৫টি মামলা দায়ের, ৭৫ দশমিক ২৭৩ লাখ টাকা জরিমানা আদায় এবং ২ হাজার ৯ জনকে জেল প্রদান করা হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ঋণের লক্ষ্যমাত্রা যথাক্রমে ১৩৫ এবং শতকরা ১৫ ভাগ যা প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় মাধ্যমে বিতরণ করা হচ্ছে। ঋণ প্রয়োজনের তুলনায় পর্যান্ত নয় এবং সুদের হারও বেশি। তাই কৃষি ব্যাংকের মতো মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে ‘মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন ব্যাংক গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। এই খাতে গতিশীলতা আনতে তা কার্যকর ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক ও মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোঃ আবদুর রউফসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

#

মামুন/ফাতেমা/রবি/সুবর্ণা/মাসুম/২০২৪/১৬০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                                         নম্বর: ১৮২১

মহান বিজয় দিবস

আগামী ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকা বন্ধ রাখার সিদ্ধান্ত

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):   

মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে নিরাপত্তা এবং পরিস্কার-পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় রেখে আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি ৯ পদাতিক ডিভিশনের সমন্বয় সভার কার্যবিবরণীতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

#

রিক্তা/ফাতেমা/রবি/সুবর্ণা/মাসুম/২০২৪/১৫২৫ ঘণ্টা

তথ্যবিবরনী                                                                                                   নম্বরঃ ১৮২০

 ডা.মিলনের সমাধিতে স্বাস্থ্য  উপদেষ্টার  শ্রদ্ধার্ঘ্য অর্পণ

ঢাকা, ১২  অগ্রহায়ণ ( ২৭নভেম্বর)

          স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, যারা গণতন্ত্রের পক্ষে থাকে গণতন্ত্রের কথা বলে তাদেরকেই তো আমরা  শ্রদ্ধা করব। ডা. মিলন চলে গেছেন কিন্তু দেশবাসী উনাকে স্মরণ করছে। স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও অনেক মায়ের বুক খালি হয়েছে। এই কষ্টটা আর কোন মায়ের পাওয়া উচিত নয়।

          আজ শহিদ ডা. মিলন দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে এ সব কথা বলেন। এসময় শহিদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

          স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, শহিদেরা আমাদের আন্দোলনে রক্ত দিয়ে গেছে। কেউ দু’চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ৫২’ ভাষা আন্দোলন ও  মিলনের আত্মত্যাগ  আমাদের এটা শিখিয়েছে যে স্বৈরাচার নিপাত যাবেই।

          এ সময় অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেনসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#

শাহাদাত/রহমান/ফাতেমা/রবি/সুবর্না/লিখন/২০২৪/১২.৪০ 

তথ্যবিবরনী                                                                                               নম্বরঃ ১৮১৯

নৌপরিবহন উপদেষ্টার সাথে মালদ্বীপের হাইকমিশনারের সাক্ষাৎ

 মালদ্বীপের সাথে শীঘ্রই বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল শুরুর আশাবাদ 

ঢাকা, ১২  অগ্রহায়ণ ( ২৭নভেম্বর)

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে মন্ত্রাণালয়ে আজ সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

          সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, মালদ্বীপের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দক্ষিণ এশিয়ায় উভয় দেশই ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরিটাইম সেক্টরে সমৃদ্ধ। মালদ্বীপ বাংলাদেশ থেকে টেক্সটাইল, ফল-মূল, শাক-সবজিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী আমদানি করে থাকে। মালদ্বীপেও বাংলাদেশের এক লাখের ওপর অভিবাসী সুনামের সাথে কাজ করছে। প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের নির্মাণ, পর্যটন, বিপণন, যোগাযোগ, স্বাস্থ্যখাতসহ প্রায় সব ক্ষেত্রেই কাজ করছে। এর মাধ্যমে বন্ধু প্রতীম দুই দেশেরই অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। মালদ্বীপ বাংলাদেশ থেকে পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য আমদানি করতে পারে। মালদ্বীপের সাথে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল চালু হলে উভয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য আরো সম্প্রসারিত হবে বলে নৌ উপদেষ

2024-11-27-16-26-652beefdf60568948670656cf95b8779.docx