তথ্যবিবরণী নম্বর : ২৫৩৫
পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
বাহারছড়া সিজি আউটপোস্ট এর গোপন সংবাদের ভিত্তিতে আজ কোস্টগার্ড পূর্ব জোন কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শ্যামলাপুর হোয়াইকং রোড মোনখালী সেতু এলাকায় অপারেশন পরিচালনা করে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।
এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটককৃত ইয়াবা যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
#
মারুফ/আফরাজ/নবী/জসীম/সেলিম/২০১৫/২০০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩৪
গণতন্ত্রে জঙ্গিআঘাত নিরাময়ে চাই বিচারের রাজনৈতিক থেরাপি
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদী অপচেতনা হচ্ছে গণতন্ত্রের শরীরে আঘাত। এই ব্যাথা নিরাময়ের জন্য রাজনৈতিক থেরাপির বিকল্প নেই। সকল জঙ্গি-সন্ত্রাসী অপতৎপরতার দ্রুত বিচারই হচ্ছে এই রাজনৈতিক থেরাপি। যতই আমরা কালক্ষেপণ করবো, জঙ্গি-আঘাত ততই বেদনাদায়ক হবে। আর ব্যথা যতো বেশি, চিকিৎসাও তত কষ্টকর। তিনি বলেন, গণতন্ত্রের ব্যথা লাঘব করতে জঙ্গিবাদী-আগুনসন্ত্রাসীদের দ্রুত বিচারের রাজনৈতিক থেরাপি প্রয়োজন।
মন্ত্রী আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০১৫ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এসপি হাসপাতাল এন্ড আর্থ্রাইটিস রিসার্চ সেন্টার আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তথ্যমন্ত্রী একাত্তরের রাজাকার, পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারী, ২১ আগস্টে গ্রেনেড হামলাকারী এবং আগুনসন্ত্রাসীদের কথা উল্লেখ করে বলেন, জঙ্গিবাদী-মৌলবাদী-সন্ত্রাসী অপতৎপরতাগুলোই জাতির অগ্রযাত্রাকে স্থবির করতে চেয়েছে। কিন্তু তারা সফল হয়নি। কোনো খুনী রেহাই পাবে না। বিচারের মাধ্যমে তাদের সাজা কার্যকর করা হবে।
ফিজিওথেরাপিকে চিকিৎসা অঙ্গনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে এসময় তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে সরকারি ফিজিওথেরাপি কলেজ অবশ্যই প্রতিষ্ঠালাভ করবে।
বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট এসোসিয়েশন (বিপিএ) এর প্রতিষ্ঠাতা ও সহসভাপতি এস চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বিপিএ’র প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা অধ্যাপক আলতাফ হোসেন সরকার বক্তৃতা করেন। সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অভ্ দ্য প্যারালাইজ্ড (সিআরপি)’র প্রশাসন প্রধান ও বিপিএ’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সোহরাব হোসেন অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন।
#
আকরাম/আফরাজ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩৩
শেখ হাসিনার আমলে দুর্নীতির অর্থভোগ কঠিন
-- তথ্যমন্ত্রী
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতি করে উপার্জিত অর্থ ভোগ করা কঠিন। কতিপয় রাজনৈতিককর্মী, প্রশসনের কর্মচারী-কর্মকর্তা ও ব্যবসায়ীদের যোগসাজসে ঘটা যেকোন দুর্নীতির অপপ্রয়াসের বিষয়ে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে।
মন্ত্রী আজ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট সেমিনার হলে সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এবং বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সহায়তায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এ কর্মশালার আয়োজন করে। সচিবালয় বিটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সরওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তথ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে প্রশাসন ক্রমেই একটি স্বচ্ছ ঘরে রূপান্তরিত হচ্ছে। তাই দুর্নীতি চিহ্নিত করাও এখন সহজ। এখানে গণমাধ্যমের ভূমিকা দুর্নীতিরোধে অত্যন্ত সহায়ক হবে যদি তারা প্রকৃত দুর্নীতিবাজকে চিহ্নিত করেন।
পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট বা সরকারি ক্রয় অধ্যাদেশের উদ্দেশ্য কেনাকাটায় স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক বাজার বজায় রাখা, উল্লে¬খ করে মন্ত্রী বলেন, এ লক্ষ্যে শেখ হাসিনার সরকার জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লি¬ষ্ট সংস্থাগুলোকে আরো শক্তিশালী করেছে। এ কারণেই শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতি করে উপার্জিত অর্থ ভোগ করা কঠিন। দেশি বা বিদেশি সংস্থাসহ দুর্নীতিবাজ যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে, বলেন হাসানুল হক ইনু।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মোঃ শহীদ উল্ল¬াহ খন্দকার, সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) এর মহাপরিচালক মোঃ ফারুক হোসেন এবং বিশ্বব্যাংকের লিড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. জাফরুল ইসলাম কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
