তথ্যবিবরণী নম্বর: ১৯৮১
আগামী পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে
-- পানি সম্পদ উপদেষ্টা
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করার ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, নৌ- পরিবহন মন্ত্রণালয় এবং সাথে ভূমি মন্ত্রণালয়কেও যুক্ত করা হবে।
আজ ঢাকায় পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক এক অবহিতকরণ সেমিনারে উপদেষ্টা সম্মানিত অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, মৃত নদী বলতে কোনো নদী নেই, প্রবাহহীন বলতে পারেন। প্রবাহহীন নদীকে প্রবাহমান করার অনেক প্রক্রিয়া বা রাস্তা আছে। মৃত নদী দেখিয়ে নদীর জায়গা ইজারা বা লিজ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, হাওড়ের তালিকা এবং বিলের তালিকা চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী কাজ হচ্ছে খালের তালিকা চূড়ান্ত করা। অবহিতকরণ সেমিনারে ভার্চুয়ালি যুক্ত থাকা সারাদেশের জেলা প্রশাসকদের আজকে থেকে আগামী ৩ মাসের মধ্যে জেলার সকল খালের তালিকা রেকর্ড অনুযায়ী যাছাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য উপদেষ্টা নির্দেশনা দেন।
ঢাকার চারপাশে থাকা বুড়িগঙ্গা, তুরাগ এবং শীতলক্ষ্যা এই ৩টি নদীকে দখল ও দূষণমুক্ত করার একটা বিস্তারিত কর্মপরিকল্পনা করে কাজ শুরু করার জন্য উপদেষ্টা সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, ঢাকার ভিতরে থাকা ২১ টি খাল দখল ও দূষণমুক্ত করে একটা ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করা হয়েছে, এটির বাস্তবায়ন কাজ দ্রুতই শুরু করা হবে। তিনি আরো বলেন, দেশের প্রতিটি জেলায় ১ টি করে নদীকে দখল ও দূষণমুক্ত করার কাজ অচিরেই শুরু করা হবে।
সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, উন্নয়নের নামে দেশের নদ-নদীও খাল-বিল দখল করা হয়েছে। নদীকে বাঁচাতে হলে দূষণ ও অবৈধ দখলদারিত্ব থেকে মুক্ত করতে হবে। নদী বাঁচানোর এখনই উপযুক্ত সময়। তা না হলে স্বার্থের সংঘাত শুরু হবে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সভাপতিত্বে সেমিনারে পানি সম্পদ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকগণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন।
#
মামুন/রানা/রফিকুল/সেলিম/২০২৪/২২৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৮০
মানুষের কল্যাণে কাজ করতে পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত
চেয়ারম্যান ও সদস্যদের প্রতি পার্বত্য উপদেষ্টার আহ্বান
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, আপনাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে। আপনাদের কর্ম অনুযায়ী আপনারা নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের সার্বিক উন্নয়ন আপনাদের হাতে। আপনারা জানেন, কোথায় কীভাবে কাজ করলে এই সমাজ উন্নতি হবে, সঠিক কাজটি বিধিসম্মতভাবে আপনারা করবেন। তিনি বলেন, আপনাদেরকে সুসংহত হতে হবে।
আজ রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স সেমিনার হলে রাঙ্গামাটি-খাগড়াছড়ি-বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য ‘পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, সরকারের হ্যান্ডওভারকৃত প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনার জন্য এই তিনদিনের প্রশিক্ষণের মাধ্যমে পার্বত্য তিন জেলার জন্য প্রযোজ্য বিভিন্ন আইন, টেকসই উন্নয়ন, জেলার উন্নয়ন কৌশল এবং পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনার দিক নির্দেশনা সম্পর্কে ধারণা পাবেন। টিআর, জিআর ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন কীভাবে হবে তা আপনাদের ভাবতে হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য শিক্ষা পদ্ধতির মান উন্নয়ন, জীবিকা উন্নয়ন, দারিদ্র্যদূরীকরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা, পানির সমস্যা দূর করার মতো চ্যালেঞ্জগুলো আপনাদের নিতে হবে।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। অন্যান্যের মধ্যে ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব পদমর্যাদা) সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম, এনডিসি; মো. আমিনুল ইসলাম ও প্রদীপ কুমার মহোত্তম, এনডিসি; পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, কাজল ত্রিপুরা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান জনাব থানজামাল লুসাই প্রমুখ বক্তব্য রাখেন।
