তথ্যবিবরণী নম্বর : ৪৪৯
নাগরিকত্ব আইনে প্রবাসীদের জন্য ক্ষতিকর কিছু থাকবে না
--- আইনমন্ত্রী
ঢাকা, ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকারের আমলে এমন কোনো আইন হবে না, যা জনবান্ধব নয়। তাই প্রবাসী বাংলাদেশিদের ক্ষতি হোক এমন কোন আইন করা হবে না। তিনি বলেন, নাগরিকত্ব আইনে এমন কোনো ধারা রাখা হবে না, যাতে প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) ‘রাষ্ট্রহীন’ হয়ে পড়েন। এনআরবিরা যে দেশের নাগরিকই হোক, বাংলাদেশে তাঁদের সব সম্পত্তির ওপর অধিকার থাকবে।
আজ জাতীয় সংসদ ভবনে এক ব্রিটিশ প্রতিনিধিদলের সাথে বৈঠককালে এসব কথা বলেন তিনি। প্রতিনিধিদলে ছিলেন যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য ঔধহধঃযধহ অংযড়িৎঃয, উৎ. জঁঢ়ধ ঐঁয় এবং উধসব জড়রংব ডরহঃবৎঃড়হ, যুক্তরাজ্যের লেবার ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ নামক সংগঠনের নির্বাহী কমিটির চেয়ারম্যান হাউয়ার্ড ডাউবার, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বাশার ও কাউন্সিলর আব্দুল হাই এবং যুক্তরাজ্যে ব্যবসায়িক নেতা শেখ অলিউর রহমান, মো. মুজিবুর রহমান, মো. আব্দুল খালিক ও ড. শাহ মো. রেজাউল করিম।
তিনি বলেন, প্রস্তাবিত নাগরিকত্ব আইন পাসের পরেও এনআরবিরা বাংলাদেশে ফিরে এসে স্থানীয় সরকার পদে নির্বাচন করতে পারবেন। রাজনৈতিক সংগঠন করারও সুযোগ পাবেন তাঁরা। তবে তাঁরা জাতীয় সংসদের সদস্য পদ ও রাষ্ট্রপতি পদে নির্বাচন এবং সুপ্রিম কোর্টের বিচারকসহ প্রজাতন্ত্রের কোনো কাজে নিয়োগ লাভ করতে পারবেন না। বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠায় নাগরিকত্ব আইনের খসড়ায় এ বিষয়ে সংশোধন আনা হয়েছে।
#
রেজাউল/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৯৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৮
স্পিকারের সাথে লেবার ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা, ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তাঁর কার্যালয়ে যুক্তরাজ্যের খধনড়ঁৎ ঋৎরবহফং ড়ভ ইধহমষধফবংয (খঋই) এর ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। এ সময় জোনাথন অ্যাসওয়ার্থ এম.পি. (ঔড়হধঃযড়হ অংযড়িৎঃয) এর নেতৃত্বে ড. রূপা হক এম.পি. (উৎ. জঁঢ়ধ ঐধয়) ও ড্যাম রোজি উইন্টরটন এম.পি. (উধসব জড়ংরব ডরহঃবৎঃড়হ), এলএফবি’র নির্বাহী সদস্য ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। এ সময় তাঁরা দু’দেশের সংসদ, সংসদীয় প্রক্রিয়া, আইন প্রণয়ন পদ্ধতি, মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রম, দেশের উন্নয়ন কর্মকা-ে সংসদের ভূমিকা বিষয়ে আলোচনা করেন।
স্পিকার আগামী ১-৫ এপ্রিল বাংলাদেশে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৩৬তম এসেম্বলির বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন। এ এসেম্বলিতে ১৯০টি পার্লামেন্টের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্যসহ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। স্পিকার বাংলাদেশে অনুষ্ঠিতব্য এসেম্বলিতে যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।
স্পিকার বলেন, সিপিএ কার্যক্রমের আওতায় তরুণ প্রজন্মের কাছে সংসদীয় গণতন্ত্র ও সংসদীয় কার্যক্রমকে পরিচিত করার জন্য ইতোমধ্যে স্কুলের ছাত্রছাত্রীদের রোড শো এর মাধ্যমে সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করার সুযোগ করে দেয়া হয়েছে এবং শিক্ষার্থীরা পার্লামেন্ট ভবন ঘুরে দেখাসহ সংসদীয় কার্যক্রম সম্পর্র্কে অবহিত হওয়ার সুযোগ পেয়েছে।
ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ বলেন, যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাঁরা ভবিষ্যতে এ সম্পর্ক উত্তোরোত্তর বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বাংলাদেশ থেকে চা সহ অন্যান্য পণ্য আমদানি বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন।
