Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুলাই ২০১৬

তথ্যবিবরণী 16/07/2016

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৪৭
প্রতিটি ইউনিয়নে অনলাইন স্কুল গড়ে তোলা হবে
                                -- আইসিটি প্রতিমন্ত্রী
ঢাকা, পয়লা শ্রাবণ (১৬ জুলাই):
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের সকল সত্মরের মানুষদের নিয়ে যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন, তার অন্যতম লড়্গ্য তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীর ড়্গমতায়ন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিড়্গা ব্যবস'ার প্রসার ঘটানো। ২০২১ সালের মধ্যে ন্যূনতম ৩০ হাজার তথ্যকল্যাণী এবং দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়নে একটি করে অনলাইন স্কুল গড়ে ওঠা পর্যনত্ম আইসিটি ডিভিশন সহযোগিতা করে যাবে। জাগো স্কুলের প্রতিটি শিড়্গার্থীকে কোডিং ও প্রোগ্রামিং শেখার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদেরকে আনত্মর্জাতিকমানের মানবসম্পদে রূপানত্মরে সহযোগিতা অব্যাহত থাকবে। 
    প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে আইসিটি-নির্ভর উদ্যোক্তা সৃষ্টি ও শিড়্গা কার্যক্রম বর্ধিতকরণ’ বিষয়ক এক আলোচনাসভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। 
    শিড়্গিত নারীদের তথ্যপ্রযুক্তি-নির্ভর কর্মসংস'ানের পাশাপাশি প্রানিত্মক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং অনলাইনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদেরকে মানসম্মত শিড়্গা প্রদান কার্যক্রম বাসত্মবায়নের জন্য  ডিনেট এবং জাগো ফাউন্ডেশনের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পৃথক দু’টি সমঝোতা স্মারক স্বাড়্গরিত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ উভয় সংস'াকে আলাদাভাবে ৩৯ লাখ ৯৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করে।
    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, ডিনেটের সিইও ড. অনন্য রায়হান ও জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ বক্তৃতা করেন। 
    বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস'াপনা পরিচালক হোসনে আরা বেগম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারম্ননুর রশিদ, সুশানত্ম কুমার সাহা ও পার্থ প্রতিম দেব, কন্ট্রোলার অভ্‌ সার্টিফায়িং অথরিটির কন্ট্রোলার আবুল মনসুর মোহাম্মদ সারফ উদ্দিনসহ আইসিটি ডিভিশন, ডিনেট এবং জাগো ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপসি'ত ছিলেন। 
    উলেস্নখ্য, ডিনেট একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান যা আইসিটিভিত্তিক টেকসই উদ্যোগের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখে।
#
নাছের/আফরাজ/নবী/মোশারফ/সেলিম/২০১৬/১৯৩০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৪৬
সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক

ঢাকা, পয়লা শ্রাবণ (১৬ জুলাই):
    স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ও কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
     আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আব্দুল মান্নানের মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারালো। যার অবদান দেশের রাজনীতিতে কখনো ভোলার নয় এবং জাতি চিরদিন তাঁকে স্মরণ করবে।
    মন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
#
শহিদুল/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৯৩৩ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৪৫
এসডিজি অর্জনে এলডিসিভুক্ত দেশগুলোর সহযোগিতা প্রয়োজন
                                                     ---বাণিজ্যমন্ত্রী