#
রেজুয়ান/রানা/রফিকুল/সেলিম/২০২৪/২২৪০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৭৯
শিশুকে সামাজিকীকরণে ব্যর্থতা: ভবিষ্যতে সমাজে অবদান রাখতে পারবে না
-- প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
সাভার (ঢাকা), ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষার মূল কাজ একটি শিশুকে সামাজিকীকরণ করা। সামাজিক মূল্যবোধ তৈরি করা। সামাজিকীকরণে অনেক প্রক্রিয়া রয়েছে। একটি শিশুকে লিখিত ভাষা, গাণিতিক ভাষায় দক্ষ করে গড়ে তোলা। সভ্যতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো লিপি বা চিহ্ন। এই লিপি বা চিহ্ন আবিষ্কারের পর আমাদের অনেক কিছু পাল্টে দিয়েছে। লিখিত ভাষা জ্ঞানের ভাণ্ডারকে সঞ্চারিত করেছে। একটি শিশুকে যদি সামাজিকীকরণ করতে না পারি, তাহলে ঐ শিশু ভবিষ্যতে কোনো কাজে আসবে না।
আজ সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজিত ‘বিশ্ব দর্শন দিবস ২০২৪’ উপলক্ষ্যে বিশেষ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, উন্নত দেশে প্রাথমিক শিক্ষায় একটা ইউনিভার্সাল সৃষ্টি হয়েছে। সকলে সে সিস্টেমকে ফলো করে। আমাদের দেশে প্রাথমিকের ধারা ১৪ টি ধারায় বিভক্ত। তাদেরকে একিভূত করা কঠিন কাজ। ঐক্য সৃষ্টি হচ্ছে না। প্রাথমিক শিক্ষায় একটি কারিকুলাম থাকা দরকার যা সবক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রাথমিক শিক্ষার গুরুত্ব যেন হারিয়ে না যায়।
উপদেষ্টা বলেন, জুলাই আগস্টের ছাত্র-জনতার অনন্য বৈশিষ্ট্য হলো গ্রাফিতিগুলো। দেশের সকল প্রান্তেই গ্রাফিতিগুলো দেখা যায়। ছাত্র-জনতার আকাঙ্ক্ষাগুলো গ্রাফিতিগুলোর ভাষা। আকাঙ্ক্ষা পূরণে যথার্থ কি কিছু করছি!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, অধ্যাপক রায়হান রাইন, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ ও দর্শন বিভাগের ছাত্র সংসদের ভিপি রাসেল আকন। অধ্যাপক মাহফুজা আকনের সঞ্চালনায় ‘গণঅভ্যুত্থান- উত্তর বাংলাদেশ রাষ্ট্রের দার্শনিক ভিত্তি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মঈনুল আলম নিজার। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন দর্শন বিভাগের অধ্যাপক ড. এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া।
#
জাহাঙ্গীর/রানা/রফিকুল/সেলিম/২০২৪/২১৫০ ঘণ্টা
Handout Number: 1978
Bangladesh Vows to Set Global Precedent with Genocide Trials
-- Nahid Islam
Dhaka, December 10:
The genocide carried out by the fascist Awami League government during the July uprising is unimaginable. Every citizen of Bangladesh demands justice for this genocide. The government is committed to ensuring a transparent and impartial trial for this atrocity. Bangladesh aims to set a global precedent in holding such trials.
Advisor to the Ministry of Information and Broadcasting, Md. Nahid Islam, made this statement today at his office in the Secretariat when a delegation from the International Jurists Union came to meet him.
At the beginning of the meeting, the delegation was shown a video titled July Onirban, which focused on the July uprising.
Nahid Islam stated that, following the uprising, on August 5th, the autocrat Hasina fled the country. With no government in place for three days, many fascist supporters took the opportunity to escape. He further mentioned that the process of bringing the perpetrators of the genocide to justice has begun, and the collection of various evidence is in its initial stages.
When the delegation inquired about the timeline and process of the genocide trial, the advisor said that the International Crimes Tribunal would expedite the trial of the July genocide, following a transparent process that adheres to international standards. He emphasized that the trial would never be one of revenge, as justice means fairness. He also stated that all anti-fascist parties are united in their support for the trial. Additionally, he expressed hope for both domestic and international cooperation in advancing the trial process.