#
সামিয়া/মাহমুদ/আলী/জয়নুল/২০১৭/১৯০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৭
বেতার উন্নয়ন ও গণতন্ত্রের চাহিদা পূরণ করে
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেতার উন্নয়নের চাহিদা পূরণে উদ্যোগী ভূমিকা নেয়, গণতন্ত্রের চাহিদা পূরণে জনগণকে সচেতন করে এবং সাংস্কৃতিক চাহিদা পূরণে চেতনার বিকাশ ঘটায়। সে সাথে শান্তি ও উন্নয়নের জন্য জঙ্গি দমনের বিষয়ে একচুলও ছাড় দেয় না এই প্রাচীন অথচ আধুনিক গণমাধ্যম।
আজ বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। বাংলাদেশ বেতারের ভারপ্রাপ্ত মহাপরিচালক শাহজাদী আঞ্জুমান আরার সভাপতিত্বে তথ্য সচিব মরতুজা আহমদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় মহান ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বেতার পরিবর্তনের বাহন, উন্নয়নের উৎসাহ আর ইতিহাস-ঐতিহ্যের ধারক বাংলা ভাষা ও সংস্কৃতির শুদ্ধচর্চায় বাংলাদেশ বেতার যে অবদান রেখে চলেছে তা স্মরণীয় ও অনুসরণযোগ্য।
বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য সচিব মরতুজা আহমদ বাংলাদেশ বেতারকে দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যম-িত গণমাধ্যম হিসেবে আখ্যা দিয়ে বলেন, জল-স্থল-আকাশে সর্বত্র সব মানুষের কাছে তথ্য ও বার্তা পৌঁছার সবচেয়ে উপযোগী মাধ্যম হিসেবে বেতার তার অনন্যতা প্রতিষ্ঠা করেছে এবং বাংলাদেশ বেতার তারই একটি উদাহরণ।
‘তুমিই বেতার’ প্রতিপাদ্য ভিত্তি করে উদ্যাপিত ষষ্ঠ বিশ্ব বেতার দিবসের এ সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেতারের উপমহাপরিচালক (অনুষ্ঠান), উপমহাপরিচালক (বার্তা), প্রধান প্রকৌশলী, বেসরকারি এফএম, কমিউনিটি বেতার ও বেতার শ্রোতাদের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
এ দিন সকালে জাতীয় বেতার ভবন থেকে শুরু হওয়া বিশ্ব বেতার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে তথ্যমন্ত্রীর নেতৃত্বে তথ্যসচিব মরতুজা আহমদসহ সরকারি ও বেসরকারি বেতারের সদস্যরা অংশ নিয়ে আগারগাঁও ও শ্যামলীর অংশবিশেষ প্রদক্ষিণ করেন। রাজধানী ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশালে অবস্থিত বেতারের আঞ্চলিক কেন্দ্রগুলোতেও দিবসটি উদ্যাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী আজকের পত্রপত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
#
আকরাম/মাহমুদ/সঞ্জীব/জয়নুল/২০১৭/১৮১০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৪৬
বাজার তদারকি
৩০ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
ঢাকা, ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :
দেশের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ বাজার তদারকি করে। এসময় ৩০টি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
ক্রেতা সাধারণকে প্রতারিত ও প্রতিশ্রুত সেবা যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে গ্রামীণ ফোন লি.-কে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ, ঢাকা মহানগরীর চকবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে পেনাং রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা এবং মেসার্স বি-বাড়ীয়া বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, ওজনে কারচুপি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রয়ের অপরাধে ঢাকা মহানগরী, বাগেরহাট,পটুয়াখালী, সুনামগঞ্জ, ভোলা, নীলফামারী, হবিগঞ্জ ও সিরাজগঞ্জের বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
তদারকিকালে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও জেলা পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর, মৎস্য কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি এবং ক্যাব তদারকি কাজে সহায়তা করে।
