তথ্যবিবরণী নম্বর : ১৯২৬
বাজার তদারকি
২৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮১ হাজার টাকা জরিমানা
ঢাকা, ২৪ আষাঢ় (৮ জুলাই) :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় ঢাকা, চট্টগ্রাম, হবিগঞ্জ, গাজীপুর, মেহেরপুর ও মাদারিপুরে আজ বাজার তদারকি করে। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২৮টি প্রতিষ্ঠানকে এক লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য (ইফতারি) উৎপাদনের অপরাধে বিজয় স¥রণি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা, বেবি হোটেলকে ৩০ হাজার টাকা ও হোটেল ব্রাইট স্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ প্রভৃতি অপরাধে গাজীপুরের চান্দনা, বাইপাস ও সাইনবোর্ড এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা, চট্টগ্রামের খুলশী থানাধীন বিভিন্ন এলাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫টি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ’ টাকা, মেহেরপুর সদরে ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা ও মাদারিপুরের কালকিনি উপজেলায় ৮টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
#
মিজান/রফিকুল/জয়নুল/২০১৫/১৮৪৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯২৫
টেকনিক্যাল ইন্টার্ন প্রেরণের বিষয়ে জাপান-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর
ঢাকা, ২৪ আষাঢ় (৮ জুলাই) :
টেকনিক্যাল ইন্টার্ন (কারিগরি শিক্ষানবিশ) ট্রেনিং প্রোগামের আওতায় বাংলাদেশ থেকে টেকনিক্যাল ইন্টার্ন প্রেরণের বিষয়ে বাংলাদেশ এবং জাপানের মধ্যে একটি সমঝোতা স্মারক ও ৪টি টেকনিক্যাল এগ্রিমেন্ট আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং জাপানের পক্ষে জাপানের ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভলপমেন্ট অর্গানাইজেশন (আইএম জাপান) এর এক্সিকিউটিভ চেয়ারম্যান কাওই ইয়ানাগিসাওয়া (কুড়বর ণধহধমরংধধি) উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অপরদিকে টেকনিক্যাল এগ্রিমেন্ট-এ বাংলাদেশের পক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচারক বেগম সামছুন নাহার ও জাপানের পক্ষে জাপানের ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভলপমেন্ট অর্গানাইজেশন (আইএম জাপান) এর সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর কাজু তুসবোতা (কধুঁড় ঞংঁনড়ঃধ) স্বাক্ষর করেন।
উক্ত ট্রেনিং প্রোগামের আওতায় প্রতিবছর ১ হাজার যুবক জাপানের ইন্ডাস্ট্রিয়াল ও ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করে নিজেদেরকে দক্ষ করার সুযোগ পাবে। টেকনিক্যাল ইন্টার্নগণ ৩ বছর সে দেশে কাজ করতে পারবেন এবং দেশে ফিরে জাপানের কর্ম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ছোট ছোট ইন্ডাস্ট্রি স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় টেকনিক্যাল ইন্টার্নদেরকে (কারিগরি শিক্ষানবিশ) নির্বাচন করে জাপান যাওয়ার পূর্বে সে দেশের ভাষা এবং সংস্কৃতির বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করবে। এছাড়া ইন্টার্নগণ জাপান যাওয়ার পর জাপানে ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভলপমেন্ট অর্গানাইজেশন (আইএম জাপান) এক মাসের প্রশিক্ষণ প্রদান করবেন। এরপর তারা বিভিন্ন কোম্পানিতে কাজ করবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এ ধরনের দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশকে সুযোগ প্রদানের জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান। তিনি ইন্টার্ন এর সংখ্যা আরো বৃদ্ধি করার জন্য আইএম জাপানের চেয়ারম্যানকে অনুরোধ জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
#
শহিদুল/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৫১৫ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯২৪
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহ এর জন্য তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত
ঢাকা, ২৪ আষাঢ় (৮ জুলাই) :
ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট মৌসুমী লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
#
রাশেদুজ্জামান/অনসূয়া/খাদীজা/শুকলা/লাভলী/২০১৫/১৫২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯২৩
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত
ঢাকা, ২৪ আষাঢ় (৮ জুলাই) :
১০ম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৬তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, সামশুল হক চৌধুরী, মো. নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে এনসিটিবি এর পুস্তক ছাপানো সম্পর্কে আলোচনা করা হয়। কমিটি এনসিটিবি কর্তৃক ২০১৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠ্যপুস্তক মানসম্মত করার সুপারিশ করে।
বৈঠকে প্রাথমিক স্তরে বইয়ের মান যাচাই-বাছাই করার জন্য সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক এবং নজরুল ইসলাম বাবু, মো. আবুল কালাম, আলী আজম ও উম্মে রাজিয়া কাজলকে সদস্য করে একটি সাব-কমিটি গঠন করা হয়।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#
নীলুফার/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১৪০০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ১৯২২
ইনফো সরকার প্রকল্পের আওতায় সংসদের কর্মকর্তাদের জন্য ১৪৫টি ট্যাবলেট পিসি প্রদান
ঢাকা, ২৪ আষাঢ় (৮ জুলাই) :
আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ২য় পর্যায় (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় সারাদেশে সরকারি কর্মকর্তাদের মাঝে প্রায় ২৫ হাজার ট্যাবলেট পিসি বিতরণের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদের কর্মকর্তাদের জন্য ট্যাবলেট পিসি প্রদান করা হয়। আজ বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সংসদ ভবনস্থ কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক স্পিকারের নিকট ১৪৫ টি ট্যাবলেট পিসি হস্তান্তর করেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ২য় পর্যায় (ইনফো-সরকার) প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
#
মঞ্জুর/অনসূয়া/খাদীজা/শুকলা/আসমা/২০১৫/১১৪৫ ঘণ্টা