The advisor further mentioned that this trial is not only about establishing the rightful justice for the oppressed and the victims of the genocide in Bangladesh but also about demonstrating to the world the consequences of crimes against humanity. The international community is watching this process closely, and the interim government is taking this matter seriously. He assured that the government would welcome the advice, cooperation, and expertise of the International Jurists Union.
Members of the delegation commented that the genocide during the July uprising was a clear crime, and the perpetrators must be brought to justice. They expressed their moral support for the trial and said they were ready to provide full cooperation to the interim government in bringing the genocidal criminals to justice.
Information and Broadcasting Ministry Secretary Mahbuba Farzana, ICT Policy Advisor Fayez Ahmad Taiyyeb, as well as deans from various universities and chief prosecutors with judicial experience in four Turkish uprisings. Several former members of the Turkish parliament, representatives of Turkish civil society, and prosecutors from Bangladesh's International Crimes Tribunal were also present at the meeting.
#
Zashim/Paban/Rana/Rafiqul/Salim/2024/19.30 Hrs.
তথ্যবিবরণী নম্বর: ১৯৭৭
রমজানে পণ্যের দাম নিম্নমুখী থাকবে
--- বাণিজ্য উপদেষ্টা
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
আগামী রমজানে পণ্যের দাম নিম্নমুখী থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রমজানে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল থেকেও নিম্নগামী থাকবে। খেজুর, ছোলা,
ডাল-সহ এ সময় প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের সে প্রস্তুতি আছে।
আজ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে প্রাইজ গিভিং সিরেমনি অভ্ ইফআরএফ-প্রাণ ২০২৪ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
গত ১৫ বছরে ট্রেডিং কর্পোরেশন অভ্ বাংলাদেশকে (টিসিবি) ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিগত সরকার প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। পাচারের জন্য নিয়ামক হিসেবে তারা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে।
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সম্প্রতি আমরা সয়াবিন তেলের দাম বাড়িয়েছি। তবে সেটা সাধারণ ক্রেতার জন্য কষ্টসাধ্য হলেও বাস্তবতার জন্য দরকার ছিল। এটা না করলে বাজারে ব্যাপক সংকট তৈরি হতো, ঘাটতি বেড়ে যেত। যে কারণে এখন আমরা অন্য কোনো পণ্যের দাম কমিয়ে সেটা সমন্বয়ের চিন্তা করছি।
ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।
#
কামাল/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২০৩৫ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৭৬
পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ
-- নাহিদ ইসলাম
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা কল্পনাতীত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় এ গণহত্যার বিচার হোক। বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মাধ্যমে এই গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ।
আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এসব কথা বলেন।
শুরুতেই প্রতিনিধিদলকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তৈরি করা ভিডিও ‘জুলাই অনির্বাণ’ দেখানো হয়।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে পাঁচ আগস্ট স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। তারপর তিনদিন সরকার না থাকায় অনেক ফ্যাসিস্ট সমর্থক দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে। আমরা গণহত্যার বিচারের কাজ শুরু করেছি। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের কাজ চলছে।
প্রতিনিধিদল জুলাই গণহত্যার বিচারের সময়কাল এবং প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে অত্যন্ত স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করা হবে। এ বিচার কখনোই প্রতিশোধমূলক হবে না। বিচার মানেই ন্যায়বিচার। গণহত্যার বিচারের বিষয়ে ফ্যাসিস্ট বিরোধী সকল দল ঐক্যমত বলেও মন্তব্য করেন উপদেষ্টা। পাশাপাশি এই বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে দেশ-বিদেশের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