#
আফরোজা/অনসূয়া/রফিকুল/শামীম/২০১৭/১৬০৭ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৪৪৫
উন্নয়ন ও জঙ্গিদমনের ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ ও যুক্তরাজ্য
-তথ্যমন্ত্রী
ঢাকা, ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :
বাংলাদেশ ও যুক্তরাজ্যকে উন্নয়ন ও জঙ্গিদমনের ঘনিষ্ঠ মিত্র বলে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী ১২ ফেব্রুয়ারি রোববার রাজধানীর একটি হোটেলে যুক্তরাজ্যের তিনজন এমপি ঔড়হধঃযধহ অংযড়িৎঃয, উৎ. জঁঢ়ধ ঐঁয় এবং উধসব জড়ংরব ডরহঃবৎঃড়হ-সহ ১১ সদস্যের ‘লেবার ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ’ প্রতিনিধিদলকে স্বাগত জানানো উপলক্ষে তাঁর পক্ষ থেকে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় একথা বলেন।
যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অংশ হিসেবে জঙ্গি-সন্ত্রাস ও সাম্প্রদায়িকতাকে নির্মূল করার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং এ অগ্রযাত্রায় যুক্তরাজ্য আমাদের ঘনিষ্ঠ মিত্র। লেবার পার্টিনেতাদের এ সফর বাণিজ্যবৃদ্ধিসহ দু’দেশের পারস্পরিক সহযোগিতার নূতন দিক উন্মোচনে বড় ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যের জনগণ বাংলাদেশের পাশে ছিল। তাদের এ সমর্থন ভুলবার নয়। সম্প্রতি যুক্তরাজ্য সরকার বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য দ্বৈত নাগরিকত্ব বহাল রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের।
সফররত তিনজন এমপি, লেবার ফ্রেন্ডস অভ্ বাংলাদেশ এর সভাপতি এবং ক্যানারি হোয়ার্ফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ঐড়ধিৎফ উধনিবৎ, সাধারণ সম্পাদক এবং কমিউনিকেশান ওয়ার্কার্স ইউনিয়নের রাজনৈতিক সম্পাদক সৈয়দ আবুল বাশার, ক্যামডেন এর লন্ডন বারো’র কেবিনেট সদস্য কাউন্সিলর আব্দুল হাই, কাউন্সিলর আসমা বেগম এবং চার সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলভূক্ত লন্ডন টি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী শেখ আলীউর রহমান, কাউন্সিলর মো. মুজিবুর রহমান, মো. আব্দুল খালিক এবং ড. শাহ মো. রেজাউল করিম সংবাদ সম্মেলনে বাংলাদেশে তাদের সপ্তাহব্যাপী সফরের উদ্দেশ্য তুলে ধরেন।
দু’দেশের সরকার, সংসদ ও জনগণের মধ্যে বন্ধুত্ব, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং বাংলাদেশিদের মধ্যে লেবার পার্টির জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কাজের অংশ হিসেবে বাংলাদেশ সফর করছেন বলে সম্মেলনে জানান তারা।
#
আকরাম/অনসূয়া/জসীম/রফিকুল/আসমা/২০১৭/১৫৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ৪৪৪
বিকল্প মহাসড়ক ব্যবহারের অনুরোধ
ঢাকা, ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :
আজ যশোর-মাগুরা জাতীয় মহাসড়কের মাগুরা অংশের সীমাখালী সেতুটি অতিরিক্ত পাথরবাহী যানবাহন চলাচলের কারণে ভেঙ্গে পড়েছে। যানবাহনসমূহকে বিকল্প হিসেবে যশোর-ঝিনাইদহ-মাগুরা জাতীয় মহাসড়ক এবং যশোর-নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়ক ব্যবহারের অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ্য, সীমাখালী সেতুটি জরুরিভিত্তিতে পুন:নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে।
#
নাছের/অনসূয়া/মাসুম/শামীম/২০১৭/১৪২৮ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী নম্বর: ৪৪৩
বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড দিবসে প্রধানমন্ত্রীর বাণী
ঢাকা, ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বাংলাদেশ কোস্টগার্ডের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কোস্টগার্ড দিবস-২০১৭’ উপলক্ষে আমি এর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
