তথ্যবিবরণী নম্বর : ৩৬৬৭
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত
২৫ ডিসেম্বর পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হবে
ঢাকা, ২৮ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর) :
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ১৩ ডিসেম্বর সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১৪ ডিসেম্বর সোমবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরম্ন হবে।
আজ ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকড়্গে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধানত্ম গৃহীত হয়। ধর্ম বিষয়ক সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ওয়াক্ফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোঃ অহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ আমজাদ আলী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরম্নল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যড়্গ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর সিএসও মো. শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এবং চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান উপসি'ত ছিলেন।
প্রেড়্গিতে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৩৭ হিজরি, ১১ পৌষ ১৪২২ বঙ্গাব্দ, ২৫ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ শুক্রবার সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদ্যাপিত হবে।
#
শায়লা/মোশাররফ/নবী/সঞ্জীব/সেলিম/২০১৫/১৯৩০ ঘণ্টা
তথ্যবিবরণী নম্বর : ৩৬৬৬
একাত্তরকে বুকে ধারণ করে বিজয়ের পথে চলুন
--তথ্যমন্ত্রী
ঢাকা, ২৮ অগ্রহায়ণ (১২ ডিসেম্বর) :
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একাত্তরকে বুকে ধারণ করে দারিদ্র্যমুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মাধ্যমে সকলকে বিজয়ের পথে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন।
মন্ত্রী আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মহান বিজয়ের ৪৪তম বর্ষপূর্তিতে জনপ্রিয় কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার এবং তরম্নণ স'পতি বুশরা শাহরিয়ারের সংগীতের সিডি ‘বিজয়ের গান’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, সবচেয়ে আনন্দের বিষয় যে, তরম্নণ প্রজন্ম যারা একাত্তর দেখেনি, তারা এতো গভীরভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগীত সৃষ্টি করেছে। ৪৪ বছরে নির্মিত বিজয়ের সিঁড়ির ধাপগুলো বর্ণনা করেছে তারা সংগীতের মুর্চ্ছনায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পঁচাত্তরের পর চেপে বসা সামরিক-সাম্প্রদায়িকতার পাথর থেকে জাতিকে মুক্ত করছেন, তখন দেশকে এগিয়ে নিতে একাত্তরকে বুকে ধরে রাখার বিকল্প নেই।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং এলবামের শিল্পীদ্বয় বাপ্পা মজুমদার ও বুশরা শাহরিয়ার বক্তব্য রাখেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, মুক্তবুদ্ধি ও শিল্পসাহিত্যের চর্চাকারীদের ওপর সাম্প্রদায়িক গোষ্ঠী বারবার হামলা চালিয়েছে। কিন' আমাদের তারম্নণ্য তাতে দমে যায়নি। তারা তাদের সৃষ্টি অব্যাহত রেখেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নবীন ও অভিজ্ঞ শিল্পীদ্বয়ের যৌথ উদ্যোগকে অভিনন্দন জানান এবং তাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাপ্পা মজুমদার ও বুশরা শাহরিয়ার সংগীত পরিবেশন করেন।
#
আকরাম/মোশাররফ/নবী/জসীম/সেলিম/২০১৫/১৯০০ ঘণ্টা