নাইরোবি (কেনিয়া), ১৬ জুলাই:
    নাইরোবিতে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, এলডিসিভুক্ত দেশগুলোকে ২০২০ সালের মধ্যে বিশ্ব রপ্তানিবাণিজ্যে ২ শতাংশ অবদান নিশ্চিত করতে হবে। ২০৩০ সালের মধ্যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়ন করতে হবে।
    বাণিজ্যমন্ত্রী আজ কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত আংকটাড এর এলডিসিভুক্ত দেশগুলোর ১৪তম মিনিস্টেরিয়াল কনফারেন্সে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
    বাণিজ্যমন্ত্রী বলেন, এ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে সিদ্ধান্তকে কার্যকর করা। এ সকল সিদ্ধান্ত বাস্তবায়নে জন্য এ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এলডিসিভুক্ত দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে এ সম্মেলনের গৃহীত সিদ্ধান্তসমূহ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তোফায়েল আহমেদ সাসটেইনেবল গোল অর্জনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ২০২০ সালের মধ্যে বিশ্ব বাণিজ্যে এজন্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড এন্ড ডেভেলপমেন্ট (আংকটাড), ডব্লিউটিও এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে একত্রে কাজ করতে হবে।    
    তোফায়েল আহমেদ বলেন, এলডিসিভুক্ত দেশসমূহ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশগুলো অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে।
    বাণিজ্যমন্ত্রী আংকটাড-এর ১৪তম মিনিস্টেরিয়াল কনফারেন্সে যোগদান করতে ১৫ জুলাই নাইরোবি যান। কেনিয়ার রাজধানী নাইরোবিতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।  ১৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী।
#
বকসী/আফরাজ/সেলিম/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮৩১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                  নম্বর : ২২৪৪
যুগ্মসচিবের স্ত্রীর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

ঢাকা, পয়লা শ্রাবণ (১৬ জুলাই):
    শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়) মো. বেলায়েত হোসেন তালুকদারের সহধর্মিনী ফরিদা ইয়াসমিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
     মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
    উল্লেখ্য, ফরিদা ইয়াসমিন আজ ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি স্বামী, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
#
সাইফুল্লাহ/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৮৩৮ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৪৩

শানিত্মচুক্তির বাসত্মবায়ন পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের চাবিকাঠি 
                                                   -- তথ্যমন্ত্রী

ঢাকা, পয়লা শ্রাবণ (১৬ জুলাই):

    শেখ হাসিনার দশ উদ্যোগ, শানিত্মচুক্তির পূর্ণ বাসত্মবায়ন ও ভূমি সমস্যার নিষ্পত্তিকেই পার্বত্য চট্টগ্রামে টেকসই উন্নয়নের চাবিকাঠি বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। 

    মন্ত্রী আজ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় আনত্মর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে আবাদী জমির পরিমাণ কম বিধায় জনসংখ্যার বাড়তি চাপ দেয়ার সুযোগ নেই। বরং সেখানকার বনাঞ্চলের আধুনিক ব্যবস'াপনা, উদ্যানতত্ত্বের প্রয়োগ, প্রাণিসম্পদ সংরক্ষণ ও পরিবেশবান্ধব পর্যটনশিল্প গড়ে তোলাই হবে মূল লক্ষ্য। তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন ও শানিত্মচুক্তির আওতায় ৩৩ বিভাগ হসত্মানত্মরের উদ্যোগ নেয়া জরম্নরি। 

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং তাঁর মন্ত্রণালয়ের কাজে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানান। 

    পার্বত্য ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আনোয়ারম্নল হক,  ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, আনত্মর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. জিন্নাত ইমতিয়াজ আলী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন তালুকদার, সাংবাদিক সেলিম সামাদ এবং উন্নয়ন গবেষক গোলাম রসুল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
    
#

আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮০০ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৪২

জঙ্গিদের বিরম্নদ্ধে জাতি ঐক্যবদ্ধ 
                  -- তথ্যমন্ত্রী 

ঢাকা, পয়লা শ্রাবণ (১৬ জুলাই):

    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি আর জঙ্গিসঙ্গীদের বিরম্নদ্ধে জাতি ঐক্যবদ্ধ।

    মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত জঙ্গিবিরোধী সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। 

    তিনি বলেন, তারাবি ও ঈদের নামাজ না পড়ে  যারা মানুষ হত্যা করে তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে না। কয়েক ঘন্টার মধ্যে আমরা গুলশানে হামলাকারী জঙ্গিদের দমন করেছি। আস'া রাখুন, শেখ হাসিনার সরকার ২৪ ঘন্টা জেগে রয়েছে এবং জাসদ জঙ্গি দমনে সবসময়ই অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে।

    আগুনযুদ্ধবাজদের জাতি পরাজিত করেছে, জঙ্গি-সন্ত্রাসবাদকেও  পরাজিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

