তথ্যবিবরণী নম্বর : ৪৭২
কোস্টগার্ড ১৪ লাখ মিটার কারেন্ট জাল এবং ৮০০ কেজি জাটকা আটক করেছে
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
গতরাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর এর একটি অপারেশন দল মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ‘এমভি নুসরাত-২’ হতে ৭ লাখ মিটার এবং ‘এমভি লালী’ হতে ৭ লাখ মিটার কারেন্ট জাল আটক করে।
এছাড়াও উক্ত অপারেশন দল বহরিয়া ও বিআইডব্লিউটিএ ঘাট হতে ৮শ’ কেজি জাটকা আটক করে। আটককৃত কারেন্ট জালের মূল্য প্রায় ৪ কোটি ৯০ লাখ টাকা এবং জাটকার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
আটককৃত কারেন্ট জাল জেলা প্রশাসক ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয় এবং আটককৃত জাটকা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও অসহায় গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
#
মারুফ/ফায়জুল/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৭১
সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা
আনিচ উদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মোঃ আনিচ উদ্দিনের নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়।
ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মোঃ আতিউর রহমান আতিক ও মোঃ শাহাব উদ্দিন, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলসহ কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরীক হন।
স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর পক্ষে ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা, কর্মচারীবৃন্দের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
#
হুদা/ফায়জুল/মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৯১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৭০
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলমের সাথে বাংলাদেশে নবনিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংচিয়াং (গধ গরহময়রধহ) আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও চীন দু’দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্র্ণ সম্পর্ক দীর্ঘদিনের।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত মা মিংচিয়াং চীনের বিনিয়োগকারীদের জন্য প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক ও শিল্প এলাকার জন্য বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, বর্তমানে চীনে উচ্চ শ্রমমূল্যের কারণে সেখানকার বিনিয়োগকারীরা বিশ্বের অন্যান্য দেশে বিনিয়োগে আগ্রহী। এক্ষেত্রে যৌক্তিক শ্রমমূল্য, অত্যন্ত সুশৃঙ্খল, কঠোর পরিশ্রমী এবং দক্ষ শ্রম সম্পদসম্পন্ন বাংলাদেশ চীনা বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য বলে তিনি মন্তব্য করেন।
এসময় রাষ্ট্রদূত চীনা বিনিয়োগকারীদের নিকট বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি ও প্রণোদনাসমূহ তাদের এদেশে পুঁজি এবং প্রযুক্তি নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, ১৬ কোটি মানুষের দেশ বাংলাদেশে দক্ষ ও সহজলভ্য শ্রম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে জ্বালানি ও শক্তিখাতে যে অভাবনীয় অগ্রগতি হচ্ছে তা অবশ্যই বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে। বিসিআইএম এর আওতায় বাংলাদেশ, চীন, ভারত ও মায়ানমারের মধ্যে সড়ক যোগাযোগ ক্ষেত্রে অদূর ভবিষ্যতে কাক্সিক্ষত লক্ষ্যসমূহ অর্জিত হবে বলে শাহ্রিয়ার আলম আশাবাদ ব্যক্ত করেন এবং এ ব্যাপারে চীনের সহায়তা কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী চীনের রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহায়তার নিশ্চয়তা দেন এবং তাঁর সাফল্য কামনা করেন। তিনি বাংলাদেশে চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ হতে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।
#
খালেদা/ফায়জুল/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৮২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৮
বাঙালি জাতির উন্মেষ ও বিকাশকে অনেক উঁচুতে নিয়ে গেছেন প্রধানমন্ত্রী
-- ভূমিমন্ত্রী
