তথ্যবিবরণী নম্বর: ১৫১০
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন ও পরিবেশবান্ধব সমাজ গঠন করতে হবে
- পরিবেশ উপদেষ্টা
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর):
পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে বৈষম্যহীন ও পরিবেশবান্ধব সমাজ গঠন করতে হবে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাজ করছে সরকার। জনগণের দাবি যৌক্তিক হলে সরকার মেনে নেয়। আস্থার পরিবেশ সৃষ্টিতে কাজ করা হচ্ছে। বিক্ষোভ না করে সবাই মিলে কাজ করতে হবে। ভূমিদস্যু, পরিবেশ দূষণকারী সবাইকে দমন করতে হবে। প্রকৃতি সংরক্ষণে কাজ করতে হবে।
আজ শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে শ্যামলী সার্বজনীন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্যামাপূজা ও দীপাবলি-২০২৪ উপলক্ষ্যে ‘বৈষম্যহীন সমাজ ও সর্বজীবের শান্তি কামনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা আরো বলেন, এই সমাজে সকলের সমান অধিকার নিশ্চিত করা হলে সর্বজীবের শান্তি ও সুস্থিতি প্রতিষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়, মানবিক মূল্যবোধের মাধ্যমে কেবল বৈষম্য দূর করাই সম্ভব। পরিবেশ রক্ষার জন্য সকল ধর্মের মানুষকে একত্রিত হয়ে কাজ করতে হবে, কেননা প্রকৃতি আমাদের সকলের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রয়াসই একটি সুস্থ ও শান্তিপূর্ণ পৃথিবী গঠনে সহায়তা করতে পারে।
প্রকৌশলী সুধাংশু চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা করেন ডাঃ অসিম কুমার ধর, শ্রী খোকন কুমার শীল, অধ্যাপক অনিল কুমার সরকার, শ্রী ভবেশ চন্দ্র পোদ্দার সাংবাদিক ও লেখক শিব শংকর মোদক এবং পরিবেশবিদ মিহির বিশ্বাস।
অনুষ্ঠানে ধর্মীয় নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বৈষম্যহীন সমাজ গঠনের প্রয়োজনীয়তা এবং সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
#
দীপংকর/শিবলী/সঞ্জীব/শামীম/২০২৪/২১৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫০৯
গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের তথ্য যাচাই করা হচ্ছে ১৬০০০ নম্বর থেকে
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর):
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের তথ্য যাচাই করার জন্য ১৬০০০ নম্বর থেকে যোগাযোগ করা হচ্ছে।
এ বিষয়ে সহযোগিতা করার জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে।
#
জসীম/শিবলী/সঞ্জীব/শামীম/২০২৪/২২২৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫০৮
সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর):
আজ ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের জন্য পুরস্কার হিসেবে এক কোটি টাকা প্রদান করা হয়েছে এবং বিসিবি থেকে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাফজয়ী নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য বিশ্ব ফুটবলে বাংলাদেশ নারী দলের অবস্থান আরো সুসংহত করেছে। নিরলস অনুশীলন ও পরিশ্রমের মাধ্যমে ফুটবল অঙ্গনে অর্জিত ভালো ফলাফলের এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে এবং জাতির গৌরব বৃদ্ধিতে অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপদেষ্টা বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আগামী ২ নভেম্বর সকাল ১১ টায় তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে আমন্ত্রণ জানিয়েছেন। জাতিকে এই বিজয় উপহার দেওয়ার জন্য জাতীয় নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
#
আলম/শিবলী/সঞ্জীব/শামীম/২০২৪/২১৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫০৭
জ্বালানি তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন জারি
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর):
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর, ২০২৪ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ীমূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্ত ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.৫০ টাকা হতে ০.৫০ টাকা হ্রাস করে ১০৫.০০ টাকা, কেরোসিন ১০৫.৫০ টাকা হতে ০.৫০ টাকা হ্রাস করে ১০৫.০০ টাকা এবং অকটেন ১২৫.০০ টাকা, পেট্রোল ১২১.০০ টাকায় অপরিবর্তিত রেখে পুনর্নির্ধারণ ও সমন্বয় করা হয়েছে, যা ১ নভেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে।
আজ জ্বালানি বিভাগ হতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
#
শফিউল্লাহ/শিবলী/সঞ্জীব/সেলিম/২০২৪/২১০০ ঘণ্টা
Handout Number: 1506
Advisor for Environment Calls on Youth to Build Livable Cities
--- Environment Advisor
Dhaka, 31 October:
Syeda Rizwana Hasan, Advisor to the Ministry of Environment, Forest and Climate Change, urged the youth to come forward in making cities, including Dhaka, more livable. She expressed confidence that young people can achieve this goal, with the current government ready to support them.