আমরা অর্জন করেছি সুবিশাল সমুদ্র এলাকা। এখানে রয়েছে বিপুল সামুদ্রিক সম্পদ। জাতীয় সমুদ্রসম্পদ সুরক্ষার জন্য প্রয়োজন একটি শক্তিশালী নিরাপত্তা বলয়। বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা এই নিরাপত্তা বলয় তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোস্টগার্ডকে আধুনিকায়ন করে একটি সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে ইতোমধ্যেই বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এ বাহিনীর জন্য আমরা আধুনিক প্রশিক্ষণ ঘাঁটি নির্মাণ করেছি, সংগ্রহ করা হয়েছে আধুনিক দ্রুতগতিসম্পন্ন জাহাজ ও বোট। কোস্টগার্ডের স্টেশন ও জনবল বৃদ্ধি করা হয়েছে। এ বাহিনীতে সংযোজিত হয়েছে দুটি ঙভভংযড়ৎব ঢ়ধঃৎড়ষ াবংংবষ (ঙচঠ)। কোস্টগার্ড বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভিত্তি সুদৃঢ়করণে নিজস্ব জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
আমি আশা করি, বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিটি সদস্য দেশপ্রেম, নিষ্ঠা, সাহসিকতা ও অবিচল আস্থার সাথে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। পেশাগত জ্ঞান ও অর্জিত অভিজ্ঞতার সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের সমুদ্র উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং মূল্যবান মৎস্য ও খনিজসম্পদ আহরণ নিরাপদ করবেন। সরকারের রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে অবদান রাখবেন।
আমি বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি এবং ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ চিরজীবী হোক।”
#
নজরুল/অনসূয়া/দীপংকর/রফিকুল/শামীম/২০১৭/১৪২৬ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না
তথ্যবিবরণী নম্বর : ৪৪২
বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্টগার্ড দিবসে রাষ্ট্রপতির বাণী
ঢাকা, ১ ফাল্গুন (১৩ ফেব্রুয়ারি) :
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ড দিবস উপলক্ষে নি¤েœাক্ত বাণী প্রদান করেছেন :
“বাংলাদেশ কোস্টগার্ড এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘কোস্টগার্ড দিবস-২০১৭’ উপলক্ষে আমি বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশের জলসীমা ও উপকূলীয় অঞ্চলে বনদস্যুতা দমন, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করছে। এছাড়া মৎস্য, তেল, গ্যাস ও বনজসম্পদ রক্ষাসহ পরিবেশ দূষণ প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগকালে উপকূলীয় এলাকায় ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বাংলাদেশ কোস্টগার্ড সমুদ্রবন্দরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন কর্মকা-ের মাধ্যমে দেশ ও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড অতীতের ন্যায় ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
সরকারের আন্তরিক প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ বঙ্গোপসাগরে সুবৃহৎ এলাকায় এবং মহীসোপানে অর্থনৈতিক ও আইনগত অধিকার লাভ করেছে। বঙ্গোপসাগরে প্রাকৃতিক ও খনিজসম্পদ বাংলাদেশের জাতীয় উন্নয়নে অত্যন্ত সম্ভাবনাময় উপাদান। বাংলাদেশের জাতীয় উন্নয়নের জন্য এই সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং সুরক্ষা অপরিহার্য। সিংহভাগ বাণিজ্যিক কর্মকা- পরিচালিত হয় সমুদ্র পথে। তাই সমুদ্র ও সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় জলসীমা ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা বিধানে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যগণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাবে-এটাই সকলের প্রত্যাশা।
আমি বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর সফলতা কামনা করি।
খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”
#
হাসান/অনসূয়া/শহিদ/রফিকুল/আসমা/২০১৭/১১৪০ ঘণ্টা
আজ বিকাল পাঁচটার আগে প্রচার বা প্রকাশ করা যাবে না