উপদেষ্টা বলেন, এই বিচার শুধু বাংলাদেশের নির্যাতিত এবং গণহত্যার শিকার হওয়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নয় বরং বিশ্বের মানবতার বিরুদ্ধে অপরাধের পরিণাম হিসেবে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন। এই বিচার প্রক্রিয়ার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের পরামর্শ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বর্তমান অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তা সুস্পষ্ট অপরাধ এবং তার শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন প্রতিনিধি দলের সদস্যরা। তারা নৈতিকভাবে জুলাই গণহত্যার বিচারকে সমর্থন করে এবং অন্তর্বর্তী সরকারকে গণহত্যাকারীদের বিচারের বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, আইসিটি পলিসি এডভাইজার ফয়েজ আহমদ তৈয়্যব ছাড়াও জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলে ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, তুরস্কের চারটি গণঅভ্যুত্থানে বিচারিক অভিজ্ঞতা সম্পন্ন চিফ প্রসিকিউটর, তুরস্কের একাধিক সাবেক সংসদ সদস্য, তুরস্কের সিভিল সোসাইটির প্রতিনিধি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলাদেশের প্রসিকিউটরবৃন্দ।
#
জসীম/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/সেলিম/২০২৪/১৮৫০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৭৫
নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নিতে ভূমি উপদেষ্টার নির্দেশ
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, জনবান্ধব ভূমি সেবা পেতে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে। প্রতি মাসে অনলাইনে দেশে প্রায় ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তি হচ্ছে। তিনি অনিষ্পন্ন প্রায় সাড়ে ৪ লাখ নামজারি মামলা নিষ্পত্তিকরণে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। সৃজিত ও মানোন্নীত সফ্টওয়্যারের মাধ্যমে জনগণকে হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দেন।
আজ ঢাকায় ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের জনবান্ধব ভূমি সেবার জন্য সৃজিত ও মানোন্নীত দ্বিতীয় ভার্সনের ৫ টি সফ্টওয়্যারের চলমান কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
ভূমি উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার শতভাগ দুর্নীতি ও ঝামেলামুক্ত ভূমি সেবাদানে ভূমি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এতে করে ভূমি খাতের মামলা-মোকদ্দমা ও হানাহানি দূর হবে। মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে সক্ষম হবেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ডের এ. জে. এম. সালাহউদ্দিন নাগরীসহ মন্ত্রণালয় ও ভূমি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সভায় সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ বিভিন্ন জেলা থেকে ভার্চুয়ালি যোগদান করে ভূমি নাগরিক সেবার পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।
পরে ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের ২২তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
#
আহসান/পবন/রানা/রফিকুল/সেলিম/২০২৪/১৯২০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৭৪
অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের
বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।
যে সকল বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী স¦াক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জারি করা হয়েছে।
#
ফয়সল/পবন/রানা/রফিকুল/জয়নুল/২০২৪/১৯২৫ঘণ্টা
Handout Number: 1973
Air Quality at Risk in Dhaka: People are Encourage to Exercise Caution
Dhaka, December 10 :
The air quality in Dhaka and its surrounding areas has deteriorated to an unhealthy and sometimes hazardous level (AQI > 250). In this situation, the public is advised to wear masks when outdoors, while sensitive individuals are requested to avoid going outside unless absolutely necessary.
For public information, air quality data is regularly updated on the Department of Environment's website. Citizens are urged to monitor this information and take necessary precautions accordingly.
Additionally, everyone is requested to contribute to air pollution control from their respective positions. Brick kiln and factory owners, as well as the general public, are advised to adopt the following measures:
• Refrain from burning solid waste.
• Install proper enclosures and covers at construction sites.
• Keep construction materials covered.
• Ensure trucks or Lorries transporting construction materials are fully covered.
• Spray water around construction areas at least twice a day.
• Avoid operating old and smoke-emitting vehicles on the roads.
Controlling air pollution is a time-consuming process. The government urges all stakeholders to collaborate in this effort. The Ministry of Environment, Forest, and climate change issued a press release to notify this.