    জাসদ নেতৃবৃন্দের মধ্যে সংসদ সদস্য শিরিন আখতার, মীর হোসাইন আখতার, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান শওকত এবং শ্রমিক জোট নেতা নাঈমুল আহসান জুয়েল সমাবেশে বক্তব্য রাখেন। 

#

আকরাম/আফরাজ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                                             নম্বর : ২২৪১
ভূমি জোনিং কাজে দীর্ঘসূত্রিতা পরিহার করার নির্দেশ ভূমিমন্ত্রীর

ঢাকা, পয়লা শ্রাবণ (১৬ জুলাই):
    ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, দ্বিধা-দ্বন্দ্ব ও দীর্ঘসূত্রিতা পরিহার করে ভূমি ব্যবস্থাপনা ও জোনিং কাজে সংশ্লিষ্টদের আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, বিদ্যমান আইন অনুসারেই কর্মসম্পাদন করতে হবে। পেন্ডিং রাখা বা দীর্ঘসূত্রিতার কোন সুযোগ ভূমি ব্যবস্থাপনায় থাকবে না।  
    আজ রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের শহিদ এ কেএম শামসুল হক খান মেমোরিয়াল অডিটরিয়াম হলে জাতীয় ভূমি জোনিং প্রকল্পের আওতায় বিসিএস প্রশাসন ক্যাডারের ঢাকা বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিভাগীয় পর্যায়ের দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
    মন্ত্রী শরীফ বলেন, শিল্প, কলকারখানা গড়ার নাম করে শত শত একর আবাদি ফসলি জমি বিনষ্ট করা যাবে না। শিল্প কারখানা স্থাপনের জন্য সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ অব্যাহত রেখেছে।
    মন্ত্রী বলেন, বিভিন্ন শিল্পপতি ও ভূমি ব্যবসায়ীরা শিল্প ও আবাসনের নামে শত হাজার একর জমি বিধি বহির্ভূতভাবে ক্রয় করছেন, আইন প্রণয়ন ও সংযোজনের মাধ্যমে এসব বন্ধ করা হবে। মন্ত্রী সাহসিকতার সাথে জনস্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্টদের আন্তরিক থাকার আহ্বান জানান।
     সেমিনারে ভূমি সহকারী কর্মকর্তা, কানুনগো, এসিল্যান্ড, ইউএনও, এডিসি, ডিসি, জেডএসও’র প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন। ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের ভূমি জোনিং প্রকল্পের প্রথম কর্মশালা ঢাকা বিভাগ থেকে শুরু হয়।
    ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি সচিব মেছবাহ উল আলম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব কফিল উদ্দিন, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এবং সিনিয়র ল্যান্ড ইউজ প্ল্যানার গোলাম সরওয়ার বক্তব্য রাখেন।
    উল্লেখ্য, সরকারের ভূমি ব্যবহার নীতিমালা-২০০১ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ভূমি জোনিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর উদ্দেশ্য হলো কৃষি জমির অবক্ষয় রোধ ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা। কৃষিজমির পরিমাণ হ্রাসের বর্তমান ধারা যুক্তিযুক্তভাবে নিয়ন্ত্রণ এবং দেশের বিভিন্ন অঞ্চলের জমির প্রকৃতিগত বৈশিষ্ট্য ও রাসায়নিক গুণাগুণ বিবেচনা করে কৃষিজমি সুরক্ষা এবং ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা ভূমি জোনিং এর মূল লক্ষ্য। ভূমি জোনিং বাস্তবায়নে সরকারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর মধ্যে রয়েছে ভূমি জোনিং ম্যাপ ও প্রতিবেদন অনুযায়ী জোনিং কার্যক্রম বাস্তবায়ন করা; দুই বা তিন ফসলি কৃষি জমি শুধু কৃষি কাজে ব্যবহৃত হবে; মৎস্য চাষের জন্য নদী-নালা, খাল-বিল, দীঘি, পুকুর সংরক্ষণ করা হবে। চিংড়ি মহাল ঘোষিত এলাকায় শুধু চিংড়ি চাষ করা যাবে; বিদ্যমান প্রাকৃতিক বনায়ন এবং সাংগঠনিকভাবে গড়ে ওঠা সামাজিক বনায়ন সংরক্ষণ করা; পাহাড় ও টিলাভূমি কর্তন রোধ করা; কৃষি, মৎস্য, বনভূমি ব্যতীত অন্যান্য শ্রেণির জমিতে পরিকল্পিত আবাসিক ভবন নির্মাণ, শিল্প কারখানা স্থাপন, রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণে ভূমির যুক্তিসংগত ব্যবহার নিশ্চিত করা; আবাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণে উৎসাহিত করা; স্বল্প পরিমাণ জমিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বহুতল ভবন নির্মাণ বাধ্যতামূলক করা; টপসয়েল বা কষি জমির মাটির উপরিভাগ কাটা বন্ধ করা; ইটের ভাটায় টপসয়েল ব্যবহার নিয়ন্ত্রণ করা।
#
রেজুয়ান/আফরাজ/মোশারফ/আব্বাস/২০১৬/১৮০২ ঘণ্টা

তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২২৪০

ময়মনসিংহ-১ ও ৩ নির্বাচনি এলাকায় ১৮ জুলাই সাধারণ ছুটি

ঢাকা, পয়লা শ্রাবণ (১৬ জুলাই):

    দশম জাতীয় সংসদের ময়মনসিংহ-১ ও ময়মনসিংহ-৩ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন উপলড়্গে ভোটগ্রহণের তারিখ ১৮ জুলাই, ২০১৬  সোমবার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও  বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস'ায় কর্মরত কর্মকর্তা, কর্মচারীগণ এবং সরকারি, বেসরকারি শিড়্গা প্রতিষ্ঠানের শিড়্গক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ তাদের স্ব স্ব  ভোটাধিকার প্রয়োগ ও  ভোটগ্রহণের সুবিধার্থে সংশিস্নষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

    সংশিস্নষ্ট এলাকায় যদি উক্ত তারিখে কোনো পাবলিক পরীড়্গা অনুষ্ঠিত হয় তাহলে পরীড়্গার  কেন্দ্রসমূহ ও পরীড়্গা  সংশিস্নষ্ট  শিড়্গক, কর্মচারীগণ সাধারণ ছুটির আওতাবহির্ভূত থাকবে।
    
#

আলমগীর/আফরাজ/মোশারফ/সেলিম/২০১৬/১৭৩০ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৩৮
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতনভাতাদির চেক হস্তান্তর

ঢাকা, পয়লা শ্রাবণ (১৬ জুলাই):

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমুহের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষক কর্মচারীগণের  জুন মাসের বেতনভাতাদির সরকারি অংশের ১২টি চেক আজ অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
আগামী ২১ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক হতে শিক্ষক কর্মচারীগণ তাদের স¦ স¦ ব্যাংক একাউন্টের মাধ্যমে জুন মাসের বেতনভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।
উল্লেখ্য, মে  মাসের বেতনভাতাদির এমপিও কপি বা ভাউচার সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত সময়ের মধ্যে না পৌঁছানের কারণে অথবা অন্য কোন কারণে যে সকল প্রতিষ্ঠান বেতনভাতাদি উত্তোলন করতে পারেনি সে সকল প্রতিষ্ঠান বর্তমান মাসের নির্ধারিত সময়ের মধ্যে তা উত্তোলন করতে পারবে।
#
সিদ্দিকি/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২৫ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৩৭
নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখতে হবে
                      --বিদ্যুৎ প্রতিমন্ত্রী  

ঢাকা, পয়লা শ্রাবণ (১৬ জুলাই):

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্ধারিত পরিকল্পনানুসারেই দ্রুত প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। প্রকল্প বাস্তবায়ন কমিটির নিবিড় পর্যবেক্ষণ আরো বাড়ানো প্রয়োজন। কোনো অজুহাতেই প্রকল্প নির্ধারিত সময়ের পরে বাস্তবায়ন করা যাবে না।  

প্রতিমন্ত্রী আজ বিদ্যুৎ ভবনে আরএডিপি বাস্তবায়ন বিষয়ক পর্যালোচনা সভায় এ কথা বলেন।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা প্রকল্প পরিচালকদের অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। সকল প্রকার সহযোগিতা প্রদান করা সত্ত্বেও প্রকল্প বাস্তবায়নে অহেতুক সময়ক্ষেপণ কাম্য নয়। ২০১৫-২০১৬ অর্থবছরে আরএডিপিতে বরাদ্দ ছিলো ১৫ হাজার ৪৭৬ কোটি ২১ লাখ টাকা। আর্থিক অগ্রগতি শতভাগ। এ সময় তেরটি গুরুত্বপূর্ণ প্রকল্প সম্পন্ন হয়েছে, সেগুলো হলো-ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ১০-শহর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ইমারজেন্সি রিহ্যাবিলিটেশন এক্সপানশন অভ্ আরবান এরিয়াস এন্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম আন্ডার চিটাগাং জোন, গ্রেটার চিটাগাং পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট, স্ক্যাডা রিহ্যাবিলিটেশন, বাংলাদেশ সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট, পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্প, থানচি বিদ্যুতায়ন প্রকল্প, পল্লি বিদ্যুতায়ন সম্প্রসারণ বরিশাল বিভাগীয় কার্যক্রম-১, পল্লি বিদ্যুতায়ন কার্যক্রমের জন্য সুইচিং স্টেশন নির্মাণ, ত্রিপুরা (ভারত)-কুমিল্লা (বাংলাদেশ) গ্রিড আন্তঃসংযোগ প্রকল্প, ২১ জেলা বিদ্যুৎ বিতরণ প্রকল্প, ডেভেলপমেন্ট অভ্ নিউ ১৩২/৩৩ কেভি এন্ড ৩৩/১১ কেভি সাবস্টেশন আন্ডার ডিপিডিসি প্রজেক্ট, রিহ্যাবিলিটেশন এন্ড অগমেন্টশন অভ্ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অভ্ ডিপিডিসি।

উল্লেখ্য, ২০১৬-২০১৭ অর্থবছরের এডিপি বরাদ্দ ১৬ হাজার ৪০ কোটি ৯ লাখ টাকা যার মধ্যে ৩ হাজার কোটি টাকা ইসিএ অর্থায়নের।
 
প্রতিমন্ত্রী দপ্তর প্রধানদের প্রতিমাসেই প্রকল্প পরিচালকদের সাথে সমন্বয় সভা এবং প্রকল্প পরিচালকদের প্রতি তিনমাস অন্তর পারফরমেন্স রিপোর্ট মন্ত্রণালয়ে প্রদান করার নির্দেশ দেন। বিদ্যুৎ বিভাগ যেন বিদ্যুৎগতিতে চলে-এ মানসিকতা নিয়েই সকলকে কাজ করার অনুরোধ জানান। প্রতিমন্ত্রী এ সময় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, সার্বিক অগ্রগতি সন্তোষজনক। বিদ্যুৎ বিভাগের এ অগ্রগতি আরো বাড়াতে হবে।

সভায় অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম, পিডিবির চেয়ারম্যান মো. শামসুল হাসান মিয়া, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।
#
আসলাম/আফরাজ/সঞ্জীব/আব্বাস/২০১৬/১৭২১ ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                           নম্বর : ২২৩৬

চিকিৎসা সেবায় আস্থাহীনতার কারণ খুঁজে বের করতে শিল্পমন্ত্রীর পরামর্শ


ঢাকা, ১লা শ্রাবণ  (১৬ই জুলাই) :
চিকিৎসা সেবা সম্পর্কে জনগণের আস্থাহীনতার কারণ খুঁজে বের করে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে চিকিৎসকদের প্রতি পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশে বিশ্বমানের চিকিৎসক ও হাসপাতাল থাকলেও প্রতিবছর হাজার হাজার মানুষ বিদেশে চিকিৎসা সেবা গ্রহণ করছে। বিদেশিরা বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে আসলেও চিকিৎসার জন্য কেন তারা বাংলাদেশে আসছে না-এ প্রশ্ন রাখেন তিনি। 
শিল্পমন্ত্রী আজ ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্ট আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রশ্ন রাখেন। ঢাকা মেডিকেল কলেজের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডা. মিলন মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। 
শিল্পমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের এবং ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য সুস্থ সবল জনগোষ্ঠী প্রয়োজন। স্বাস্থ্যখাতে কাক্সিক্ষতমানের সেবা নিশ্চিত করে এ ধরনের জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। তৃণমূল পর্যায়ে প্রায় সাড়ে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিক চালুর পাশাপাশি প্রত্যেক মেডিকেল কলেজে গবেষণার সুযোগ বাড়ানো হয়েছে। 
আমির হোসেন আমু বলেন, বর্তমান সরকার গৃহীত উদ্যোগের ফলে দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণে কমে এসেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে প্রায় ৭১ বছর হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হারের ক্ষেত্রে এমডিজি অর্জনে সক্ষমতার স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাউথ-সাউথ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এসব অর্জনের পেছনে ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনি ট্রাস্টের সদস্যদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
অ্যালামনি ট্রাস্টের চেয়ারম্যান ডা. মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক সংসদ সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সনাল, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক বিগ্রেডিয়ার ডা. মিজানুর রহমান ও অধ্যক্ষ মো. ইসমাইল খান বক্তব্য রাখেন। 
#
জলিল/মোবাস্বেরা/খাদীজা/আসমা/২০১৬/১৬০০ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২২৩৫

