Wellcome to National Portal
তথ্য অধিদফতর (পিআইডি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুন ২০১৬

তথ্যবিবরণী ২৯ জুন ২০১৬

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৩৫

শিড়্গার্থীদের মাঝে ইসলামের শিড়্গা ছড়িয়ে দেয়ার আহ্বান শিড়্গামন্ত্রীর

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন):

    শিড়্গামন্ত্রী নুরম্নল ইসলাম নাহিদ শানিত্মর ধর্ম ইসলামের শিড়্গা শিড়্গার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য আলেম ওলামা, শিড়্গক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
    
    মন্ত্রী আজ রাজধানীতে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে স্বাধীনতা শিড়্গক পরিষদ আয়োজিত ‘জঙ্গিবাদ দমনে শিড়্গক সমাজের করণীয়’ শীর্ষক আলোচনাসভায় বক্তৃতায় এ আহ্বান জানান।

    শিড়্গামন্ত্রী বলেন, ইসলাম কখনো জঙ্গিবাদ সমর্থন করে না। একটি স্বার্থান্বেষী মহল তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা করে কোমলমতি শিড়্গার্থীদের মগজ ধোলাইয়ের অপচেষ্টা চালায়। এ ধরনের ধর্ম ব্যবসায়ীরা শানিত্মর ধর্ম ইসলামকে কলঙ্কিত করছে। সমাজে ধর্মের নামে ফেৎনা ফ্যাসাদ সৃষ্টিকারীদের প্রতিহত করার জন্য মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।

    জনাব নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ধর্মীয় ও নৈতিক মুল্যবোধসম্পন্ন আধুনিক জ্ঞানবিজ্ঞানে আলোকিত নতুন প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, স্কুল পর্যায়ে ধর্মীয় শিড়্গা বাধ্যতামূলক করা হয়েছে।

    মন্ত্রী বলেন, সরকার মাদ্রাসা শিড়্গার আধুনিকায়নে ধর্মীয় বিষয়সমূহের পাশাপাশি আধুনিক বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন বিষয় অনত্মর্ভুক্ত করেছে। ফলে মাদরাসা ডিগ্রিধারীরাও এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস অফিসার হওয়ার সুযোগ পাচ্ছেন। তিনি বলেন, আলেম ওলামাদের দাবি অনুযায়ী দেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিড়্গা অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি মাদ্রাসা শিড়্গর মানোন্নয়নে ব্যাপক কর্মসূচির কথা উলেস্নখ করে বলেন, ৩১টি মাদ্রাসায় প্রথমবারের মতো অনার্স কোর্স এবং ১০০ মাদ্রাসায় কর্মমুখী শিড়্গা কোর্স চালু করা হয়েছে। তিনি বলেন, ২০০৯ সাল থেকে সরকার সারাদেশে ১ হাজার নতুন মাদ্রাসা ভবন নির্মাণ করেছে। অনুরূপ ১ হাজার ৮ শত মাদ্রাসা ভবন নির্মাণ প্রক্রিয়া শুরম্ন হয়েছে বলেও তিনি জানান।

    পরিষদের সভাপতি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, শিড়্গা সচিব মো. সোহরাব হোসাইন এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উলস্নাহ বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে শিড়্গামন্ত্রী কেরানীগঞ্জের জাজিরা মাধ্যমিক বিদ্যালয়ের কিডনি রোগে আক্রানত্ম শিড়্গক হারম্নন অর রশীদকে চিকিৎসা সহায়তা হিসেবে ১ লাখ টাকার চেক প্রদান করেন।