#
আকরাম/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৯৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩২
ঢাকা-বরিশাল নৌরুটে দু’টি ক্যাটামেরান জাহাজ উদ্বোধন
পর্যটকদের জন্য অত্যাধুনিক ক্রুজ সার্ভিস চালু করা হবে
-- নৌপরিবহণ মন্ত্রী
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে ক্যাটামেরান টাইপের ‘এমভি গ্রিন লাইন-২’ ও ‘এমভি গ্রিন লাইন-৩’ নামে দু’টি জাহাজ চলাচল করবে। প্রতিটি জাহাজ ৫ ঘণ্টায় ঢাকা থেকে বরিশাল এবং একইসময়ে বরিশাল থেকে ঢাকায় দিনের বেলায় পৌঁছবে। জাহাজ দু’টি প্রতিদিন আপ-ডাউন করবে।
নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান আজ ঢাকা সদরঘাট নৌটার্মিনালের পূর্বপাশে নবনির্মিত লালকুঠিঘাট বিশেষ টার্মিনালে ‘এমভি গ্রিন লাইন-২’ ও ‘এমভি গ্রিন লাইন-৩’ নামক জাহাজ দুটি’র উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন ও জেবুন্নেছা আফরোজ, গ্রিন লাইন ওয়াটার ওয়েজ ও গ্রিন লাইন পরিবহণের স্বত্বাধিকারী মোঃ আলাউদ্দিন এবং বিআইডব্লিউটিএ’র সদস্য ভোলা নাথ দে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, নৌপথের উন্নয়নে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। নৌপথ খননের মাধ্যমে নাব্যতা সৃষ্টি করা হয়েছে। যাত্রীসেবায় নতুন লঞ্চ আসছে। আগামীতে পর্যটকদের জন্য অত্যাধুনিক ক্রুজ সার্ভিস চালু করা হবে।
প্রতিদিন ঢাকা থেকে সকাল সাড়ে ৭টা ও দুপুর ২টায় এবং বরিশাল থেকে সকাল সাড়ে ৭টা ও দুপুর ২টায় জাহাজ দু’টি ছাড়বে। ওয়াই-ফাই সুবিধাসংবলিত জাহাজের টিকিট দেশের সকল গ্রিন লাইন কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ঢাকা সদরঘাট ও বরিশাল বিশেষ টার্মিনাল থেকে এবং অনলাইনেও টিকিট সংগ্রহ করা যাবে।
জাহাজগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ও আরামদায়ক উন্নতমানের বিজনেস ও ইকনমি ক্লাস এ দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা রয়েছে। বিজনেস ক্লাসের আসন সংখ্যা ২’শ এবং ইকনমি ক্লাসের আসন সংখ্যা ৪শ’। বিজনেস ক্লাসের ভাড়া একহাজার টাকা এবং ইকনমি ক্লাসের ভাড়া ৭’শ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন।
#
জাহাঙ্গীর/আফরাজ/মিজান/মোশাররফ/সেলিম/২০১৫/১৯৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩১
তদবির করলেও গ্রাম থেকে শহরে চিকিৎসক বদলি করা হবে না
-- স¦াস্থ্যমন্ত্রী
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংসদ সদস্যরা তদবির করলেও সেবা ব্যাহত করে গ্রাম থেকে শহরে চিকিৎসক বদলি করা হবে না। হাসপাতালে চিকিৎসক থাকে কিনা, যন্ত্রপাতি চালু আছে কিনা তা নিয়মিত তদারকি করার জন্য স্থানীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট হাসপাতাল পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে প্রতিমাসে হাসপাতালে গিয়ে একটি করে সভা পরিচালনা করা স্থানীয় সংসদ সদস্যদের দায়িত্ব। দেশের সরকারি হাসপাতালগুলো স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত হলে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে। এজন্যেই হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে স্থানীয় সংসদ সদস্যদেরকে মনোনীত করা হয়েছে।
মন্ত্রী আজ সচিবালয়ে রাজধানী ঢাকার সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।
বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, হাবিবুর রহমান মোল্লা, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, আসলামুল হক ও হাজী সেলিম এবং স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নুরুল হকসহ রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকবৃন্দ ও ঢাকা সিটি করপোরেশনের প্রতিনিধিগণ মতবিনিময়ে অংশ নেন।