প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মিত হচ্ছে
                                                                            -প্রবাসীকল্যাণ মন্ত্রী
ঢাকা, ১লা শ্রাবণ(১৬ই জুলাই):
    দক্ষ কর্মী তৈরিতে নিবিড় প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলো থেকে অনেক কর্মী প্রশিক্ষণ নিয়ে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। বাংলাদেশের প্রতিটি উপজেলায় কারিগরি প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। 
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ঢাকার মিরপুরস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনকালে প্রশিক্ষণার্থী, প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে এসব কথা বলেন।
    এসময় মন্ত্রী বিভিন্ন ট্রেড (গার্মেন্টস, কম্পিউটার, আর্কিটেকচার ড্রাফটিং, ডাইং প্রিন্টিং ও ব্লক বাটিক কোর্স, ইলেকট্রনিক্স, ইন্ডাস্ট্রিয়াল হাউজ কিপিং এবং গৃহকর্মীদের হাউস কিপিং কোর্স)-এর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। বিশেষ করে গৃহকর্মীদের হাউস কিপিং কোর্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে প্রশিক্ষণ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তিনি প্রশিক্ষনার্থীদের ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
    পরে মন্ত্রী কেন্দ্রের ৫ম তলায় অবস্থিত বেসরকারিভাবে পরিচালিত সাদ-মনসুর আলী প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শন করেন। মন্ত্রী সেখানে সৌদি আরবগামী মহিলা গৃহকর্মীদের হাউস কিপিং প্রশিক্ষণের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। 
    পরিদর্শন শেষে মন্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সম্মুখে একটি গাছের চারা রোপন করেন। 
    পরিদর্শনকালে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালক ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক এবং মন্ত্রণালয় ও বিএমইটি’র ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
#

জাহাঙ্গীর/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/ ১৫৫৩ ঘণ্টা   


তথ্যবিবরণী                                                                                      নম্বর : ২২৩৪

আলী রেজা রাজুর নামাজে জানাজা অনুষ্ঠিত

ঢাকা, ১লা শ্রাবণ(১৬ই জুলাই):
৭ম জাতীয় সংসদে ৮৭ যশোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী রেজা রাজুর নামাজে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্ল¬াজায় অনুষ্ঠিত হয়। তিনি গতকাল ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন । 
হুইপ মো. আতিউর রহমান আতিক, সংসদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য গুণগ্রাহী জানাজায় শরিক হন। 
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সামরিক সচিব,  প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দলের নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে মরহুমের রাজনৈতিক সহকর্মীবৃন্দ ও পরিবারের পক্ষ থেকে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। 

#

নূরুল হুদা/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১২৩৬ ঘণ্টা   

তথ্যবিবরণী                                                                                      নম্বর :২২৩৩ 
সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত
ঢাকা, ১ শ্রাবণ(১৬ই জুলাই):
    উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চলণশীল মেঘমালা তৈরি হওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। 
    সেইসাথে সক্রিয় মৌসুিম বায়ুর প্রভাবে গতকাল বিকেল ৩ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।     
#

আমিনুল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/শামীম/২০১৬/১১১২ ঘণ্টা   

Todays handout (8).doc