#

সাইফুলস্নাহ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৮৪০ ঘণ্টা    

তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২১৩৪

১০ পৌরসভায় নির্বাচনের তারিখ ঘোষণা

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন):
আগামী ৭ আগস্ট ৮টি পৌরসভার নির্বাচনে এবং ৪ আগস্ট ২টি পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পৌরসভাসমূহ হলো: দিনাজপুর জেলার ঘোড়াঘাট, নীলফামারী জেলার ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া।
৮টি পৌরসভার সাধারণ নির্বাচনের সময়সূচি: মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ জুলাই, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৪ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ জুলাই ও ভোট গ্রহণের তারিখ ৭ আগস্ট।
    এছাড়া আগামী ৪ আগস্ট কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর পৌরসভা এবং শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর পৌরসভার উপনির্বাচনের সময়সূচি : মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ জুলাই, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই ১৪ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ জুলাই এবং ভোট গ্রহণের তারিখ ৪ আগস্ট।
    শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার উপনির্বাচনের সময়সূচি : মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ জুলাই, দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই ১৪ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৯ জুলাই এবং ভোট গ্রহণের তারিখ ৪ আগস্ট।
    পৌরসভার মেয়র পদের নির্বাচন দলীয়ভিত্তিতে অনুষ্ঠিত হয়। এজন্য সংশ্লিষ্ট বিধি অনুযায়ী মেয়র প্রার্থীর মনোনয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাদের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র থাকবে যে, উক্ত প্রার্থীকে উক্ত দল হতে মনোনয়ন দেয়া হয়েছে।
    কোন রাজনৈতিক দল একটি পৌরসভা হতে একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করতে পারবে না, একাধিক ব্যক্তিকে মনোনয়ন প্রদান করলে সংশ্লিষ্ট পৌরসভায় উক্ত দলের সকল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। সংশ্লিষ্ট রাজনৈতিক দল তার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবি, নমুনা স্বাক্ষরসহ একটি পত্র নির্বাচনের তফসিল ঘোষণার ৫ দিনের মধ্যে রিটার্নিং অফিসারের নিকট  এবং উক্ত পত্রের একটি অনুলিপি নির্বাচন কমিশনে প্রেরণ করবে।
#
আসাদুজ্জামান/আফরাজ/মোশাররফ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭৫৫ঘণ্টা

 

তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৩৩

তিন  মেডিকেল কলেজকে তিন মাসের মধ্যে জমি নিবন্ধনের নির্দেশ

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন):

আগামী তিন মাসের মধ্যে কলেজের নামে নিজস্ব জমি নিবন্ধন না করলে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং পপুলার মেডিকেল কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করে দেয়া হবে।

আজ ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

উক্ত তিন কলেজ ছাড়াও যেসব মেডিকেল কলেজ তাদের কলেজের নামে নিজস্ব জমি নিবন্ধন করে নাই তাদেরকেও আগামী তিন মাসের মধ্যে নিবন্ধন করার জন্য সভা থেকে নির্দেশ দেয়া হয়।

#

পরীক্ষিৎ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৭০০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২১৩২

পলিথিন ও চিংড়ি আটক করেছে কোস্টগার্ড

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন):
    চাঁদপুর কোস্টগার্ডের একটি অপারেশন দল গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের মেঘনা মোহনায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এম ভি জাহিদ-৭ হতে ১৪৪০ কেজি পলিথিন আটক করে, যার মূল্য  প্রায় ২ লাখ ১৬ হাজার টাকা এবং এমভি আঁচল-২ হতে ১ লাখ ৮০০ বর্গমিটার কারেন্ট জাল আটক করে, যার মূল্য প্রায় ২০ লাখ ১৬ হাজার টাকা।
    এছাড়া, হরিনা ফেরি ঘাট হতে ৮৪০ কেজি জেলি পুশকৃত চিংড়ি আটক করা হয়, যার মূল্য প্রায় ৫ লাখ ৪ হাজার টাকা। আটককৃত পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তর এবং কারেন্ট জাল ও জেলি পুশকৃত চিংড়ি জেলা মৎস্য কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
#

শামীম/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৭০০ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                         নম্বর : ২১৩১

বিকল ২১০০ টেলিফোনের মেরামত কাজ চলছে

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন):

    মগবাজার-খিলগাঁও ফ্লাইওভার নির্মাণ কাজের সময় গত ১০ জুন মালিবাগ-রাজারবাগ-কমলাপুর রুটে ৩টি ভূ-গর্ভস্থ প্রাইমারি (মোট ৩,৫০০ জোড়া) কেব্ল কাটা গেছে। ফলে উত্তর শাহজাহানপুর, শহীদবাগ, মালিবাগ ও কমলাপুর এলাকার প্রায় ৯শ’ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

    এছাড়া, ওয়াসার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন কাজের সময় গত ২৩ জুন গোড়ান-মাদারটেক রুটে ২টি
ভূ-গর্ভস্থ প্রাইমারি কেব্ল (মোট ৩,০০০ জোড়া) কাটা যায়। ফলে নন্দীপাড়া, মাদারটেক ও গোড়ান এলাকার প্রায় ১ হাজার ২শ’ টেলিফোন বিকল হয়ে পড়েছে।