স্বাস্থ্যমন্ত্রী পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে কোনো হাসপাতালের সামনে কোরবানির পশুর হাট না বসানোর আহ্বান জানান। মোহাম্মদ নাসিম বলেন, কোরবানির হাটের কারণে হাসপাতালে যাওয়া আসার রাস্তা বন্ধ করা কোনোভাবেই কাম্য নয়। রোগীদের যাতায়াত নির্বিঘœ রাখতে হাসপাতাল অভিমুখী রাস্তায় যেন কোনো হাট না বসে সংসদ সদস্যদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেকই যার যার এলাকার হাসপাতালের কার্যক্রম মনিটরিং করবেন। হাসপাতাল প্রাঙ্গণ অবৈধ স্থাপনা মুক্ত রাখবেন। হাসপাতাল সংক্রান্ত সভায় যিনি থাকতে পারবেন না, পরিচালনা পরিষদেও তাঁর থাকার দরকার নেই।
মন্ত্রী রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের জমিতে অবৈধ বস্তি ও চানখাঁরপুলে প্রস্তাবিত বার্ন ইনস্টিটিউট স্থাপনের লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজে সরকারকে সহায়তা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁনখারপুলে বার্ন ইনস্টিটিউট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দ্রুত সেখানে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু হবে।
রাজধানীর মিরপুর, উত্তরা ও যাত্রাবাড়ি-ডেমরা এলাকায় পৃথক ৩টি হাসপাতাল নির্মাণে সরকার চিন্তাভাবনা করছে জানিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর ঢাকা এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতালে রোগীর চাপ অত্যাধিক। জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে রাজধানীর যেসব সংসদীয় এলাকায় হাসপাতাল নেই সেখানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেয়া হবে। এসময় তিনি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদেরকে হাসপাতাল নির্মাণের জন্য সংশ্লিষ্ট এলাকায় জমি খুঁজে বের করার দায়িত্ব দেন।
সভায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে মনোনীত করা হয়।
#
পরীক্ষিৎ/আফরাজ/মিজান/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫৩০
জাপানে রপ্তানি গত পাঁচবছরে দ্বিগুণ হয়েছে
আগামী তিনবছরে ২ বিলিয়ন ছাড়িয়ে যাবে
-- বাণিজ্যমন্ত্রী
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাপানে গত পাঁচবছরে রপ্তানি দ্বিগুণ হয়েছে। প্রতিবছর এ রপ্তানি বেড়েই চলেছে। আগামী তিনবছরে জাপানে বাংলাদেশের রপ্তানি দুই বিলিয়ন ছাড়িয়ে যাবে। জাপান বাংলাদেশের বড় ডেভেলপমেন্ট পার্টনার। বর্তমানে বাংলাদেশে জাপানের ২৩০টি প্রতিষ্ঠান কাজ করছে। চট্টগ্রাম অঞ্চলে স্পেশাল ইকনমিক জোনে জাপানকে জমি বরাদ্দ দেয়া হবে। এতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ অনেক বৃদ্ধি পাবে। তিনি বলেন, জাপান বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। আগামী দিনগুলোতে দু’দেশের বাণিজ্য আরো বৃদ্ধি পাবে।
মন্ত্রী আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে (গধংধঃড় ডধঃধহধনব) এর সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, জাপান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল। স্বাধীনতার পর থেকে একক দেশ হিসেবে জাপান বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী। জাপানিদের কাছে বাংলাদেশের তৈরিপোশাক, নিটওয়্যার, চিংড়ি মাছ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্যসহ বিভিন্ন পণ্য বেশ জনপ্রিয়। জাপান সরকার বাংলাদেশকে সকল রপ্তানি পণ্যের জন্য ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা প্রদান করছে। এ কারণে জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বেড়েই চলেছে।
জাপানের রাষ্ট্রদূত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। স্পেশাল ইকনমিক জোনে জাপান আরো বেশি বিনিয়োগ করবে। জাপানের বাজারে বাংলাদেশের তৈরিপোশাক, নিটওয়্যার ও চামড়ার চাহিদা অনেক। আগামী দিনগুলোতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।।
উল্লেখ্য, ২০১০-১১ অর্থবছরে জাপানে বাংলাদেশের রপ্তানি ছিল ৪৩৪ দশমিক ১২ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৪-১৫ অর্থবছরে জাপানে রপ্তানি বৃদ্ধি পেয়ে ৯১৫ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এসময় উপস্থিত ছিলেন।
#
লতিফ/আফরাজ/মিজান/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৫/১৮৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫২৯
সংবিধান ও আইন মেনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করুন
-- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
সরকারি কর্মকর্তাদের সংবিধান ও আইন মেনে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী আজ ঢাকায় বিসিএস প্রশাসন একাডেমিতে ৯৪ ও ৯৫তম আইন ও প্রশাসন কোর্স এবং ৫৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণরত বিসিএস বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে
এ কথা বলেন।
তিনি বলেন, আমলাতন্ত্র শক্তিশালী না হলে রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হয় না। সরকার পরিবর্তনশীল কিন্তু আমলাতন্ত্র নয়। কাজেই আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে মেরুদ- সোজা করে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো দল সরকার চালাবে এটা আমলাতন্ত্রের বিষয় না। সরকারের পলিসির সঠিক বাস্তবায়ন করাই আমলাতন্ত্রের মূল দায়িত্ব।
মন্ত্রী আরো বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল শোষণহীন এক অসাম্প্রদায়িক রাষ্ট্র। বঙ্গবন্ধু সারা জীবন সে লক্ষ্যেই কাজ করে গেছেন। এজন্য তিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান রচনা করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর ষড়যন্ত্রকারীরা সংবিধান এবং মুক্তিযুদ্ধের মূল চেতনাকে ধ্বংস করে বাংলাদেশকে পিছিয়ে দেয়। সে অবস্থা থেকে দেশকে এগিয়ে নিতে তিনি সরকারি কর্মকর্তাদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান।
এসময় বিসিএস প্রশাসন একাডেমির মেম্বার ডিরেক্টিং স্টাফ মোহসিনা ইয়াসমিনসহ প্রশিক্ষক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#
মারুফ/আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৫৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫২৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স
শেষপর্ব (প্রাইভেট) রেজিস্ট্রেশন ৯ সেপ্টেম্বর শুরু
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব প্রাইভেট রেজিস্ট্রেশন ৯ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িহঁ.বফঁ.নফ ও িি.িহঁনফ.রহভড়/সভ থেকে জানা যাবে।
#
আফরাজ/রফিকুল/জয়নুল/২০১৫/১৭৩০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ২৫২৭
সুইডেন ও ফিনল্যান্ডের উদ্দেশে শিক্ষামন্ত্রীর ঢাকা ত্যাগ
ঢাকা, ২৪ ভাদ্র (৮ সেপ্টেম্বর) :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সুইডেন ও ফিনল্যান্ড-এ সপ্তাহব্যাপী সরকারি সফরে আজ ঢাকা ত্যাগ করেছেন।
এ সফরকালে শিক্ষামন্ত্রী সুইডেনের রাজধানী স্টকহোমে তথ্যপ্রযুক্তি ও শিক্ষাদানপদ্ধতিগত উন্নয়ন শীর্ষক সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামীকাল থেকে শুরু তিন দিনব্যাপী এ সম্মেলনে শিক্ষামন্ত্রী বাংলাদেশে তথ্যপ্রযুক্তির প্রসার এবং শিক্ষাক্ষেত্রে এর ব্যাপক প্রয়োগসহ শিক্ষাদানপদ্ধতি আকর্ষণীয় করতে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরবেন। সুইডেন সফরে বাংলাদেশ প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের দু’জন কর্মকর্তা রয়েছেন।
সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), লাইফ একাডেমি ও স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
সুইডেন সফরকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সেদেশের উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক মন্ত্রী হেলেন হ্যালমার্ক নটসন (ঐবষবহব ঐবষষসধৎশ কহঁঃংংড়হ) এর সাথে বৈঠক করবেন। এছাড়া মন্ত্রী কার্লস্ট্যাড বিশ্ববিদ্যালয় (কধৎষংঃধফ টহরাবৎংরঃু) ও লাইফ একাডেমি পরিদর্শন করবেন।
সুইডেন সফর শেষে শিক্ষামন্ত্রীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প-এর সাত সদস্যের প্রতিনিধিদল ১২-১৬ সেপ্টেম্বর ফিনল্যান্ড সফর করবেন। এ সফরকালে তারা শিক্ষার মানোন্নয়নে সেদেশে প্রচলিত বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করবেন। এছাড়া বাংলাদেশের শিক্ষামন্ত্রী ফিনল্যান্ডের শিক্ষামন্ত্রী সান্নি গ্রাহন লেসোনেন (ঝধহহর এৎধযহ খধধংড়হবহ) এর সাথে বৈঠক ছাড়াও জাইভাসকাইলা বিশ্ববিদ্যালয় (ঔুাধংশুষধ টহরাবৎংরঃু) পরিদর্শন করবেন।
হেলসিংকিভিত্তিক প্রতিষ্ঠান এডুক্লাস্টার ফিনল্যান্ড (ঊফঁঈষঁংঃবৎ ঋরহষধহফ)-এর আমন্ত্রণে ফিনল্যান্ড সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান, ইউজিসি সদস্য প্রফেসর ড. আবুল হাসেম, উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (ঐরমযবৎ ঊফঁপধঃরড়হ ছঁধষরঃু ঊহযধহপবসবহঃ চৎড়লবপঃ-ঐঊছঊচ) পরিচালক ড. গৌরঙ্গ চন্দ্র মহন্ত, প্রকল্পের কোয়ালিটি এসুরেন্স ইউনিট প্রধান প্রফেসর ড. মেজবাহউদ্দিন আহমেদ, সাবেক ইউজিসি সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী এবং ইউজিসি সচিব ড. মোঃ খালেদ।
#
সাইফুল্লাহ/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৬০০ ঘণ্টা