The advisor made these remarks as the chief guest at a youth dialogue titled ÔYouth Leading Climate and Local Action for CitiesÕ held at the Daily Star Seminar Hall in Dhaka on World Cities Day 2024.
The advisor added that even 53 years after independence, Dhaka’s waste management system remains underdeveloped, and there is a lack of recreational spaces for children. She emphasized that creating livable cities requires collective effort.
The event was presided over by Chandan Z Shahidul Islam, Chairman of the Department of Geography and Environment at Dhaka University; Professor Mohammad Ali Naqi, Vice President of the Institute of Architects Bangladesh (IAB) and Dr. Ahmad Kamruzzaman Majumder, Chairman of CAPS.
Representatives from various educational institutions and youth forums also attended the event organized by the Center for Atmospheric Pollution Studies (CAPS) and World Vision Bangladesh.
#
Dipankar/Shibli/Sanjib/Joynul/2024/2100hour
তথ্যবিবরণী নম্বর: ১৫০৫
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর):
ঢাকা-সহ দেশের শহরগুলো বাসযোগ্য করতে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আমাদের তরুণরা পারবে শহরগুলোকে বাসযোগ্য করতে এবং বর্তমান সরকার এ কাজে তাদের পাশে থাকবে।
উপদেষ্টা আজ রাজধানীর কারওয়ান বাজারে ‘বিশ্ব শহর দিবস-২০২৪’ উপলক্ষ্যে স্টার সেমিনার হলে আয়োজিত ‘ডেইলি ইউথ লিডিং ক্লাইমেট’ এবং ‘লোকাল একশন ফর সিটিজ’ শীর্ষক এক যুব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও ঢাকার বর্জ্য ব্যবস্থায় উন্নতি হয়নি। শিশুদের খেলার জায়গার অভাব রয়েছে। শহরকে বাসযোগ্য করতে সবাইকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডিরেক্টর চন্দন জেড. গোমেজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম শহীদুল ইসলাম, আইএবি ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী এবং ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
#
দীপংকর/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৯৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫০৪
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জন নির্বাচিত
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর):
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর তৃতীয় গ্রুপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ-২১ জেলার) চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ৬ হাজার ৫৩১ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নির্বাচিত করা হয়েছে।
ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
#
জাহাঙ্গীর/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/২০৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫০৩
বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা শরণার্থী নেবে অস্ট্রেলিয়া
--- স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর):
বাংলাদেশ থেকে আরো রোহিঙ্গা শরণার্থী (জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক) নেবে অস্ট্রেলিয়া বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
উপদেষ্টা আজ রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। এ সময় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী Tony Burke দেশটির প্রতিনিধিদল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
উপদেষ্টা বলেন, বৈঠকে আমরা রোহিঙ্গাদের অস্ট্রেলিয়ায় নেওয়ার ব্যাপারে কথা বলেছি। তারা আগেও দুই হাজার রোহিঙ্গা নিয়েছে, আরো নেবে। এ ব্যাপারে তারা ইতিবাচক সম্মতি জানিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ এবং নিয়মিত অভিবাসনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অবৈধভাবে যে ৯৭জন বাংলাদেশি অস্ট্রেলিয়া প্রবেশের চেষ্টা করেছে ও যাদের বৈধ ভিসা ছিল না, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা দেশে ফেরত নিয়ে আসবো। তিনি আরো বলেন, তারা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারেনি, পাশে একটা দ্বীপে তাদের রাখা হয়েছে। তবে তাদের খাওয়া-দাওয়ার কোনো অসুবিধা হচ্ছে না।
এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের জনগণের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি, ট্রান্সন্যাশনাল অপরাধ মোকাবিলায় সহযোগিতা, সিভিল মেরিটাইম সিকিউরিটি এবং মেরিটাইম সেফটি বিষয়ে সহায়তা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, মানব পাচার ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধ বিষয়ে সহযোগিতা, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) ইস্যু-সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে উপদেষ্টা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। দু’দেশের পুরানো বন্ধুত্ব কমনওয়েলথ ঐতিহ্য এবং পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আরো দৃঢ় হয়েছে। ১৯৭২ সালের জানুয়ারিতে সদ্যস্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। তিনি বলেন, অস্ট্রেলিয়ান নাগরিক উইলিয়াম ওডারল্যান্ড একমাত্র বিদেশি নাগরিক যিনি মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কার বীরপ্রতীক খেতাবে ভূষিত হয়েছেন।