#
Dipankar/Paban/Ferdows/Rafiqul/Rezaul/2024/1855 hours
তথ্যবিবরণী নম্বর: ১৯৭২
স্বাস্থ্যখাত সংস্কার কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কারের জন্য গঠিত ‘স্বাস্থ্যখাত সংস্কার কমিশন’-এর ৪র্থ সভা আজ বিএসএমএমইউ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।
সভায় , ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ নিয়ে বিশদভাবে আলোচনা হয় এবং এ বিষয়ে সরকারকে লিখিত মতামত দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া ৫ম স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচি বিষয়ে মতামতের জন্য সাব-কমিটি গঠন করা হয়, স্বাস্থ্যখাতে অংশীজনের প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয় যাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করা হবে।
এছাড়া ওয়েবসাইট তৈরির কাজ চলমান রয়েছে এবং ওয়েবসাইটে সকলের মতামত গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
#
শাহাদাত/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৫০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৭১
রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব
--- স্বাস্থ্য উপদেষ্টা
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা কিন্তু স্বাস্থ্য সেবা নয়। আমরা সবাই মিলে যদি রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য সেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব।
আজ ঢাকার শাহবাগের বিএসএমএমইউ কনভেনশন হলে মেডিকেল ইকুইপমেন্ট ও ডিভাইস বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা এ কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, আমরা ব্লাডপ্রেসার বা রক্তচাপের কথা বলি। কিন্তু রক্তচাপ কেন হয়, কি করলে রক্তচাপ হবে না, এজন্য জীবনযাত্রায় কি পরিবর্তন আনতে হবে এইগুলোর প্রতি আমাদের নজর দেয়া উচিত। প্রিভেনশন বা রোগ প্রতিরোধের প্রতি আমাদের অত্যাধিক গুরুত্ব দিতে হবে।
সভায় সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল-সহ মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতালের যন্ত্রপাতির ব্যাপারে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করা হয় এবং এ সকল যন্ত্রপাতি ঠিকমতো মেরামত, সংরক্ষণ এবং অকেজো যন্ত্রপাতি কার্যোপযোগী করার উপায় নিয়ে বিশদ আলোচনা করা হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডা. মোঃ সায়েদুর রহমান এবং স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মোঃ সারোয়ার বারী। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীক নির্বাহী উমর ইশরাক, মেডট্রনিক ল্যাবসের প্রেসিডেন্ট রুচিকা সিনঘাল, ঢাকার বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার এবং পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
#
শাহাদাত/পবন/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/১৮৩৬ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৭০
হাওড়ে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত
--- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, হাওড়ে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত। মানুষের জীবন ও জীবিকা নষ্ট করে ইজারা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যেসব এলাকায় সমস্যা, আপনারা জানাবেন।
আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে এএলআরডি, বারসিক ও বেলা'র আয়োজনে হাওড়ের প্রাণ-প্রকৃতি, পরিবেশ, জীবন-জীবিকা, অর্থনীতি, সংস্কৃতি ও মানবাধিকার সুরক্ষায় ‘জাতীয় হাওর সংলাপ ২০২৪’ এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।
হাওড় জীববৈচিত্র্যের আধার উল্লেখ করে উপদেষ্টা বলেন, হাওড়াঞ্চলে ১৪৩ প্রজাতির দেশি মাছ ও ১২ প্রজাতির বিদেশি মাছ ও কয়েক প্রজাতির মিঠা পানির চিংড়িসহ বিভিন্ন প্রকার ছোট-বড় মাছ, শামুক ও ঝিনুক বিদ্যমান। এছাড়া দেশের মোট গবাদি পশুর ২২ শতাংশ, হাঁসের ২৪ শতাংশ, ১২৯ প্রজাতির দেশীয় ও ১২৮ প্রজাতির বিদেশি পাখি, ২৯ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৯ প্রজাতির উভচর প্রাণী এবং ৪০ প্রজাতির সরীসৃপ রয়েছে।
উপদেষ্টা আরো বলেন, সত্যিকারের মৎস্যজীবীদেরকে মূল্যায়ন করা হয়নি। হাওড় নিয়ে সবসময় টানাটানি হয়, মন্ত্রণালয়গুলো কেউ দায়িত্ব নিতে চায় না। হাওড় রক্ষার দায়িত্ব আমাদের সবার, হাওর রক্ষায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে।
মানবাধিকারকর্মী ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুঁদার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ রফিকুল ইসলাম, শেয়ার দি প্ল্যানেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট তেৎসু চুচুই, বেলা'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম, পরিবেশ বাঁচাও আন্দোলনের নির্বাহী সভাপতি ড. লেলিন চৌধুরী, অধ্যাপক আফজালুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রধান মোঃ বেলাল উদ্দীন বিশ্বাস প্রমুখ।
সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও ব্রাহ্মণবাড়িয়া হাওড়াঞ্চলের কৃষক, জেলে, আদিবাসী, হাওরের স্থানীয় প্রতিনিধি, সাংবাদিক, উন্নয়ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ সংলাপে অংশগ্রহণ করেন।
#
মামুন/পবন/রানা/ফেরদৌস/রফিকুল/জয়নুল/২০২৪/২০০০ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর: ১৯৬৯
ঢাকার বায়ুমান ঝুঁকিপূর্ণ: জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ
ঢাকা, ২৫ অগ্রহায়ণ (১০ ডিসেম্বর):
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বায়ুমান বর্তমানে মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাচ্ছে (AQI> 250)। এ অবস্থায় সবাইকে বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে বায়ুমানের তথ্য নিয়মিত প্রকাশ করা হয়। জনগণকে এ তথ্য দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়া, বায়ুদূষণ নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার