Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd মার্চ ২০১৬

তথ্যবিবরণী ২৩ মার্চ ২০১৬

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৮৮

রাজাকারের হাত ধরে স্বাধীনতা উদ্যাপনকারীরা পাকিস্তানি ভুত
                                                        -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলে স্বীকার করে না এবং রাজাকারের হাত ধরে স্বাধীনতা দিবস পালন করে, তারা আসলে পাকিস্তানি ভুত ও নব্যরাজাকার। এদের হাত থেকে দেশ রক্ষা করতে রাজনীতি থেকে তাদের বাদ দেয়ার কোনো বিকল্প নেই।
    আজ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বঙ্গবন্ধুর জ›মদিবস ও
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম - বাংলাদেশ পিআইবির সহায়তায় এ সভার আয়োজন করে। পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
    ইনু বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মধ্য দিয়ে নেহেরু-জিন্নাহর ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ভুল শুধরে দেন। তিনি আমাদের স্বাধীনতার ইমাম, জিয়াসহ আর সবাই তার পেছনের কাতারগুলোতে মোকাব্বির। এ নিয়ে কোনো বিতর্ক অবান্তর।
    তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি নেত্রী তার কাউন্সিল ভাষণে অনেক বিষয়ে বলেছেন কিন্তু খুব সতর্কতার সাথে রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গিদের বিষয়ে কোনো কথা বলেননি। তিনি জঙ্গিসঙ্গ ত্যাগ করেননি।
    সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম-বাংলাদেশের সভাপতি রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দীন আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি কামাল এবং বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি ও দৈনিক নবচেতনার সম্পাদক লায়ন
মো. সাখাওয়াত হোসেন।
    সভাশেষে সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর ‘পলাশী থেকে ধানমন্ডি’ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
#
আকরাম/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/২১৪৫ঘণ্টা
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৮৭

২৮০ কেজি জাটকা আটক করেছে কোস্টগার্ড

নারায়ণগঞ্জ, ৯ চৈত্র (২৩ মার্চ) :
    আজ  নারায়ণগঞ্জে কোস্টগার্ড পাগলা স্টেশনের একটি অপারেশন দল বুড়িগঙ্গা নদীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘এম ভি পটুয়াখালী-৩’  যাত্রীবাহী লঞ্চ হতে মালিকবিহীন অবস্থায় প্রায় ২৮০ কেজি অবৈধ জাটকা আটক করে। যার মূল্য প্রায় ৮৪ হাজার টাকা।
    আটককৃত জাটকা নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করে।
#

কাসেদ/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯২০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৮৫

বন মন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
    পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সাথে আজ সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাক্ষাৎ করেন।
    এসময় তাঁরা আগামী ১২ এপ্রিল থেকে নয়াদিল্লীতে অনুষ্ঠিতব্য তিনদিনব্যাপী বাঘরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন নিয়ে আলোচনা করেন। এছাড়া দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
#
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৮৬

জাতীয় বিশ্ববিদ্যালয়
প্রথম বর্ষে ভর্তির পুনঃআবেদন ২৯ মার্চ শুরু

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
    জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) ও প্রথম বর্ষ ¯œাতক (সম্মান) প্রফেশনাল কোর্সে ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ে প্রাথমিক আবেদন করেনি, সে সকল শিক্ষার্থী আগামী ২৯ মার্চ বিকাল ৪টা থেকে ৩ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।
    এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ ওয়েবসাইটে জানা যাবে।
    উল্লেখ্য এ সকল নতুন প্রাথমিক আবেদনকারীদের কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না। তবে পরবর্তীতে মেধা তালিকায় স্থান পেতে তাদের অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক এ ধরনের শিক্ষার্থীদের আবেদন অনলাইনে নিশ্চয়ন না করা হলে তারা রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে না। রিলিজ স্লিপের অনলাইন আবেদনের সময়সূচি পরবর্তীতে উল্লিখিত ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
#
পাশা/ফয়জুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৯১৫ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯৮৪

এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সভা

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একটি স্বার্থান্বেষী মহল শিক্ষাখাতে সরকারের অর্জিত সাফল্য ম্লান করতে পাবলিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষাঙ্গন অশান্ত করার অপচেষ্টা চালায়। তিনি এ কুচক্রী মহলের ওপর কঠোর নজরদারি রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

    মন্ত্রী আজ ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ৩ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্বকালে এ আহ্বান জানান।

    এসময় মন্ত্রী সাংবাদিকদের জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো আশঙ্কা নেই। প্রশ্নপত্র ছাপানো, পরিবহণ এবং পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্রের প্যাকেট খোলার সময় প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে।

    তিনি জানান কোচিং সেন্টার, ফেইসবুক ও ফটোকপি মেশিনের দোকান নজরদারিতে রাখা হবে। সরকার গৃহীত পদক্ষেপের ওপর আস্থা রেখে প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেয়ার জন্য তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

    শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, বিভিন্ন অধিদপ্তর ও শিক্ষাবোর্ড প্রধান এবং  বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বিটিআরসি এর প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

#
সাইফুল্লাহ/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৩০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                                     নম্বর : ৯৮৩


আগামী মাসে মাদ্রাসা শিক্ষার্থীদের ডিজিটাল পাঠ্যপুস্তক প্রকাশ হচ্ছে
 
ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
    মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পাঠ্যপুস্তক প্রণয়ন করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী মাসে জুনিয়র দাখিল ৬ষ্ঠ শ্রেণির ৪টি পাঠ্যপুস্তক ওয়েবসাইটে দেয়া হবে।
    শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ ঢাকায় নায়েম মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান।
    মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রণীত ডিজিটাল পাঠ্যপুস্তক ওয়েবসাইটে প্রকাশের পূর্বে চূড়ান্ত মূল্যায়ন উপলক্ষে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এম এহসান কবীর এবং জমিয়াতুল মোদার্রেছীন বাংলাদেশ এর মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।
    শিক্ষামন্ত্রী বলেন, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের সকল পাঠ্যপুস্তক অনলাইনে প্রকাশের পদক্ষেপ নেয়া হয়েছে। সাধারণ শিক্ষাধারার ৬ষ্ঠ শ্রেণির ১৬টি পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীরা এখন একটি ছোট ট্যাবে তাদের সব পাঠ্যবই পড়ার সুযোগ পাবে। এক্ষেত্রে লিঙ্কে গিয়ে বিস্তারিত জানার সুযোগ থাকছে যা মুদ্রিত বইয়ে সম্ভব নয়। ডিজিটাল এসব বই ইন্টার‌্যাকটিভ হওয়ায় উচ্চারণ ও চিত্রসহ প্রাসঙ্গিক প্রেক্ষাপট শিক্ষার্থীর সামনে তুলে ধরা যাবে।
    শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকার মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করেছে। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে এখন আর সাধারণ শিক্ষা ধারার শিক্ষার্থীদের কোনো পার্থক্য নেই। তিনি বলেন, মাদ্রাসায় ধর্মীয় বিষয়সমূহের পাশাপাশি পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তির মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করায় মাদ্রাসা ডিগ্রিধারীরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস অফিসার হওয়ার সুযোগ পাচ্ছেন।
    বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক কায়কোবাদের তত্ত্বাবধানে প্রণীত মাদ্রাসা শিক্ষার্থীদের ৪টি ডিজিটাল পুস্তকের পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বুয়েট শিক্ষক ড. অনিন্দ্য ইকবাল।
    অনুষ্ঠানে জানানো হয়, আলেম-ওলামা ও তথ্যপ্রযুক্তিবিদদের সমন্বিত প্রচেষ্টায় প্রণীত জুনিয়র দাখিল ৬ষ্ঠ শ্রেণির ৪টি পাঠ্যপুস্তক-কুরআন মজিদ, আকাইদ ও ফিকহ্ এবং আরবি প্রথম ও দ্বিতীয় পত্র আগামী মাস থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের িি.িনসবন.মড়া.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।
#
সাইফুল্লাহ/আফরাজ/মিজান/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮৫৫ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                        নম্বর :  ৯৮২

প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সমাজে সমৃদ্ধি আনবে
                                                  -- তথ্যমন্ত্রী

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিশেষায়িত শিক্ষা, উপযুক্ত প্রশিক্ষণ, কর্মসংস্থান ও প্রবেশগম্যতা নিশ্চিত করার মাধ্যমে সমাজে প্রতিবন্ধীদের যোগ্য অবদান রাখার ক্ষেত্র তৈরিতে গণমাধ্যম এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
    মন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট মিলনায়তনে ‘প্রতিবন্ধীদের কর্মসংস্থান এবং গণমাধ্যম ও কর্পোরেট মহলের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। বেসরকারি সংস্থা লিওনার্ড চেশিয়ার ডিজএবিলিটি (এলসিডি) বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।
    তথ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধীরা সমাজের সম্পদ, তাদের সক্ষমতার দিকগুলো চিহ্নিত করতে পারলে সমাজ আরো সমৃদ্ধ হবে। তাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থান সমাজে সমৃদ্ধি আনবে।
    প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার জন্য সামাজিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে হাসানুল হক ইনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী কল্যাণ আইন প্রণয়নের মাধ্যমে প্রতিবন্ধীদের অধিকার প্রদান ও সুরক্ষায় সরকারের দৃঢ় মনোভাব ব্যক্ত করেছে।
    অর্থনীতিবিদ এবং এলসিডি বাংলাদেশের সভাপতি আবুল বারাকাতের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে এলসিডি দক্ষিণ এশিয়ার কর্মসূচি ব্যবস্থাপক শিবরাম এস দেশপান্ডে (ঝযরাৎধস ঝ উবংযঢ়ধহফব), এক্সেঞ্চার কমিউনিকেশনস ইনফ্রাস্ট্রাকচার সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী রায়হান শামসী, আখতার গ্রুপের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক কে এম আখতারুজ্জামান এবং রোটারী বাংলাদেশের ঢাকা ডিস্ট্রিক্ট গভর্নর এস এ এম শওকত হোসেন বক্তব্য রাখেন। আয়োজক সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. সাদেকা হালিম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
    তথ্যমন্ত্রী কর্মশালায় প্রতিবন্ধীদের কর্মসংস্থানের স্বীকৃতিস্বরূপ আয়োজকদের পক্ষ থেকে আনন ট্রেক্স গ্রুপের পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ফেরদৌস, আখতার ফার্নিশার্স লিমিটেডের উপপ্রধান এস এ বি বাকিউল হক, ভিনটেজ ডেনিম লিমিটেডের ব্যবস্থাপক নাহিল আহমেদ, রূপসী গ্রুপের অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক নাসির উদ্দিন এবং ডিফারেন্ট লেইস সুজ লিমিটেডের সভাপতি আখতার লায়েকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
#
আকরাম/আফরাজ/মিজান/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৮১

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাজ আরো জোরদার করা হবে
                                   --- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
    আজ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন লালমাটিয়া নিউ কলোনিতে সরকারি কর্মকর্তাদের জন্য ১৪৪টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহীদ উল্লাহ খন্দকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম আরো জোরদার এবং সম্প্রসারণ করা হবে। সবার জন্য আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে সারা দেশে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে।
    তিনি বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর-৯ নম্বর সেকশনে ১৬৮ একর জমির ওপর একটি স্যাটেলাইট শহর নির্মাণ করছে। এখানে ১৫,০০০ ফ্ল্যাট নির্মাণ করা হবে। এর মধ্যে ৩০০ ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হয়েছে। যা আগামী দু’বছরের মধ্যে শেষ হবে। অবশিষ্ট ফ্ল্যাটের নির্মাণ কাজও  পাঁচ বছরের মধ্যে শেষ হবে।
    জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও লালমাটিয়া নিউ কলোনি ওয়েলফেয়ার এসোসিয়েশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
    লালমাটিয়া নিউ কলোনি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মাসুদ বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান উজ্জ্বল।
#
কিবরিয়া/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৮১০ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৮০

শ্যালা নদীতে জাহাজ চলাচল স্থায়ীভাবে বন্ধ থাকবে

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
সুন্দরবনের শ্যালা নদী দিয়ে জাহাজ চলাচল স্থায়ীভাবে বন্ধ থাকবে। বর্তমানে যে জাহাজগুলো সেখানে অবস্থান করছে, সেগুলো চলে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে।
বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু, তুরাগ ও দেশের গুরুত্বপূর্ণ অন্য নদ নদীর নাব্যতা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের ৩১তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।
সভায় সিদ্ধান্ত হয়, বুড়িগঙ্গা নদীকে বাঁচাতে সবধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে জরিপ কাজ চলবে এবং অপদখলদারদের কাছ থেকে উদ্ধারকৃত জায়গায় বিআইডব্লিউটিএ কর্তৃক সৌন্দর্যবর্ধন প্রকল্প প্রণয়ন করা হবে। বুড়িগঙ্গা উদ্ধারের সার্বিক তদারকি করবে জাতীয় নদী রক্ষা কমিশন। বালু, তুরাগ ও শীতলক্ষা নদীর ‘সীমানা চিহ্নিতকরণ পিলার’ সঠিক স্থানে স্থাপনে যে সকল অসামঞ্জস্যতা রয়েছে তা দূর করে নতুন পিলার স্থাপন করা হবে।
সভায় আরো সিদ্ধান্ত হয়, বুড়িগঙ্গা নদীর দূষণরোধে হাজারীবাগের ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরে সরকারি উদ্যোগ জোরদার করা হবে। আগামী ৩১ মার্চের পর হাজারীবাগে কোনো কাঁচা চামড়া প্রবেশ করতে দেয়া হবে না।
সভায় জানানো হয়, পাবনা জেলার বড়াল নদীর উপর নির্মিত ৩টি রাস্তা অপসারণ করা হয়েছে। সেখানে ব্রিজ তৈরি ও  নদীতীরে বনায়ন করা হবে।
 বৈঠকে অন্যান্যের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানি সম্পদ সচিব ড. জাফর আহমেদ খান, নৌপরিবহন সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, সমুদ্র পরিবহন অধিদপ্তরের কমডোর এম জাকিউর রহমান ভূঁইয়া ও ঢাকা ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম খান উপস্থিত ছিলেন।
#
জাহাঙ্গীর/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৭৯

খো খো দলকে সংবর্ধনা  

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :
ভারতের শিলং ও গৌহাটিতে অনুষ্ঠিত ১২তম এস এ গেমসে প্রথমবারের মতো অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ রৌপ্যপদক অর্জনকারী মহিলা ও পুরুষ খো খো দলকে আজ ঢাকায় পল্টন ভলিবল স্টেডিয়াম মাঠে সংবর্ধনা প্রদান করে বাংলাদেশ খো খো ফেডারেশন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহসভাপতি হারুনুর রশীদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১২তম এস এ গেমসে রৌপ্যপদক অর্জনকারী মহিলা ও পুরুষ খো খো দলকে ক্রেস্ট প্রদান করা হয়।
#
শফিকুল/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭১৫ঘণ্টা

Handout                                                                                                Number : 977

 

PM shocked at the terrorist attacks in Brussels

 

Dhaka, 23 March :

                                                    

            Prime Minister Sheikh Hasina is deeply shocked and saddened by the terrorist attacks at the Brussels Airport and Metro Station that took away innocent lives and has sent a condelence message to her Belgian counterpart Charles Michel.

 

            The full text of her message is as follows :

 

            "Excellency,    .                                                         

 

            I am deeply shocked and saddened by the terrorist attacks at the Brussels Airport and Metro Station that took away so many innocent lives.

 

            Bangladesh strongly condemns these acts of terror and stand in solidarity with the people and the government of Kingdom of Belgium. I believe that terrorists are terrorists irrespective of their colour, creed or religion and have no place in any civilised society.

 

            I along with the people and the government of Bangladesh express our deepest condolences to you and through you to the people of the Kingdom of Belgium. Our thoughts, sympathies and prayers are with the members of the families who have lost their near and dear ones. May the departed souls rest in eternal peace."

 

#

 

Kamruzzaman/Afraz/Mizan/Sanjib/Selim/2016/1600  hours 

তথ্যবিবরণী                                                                                        নম্বর : ৯৭৬
নটরডেম কলেজ থেকে কদমতলী পর্যনত্ম উড়াল সড়ক নির্মাণ করা হবে
                                                               -- সেতুমন্ত্রী

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) : 
    ঢাকা মহানগরীর যানজট নিরসনে নটরডেম কলেজের সামনে থেকে কেরানীগঞ্জের কদমতলী পর্যনত্ম একটি উড়াল সড়ক নির্মাণ করা হবে। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে এ সড়কের নির্মাণকাজ বাসত্মবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপড়্গ (রাজউক)।
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ ঢাকায় নগরভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপড়্গ-ডিটিসিএ’র ৮ম বোর্ড সভাশেষে একথা জানান।
    মন্ত্রী বলেন, রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সাতরাসত্মা থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যনত্ম দুই কিলোমিটার অংশ আগামী ৩০ মার্চ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এছাড়া ফ্লাইওভারের বাংলামোটর থেকে রাজারবাগ পর্যনত্ম এবং রামপুরা আবুল হোটেল থেকে শানিত্মনগর পর্যনত্ম অংশ চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষ হবে।
    সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ও ঢাকা দড়্গিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ডা. এনামুর রহমান এবং নুরম্নল মজিদ মাহমুদ হুমায়ুন উপসি'ত ছিলেন।
    সভাশেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে মেট্রোরেলের নির্মাণকাজ শুরম্ন হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের সূচনা করবেন।
    মন্ত্রী আরো জানান, নগরবাসীর সুবিধার্থে ও যানজট নিরসনে আরো দু’টি মেট্রোরেল নির্মাণের প্রস'তি শুরম্ন করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। ইতোমধ্যে মেট্রোরেল রম্নট-১ ও রম্নট-৫ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে জাইকার সাথে গত ১০ মার্চ মিনিটস্‌ অভ্‌ ডিসকাসন বা এমওডি সই করা হয়েছে।
    তিনি বলেন, উত্তরা হতে শাপলা চত্বর পর্যনত্ম মেট্রোরেলের ডিপো নির্মাণসহ আনুষঙ্গিক কাজের চুক্তি স্বাড়্গর হতে যাচ্ছে আগামী ২৭ মার্চ। এর মধ্যদিয়ে দেশের যোগাযোগখাতে আরো একটি স্বপ্নের বাসত্মবায়ন শুরম্ন হতে যাচ্ছে বলে তিনি মত প্রকাশ করেন।
    সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সালাহ্‌ উদ্দিন এবং ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ ডিটিসিএ পরিচালনা পরিষদের সদস্যগণ উপসি'ত ছিলেন।
#
নাছের/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৫০ ঘণ্টা 

 
তথ্যবিবরণী                                                                                                  নম্বর : ৯৭৫

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠক 

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) : 

জাতীয় সংসদের ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মো. মাহ্বুবুর রহমান এমপি, ডাঃ দীপু মনি এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি এবং হোসনে আরা বেগম এমপি অংশগ্রহণ করেন। 

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যদের বৈদেশিক ভাতা বিষয়ক নীতিমালা সংশোধনপূর্বক জাতিসংঘ থেকে ঞৎড়ড়ঢ়ং পড়ংঃ বাবদপ্রাপ্ত সম্পূর্ণ অর্থ ঞৎড়ড়ঢ়ং-দের মধ্যে বণ্টনের শতকরা ১০ ভাগ কর্তন রহিতকরণ এবং বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় ভাতা অন্তর্ভুক্তকরণের জোরালো সুপারিশ করা হয়।        

    কমিটি মিলিটারি ইনস্টিটিউট অভ সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)-কে আন্তর্জাতিক মানের শিক্ষাদান এবং আধুনিকায়নের জন্য সুপারিশ করে। 

বৈঠকে এমআইএসটি’র শিক্ষকদের সুযোগসুবিধা এবং চাকুরিকাল অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ন্যায় বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হয়। এছাড়া কমিটি জমির স্বল্পতার প্রতি দৃষ্টি রেখে বহুতল ভবন নির্মাণ করে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার সুপারিশ করে। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। 
 
#

হালিম/অনসূয়া/নুসরাত/আলী/রেজ্জাকুল/কামাল/২০১৬/১৬০৩ ঘণ্টা 

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৭২

২৩-২৫ মার্চ  জাতীয় স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ নিষেধ  

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
    ২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ফুলের বাগান বা লনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকতে সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে। সেই সাথে স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।   
#

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৭৩

জাতীয় স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতিসাধন না করার আহ্বান

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :  

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের যাতে কোনরূপ ক্ষতি সাধিত না হয় সে বিষয়ে সর্বসাধারণকে সচেতন থাকার   আহ্বান জানানো হয়েছে।  
#

তথ্যবিবরণী                                                                                             নম্বর : ৯৭৪

সাভারের বিশমাইল এলাকা থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত  
সকল ধরনের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো নিষেধ

ঢাকা, ৯ চৈত্র (২৩ মার্চ) :  

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৬ উদ্যাপন উপলক্ষে আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে যে কোন ধরনের তোরণ (ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবেনা), ব্যানার, ফেস্টুন, এবং পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সর্বসাধারণকে আহ্বান জানানো হয়েছে। সেইসাথে রাস্তার দুই পাশে পর্যাপ্ত জায়গা পরিষ্কার রাখতে বলা হয়েছে।  
#

এনায়েত/অনসূয়া/খাদীজা/রফিকুল/আসমা/২০১৬/১১৪০ ঘণ্টা

Todays handout (8).doc