    টেলিফোনগুলো বিকল থাকায় গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ  করেছে বিটিসিএল।  

    উল্লেখ্য, জরুরিভিত্তিতে ক্ষতিগ্রসÍ কেব্লের মেরামত কাজ শুরু হয়েছে। আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে টেলিফোনগুলো সচল করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।
    
#

মোরশেদ/আফরাজ/মাহমুদ/সঞ্জীব/সেলিম/২০১৬/১৬০০ ঘণ্টা    
 
তথ্যবিবরণী                                                                                            নম্বর : ২১৩০

মন্ত্রিপরিষদ সচিবের সাথে বিভাগীয় কমিশনারদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন) :

    প্রথমবারের মতো মন্ত্রিপরিষদ সচিবের সাথে মাঠপর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সাথে দেশের ৮ বিভাগীয় কমিশনারগণ ২০১৬-১৭ অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. আবদুল হান্নান, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।
    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যোগ দেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং অর্থসচিব মাহবুব আহমেদ।
    অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব বলেন, রূপকল্প ২০২১ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ সরকার একটি কার্যকর, দক্ষ এবং গতিশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট। এ প্রেক্ষিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের জন্য ২০১৪-১৫ অর্থবছর থেকে দপ্তর ও সংস্থাসমূহের সাথে বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থা চালু করেছে। তিনি আরও বলেন, আজকের স্বাক্ষরিত চুক্তি নতুন জগতে প্রবেশ করার মতো। এ চুক্তির ফলে মাঠ পর্যায়ের কার্যক্রম অধিকতর দায়বদ্ধতার মধ্যে চলে এসেছে। এখন থেকে জনগণের প্রতি দায়িত্ব পালনে তাদের অধিকতর দায়বদ্ধতা তৈরি হলো। কর্মসম্পাদনের শতভাগ লক্ষ্যপূরণে জেলা প্রশাসক ও অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে তিনি বিভাগীয় কমিশনারদের প্রতি আহ্বান জানান।
    অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব বলেন, ঈদের নয় দিনের ছুটিতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, জনগণের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় এবং জনসেবা যাতে বিঘিœত না হয় সে ব্যাপারে জেলা প্রশাসকদের সচেতন ও সতর্ক থাকতে হবে। আগামী মাসে জেলা প্রশাসক সম্মেলন পরবর্তী অনুষ্ঠেয় ইনোভেশন ফেয়ার সুষ্ঠুভাবে সম্পন্নে তিনি বিভাগীয় কমিশনারদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
    মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. মাকছুদুর রহমান পাটওয়ারী এবং ঢাকা বিভাগীয় অনুষ্ঠানে কমিশনার বক্তব্য রাখেন।  
#


মিজান/মোবাস্বেরা/খাদীজা/কামাল/২০১৬/১৫১৫ ঘণ্টা   
তথ্যবিবরণী                                                                                     নম্বর : ২১২৯

সৌদি সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার কোরআন হস্তান্তর

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন):
    রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য পবিত্র কোরআন শরিফ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশে রাজকীয় সৌদি এম্বেসির চার্জ দ্য এফেয়ার্স হাসান আল-হাজমি পবিত্র কোরআন বিতরণের প্রথম পর্যায়ে পাঁচ হাজার কপি হস্তান্তর করেন।
    আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো. আব্দুল জলিল পবিত্র কোরআনের এসব কপি গ্রহণ করেন।
    পবিত্র কোরআন হস্তান্তর অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, যুগ্মসচিব জাকির আহমেদ ও ডা. বোরহান উদ্দিন এবং সৌদি এম্বেসির ডাইরেক্টর ইব্রাহিমসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

আনোয়ার/আফরাজ/সঞ্জীব/জয়নুল/২০১৬/১৬০০ঘণ্টা   

 
তথ্যবিবরণী                                                                                                   নম্বর : ২১২৮

শিল্পমন্ত্রীর সাথে ইউনিডোর মহাপরিচালকের বৈঠক
উচ্চ প্রযুক্তির প্রকৌশল যন্ত্রপাতি উৎপাদনে ইউনিডোর কারিগরি সহায়তার আশ্বাস  

ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন):
বাংলাদেশে উচ্চ প্রযুক্তির প্রকৌশল যন্ত্রপাতি, ওষুধ এবং মেডিক্যাল যন্ত্রপাতি উৎপাদন শিল্পে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউনিডো) কারিগরি সহায়তা চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং শিল্পখাতের বিকাশ ও পণ্য বৈচিত্র্যকরণের সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। এক্ষেত্রে ইউনিডো বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
দক্ষিণ কোরিয়া সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ২৮ জুন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউনিডো) এর মহাপরিচালক খর ণধহম এর সাথে বৈঠকে এ সহায়তা কামনা করেন। উলসান শহরের লটি হোটেলে বৈঠক অনুষ্ঠিত হয়।  
বৈঠকে শিল্পমন্ত্রী বাংলাদেশি শিল্পপণ্যের গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ইউনিডোর সহায়তায় বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্স প্রোগ্রাম (ইঊঝঞ) শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের জন্য সংস্থার মহাপরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এর ফলে বাংলাদেশের মৎস্যসহ জলজ খাবারের নিরাপত্তা ব্যবস্থা ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মান ব্যবস্থার সমপর্যায়ে পৌঁছেছে। তিনি কান্ট্রি প্রোগ্রামের আওতায় বাংলাদেশে গুণগতমান অবকাঠামো গড়ে তুলতে ইউনিডোর সহায়তা বৃদ্ধির তাগিদ দেন।
বৈঠকে শিল্পমন্ত্রী বাংলাদেশের উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, কৃষিভিত্তিক শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি ও মানোন্নয়ন, নবায়ণযোগ্য জ্বালানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি এবং বর্জ্য ব্যবস্থাপনা খাতের উন্নয়নে ইউনিডো সহযোগিতা করতে পাবে বলে মন্তব্য করেন।  
জবাবে ইউনিডোর মহাপরিচালক বলেন, বাংলাদেশে গুণগত শিল্পায়নের ধারা জোরদারে ইউনিডোর সহায়তা অব্যাহত থাকবে। ইতোমধ্যে ইউনিডোর কান্ট্রি প্রোগ্রামের আওতায় বাংলাদেশে গুণগতমান অবকাঠামোর উন্নয়নের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান অবকাঠামো গড়ে তুলতে ইউনিডো বাংলাদেশকে কারিগরি সহায়তা দিয়ে যাবে। তিনি টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন শিল্পের পরিবেশ ও শ্রম নিরাপত্তা বিধানে বাংলাদেশ সরকার গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।
বৈঠকে দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জুলফিকুর রহমান, কাউন্সিলর (শ্রম) জাহিদুল ইসলাম ভূঁইয়াসহ বাংলাদেশ দূতাবাস ও ইউনিডোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে চায়না এনার্জি কনজারভেশন অ্যান্ড এনভায়রমেন্টাল প্রটেকশন গ্রুপ এর চেয়ারম্যান ঢরধশধহম ডধহম শিল্পমন্ত্রীর সাথে লটি হোটেলে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশি নির্মাণ সামগ্রী উৎপাদন শিল্পখাতের উন্নয়নে ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেন। এ সময় তারা বিশেষ করে, বাংলাদেশে পরিবেশবান্ধব স্বয়ংক্রিয় ইট উৎপাদনের কারখানা স্থাপনের বিষয়ে আলোচনা করেন। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি বিসিকের জনবল দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এ লক্ষ্যে  প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন করতে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে পরামর্শ দেন।  
এ সময় প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক ঈযবহ ঝযঁমঁধহম সহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#

জলিল/মোবাস্বেরা/খাদীজা/রফিকুল/কামাল/২০১৬/১৫১৩ ঘণ্টা
 
তথ্যবিবরণী                                                                                          নম্বর : ২১২৭


প্রতিমন্ত্রীর পদমর্যাদায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র


ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন):
    স্ব-পদে অধিষ্ঠিত থাকাকালীন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহম্মেদ প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
    মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ এ তথ্য জানানো হয়েছে।
#

মোবাস্বেরা/খাদীজা/কামাল/২০১৬/১৩০০  ঘণ্টা  

Todays handout (7).doc