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির উন্মেষ ও বিকাশকে অনেক উঁচুতে নিয়ে গেছেন। তিনি বলেন, যারা নারী-শিশু, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান নির্বিশেষে বাসের ভেতর ও বাহিরে পেট্রোলবোমা মেরে নারকীয় তা-ব চালিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে তারা মানবতাবিরোধী এবং মানবজাতির শত্রু। এ সকল শয়তানের প্রেতাত্মাদের মানবতাবিরোধী অপরাধের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ভূমিমন্ত্রী বর্তমানে তাদের অসৎ ও নারকীয় কর্মযজ্ঞের বিরুদ্ধে তীব্র ঘৃণা প্রকাশ করেন।
ভূমিমন্ত্রী আজ ঢাকায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলরুমে দেশব্যাপী ২০ দলীয় জোটের হরতাল, অবরোধ, পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার জঙ্গিবাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু ছাত্র যুব প্রজন্ম লীগ আয়োজিত সংবাদসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মিডিয়াকে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের মানুষের জানমাল রক্ষায় ঐক্যবদ্ধভাবে মহাজাতীয় ঐক্য গড়ে তোলায় জনগণকে সচেতন করে তুলতে হবে। যারা পেট্রোলবোমা দিয়ে মানুষ পোড়ায়, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করছে তাদেরকে তিনি অমানুষ বলে অভিহিত করেন।
#
রেজুয়ান/ফায়জুল/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৭
সৌদি গমনেচ্ছু গৃহকর্মীদের নিবন্ধনের বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশ করা হবে
-- প্রবাসী কল্যাণ মন্ত্রী
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
সৌদি আরবে গমনেচ্ছু গৃহকর্মীদের নিবন্ধনের জন্য পৃথকভাবে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিদেশ গমনেচ্ছু কর্মীদের নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন পেশায় বিদেশে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের স্বাভাবিক নিবন্ধন কার্যক্রম পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আজ
ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মী গমনের রেজিস্ট্রেশন প্রক্রিয়াসহ সার্বিক বিষয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রেজিস্ট্রেশন কার্যক্রম দেশের সকল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, পৌর ডিজিটাল সেন্টার এবং নগর ডিজিটাল সেন্টারের মাধ্যমে চলমান প্রক্রিয়া হিসেবে সারাবছর চালু থাকবে। তবে আপাতত এ মুহূর্তে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ আছে। সৌদি আরবের সাথে গৃহকর্মী ছাড়া অন্যান্য সেক্টরে কর্মী নিয়োগের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সুনির্দিষ্ট চাহিদা প্রাপ্তিসাপেক্ষে এ মন্ত্রণালয় হতে পূর্ব ঘোষণা দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, ইতোমধ্যে বিদেশ গমনেচ্ছু নিবন্ধিত প্রায় ২২ লাখ কর্মীর ডাটাবেজ রয়েছে। তিনি বলেন, গত ৯-১২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত যে সকল ফরম রেজিস্ট্রেশন ফি ছাড়া জমা নেয়া হয়েছে তাদেরকে আগামী ৭ দিনের মধ্যে টেলিটকের মাধ্যমে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন করার জন্য স্ব স্ব মোবাইলে ঝগঝ প্রেরণ করা হবে এবং প্রত্যেককে একটি রেজিস্ট্রেশন আইডি নম্বর প্রদান করা হবে।
মতবিনিময়কালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোঃ ইফতেখার হায়দার ও বিএমইটি’র মহাপরিচালক বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।
#
শহিদুল/ফায়জুল/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৪০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৬
পাকিস্তানি রাজাকারদের সঙ্গে যেমন মিটমাট হয়নি,
তেমনি আগুন-সন্ত্রাসীদের সাথেও কোন মিটমাট নয়
-তথ্যমন্ত্রী
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘পাকিস্তানি রাজাকারদের সঙ্গে যেমন মিটমাট হয়নি, তেমনি আগুন-সন্ত্রাসীদের সাথেও কোন মিটমাট নয়। তাদের চূড়ান্ত পরাজয় ও আত্মসমর্পণের কোন বিকল্প নেই।’
মন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগুন-সন্ত্রাসীরা সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। সিংহাসনের লোভে নাশকতার মাধ্যমে দেশকে জঙ্গিবাদীদের কাছে ইজারা দিতে চান তিনি। কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দেবে না, প্রতিহত করবে। আগুন-সন্ত্রাসী, নাশকতাকারীদের কাছে দেশ ও জনগণ কখনও মাথা নত করতে পারে না’, বলেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত ‘ভাষা আন্দোলন ও কমরেড মোহাম্মদ তোয়াহা’র ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তথ্যমন্ত্রী।
বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়–য়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ভাষা সংগ্রামী লেখক ও বুদ্ধিজীবী আহমদ রফিক এবং গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ অতিথি বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন।
হাসানুল হক ইনু আগুন-সন্ত্রাসীদের তালেবান ও মধ্যপ্রাচ্যের জঙ্গিদের মতই দানব ও বর্বর বর্ণনা করে বলেন, ‘দানবের সাথে মানবের সংলাপ হয়না। নাশকতা বন্ধের আগে কোন সংলাপ নয়। এবং বিচ্ছিন্ন একটি নির্বাচনের জন্য কোন সংলাপ নয়, সকল সময় সংলাপের লক্ষ্য হবে স্থায়ী সমাধান।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আগুন-সন্ত্রাসী ও নাশকতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার মাধ্যমেই অসাধারণ মেধাবী এবং প্রগতিশীল ছাত্রনেতা ভাষা সৈনিক এবং সাহসী মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোয়াহা’র প্রতি সত্যিকার শ্রদ্ধা জানানো সম্ভব।’
#
আকরাম/অনসূয়া/খাদীজা/লাভলী/২০১৫/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৫
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
দশম জাতীয় সংসদের ‘‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’’র ষষ্ঠ বৈঠক আজ কমিটি সভাপতি মন্নুজান সুফিয়ান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
কমিটি সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, মো. ইসরাফিল আলম, আনোয়ারুল আবেদীন খান, ছবি বিশ্বাস, শিরীন আখতার, মো. রুহুল আমিন এবং মো. রেজাউল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে সাম্প্রতিক সময়ে হরতাল-অবরোধে শ্রমিক ও মালিক পক্ষের ক্ষয়ক্ষতি, কিছু কারখানার শ্রমিকরা সময়মত মজুরি না পাওয়ার বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহ কর্তৃক গৃহীত ব্যবস্থা এবং বাটা সু-কোম্পানির শ্রমিক ছাঁটাই বিষয়ে তদন্ত প্রতিবেদন এর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এতে জানানো হয় যে সাম্প্রতিক সময়ে হরতাল-অবরোধে শ্রমিক পক্ষের ক্ষয়ক্ষতির বিবেচনায় ক্ষতিগ্রস্ত ৪৯ জন শ্রমিককে শ্রমিক কল্যাণ তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে । মালিক পক্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কারখানার উৎপাদন কার্যক্রম, পণ্য বিপণন ও পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখার প্রচেষ্টায় সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে ।
সাম্প্রতিক সময়ে হরতাল-অবরোধে নাশকতার কারণে শ্রমিক ও মালিক পক্ষের ক্ষয়ক্ষতি হচ্ছে । এই ক্ষয়ক্ষতির জন্য যারা দায়ী তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য এবং অবহেলাজনিত দূর্ঘটনার কারণে কোন শ্রমিক মৃত্যুবরণ করলে তিনি কতটাকা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন সে বিষয়েও বৈঠকে একটি আইন করার সুপারিশ করা হয় ।
গার্মেন্টস শ্রমিকদের জন্য ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে ডরমেটরি নির্মাণ এবং পরিবহণ শ্রমিকদের জন্য শ্রম মন্ত্রণালয় কর্তৃক যে আইন প্রণয়ন করা হয়েছে সে আইনটিকে যথাযথ বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে বৈঠকে সুপারিশ করা হয়।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
এমাদুল/অনসূয়া/খাদীজা/লাভলী/২০১৫/১৪৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৬৪
আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০১৫
অস্ট্রেলিয়ার উদ্দেশে ক্রীড়া প্রতিমন্ত্রীর ঢাকা ত্যাগ
ঢাকা, ৫ ফাল্গুন (১৭ ফেব্রুয়ারি) :
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ-২০১৫ উপলক্ষে আন্তর্জাতিক মানের অনুষ্ঠান আয়োজন, ক্রীড়াস্থাপনা পরিদর্শন ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা পর্যবেক্ষণ করার লক্ষ্যে গতরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন যুব ও ক্রীড়া সচিব নূর মোহাম্মদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায় ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব রঞ্জিত কুমার দাস। সফর শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী ২৪ ফেব্রুয়ারি তারিখে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।
#
শফিকুল/অনসূয়া/খাদীজা/লাভলী/২০১৫/১৪৪০ ঘণ্টা