বৈঠকে উপদেষ্টা আরো জানান, সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং অর্থ পাচার-সহ আন্তর্জাতিক অপরাধের ক্রমবর্ধমান হুমকি প্রতিরোধে বাংলাদেশ সর্বদা আন্তর্জাতিক সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এ বিষয়ে তথ্য বিনিময় এবং সহযোগিতা জোরদার ও সুসংহত করার ক্ষেত্রে আমাদের অভিন্ন দৃষ্টি ও আগ্রহ রয়েছে।
চলমান পাতা - ২
এসময় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অস্ট্রেলিয়া-সহ অনেক দেশ নানা ধরনের সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে। তরুণ প্রজন্ম অনলাইন ও বিভিন্ন মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হচ্ছে। অস্ট্রেলিয়াও সাইবার হামলা-সহ এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদানকে সর্বাধিক গুরুত্বসহকারে বিবেচনা করে।
বৈঠকে বাংলাদেশে ও অস্ট্রেলিয়ার মধ্যে ÔCivil Maritime Security & Maritime SafetyÕ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী ও অস্ট্রেলিয়ার পক্ষে অস্ট্রেলিয়ান মেরিটিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল Brett Sonter।
অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার Nardia Simpson, মন্ত্রীর চিফ অভ্ স্টাফ Darryl Watkins, মন্ত্রীর সিনিয়র অ্যাডভাইজার Ann Clark, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের ইমিগ্রেশন বিষয়ক সহযোগী সচিব Emma Cassar, অস্ট্রেলিয়ান মেরিটিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল Brett Sonter, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক (নয়াদিল্লীস্থ হাইকমিশনে সংযুক্ত) Steve Biddle, বাংলাদেশ বিষয়ক প্রতিরক্ষা উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল John Dempsey, নয়াদিল্লীস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের স্বরাষ্ট্র বিষয়ক কাউন্সিলর Jade Donney ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স বিষয়ক কাউন্সিলর সুপারিন্টেন্ডেন্ট Blaise Taylor ।
বাংলাদেশ প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামান, সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নুরে আলম।
#
ফয়সল/রানা/সঞ্জীব/জয়নুল/২০২৪/১৯৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫০২
দেশের রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে
-- বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর):
বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশীয় শিল্পের বিকাশে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এতে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের রিজার্ভ বাড়ায় দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে।
উপদেষ্টা আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ পর্যালোচনা সভায় একথা বলেন। পর্যালোচনা সভায় দেশের শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, তিন মাসের মধ্যে সব কিছু করা সম্ভব না। তবে আমরা কাজ করে যাচ্ছি। আজ হোক, কাল হোক রাষ্ট্র ক্ষমতায় রাজনৈতিক সরকার আসবে। আমরা যতটুকু সময় আছি দেশের জন্য কাজ করে যাবো।
সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, খাদ্য, জ্বালানি, সার ও কীটনাশক খাতকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এ সকল খাতে প্রাইভেট সেক্টরের জন্য সরকারের সহযোগিতা থাকবে। সরকার প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছে।
ব্যবসায়ী নেতৃবৃন্দ সরকারের দেশীয় শিল্পের বিকাশে গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তাঁরা প্রাইভেট সেক্টরের সার্বিক উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু, ঔষুধ, চামড়া, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের সাথে সম্পর্কিত পণ্য আমদানিতে ডিউটি ট্যাক্স কমানো-সহ নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের আহ্বান জানান।
অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান আব্দুল মোক্তাদির, এপেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ গ্রুপের পরিচালক উজামা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
#
কামাল/রানা/রফিকুল/শামীম/২০২৪/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৫০১
নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে
--- ধর্ম উপদেষ্টা
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর):
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওয়ায়েজ ও ইমামদের ওয়াজ, নসিহত ও উদ্বুদ্ধকরণ বক্তৃতার মাধ্যমে জনগণের মাঝে তাকওয়া, দেশপ্রেম ও আত্মশুদ্ধির চেতনা জাগ্রত হয়। নৈতিকতা ও মূল্যবোধের বিকাশে ধর্মীয় বক্তাদের অসাধারণ ভূমিকা রয়েছে।
আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে রাবেতাতুল ওয়ায়েজিন বাংলাদেশ আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সেমিনারে উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, শক্তির উৎস হচ্ছে ঐক্য। ইসলামি বক্তা ও ইমামেরা পারস্পরিক ছোটখাটো মতানৈক্য ভুলে গিয়ে একে অপরের কাছাকাছি আসতে পারলে জাতি গঠনে নতুন ইতিহাস তৈরি হতে পারে। তিনি আরো বলেন, ধর্মীয় বক্তারা সামাজিক শক্তির প্রতিভূ। জাতির দুর্দিন ও দুর্বিপাকে ইমাম ও আলিমগণ জনগণের পাশে দাঁড়িয়েছেন। এতে জনগণের সাথে তাঁদের সম্পৃক্ততা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।
মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল প্রমুখ বক্তৃতা করেন।
#
আবুবকর/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯০০ ঘণ্টা
সংশোধিত
তথ্যবিবরণী নম্বর: ১৫০০
৭৫২ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়
ঢাকা, ১৫ কার্তিক ( ৩১ অক্টোবর):
গত এক সপ্তাহে দেশের ১১টি জেলার বিভিন্ন আদালতে ৭৫২ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা-সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এদের মধ্যে ৮৩ জনকে কিশোরগঞ্জ, ৬৩ জনকে কক্সবাজার, ২৫ জনকে রাজবাড়ী, ১২৮ জনকে কুমিল্লা, ৩৪ জনকে সাতক্ষীরা, ৯১ জনকে নারায়ণগঞ্জ, ১৪৫ জনকে বরিশাল, ৬৩ জনকে সুনামগঞ্জ, ৪৪ জনকে নেত্রকোনা, ৫৬ জনকে নাটোর ও ২০ জনকে পঞ্চগড় জেলার জেলা ও দায়রা জজ ও এর অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে নিয়োগ দেয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগাদেশ জারি করা হয়েছে।
উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এসব নিয়োগাদেশে উল্লিখিত ১১টি জেলার জেলা ও দায়রা জজ আদালত এবং এদের অধীন আদালত, বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল ও বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
#
রেজাউল/রবি/সুবর্ণা/আলী/মাসুম/২০২৪/১১৩৪ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৯৯
জাতীয় যুব দিবসে প্রধান উপদেষ্টার বাণী
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর) :
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:
“প্রতি বছরের ন্যায় এবারও ‘জাতীয় যুব দিবস-২০২৪’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি দেশের যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দিবসটির এবারের প্রতিপাদ্য-‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
আমাদের অদম্য যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে।
ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে সকল পর্যায়ের যুব ঋণের সিলিং বৃদ্ধি করা হয়েছে। সরকার প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন ঋণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। যুবদের কল্যাণে যুব কল্যাণ তহবিল-এর কার্যক্রম চলমান রয়েছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব সৃষ্টি, প্রতিভা বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সাভারে ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’-এর কার্যক্রম বেগবান করা হয়েছে।
‘জাতীয় যুব দিবস-২০২৪’ পালনের মাধ্যমে আমরা সবাই যুবদের ক্ষমতায়ন ও তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেতন হবো-এমন প্রত্যাশা ব্যক্ত করছি।
আমি ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।”
#
আশরোফা/রবি/সুবর্ণা/কলি/আলী/মানসুরা/২০২৪/১০১০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৪৯৮
জাতীয় যুব দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১৫ কার্তিক (৩১ অক্টোবর) :
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আগামীকাল ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :
“প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উদ্যাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষ্যে দেশের তারুণ্যদীপ্ত যুবসমাজকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
যুবরাই জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান নিয়ামক। সাহসী, অদম্য, প্রতিশ্রুতিশীল এবং সৃজনশীল যুবসমাজ যেকোনো দেশের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ জাতির সকল সংকট ও ক্রান্তিকালে যুবসমাজের ছিল অনন্যসাধারণ ভূমিকা। যুবসমাজের গৌরবোজ্জ্বল অবদান জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।
বাংলাদেশের মোট জনসংখ্যা বৃহৎ অংশই যুবসমাজ অর্থাৎ দেশ জনমিতিক সুবিধা (Demographic Dividend) ভোগ করছে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনসহ একটি উন্নত, আধুনিক রাষ্ট্র গঠনে এ জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে হবে। যুবসমাজের স্বপ্নকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও আধুনিক বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনার সফল বাস্তবায়নে যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, সুস্থ বিকাশ, সামাজিক নিরাপত্তা ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ প্রেক্ষিতে জাতীয় যুব দিবসের এবছরের প্রতিপাদ্য-‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।
কর্মবিমুখতা, কুসংস্কার, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল অন্যায়ের বিরু্দ্ধে একটি জ্ঞানমুখী, প্রশিক্ষিত ও আদর্শ যুবসমাজই প্রতিরোধ গড়ে তুলতে পারে। আমি আশা করি, দেশের যুব সম্প্রদায় নিজেদেরকে দক্ষ, আধুনিক, বিজ্ঞানমনস্ক, পরমতসহিষ্ণু, উদার ও নৈতিকতাবোধসম্পন্ন বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে। আমাদের তেজোদীপ্ত, প্রশিক্ষিত দক্ষ যুবসমাজ মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে-এটাই সকলের প্রত্যাশা।
আমি ‘জাতীয় যুব দিবস-২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
রাহাত/রবি/সুবর্ণা/কলি/আলী/মানসুরা/২০২৪/১০০০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার করা নিষেধ